WB Election 2021 LIVE Updates: জগদ্দলে অর্জুন সিংহর বাড়ির কাছে বোমাবাজি, জখম এক, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
West Bengal Assembly Election 2021 LIVE Updates: শাসক দলের প্রচারের হাতিয়ার ‘দিদির ১০ অঙ্গীকার’
জগদ্দলে বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহর বাড়ির কাছে বোমাবাজি। এই ঘটনায় একজন জখম হয়েছেন বলে জানা গেছে। অর্জুন বাড়ি ঢোকার পর ফের বোমাবাজি শুরু হয়। তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। পাল্টা অর্জুনের অভিযোগ, হামলার নেপথ্যে তৃণমূলের দুষ্কৃতীরা রয়েছে। ঘটনাস্থলে র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী।
আসানসোলে এবিভিপির বিক্ষোভের মুখে আসানসোল দক্ষিণ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সায়নীর ভোটের প্রচারের সময় গো ব্যাক স্লোগান এবিভিপির। পুলিশের সামনেই বচসায় জড়িয়ে পড়ল তৃণমূল-বিজেপি। রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের। দেবদেবীর অপমান করেছেন সায়নী, তাই বিরোধিতা, দাবি এবিভিপির।
‘ভোটের দিন সমস্ত বুথ দখল করব’, ময়নায় প্রকাশ্যে বুথ দখলের হুমকি তৃণমূল নেতার।
ময়নার সভা থেকে প্রকাশ্যে তৃণমূল নেতার হুমকি, ‘ভয় করে লাভ নেই, ২৪ ঘণ্টার মধ্যে সাফ করব।
ওদের দখলে ১০টা বুথ, আমরা সমস্ত বুথ দখল করব।’
রাজ্য বিজেপির মুখপাত্র আরও বলেছেন, ‘তৃণমূল কংগ্রেসের সরকারের শিল্পনীতি, জমিনীতি নেই। শেষবেলায় তৃণমূলের ইস্তেহারের কোনও ভিত্তি নেই। প্রতিবছর একটা করে টেট নিতে পারেনি রাজ্য সরকার।আগামী প্রজন্ম কী শুধুই ২ টাকার চাল খেয়ে থাকবে? নাকি নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে চাল কিনে খাবে?’
তৃণমূলের ইস্তেহার প্রকাশ করে দাবি করা হয়েছে, ১০০ দিনের কাজে বাংলা ১ নম্বরে। এই দাবিকে কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলেছেন, এটাই প্রমাণ করে এ রাজ্যে কাজ নেই। বাংলায় যে কর্মসংস্থানের জায়গা নেই, এটাই তার প্রমাণ।
তৃণমূলের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতিকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর প্রশ্ন, ‘২০১২-র মধ্যে ৯০ শতাংশ কাজ হলে দুয়ারে সরকার কেন?’
শমীক ভট্টাচার্যর দাবি, ‘কেন্দ্রীয় সরকারের প্রকল্পকেই তুলে ধরা হয়েছে তৃণমূলের ইস্তেহারে। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজ্যের নামে করা হয়েছে।‘তৃণমূলের ইস্তেহারে কর্মসংস্থান তৈরির নির্দিষ্ট দিশা নেই।’
নন্দীগ্রামেই তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী।পুজোর অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।
বিশ্বাসঘাতক স্লোগান তুলে তৃণমূলের বিক্ষোভ। গাড়ির মধ্যে ছিলেন শুভেন্দু। বাইরে তৃণমূলের বিক্ষোভ চলে। শুভেন্দুর কনভয় থামিয়ে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে। এব্যাপারে এখনও বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ইস্তেহার প্রকাশ করতে গিয়ে তৃণমূল নেত্রী কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতা বাড়ানো হয়েছে। তাহলে নির্বাচিত সরকারের কাজ কী? মোদি সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা করি।’
তৃণমূল নেত্রী বলেছেন, ১০ লক্ষ নতুন এমএসএমই গঠন করা হবে। মেয়েদের জন্য আরও বেশি স্কুল কলেজ তৈরি হবে। যাঁরা সংরক্ষণের আওতায় নেই সেইসব গরিব পরিবারকেও মাসে ৫০০ টাকা।’
মমতা বলেছেন, ‘পাহাড়ে বিশেষ উন্নয়ন বোর্ড গঠন করা হবে।
মমতা বলেছেন, ‘দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। রাজ্যের প্রতি পরিবারের নূন্যতম মাসিক আয় নিশ্চিত করব। তফশিলি পরিবারকে বছরে ১২ হাজার টাকা। পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ডের ব্যবস্থা। ‘কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্প চলবে।’
তিনি বলেছেন, ‘কৃষকদের বার্ষিক ভাতা ১০ হাজার টাকা করা হবে। বাংলা আবাস যোজনায় আরও ২৫ লক্ষ বাড়ি তৈরি হবে।
মমতা বলেছেন, ‘বার্ষিক ৫ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। মে মাস থেকে বিধবাদের ১০০০ টাকা করে ভাতা। দুয়ারে সরকার প্রতিবছর ৪ মাস করে হবে’।
মুখ্যমন্ত্রী দলের ইস্তেহার প্রকাশ করে বলেছেন, ‘লকডাউনে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। করোনার জন্য একবছরে অনেক কাজ পিছিয়ে গেছে। তা সত্ত্বেও অন্য রাজ্যের তুলনায় আয় বেড়েছে। বাংলার বাজেট ৩ গুণ বেড়েছে। ‘রাজ্যের মানুষের মাথাপিছু আয় দ্বিগুণ বেড়েছে’।
ইস্তেহার প্রকাশ করে মমতা বলেছেন, ‘২০১১-য় ক্ষমতায় আসার পর থেকে ১১০ শতাংশ কাজ করেছি। যে কাজ করেছি, সারা পৃথিবীর নজর কেড়েছে। কন্যাশ্রীকে ইউনিসেফ ১ নম্বর প্রকল্পের পুরস্কার দিয়েছে। ১০০ দিনের কাজে আমরাই দেশের মধ্যে প্রথম। ১ কোটি ৭৫ লক্ষ কর্মদিবস তৈরি করেছে রাজ্য।’
তৃণমূলের ইস্তেহার প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে তৃণমূলের আনুষ্ঠানিক ইস্তেহার প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২৪ মার্চ মোদির সভায় উপস্থিত থাকবেন শিশির অধিকারী। চণ্ডীপুরের জনসভায় জানালেন শুভেন্দু অধিকারী।
মমতার নন্দীগ্রামকাণ্ডের পাল্টা বিজেপির হুইলচেয়ারে র্যালি। এক্সাইড থেকে হাজরা পর্যন্ত মিছিল। রাজ্যে বিজেপি কর্মীদের খুনের অভিযোগে হুইলচেয়ার র্যালি।
বাঁকুড়ার সোনামুখীতে দলীয় প্রার্থী শ্যামল সাঁতরার হয়ে রোড শো তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের।
বাঁকুড়ার তৃণমূল প্রার্থীকে নিয়ে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শালতোড়ায় রোড শো। পরে জনসভা করেন তৃণমূল সাংসদ। সেখানে সোনার বাংলা নিয়ে বিজেপিকে খোঁচা দেন তিনি। বলেন, ভাঙা পা দিয়েই লড়াই হবে। লোক হবে না বলে পরপর সভা বাতিল বিজেপির। যত জয় শ্রীরাম বলেছে, তত বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। স্বাস্থ্যসাথী কার্ডে মহিলা ক্ষমতায়ন।
বাঁকুড়ার তৃণমূল প্রার্থীকে নিয়ে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শালতোড়ায় রোড শো।
একইসঙ্গে দুজায়গার ভোটার তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। নির্বাচনে কমিশনে অভিযোগ জানাল তৃণমূল। সম্প্রতি নন্দীগ্রামের ভোটার তালিকায় নাম তোলেন শুভেন্দু। কিন্তু হলদিয়ার ভোটার তালিকায় এখনও তাঁর নাম রয়েছে। একইসঙ্গে দুটি বিধানসভার ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে। তৃণমলের দাবি নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হোক। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন।
থানার সামনে অবৈধ জমায়েতের অভিযোগে হাওড়ার বালিতে বিজেপির এক স্থানীয় নেত্রী সহ ১১ জনকে গতকাল দুপুরে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন বিজেপি নেত্রীর স্বামীও।পুলিশ সূত্রে খবর, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে আগেই জারি হয়েছিল জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা। গতকালই বিজেপি নেত্রী সহ ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। তবে ওই নেত্রীর স্বামীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
কোচবিহারের দিনহাটার বেশ কয়েকজন তৃণমূল নেতাকে দলবিরোধী কাজের অভিযোগে শোকজ করল দলীয় নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। মোট ৬ জনকে করা হয়েছে। তিনদিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাঁদের। সন্তোষজনক উত্তর না পেলে ব্যবস্থাগ্রহণ করা হতে পারে বলে দাবি তৃণমূলের জেলা সভাপতির। উদয়ন গুহকে দিনহাটায় এবার প্রার্থী করেছে তৃণমূল। অভিযোগ, তাঁর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে প্রচার চালাচ্ছিলেন ওই ৬ জন। সেই কারণেই তাঁদের শোকজ করা হয়েছে বলে জেলা তৃণমূল সূত্রে খবর।
প্রার্থী পছন্দ না হওয়ায় হেস্টিংসে বিজেপি দফতরের সামনে বিক্ষোভ। দিল্লিতে রাজ্যের বিজেপি নেতাদের তলব। জে পি নাড্ডার বাড়িতে বৈঠকে রাজ্যের বিজেপি নেতারা। বৈঠকে রয়েছেন শিবপ্রকাশ, অমিত মালব্য, দিলীপ, রাজীব, মুকুল রায়। বৈঠকে রয়েছেন অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা।
ফের প্রচারে বাংলায় আসছেন নরেন্দ্র মোদি। পুরুলিয়ায় ভাঙড়ার মাঠে আগামীকাল মোদির জনসভা। সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সকালেই চলে আসেন বিজেপি নেতারা। তাঁরা ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বঙ্গ সফর বাতিল। আজ বাঁকুড়ার শালতোড়ায় জনসভা করার কথা ছিল। লোকসভায় বিজেপি সাংসদদের উপস্থিত থাকতে হুইপ, সূত্রের খবর। সেই কারণেই আসতে পারছেন না স্মৃতি ইরানি, সূত্রের খবর।
উত্তর ২৪ পরগনার অশোকনগরে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে গুমা বামুনিয়াতে ওই ঘটনা ঘটে। আইএসএফ-এর অভিযোগ, তাদের কর্মীদের মারধর করে যুব তৃণমূল কর্মীরা। প্রতিবাদে দীর্ঘক্ষণ অশোকনগর থানা ঘেরাও করেন আইএসএফ কর্মীরা। রাতে তৃণমূলের ৩ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের দাবি, বিনা দোষে তাদের কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবাদে আন্দোলনে নামার হুমকি দিয়েছে তৃণমূল।
চন্দ্রকোণায় সভা অভিনেতা সথা তৃণমূল সাংসদ দেবের। সোনামুখীতে কর্মসূচি শতাব্দী রায়ের।
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে দেওয়াল লেখা নিয়ে বিবাদ বিজেপি ও তৃণমূলের মধ্যে। গতকাল বিকেলে গঙ্গাপুরে একটি দেওয়ালে স্থানীয় তৃণমূল কর্মীরা লিখতে গেলে বাধা দেয় বিজেপি। বিজেপির দাবি, তাদের দখলে থাকা দেওয়ালে জোর করে লিখছে তৃণমূল। সেই অভিযোগ তৃণমূল অস্বীকার করে। এই নিয়ে দু’পক্ষে বচসা বাধে। ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার পুলিশ। এরপর পুলিশ নির্বাচন কমিশনের প্রতিনিধিদের খবর দেয়। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এসে সেই দেওয়ালে যাবতীয় লেখা মুছে দেন। নির্বাচন কমিশন সূত্রে দাবি, ওই দেওয়াল সরকারি ভবনের। তাই সেই দেওয়ালে আদর্শ আচরণবিধি অনুযায়ী লেখা যাবে না
হুগলির চাঁপদানিতে বিজেপি কর্মী গুলিবিদ্ধ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ চাঁপদানির এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে তাঁর ডান হাতে। তাঁকে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আসে চন্দননগর কমিশনারেটের পুলিশ। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে তৃণমূল।
আজ ঝাড়গ্রামে জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম সভা গোপীবল্লভপুরে। দ্বিতীয় সভা লালগড়ে। সভা শেষে কলকাতা ফিরবেন তৃণমূলনেত্রী। আজ এসএসকেএমে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে। বিকেলে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা।
আজ চারটি সভা শুভেন্দু অধিকারীর। আজ পূর্ব মেদিনীপুরে চারটি সভায় অংশ নেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। প্রথম সভা করবেন চণ্ডীপুরে। এরপর তিনটি সভা রয়েছে কাঁথিতে।
আজ রাজ্যে স্মৃতি ইরানি। পূর্ব মেদিনীপুরে তিনটি সভা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। প্রথম সভা সালতোরা। দ্বিতীয় চণ্ডীপুর। তৃতীয় তথা শেষ সভা পিংলায়
প্রার্থী নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্বে হেস্টিংসে ধুন্ধুমার। ইটবৃষ্টি, লাঠিচার্জ। অশান্তি হুগলি, দঃ ২৪ পরগনাতেও। রাতভর বৈঠকের পরে অমিত শাহের তলবে দিল্লি গেলেন দিলীপ, মুকুলরা।
স্টুডেন্টস ক্রেডিট কার্ড-সহ ১০ দফা প্রতিশ্রুতি দিয়ে প্রচারে নামছে তৃণমূল। আজ বিকেলই ইস্তেহার প্রকাশ। পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় নির্দলকে সমর্থন, ঘোষণা অভিষেকের।
প্রথম দফার ভোট ২৭ মার্চ। তার আগেই পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে ৮০ ঊর্ধ্বদের পোস্টার ব্যালটে ভোটগ্রহণ শুরু। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ৩ অফিসারের উপস্থিতিতে বাড়িতেই তৈরি করা হল ভোটদান কক্ষ।
প্রেক্ষাপট
বিরোধী নেতা হতে আসিনি। দল চাইলে মুখ্যমন্ত্রী মুখ হতে আপত্তি নেই। ক্ষমতায় এসে ছ’মাসের মধ্যে বাংলাকে ঘুরিয়ে দাঁড় করাব। একান্ত সাক্ষাত্কারে অকপট মিঠুন।
লকডাউনের সময় আটকানো হয় আমার পাঠানো ত্রাণ, এবিপি আনন্দে বিস্ফোরক দাবি মিঠুনের। বললেন, নীতিতে মতভেদ থাকলেও শ্রদ্ধা করেন মমতাকে।
মুখ্যসচিব, পর্যবেক্ষকের রিপোর্টের ভিত্তিতেই অপসারিত বিবেক সহায়। মুখ্যমন্ত্রীর আক্রমণের কড়া জবাব উপ নির্বাচন কমিশনারের। রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ খারিজ। এক্তিয়ার নিয়ে পাল্টা প্রশ্ন তৃণমূলের।
প্রার্থী নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্বে হেস্টিংসে ধুন্ধুমার। ইটবৃষ্টি, লাঠিচার্জ। অশান্তি হুগলি, দঃ ২৪ পরগনাতেও। রাতভর বৈঠকের পরে অমিত শাহের তলবে দিল্লি গেলেন দিলীপ, মুকুলরা।
স্টুডেন্টস ক্রেডিট কার্ড-সহ ১০ দফা প্রতিশ্রুতি দিয়ে প্রচারে নামছে তৃণমূল। আজ বিকেলই ইস্তেহার প্রকাশ। পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় নির্দলকে সমর্থন, ঘোষণা অভিষেকের।
বর্ধমানের সভায় তৃণমূল প্রার্থীর হুমকি। কমিশনে যাচ্ছে বিজেপি। বাংলায় তৃণমূলকে উৎখাতের ডাক, রাজনাথের মুখে সৌরভ।
প্রথম দফার ভোট ২৭ মার্চ। তার আগেই পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে ৮০ ঊর্ধ্বদের পোস্টার ব্যালটে ভোটগ্রহণ শুরু। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ৩ অফিসারের উপস্থিতিতে বাড়িতেই তৈরি করা হল ভোটদান কক্ষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -