WB Election 2021 LIVE Updates: যতই সিবিআই লাগান, কিছুই করতে পারবেন না: অভিষেক
West Bengal Assembly Election 2021 LIVE Updates: ঠাকুরনগরে ১১ ফেব্রুয়ারি অমিত শাহর সভার পাল্টা সভা আজ অভিষেকের। নাড্ডার সফরের দিনই উত্তর ২৪ পরগনায় অভিষেক। নজরে মতুয়া ভোট। সভা করবেন যুব তৃণমূল সভাপতি।
সায়েন্স সিটিতে বিশিষ্টজনদের সঙ্গে সভা জে পি নাড্ডার। অডিটোরিয়ামে গিয়েই ফিরলেন শোভন-বৈশাখী। বসার আসন না পেয়েই ফিরলেন, খবর সূত্রের।
‘জে পি নাড্ডার সঙ্গে দেখা হয়েছে, অন্য কাজ আছে’,দাবি শোভন চট্টোপাধ্যায়ের
অভিষেক বলেছেন, ‘তুমিও মানুষ, তফাৎ শুরু শিরদাঁড়ায়। যা করার করে নাও, মানুষ গণতান্ত্রিক উপায়েই জবাব দেবে।
জীবিত প্রধানমন্ত্রীর নামে আস্ত স্টেডিয়ামের নামকরণ হল। তফশিলি জাতিভুক্ত রাষ্ট্রপতিকে দিয়ে উদ্বোধন করানো হল।
আপনারা কি এর সমর্থন করেন?’
‘আপনি সিবিআইকে পারলে লাগিয়ে দিন, কিছু করতে পারবেন না।
আপনি আমার গলা কেটে দিলেও, জয় বাংলা বেরোবে।’
অভিষেক বলেছেন, অরুণাচল প্রদেশে অনুপ্রবেশ আটকাতে পারেননি কেন?’রাষ্ট্রপতি তফশিলি জাতিভুক্ত বলে রামমন্দির উদ্বোধনে ডাকা হয়নি।’
অভিষেক বলেছেন, ‘আয়ুষ্মান ভারত ১ কোটি ১২ লক্ষ মানুষের জন্য। অথচ স্বাস্থ্যসাথী বাংলার সবার জন্য’
আপনার বাড়িতে স্কুটার, স্মার্ট ফোন থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না’।
অভিষেক বলেছেন, ‘অমিত শাহ আবার দিল্লি থেকে এসে বাংলা দখল করব বলছেন। ২৫০ এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। ২ বছর অন্তর হেলিকপ্টারে আসছে, তারপর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি বলছে জয় বাংলা বাংলাদেশের স্লোগান। সোনার বাংলা তো বাংলাদেশের স্লোগান। তুমি সোনার উত্তরপ্রদেশ তৈরি করতে পারোনি কেন? সোনার হরিয়ানা, ত্রিপুরা, মধ্যপ্রদেশ হয়নি কেন? বহিরাগতদের ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। জোর করে চাপিয়ে দেওয়ার রাজনীতি চলবে না।’
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, করোনার টিকাকরণের পর সিএএ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে কেন্দ্রকে আক্রমণ করে অভিষেক বলেছেন, ‘টিকাকরণ প্রক্রিয়া শেষ হতে ৯ বছর লাগবে।তারপর আপনাদের নাগরিকত্ব দেবে বলে ভাঁওতা দিচ্ছে। মতুয়ারা অবৈধ হলে, নরেন্দ্র মোদি অবৈধ।’
অভিষেক বললেন, আমি বাংলার ভূমিপুত্র, বহিরাগত নই।
ঠাকুরনগরের জনসভায় অভিষেক বললেন , ‘২ দিন আগে আমার হেলিপ্যাডে জল ঢেলেছিল। আমি যাতে আসতে না পারি তার চক্রান্ত হয়েছিল।’
ঠাকুরনগরে ১১ ফেব্রুয়ারি অমিত শাহর সভার পাল্টা সভা আজ অভিষেকের। দুপুর আড়াইটেয় জনসভা রয়েছে। তার আগে ঠাকুরবাড়িতে যাবেন অভিষেক। সেখানে মন্দিরে পুজো দেবেন তৃণমূল সাংসদ।
ঠাকুরনগরে ১১ ফেব্রুয়ারি অমিত শাহর সভার পাল্টা সভা আজ অভিষেকের। নাড্ডার সফরের দিনই উত্তর ২৪ পরগনায় অভিষেক। নজরে মতুয়া ভোট। সভা করবেন যুব তৃণমূল সভাপতি।
বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার। এদিন রাজ্য় সভাপতি দিলীপ ষোষ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন
উত্তর ২৪ পরগনার বারাসাতের এক সভা থেকে তৃণমূল নেতাদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। এ নিয়ে বারাসাত থানায় গতকাল অভিযোগ দায়ের করেছেন বারাসাত পুরসভার পুর প্রশাসক ও তৃণমূল নেতা সুনীল মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, গত মঙ্গলবার বারাসাতের রথতলা মাঠের জনসভা থেকে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ সভাপতি বাদল ঘোষ তৃণমূল নেতাদের খুনের হুমকি দেন। পুর প্রশাসকের দাবি, ওই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। হুমকি দেওয়ার অভিযোগে থানায় গিয়েছেন তৃণমূল নেতা। তবে অভিযুক্ত বিজেপি নেতার দাবি, তিনি কথার কথা বলেছেন। রাজনীতিতে এমন কথা হতেই পারে। এ নিয়ে মামলা করার কিছু নেই।
উত্তর ২৪ পরগনার বারাসাতের এক সভা থেকে তৃণমূল নেতাদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। এ নিয়ে বারাসাত থানায় গতকাল অভিযোগ দায়ের করেছেন বারাসাত পুরসভার পুর প্রশাসক ও তৃণমূল নেতা সুনীল মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, গত মঙ্গলবার বারাসাতের রথতলা মাঠের জনসভা থেকে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ সভাপতি বাদল ঘোষ তৃণমূল নেতাদের খুনের হুমকি দেন। পুর প্রশাসকের দাবি, ওই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। হুমকি দেওয়ার অভিযোগে থানায় গিয়েছেন তৃণমূল নেতা। তবে অভিযুক্ত বিজেপি নেতার দাবি, তিনি কথার কথা বলেছেন। রাজনীতিতে এমন কথা হতেই পারে। এ নিয়ে মামলা করার কিছু নেই।
বীরভূমের ইলামবাজারে এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজ্যের শাসক দলকে এই ঘটনায় নিশানা করেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গতকাল রাতে ওই ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে ইলামবাজার এলাকা দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রা যায়। তারপর ওই এলাকায় সংঘর্ষ হয় বিজেপি ও তৃণমূলের। এরপর থেকেই উত্তপ্ত ছিল এলাকা। এই পরিস্থিতিতে গতকাল রাতে ইলামবাজারের খাদিম পুকুর গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
উত্তর ২৪ পরগনার নৈহাটিতে আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সফরের আগে উত্তপ্ত ভাটপাড়া। বিজেপির এক বিদায়ী কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। কিছুক্ষণ পরেই তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করেও বোমাবাজি হয়। দু’পক্ষের তিন চারজন জখম হয়েছেন।
সকাল ১০টায় হেস্টিংসে বিজেপির অফিস থেকে লক্ষ্য সোনার বাংলা প্রচার পুস্তিকা উদ্বোধন করবেন বিজেপি সভাপতি।
বিকেলে যাবেন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ব্যারাকপুরে ধোবিঘাটের কাছে সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ মঙ্গল পাণ্ডে স্মৃতিসৌধেও যাবেন বিজেপি সভাপতি
ব্যারাকপুর মসজিদ মোড় এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা। দুপুর ৩টে নাগাদ ব্যারাকপুরের মসজিদ মোড় থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। মসজিদ মোড় থেকে আনন্দপুরী মাঠ পর্যন্ত রথযাত্রার নেতৃত্ব দেবেন নাড্ডা।
গৌরীপুরে জুটমিল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপির সর্বভারতী সভাপতি। পরিবার সূত্রে খবর, মেনুতে আছে -- ভাত, ডাল, দু’রকম সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি।
দুপুরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে কাঁঠালপাড়ায় আসছেন জে পি নাড্ডা। দুপুর ১টা নাগাদ যাবেন সেখানে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। যাবেন বঙ্কিম সংগ্রহশালায়। কথা বলবেন ট্রাস্টি সদস্যদের সঙ্গে।
প্রেক্ষাপট
ভোটমুখী বাংলায় ফের রাজ্যে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ব্যারাকপুরে রথযাত্রা কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডা। মসজিদ মোড় থেকে আনন্দপুরী মাঠ পর্যন্ত হবে এই পরিবর্তন যাত্রা।
দুপুরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে কাঁঠালপাড়ায় আসছেন জে পি নাড্ডা। দুপুর ১টা নাগাদ যাবেন সেখানে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। যাবেন বঙ্কিম সংগ্রহশালায়। কথা বলবেন ট্রাস্টি সদস্যদের সঙ্গে।
সেখান থেকে যাবেন গৌরীপুরে। জুটমিল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপির সর্বভারতী সভাপতি। এরপর যাবেন ব্যারাকপুর মসজিদ মোড় এলাকায়। সেখানে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা।
বিকেলে যাবেন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এরপর যাবেন ধোবিঘাটে। সেখানে মঙ্গল পাণ্ডের মূর্তিতে মাল্যদান করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -