ভোট ঘোষণার আগেই কাল রাজ্যে আসছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৫ ফেব্রুয়ারি মধ্যে আসবে মোট ১২৫ কোম্পানি বাহিনী। এরিয়া ডমিনেশন, রুটমার্চের জন্য ব্যবহার করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে একগুচ্ছ কর্মসূচি নিল তৃণমূল। আজ থেকে ৪৮ ঘণ্টা গ্যাসের দোকানে তৃণমূলের বিক্ষোভ। আজ দক্ষিণ কলকাতায় প্রতিবাদ মিছিল। রবিবার মিছিল হবে বেহালা ও উত্তর কলকাতায়।
এদিকে, দুপুর একটায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে মতুয়া সভায় যোগ দেবেন দিলীপ ঘোষ। আজ বিকেলে বসিরহাটে পরিবর্তন যাত্রার সভায় অংশ নেবেন বিজেপি রাজ্য সভাপতি।