WB Election 2021 LIVE Updates: জগদ্দলে অর্জুন সিংহর বাড়ির কাছে বোমাবাজি, জখম এক, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

West Bengal Assembly Election 2021 LIVE Updates: শাসক দলের প্রচারের হাতিয়ার ‘দিদির ১০ অঙ্গীকার’

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 17 Mar 2021 06:45 AM

প্রেক্ষাপট

বিরোধী নেতা হতে আসিনি। দল চাইলে মুখ্যমন্ত্রী মুখ হতে আপত্তি নেই। ক্ষমতায় এসে ছ’মাসের মধ্যে বাংলাকে ঘুরিয়ে দাঁড় করাব। একান্ত সাক্ষাত্‍কারে অকপট মিঠুন।লকডাউনের সময় আটকানো হয় আমার পাঠানো ত্রাণ, এবিপি...More

WB Election 2021: অর্জুন সিংহর বাড়ির কাছে বোমাবাজি

জগদ্দলে বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহর বাড়ির কাছে বোমাবাজি। এই ঘটনায় একজন জখম  হয়েছেন বলে জানা গেছে। অর্জুন বাড়ি ঢোকার পর ফের বোমাবাজি শুরু হয়।  তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। পাল্টা অর্জুনের অভিযোগ, হামলার নেপথ্যে তৃণমূলের দুষ্কৃতীরা রয়েছে। ঘটনাস্থলে র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী।