West Bengal Election 2021 Live Updates: ‘এবার তৃণমূল ক্ষমতায় এলে অনলাইনে কাটমানি নেবে‘, লালগড়ের সভায় শুভেন্দু

আজ ফের রাজ্যে জেপি নাড্ডা। বীরভূম ও ঝাড়গ্রামে জোড়া রথযাত্রার উদ্বোধন। আজ কালনা ও বহরমপুরে মমতার সভা। দলত্যাগীদের কী বার্তা ?  

ABP Ananda web desk Last Updated: 09 Feb 2021 07:08 AM

প্রেক্ষাপট

কলকাতা :  একুশের ভোটে বিজেপির নিশানায় এবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূম। আজ থেকে চার দিন বীরভূম জেলা জুড়ে ঘুরবে বিজেপির রথ। থাকবেন জেপি নাড্ডা, রাজনাথ সিংহ থেকে যোগী আদিত্যনাথের মত...More

WB Election 2021 LIVE: ‘২০০ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি’, লালগড়ের সভায় দিলীপ

‘বিধানসভা ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। ২০০ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি’, লালগড় থেকে বললেন দিলীপ ঘোষ।