আবীর দত্ত,কলকাতা: বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু’টি আসন নয়, শুধুমাত্র নন্দীগ্রাম আসন থেকেই প্রার্থী হলেন তিনি। বাংলার ২৯৪টি আসনের মধ্যে ২১০ নম্বর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম! যাকে ঘিরে কত কয়েকমাস ধরে তোলপাড় রাজ্য রাজনীতি! 


তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে এক জনসভায় আগেই জানিয়েছিলেন, ‘‘আমি ভাবছিলাম, যদি এখান থেকেই ভোটে দাঁড়াই! বক্সীকে বলব নন্দীগ্রামে আমার নামটা যেন থাকে ৷’’


মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আসন থেকে লড়ার ইচ্ছেপ্রকাশের পর তাঁকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া শুভেন্দু অধিকারী রীতিমতো হুঙ্কারের সুরে জানিয়েছিলেন... ‘পঞ্চাশ হাজার ভোটে মমতাকে হারাব...!’


শেষপর্যন্ত বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করলেন তৃণমূল নেত্রী! শুধু তাই নয়, ছুঁড়ে দিলেন পাল্টা চ্যালেঞ্জও। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ‘‘নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কথা দিলে, সেই কথা রাখি.....খেলা হবে, দেখা হবে, জেতা হবে...৷’’


নন্দীগ্রামই এবার হতে চলেছে বাংলা বিধানসভা নির্বাচনের সবচেয়ে নজরকাড়া কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী প্রার্থী হন কি না, সেটাই দেখার। শুক্রবার প্রার্থী ঘোষণার পরই নন্দীগ্রামে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। ভোটের জন্য সেখানেই এখন থাকবেন তৃণমূল নেত্রী। এদিন দুটি বাড়ি দেখেন দোলা সেন, পূর্ণেন্দু বসুরা! তার মধ্যে আপাতত ঠিক হয়েছে নন্দীগ্রামের বটতলার এই বাড়িতেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


তৃণমূল সূত্রের খবর, এই বাড়িরই ৫টা ঘর ভাড়া নেওয়া হয়েছে তিন মাসের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও দোলা সেন, পূর্ণেন্দু বসুরাও থাকতে পারেন এই বাড়িতে। এখন সংস্কারের কাজ চলছে। বাড়ির নীচে ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যাতে শুধুমাত্র নন্দীগ্রাম থেকেই লড়েন, এতদিন বারবার সেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিজেপি নেতারা! মমতা সেই চ্যালেঞ্জ গ্রহণ করার পর, এখন তাঁদের প্রশ্ন, ভবানীপুর কেন ছাড়লেন তৃণমূল নেত্রী?


হাইপ্রোফাইল নন্দীগ্রাম আসনে বাম-কংগ্রেস-ISF-এর মধ্যে কে প্রার্থী দেবে, তা এখনও চূড়ান্ত হয়নি। রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এদিন জানান, ‘‘নন্দীগ্রাম আসন এখনও আমরা ফাঁকা রেখেছি। আলোচনা করে ঠিক করব। ওটা এখন হেভিওয়েট কেন্দ্র হয়ে গিয়েছে।’’


দ্বিতীয় দফায় পয়লা এপ্রিল ভোট হবে নন্দীগ্রাম আসনে।