West Bengal Election 2021 Live Updates: ‘এবার তৃণমূল ক্ষমতায় এলে অনলাইনে কাটমানি নেবে‘, লালগড়ের সভায় শুভেন্দু

আজ ফের রাজ্যে জেপি নাড্ডা। বীরভূম ও ঝাড়গ্রামে জোড়া রথযাত্রার উদ্বোধন। আজ কালনা ও বহরমপুরে মমতার সভা। দলত্যাগীদের কী বার্তা ?  

ABP Ananda web desk Last Updated: 09 Feb 2021 07:08 AM
WB Election 2021 LIVE: ‘২০০ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি’, লালগড়ের সভায় দিলীপ

‘বিধানসভা ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। ২০০ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি’, লালগড় থেকে বললেন দিলীপ ঘোষ। 

WB Election 2021 LIVE: ‘এবার তৃণমূল ক্ষমতায় এলে অনলাইনে কাটমানি নেবে‘, লালগড়ের সভায় শুভেন্দু

‘জঙ্গলমহলে প্রকৃত রামরাজ্য দিতে পারবে বিজেপি। উন্নততর তৃণমূল মানে কাটমানি। এবার তৃণমূল ক্ষমতায় এলে অনলাইনে কাটমানি নেবে। 
উন্নততর তৃণমূল মানে পিসি-ভাইপো। লকডাউনে মোদির পাঠানো চাল চুরি করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। লোকসভায় বিজেপিকে সমর্থন করেছেন।’ লালগড়ের সভায় বললেন শুভেন্দু অধিকারী।

BJP Parivartan Yatra: পরিবর্তন যাত্রা বন্ধের বিষয়ে এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ নয়, জানাল হাইকোর্ট

পরিবর্তন যাত্রা বন্ধের বিষয়ে এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ নয়। কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তিতে বিজেপি। মামলায় তাদের যুক্ত করা হয়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি। এদিন পরিবর্তন যাত্রা নিয়ে শুনানি ছিল বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে। বিচারপতি জানান, পূর্ণাঙ্গ শুনানির পর নির্দেশ জারি করা হবে। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। 

WB Election 2021: বিজেপিতে যাওয়া নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তন ঘিরে জল্পনা

নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তন ঘিরে জল্পনা চরমে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বিধায়ককে নিরাপত্তা দিল রাজ্য সরকার। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং ও বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। সূত্রের খবর, এখনই নিরাপত্তা নিতে চাননি বনগাঁ উত্তরের বিধায়ক। কিছুদিন আগে দুই বিধায়কই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ফলে দু’জনের তৃণমূলে যোগদান নিয়েও তৈরি হয়েছে জল্পনা। 

WB Election 2021 LIVE: তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। কয়েকদিন আগেই চাকরি থেকে ইস্তফা দেন হুমায়ুন। চন্দননগরের পুলিশ কমিশনার পদ থেকে ইস্তফার পর যোগদান। তৃণমূল নেত্রীর কালনার জনসভায় যোগদান হুমায়ুনের। 

BJP Parivartan Yatra: পরিবর্তন যাত্রা বন্ধের বিষয়ে এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ নয়, জানাল হাইকোর্ট

পরিবর্তন যাত্রা বন্ধের বিষয়ে এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ নয়। কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তিতে বিজেপি। মামলায় তাদের যুক্ত করা হয়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি। এদিন পরিবর্তন যাত্রা নিয়ে শুনানি ছিল বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে। বিচারপতি জানান, পূর্ণাঙ্গ শুনানির পর নির্দেশ জারি করা হবে। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। 

চন্দ্রকোণায় তৃণমূলের পতাকা, ফ্লেক্স ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা, ফ্লেক্স ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এনিয়ে উত্তপ্ত হয়ে ওঠে চন্দ্রকোণার বালা গ্রাম। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে তাদের দলীয় পতাকা, ফ্লেক্স ছিঁড়ে রাস্তায় জড়ো করে আগুন লাগিয়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে বিষয়টি নজরে আসে। ঘটনার সঙ্গে দলীয় যোগ অস্বীকার করে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। 

BJP Parivartan Yatra: বহরমপুরে বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা

বহরমপুরে বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা। মধুপুরে রথ আটকায় পুলিশ। আজ অনুমতি না থাকায়, রথ আটকানো হয় বলে পুলিশের দাবি।যদিও রথযাত্রা হবে, এই দাবিতে অনড় বিজেপি নেতৃত্ব। 

BJP Parivartan Yatra: ঝাড়গ্রামেও বিজেপির রথযাত্রার সূচনা করবেন নাড্ডা

বীরভূমের পাশাপাশি, ঝাড়গ্রামেও বিজেপির রথযাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা। কপ্টারে চড়ে এদিন দুপুরে লালগড়ের সজীব সঙ্ঘ ময়দানের হেলিপ্যাডে নামবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পাশের মাঠে তাঁর জনসভা করার কথা রয়েছে। সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা হবে। এরপর ঝাড়গ্রাম শহরে পৌঁছে সিধো-কানহুর মূর্তিতে মালা দেবেন জে পি নাড্ডা। স্থানীয় আদিবাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। ঝাড়গ্রাম থেকে যাবেন খড়গপুরে। আজ সেখানেই রাত্রিবাস করবেন জে পি নাড্ডা। 

BJP Parivartan Yatra: আজ থেকে অনুব্রত মণ্ডলের গড়ে গড়াবে বিজেপির রথের চাকা

চলতি মাসে দ্বিতীয়বার রাজ্যে আসছেন জে পি নাড্ডা। আজ থেকে অনুব্রত মণ্ডলের গড়ে গড়াবে বিজেপির রথের চাকা। এদিন দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে চড়ে তারাপীঠে পৌঁছবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে চিলার মাঠে জনসভা করবেন তিনি। সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা হবে। তার আগে গোটা এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বীরভূম জেলার ১১টি বিধানসভাজুড়ে পরিক্রমা করবে বিজেপির রথ। পাড়ি দেবে ৩২৮ কিলোমিটার পথ।বিজেপির রথযাত্রা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, এটি রাজনৈতিক কর্মসূচি। তাই তৃণমূলের তরফে কোনরকম বাধা দেওয়া হবে না। 

আব্বাস সিদ্দিকির দলের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ভাঙড়ের পর এবার মধ্যমগ্রাম। ফের আব্বাস সিদ্দিকির দলের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার মধ্যমগ্রামে সভা করার কথা ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির। সেই সভার জন্য গতকাল খামারপাড়া রমাগাছি গ্রামে পতাকা ও মাইক লাগাচ্ছিলেন আব্বাস সিদ্দিকির দল, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সদস্যরা। তাঁদের অভিযোগ, সেইসময় চড়াও হয় তৃণমূল কর্মীরা। মারধরে আহত হন আব্বাসের ৪-৫ জন অনুগামী। রাতে থানায় অভিযোগ দায়ের হয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

প্রেক্ষাপট

কলকাতা :  একুশের ভোটে বিজেপির নিশানায় এবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূম। আজ থেকে চার দিন বীরভূম জেলা জুড়ে ঘুরবে বিজেপির রথ। থাকবেন জেপি নাড্ডা, রাজনাথ সিংহ থেকে যোগী আদিত্যনাথের মত নেতারা।  কেন্দ্রীয় বিজেপি নেতারা বাংলা কতটুকু চেনেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শনিবার নদিয়ার শ্রীচৈতন্যধাম নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন জে পি নাড্ডা। রবিবার সেই রথ নদিয়ার বেথুয়াডহরী, পলাশি, মুর্শিদাবাদের রেজিনগর হয়ে বেলডাঙায় পৌঁছয়। সোমবার সকাল ৯টা নাগাদ, বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে ফের বেরোয় বিজেপির রথ। তখন সেটির অভিমুখ ছিল মুর্শিদাবাদের নওদার দিকে। কিন্তু, রথের রুট পরিবর্তন করার অভিযোগে শুরুতেই বিজেপির পরিবর্তন যাত্রা আটকে দেয় পুলিশ।  
রথের সামনের রাস্তায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। 
রথ নিয়ে বেলডাঙা থেকে নওদা, হরিহরপাড়া হয়ে বহরমপুর পৌঁছনোর দাবি জানায় বিজেপি। কিন্তু, প্রশাসনের তরফে অনুমতি পত্র দেখিয়ে পুলিশের তরফে বিজেপিকে বলা হয়, বেলডাঙা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে ভাবতা এবং সারগাছি হয়ে বরহমপুর পর্যন্ত রথ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বিজেপিকে। 
তাহলে এখন কেন হঠাৎ‍ করে রথের রুট পাল্টাতে চাইছে তারা? 
যা নিয়ে দু’পক্ষের বচসা শুরু হয়। এরপর অবরোধ শুরু করে বিজেপি। প্রায় ৩ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। শেষে বেলা সাড়ে ১২টা নাগাদ, প্রশাসনের নির্ধারিত রুটেই রওনা দেয় বিজেপির রথ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.