রুমা পাল ও আবীর দত্ত, কলকাতা: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর কয়েকদিন পরেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা। তার আগেই রাজ্যে আসছে ১২৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র বাহিনী মোতায়েন নয়, তাদের গতিবিধির সমস্ত কিছু তথ্য পাঠাতে হবে কমিশনকে, এমনটাই সূত্রের খবর। বাহিনীর প্রতিটি জওয়ান কে কোথায় মোতায়েন থাকবে, তাদের কি সুবিধা অসুবিধা তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার পর তাদের গতিবিধির সমস্ত কিছুই রিপোর্ট পাঠাতে হবে মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তরে। আধিকারিকরা সেই রিপোর্ট খতিয়ে দেখবেন। শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশের কারা কারা ওই বাহিনীকে দিয়ে টহলদারি করাচ্ছেন সে সমস্ত রিপোর্ট জেলা নির্বাচন আধিকারিককে পাঠাতে হবে। এমনটাই নির্দেশ মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের। 



প্রত্যেক নির্বাচনের সময় দেখা যায় যে বিরোধীরা অভিযোগ করেছে যে, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগানো হলো না। তাই এবার এ নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে তার জন্য কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় টহলদারি করছে, তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে। প্রথম পর্যায় ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ন্যূনতম ২ কোম্পানি থেকে সর্বাধিক ৯ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। স্পর্শকাতর অঞ্চলে ভোটারদের মনোবল বাড়াতে এবং এরিয়া ডমিনেশন এর কাজে লাগানো হবে এই কেন্দ্রীয় বাহিনীকে।এবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন গতবারের কেন্দ্র বাহিনী মোতায়নের চেয়ে  আরও বেশি সংখ্যায় হবে। এবারে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, এমনটাই সূত্রের খবর।



শনিবারে রাজ্যে আসছে  কেন্দ্রীয় বাহিনী। প্রথমেই পা রাখবে বীরভূমে। এরিয়া ডমিনেশন এবং রুটমার্চ করবে তারা। দার্জিলিং পুলিশ জেলায় ৬ কম্পানি, শিলিগুড়ি তিন কোম্পানি, কালিংপংয়ে ৩ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ২ কোম্পানি, কোচবিহারে ৩ কম্পানি, আলিপুরদুয়ারে ২ কোম্পানি, জলপাইগুড়িতে ৩ কোম্পানি, ইসলামপুর পুলিশ জেলার দুই কোম্পানি, মালদায় ৫ কোম্পানি, মুর্শিদাবাদে ৫ কোম্পানী, জঙ্গিপুরে ২ কোম্পানি, কৃষ্ণনগরে ৩ কোম্পানি, রানাঘাটে দুই কোম্পানি, ব্যারাকপুরে ৫ কোম্পানি, বারুইপুর,সুন্দরবন, ডায়মন্ডহারবারে দুই কোম্পানি করে, হাওড়া শহরে ২ কম্পানি এবং হাওড়া গ্রামীনে ২ কোম্পানি, হুগলিতে চার কোম্পানি, ৫ কোম্পানি পশ্চিম মেদিনীপুরে, বাঁকুড়ায় ৩ কোম্পানি, চন্দননগরে ৫ কোম্পানি, বারাসাতে ২ কোম্পানি এবং কলকাতায় ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে।