WB Election 2021 LIVE: দিল্লি যাচ্ছেন না, অভিষেকের সঙ্গে বৈঠকের পর বললেন শতাব্দী; দলে ছিল দলেই আছে, মন্তব্য কুণালের

West Bengal Assembly Election 2021 LIVE Updates: ভোটারের সংখ্যা বাড়ল ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যাও বাড়ল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Jan 2021 10:28 PM
এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট শেষ করে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। ভোট-যুদ্ধের দামামা প্রায় বেজেই গিয়েছে। অপেক্ষা এখন দিনক্ষণ ঘোষণার। এই পরিস্থিতিতে বাংলার মানুষ কী ভাবছে, তার আভাস পেতে সি-ভোটার সংস্থার চালানো জনমত সমীক্ষায় মুখ্যমন্ত্রী হিসাবে মমতার ভূমিকায় সংখ্য়াগরিষ্ঠ মানুষই খুশি বলে ইঙ্গিত পাওয়া গেল। তাতে দেখা যাচ্ছে, নবান্নের মসনদে বসে মমতা যেভাবে রাজ্য সামলেছেন, তাতে তাঁর ওপর খুব সন্তুষ্ট ৪৩ শতাংশ। আংশিক সন্তুষ্ট ৩২ শতাংশ। দুটির যোগফল হয় ৭৫ শতাংশ। আবার আমফান ত্রাণ বন্টনে দুর্নীতি, সারদা-নারদা কেলেঙ্কারির মতো ইস্যুতে জনমানসে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে তাঁর পারফরম্যান্সে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সমীক্ষায় মতামত দেওয়া ২২ শতাংশ। ৩ শতাংশ জানিয়েছেন, তাঁরা কিছু বলতে পারছেন না এ ব্যাপারে। অর্থাত্ দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা সম্পর্কে রাজ্যবাসীর একেবারে স্পষ্ট মতামত রয়েছে এবং তা অনেকটা মমতার অনুকূলেই। মুখ্যমন্ত্রী হিসাবে এখনও মমতার বিকল্প সম্ভবত তাঁরা কারও মধ্যেই খুঁজে পাচ্ছেন না।
দিল্লিতে যাচ্ছেন না শতাব্দী রায়। কুণালের সঙ্গে গিয়ে অভিষেকের সঙ্গে আলোচনার পর বেরিয়ে এসে জানালেন বীরভূমের সাংসদ। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলে রয়েছেন। তিনি বলেছেন, তাঁর অভিযোগ অভিষেককে জানিয়েছেন। কুণাল বলেছেন, শতাব্দী দলেই ছিলেন, দলেই আছেন। জানা গেছে, বৈঠক চলাকালে সৌগত রায়ের সঙ্গে টেলিফোনে ১৫ মিনিট কথা হয় শতাব্দীর।
করোনাভাইরাস অতিমারী রুখতে জারি হওয়া লকডাউনের ধাক্কায় স্বাভাবিক জীবনযাত্রা যখন বিপর্যস্ত হয়েছে, অর্থনীতি জোর ধাক্কা খেয়েছে, বহু মানুষ রুটি-রুজি হারিয়েছেন, সেই প্রেক্ষাপটে তাঁর ওপর কতটা ভরসা করছেন এ রাজ্যের মানুষ? সি ভোটার পরিচালিত জনমত সমীক্ষায় পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদির ভূমিকাকে কী চোখে দেখছেন রাজ্যবাসী, তার হদিশ পাওয়ার চেষ্টা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মোদির ওপর প্রধানমন্ত্রী হিসাবে খুব সন্তুষ্ট ৩৭ শতাংশ, আংশিক সন্তুষ্ট ৩৭ শতাংশ। দুটি যোগ করলে দাঁড়ায় ৭৪ শতাংশ। চূড়ান্ত অসন্তুষ্ট বলে মতামত জানিয়েছেন ২৪ শতাংশ। জানি না বলেছেন, মাত্র ২ শতাংশ। অর্থাত্ প্রধানমন্ত্রী হিসাবে মোদির ওপর খুশি সংখ্যাগরিষ্ঠ মানুষ। এ রাজ্য়েও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তিনি কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে অনেক পিছনে ফেলে দিয়েছেন। তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে চান ৬২ শতাংশ পশ্চিমবঙ্গবাসী। রাহুলকে পছন্দ মাত্র ২৮ শতাংশের।
রাজ্য়ে পরপর বেশ কয়েকজন তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদের বিজেপিতে যোগদানের প্রেক্ষাপটে গেরুয়া শিবিরের অন্যতম শীর্ষনেতা কৈলাস বিজয়বর্গীয়র দাবি, তাঁর কাছে ৪১ জন বিধায়কের তালিকা আছে, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমর্থন করলেও বিজেপিতে যোগ দিতে আগ্রহী। তিনি কারও নাম জানাননি। তবে বলেছেন, আমরা দেখছি কাকে দলে নেওয়া যায়, কাকে নেওয়া হবে না। আমরা ঠিক করেছি, ওই বিধায়কদের মধ্যে যাঁদের ভাবমূর্তি উজ্জ্বল নয়, তাঁদের নেওয়া হবে না।

এবার ‘বেসুরো’ উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।‘এখনও অনেক সাংগঠনিক ত্রুটি রয়ে গেছে’,সরকারের কাজকর্ম নিয়েও ক্ষোভপ্রকাশ প্রবীরের।নিজের বিধানসভা এলাকায় রাস্তা সারানো নিয়ে ক্ষোভ। ‘উন্নয়ন অনেক হয়েছে, কিছু ক্ষেত্রে ক্ষোভ থাকতেই পারে’,ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তৃণমূল জেলা সভাপতির।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার দুপুরে সিইএসসি দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল সিপিআইএমের কলকাতা জেলা কমিটির। তাঁদের মূল দাবির মধ্যে রয়েছে, সিইএসসি-র অস্বাভাবিক বিদ্যুতের বিল প্রত্যাহার করতে হবে এবং লকডাউন পর্বে ২০০ ইউনিটের কম ব্যবহারকারীদের বিদ্যুতের বিল মকুব করতে হবে। ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে শহরের তিনটি জায়গা থেকে মিছিল করে ভিক্টোরিয়া হাউসের সামনে আসেন সিপিআইএমের কর্মীরা। একটি মিছিল উত্তর কলকাতার মহাজাতি সদন থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলার দিকে আসে। অন্য ২টি মিছিল আসে সুবোধ মল্লিক স্কোয়ার ও নেলসন ম্যান্ডেলা পার্ক থেকে। এই মিছিলগুলির ফলে উত্তর ও মধ্য কলকাতায় যান চলাচলে বিস্তর প্রভাব পড়ে৷
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। উপ নির্বাচন কমিশনার ফেরার পরেই আসছে কমিশনের ফুল বেঞ্চ।বৃহস্পতিবার ডিএম-এসপিদের সঙ্গে বৈঠক।
বিদ্যুৎ মাসুল প্রত্যাহারের দাবিতে বাম-কংগ্রেসের মিছিল ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার। সিইএসসি দফতরের সামনে বাম মিছিলে লাঠিচার্জ। কয়েকজন আহত। কংগ্রেসের মিছিল ঘিরে ধর্মতলাতেও তুলকালাম।
‘দক্ষ সংগঠক, দলে সম্মান পাননি শিশির অধিকারী, অধিকারী পরিবারে আরও পদ্ম ফুটবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি সাংসদ অর্জুন সিংহের। ‘যথেষ্ট সম্মান পাচ্ছেন শিশির অধিকারী। বিজেপি সম্মান দিতে চাইলে দিক,’পাল্টা অর্জুনকে আক্রমণ কুণাল ঘোষের।
শতাব্দী রায়কে নিয়ে অনুব্রত মণ্ডল তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, কিছু বলার নেই আমার ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন র্যারলি করলেন সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে শতাব্দী রায়ই হেঁটেছিলেন ৷ অন্য কেউ ছিলেন কী ? তাহলে এতে বলার কী আছে ৷ কোনও লিখিত মন্তব্য তো উনি করেননি ৷ কোনও অভিযোগও জানাননি ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে শুধুমাত্র তিনিই হেঁটেছিলেন ৷ বাকী বিধায়ক, মন্ত্রীরা তো সবাই দাঁড়িয়েছিলেন রাস্তায় ৷ তৃণমূল কংগ্রেস ওকে জিতিয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওকে জিতিয়েছেন ৷ ওকে কাজ দেওয়া হয় না কে বলল ? এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না ৷ চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ৷ আমি অনুব্রত মণ্ডল ৷ আমি নেতা নই, কর্মী ৷ আমি নিজেকে নেতা বলে ভাবিনি কোনওদিন ৷ ভাববও না ৷ উনি বিজেপিতে যাবেন কী না, তা নিয়ে কিছু জানিও না ৷ উনি কোনও এ বিষয়ে মন্তব্য যখন করেননি, তাহলে আমি মন্তব্য করব কেন ৷

শতাব্দী রায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কুণাল ঘোষ। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে কুণাল নিয়ে গিয়েছেন বীরভূমের সাংসদকে। এর আগে কুণাল শতাব্দীর বাড়িতে গিয়ে কথা বলেছিলেন। সেখানে শতাব্দীর ক্ষোভ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠকে, অভিষেক ছাড়াও রয়েছেন কুণাল।
শতাব্দী আমার সঙ্গে প্রায় ১২ বছর লোকসভায় আছে ৷ তিনবার ও জিতেছে নির্বাচনে ৷ দলের সম্পদ ৷ গতকাল রাত থেকেই যোগাযোগ করার চেষ্টা করছিলাম ৷ আজকে দুপুরে ওকে ফোনে পেয়েছি ৷ তাঁর সঙ্গে ১৫ মিনিট কথাও হয়েছে ৷ ও নিজের ক্ষোভের কথা জানিয়েছে ৷ ও কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি ৷ আমি বলেছি, তুমি এমন কোনও সিদ্ধান্ত নিও না, যাতে আমার সঙ্গে ফারাক হয় ৷ আমাদের দলে অন্য নেতারাও তোমার সঙ্গে কথা বলবে ৷ এই পর্যন্ত কথা হয়েছে শতাব্দীর সঙ্গে ৷ আমি দলের অন্য নেতাদের জানিয়েছি ৷ আমার ধারণা অন্য নেতারাও ওঁর সঙ্গে কথা বলবেন ৷ শতাব্দী যাতে কোনওরকম পদক্ষেপ না নেয়, তা নিয়ে আমাদের শেষপর্যন্ত চেষ্টা থাকবে ৷
এবার কি বিজেপিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়? কাল দিল্লি যাচ্ছেন বীরভূমের তৃণমূল সাংসদ। কাল দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক শতাব্দীর? জল্পনা বাড়িয়ে দিল্লি যাচ্ছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের পদ ছেড়ে বিস্ফোরক মন্তব্য শতাব্দীর। তিনি বলেছেন,
‘যেখানে যেতে চাই, পৌঁছতে পারি না।
‘শীর্ষ নেতৃত্বকে বলে লাভ নেই, এমনটা মনে হয়।
যেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, সেই পদে থাকা অর্থহীন’।
নেতৃত্বের বিরুদ্ধে শতাব্দীর বিস্ফোরণের পরেই আসরে তৃণমূল। শতাব্দীকে ফোন সৌগত, সুদীপ, ডেরেকের।শতাব্দীর মানভঞ্জনে বাড়িতে যান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ
সূত্রের খবর, দিল্লিতে বৈঠক চেয়ে শতাব্দীকে ফোন মুকুলেরও।
শতাব্দীর স্বামী জানিয়েছেন, ক্ষোভ আছে, কাল দিল্লি যাচ্ছেন।
কৃষি আইনের প্রতিবাদে মিছিল কংগ্রেসের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাজভবন পর্যন্ত মিছিল। মিছিলের নেতৃত্বে অধীর চৌধুরী।
বিদ্যুৎ মাসুল প্রত্যাহারের দাবিতে ভিক্টোরিয়া হাউসের সামনে অবস্থান বামেদের।
‘শতাব্দী রায় পুরনো বন্ধু, কিছুক্ষণ গল্প করেছি’। বেসুরো দলীয় সাংসদের সঙ্গে বৈঠকের পর বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, শতাব্দী রায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই আছেন।শতাব্দী নিয়ে সিদ্ধান্ত তৃণমূল নেতৃত্বের। দল তাঁর সঙ্গে কথা বলবে। দুজন বন্ধু একসঙ্গে থেকে কিছুক্ষণ সময় কাটিয়েছি।
WB Election 2021 LIVE: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের




একুশের ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ভোটারের সংখ্যা ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০। ভোটারের সংখ্যা বাড়ল ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যাও বাড়ল।
WB Election 2021 LIVE: দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের নতুন চেয়ারম্যান বিজেপি থেকে ফেরা বিপ্লব মিত্র




বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসার ‘পুরস্কার’। দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের নতুন চেয়ারম্যান বিপ্লব মিত্র। শঙ্কর চক্রবর্তীর স্থলাভিষিক্ত হলেন বিপ্লব। শঙ্কর চক্রবর্তীকে করা হল তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি। লোকসভা ভোটের পর বিজেপিতে গিয়েছিলেন বিপ্লব মিত্র।
WB Election 2021 LIVE: হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদকের পদত্যাগ




এবার পদত্যাগ করলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান। চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন শ্যামল আদক। শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত শ্যামল আদক।
WB Election 2021 LIVE: পশ্চিম বর্ধমানের কাঁকসায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বাদানুবাদ, ধাক্কাধাক্কি




উন্নয়নমূলক কাজ আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের কাঁকসায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বাদানুবাদ, ধাক্কাধাক্কি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাঁকসা থানার পুলিশ। এর আগে বিজেপি পঞ্চায়েত সদস্য অভিযোগ করেন, তাঁর পাড়ায় নিকাশির সমস্যা ইচ্ছাকৃতভাবে মেটানো হচ্ছে না। নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন বিজেপি নেতা। অভিযোগ অস্বীকার করে তৃণমূল। আজ সকালে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। তৃণমূল কর্মীরা বাধা দেওয়ায় দু’ পক্ষের মধ্যে বচসা বেধে যায়।
WB Election 2021 LIVE: ‘দিল্লি যাচ্ছি, পরিচিতদের সঙ্গে দেখা হওয়াটা অস্বাভাবিক নয়’, অমিত শাহর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ জবাব শতাব্দীর




‘দিল্লি যাচ্ছি, পরিচিতদের সঙ্গে দেখা হতেই পারে। দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।’ অমিত শাহের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে বললেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। জানালেন, এলাকায় যেভাবে যেতে চাইছেন, সেভাবে পারছেন না। মনে হচ্ছে নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হবে না। ‘যেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, সেই পদে থাকা অর্থহীন’, বিস্ফোরক মন্তব্য শতাব্দী রায়ের
WB Election 2021 LIVE: নানুরের বিতর্কিত তৃণমূল নেতা কাজল শেখকে নিরাপত্তা রাজ্যের




বীরভূমের নানুরের বিতর্কিত তৃণমূল নেতা কাজল শেখকে নিরাপত্তা দিল রাজ্য সরকার। তাঁর নিরাপত্তায় সর্বক্ষণের জন্য দু’জন দেহরক্ষী মোতায়েন করা হয়েছে। বিধানসভা ভোটের মুখে কাজল শেখকে নিরাপত্তা দেওয়ায়, রাজ্য সরকারের সমালোচনা করেছে বিজেপি। এই নিয়ে রামপুরহাটের তৃণমূল বিধায়ক তথা কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি। বৈঠকে ব্যস্ত আছেন বলে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন কাজল শেখ।
WB Election 2021 LIVE: বিদ্যুৎ মাসুল প্রত্যাহার সহ একাধিক দাবিতে আজ পথে নামছে বামেরা




অন্যদিকে, বিদ্যুৎ মাসুল প্রত্যাহার সহ একাধিক দাবিতে আজ পথে নামছে বামেরাও। মহাজাতি সদন, সুবোধ মল্লিক স্কোয়ার, নেলসন ম্যান্ডেলা পার্ক থেকে মিছিল ও জমায়েত। সিইএসসি-র সদর দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে অবস্থান বিক্ষোভ করবেন বাম কর্মী-সমর্থকরা। অংশ নেবেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ বাম নেতারা।
WB Election 2021 LIVE: আজ কিষাণ অধিকার দিবস পালনের ডাক কংগ্রেসের




কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে আজ কিষাণ অধিকার দিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। পাশাপাশি, জ্বালানি ও দ্রব্যমূল্যবৃদ্ধিরও প্রতিবাদ জানানো হবে। এর প্রেক্ষিতে আজ দেশজুড়ে রাজভবন ঘেরাও কর্মসূচি পালন করবে কংগ্রেস।



কলকাতায় কলেজ স্ট্রিট মোড় থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দুপুর আড়াইটে নাগাদ শুরু হবে পদযাত্রা। এরপর রাজভবন ঘেরাও কর্মসূচি।
WB Election 2021 LIVE: কর্তব্যে গাফিলতি হলে ভোট-দায়িত্বে যুক্ত আধিকারিককে সরিয়ে দেওয়া হবে, ইঙ্গিত কমিশনের




পরপর দু’ দিন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন উপ নির্বাচন কমিশনার। সূত্রের খবর, ভোট পরিচালনার ক্ষেত্রে কর্তব্যে গাফিলতি হলে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিককে সরিয়ে দেওয়া হবে, এমনও ইঙ্গিত দিয়েছেন সুদীপ জৈন। গতকাল উপ নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং। সূত্রের খবর, কমিশন যে হিংসামুক্ত, অবাধ নির্বাচন চায়, সেই বার্তাই দিয়েছেন সুদীপ জৈন। এছাড়াও, ভোটের আগে বিভিন্ন জেল পরিদর্শনেরও পরামর্শ দিয়েছেন সুদীপ জৈন। কারণ ভোটকে ঘিরে সন্ত্রাস তৈরির চেষ্টা এবং ভোট প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে যাতে জেলের ভিতর থেকে কোনও ষড়যন্ত্র না হয়, সে বিষয়ে নজর রাখতে বলেছে কমিশন। অন্যদিকে, আজই প্রকাশ হতে চলেছে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা।
WB Election 2021 LIVE: বঙ্গে ভোট নিয়ে আজ দুপুরে দিল্লিতে জরুরি বৈঠক বিজেপির




পশ্চিমবঙ্গে ভোট নিয়ে আজ দিল্লির বিজেপির সদর দফতরে জরুরি বৈঠক ডাকা হয়েছে। দুপুর তিনটের সময় বসবে ওই বৈঠক। রাজ্য বিজেপির সঙ্গে জড়িত পদাধিকারীদের ওই বৈঠকে থাকার সম্ভাবনা। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত হতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও।

প্রেক্ষাপট

কলকাতা: ফেব্রুয়ারি মাসেই কি রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হবে? চালু হয়ে যাবে আদর্শ নির্বাচনী আচরণবিধি? এপ্রিলেই কী ভোট? ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈনের বঙ্গ সফরের শেষ দিনে এমনই সম্ভাবনার কথা উঠে এল।


 


শুক্রবারই প্রকাশিত হতে চলেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। তবে এরপরেও ভোটে নাম তোলা বা সংশোধনীর কাজ চলবে। এই মুহূর্তে রাজ্যের মোট নির্বাচনী বুথের সংখ্যা ৭৮ হাজার ৯০৩টি। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর, করোনা পরিস্থিতিতে সেই বুথের সংখ্যাই ১ লক্ষ পেরিয়ে যেতে পারে।


 


এদিনই দু’দিনের বঙ্গ সফর সেরে দিল্লি চলে যান ডেপুটি ইলেকশন কমিশনার। সূত্রের খবর, জানুয়ারি মাসের শেষের দিকে রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।আর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।


 


সেক্ষেত্রে এপ্রিলের মধ্যে বাংলায় বিধানসভার ভোটপর্ব শেষ করার চেষ্টা করা হবে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.