সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : ভোটমুখী বঙ্গ রাজনীতিতে আগে থেকেই চলছিল দাদা বনাম দিদির অনুগামী তরজা। এবার তাতে জুড়ল ‘দিদি আমাদের প্রার্থী তরজা।’ আমরা দিদির অনুগামী, দিদি আমাদের প্রার্থী, তাই দিদিকে জোড়াফুল চিহ্নে ভোট দিন, লিখে রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলা দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন। আর বিজেপি এই বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। সবমিলিয়ে দেওয়াল লিখন নিয়ে বিজেপি-তৃণমূল চাপানউতোর শুরু হয়েছে। 


তৃণমূল কংগ্রেস নেত্রী ঝুমা বিশ্বাস বলেছেন, ‘কিছুদিন আগে দিদি আমাদের রায়গঞ্জে এসে বলে গিয়েছেন রাজ্যের সব আসনে উনিই প্রার্থী। আমরা বরাবরই ওনার পথ অনুসরণ করি, তাই দিদিই আমাদের মুখ, সেই কথার জানান দিতেই শুরু করা হল প্রচার।’


গত ১০ ফেব্রুয়ারি  রায়গঞ্জ ষ্টেডিয়ামে এক জনসভা যোগ দিয়েছিলেন রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষনা করেন, রাজ্যের ২৯৪ কেন্দ্রে তিনি প্রার্থী। সেই বক্তব্যে উজ্জীবিত হয়ে রায়গঞ্জের রামপুরের মহিলারা ভোট প্রচারে মাঠে নেমে পড়লেন। তুলি হাতে মহিলারা দিদির অনুগামী হয়ে দিদিকে প্রার্থী হিসেবে ধরে দেওয়াল লিখন চালাচ্ছেন । বাড়ির কাজকর্ম করে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা দলের হয়ে প্রচার করছেন।


স্থানীয় বিজেপি-র পক্ষ থেকে অবশ্য ফিরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল সুপ্রিমোর এক কেন্দ্রেই লড়া উচিত কটাক্ষ। সব আসনে তিনি প্রার্থী বলার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের সভামঞ্চে দাঁড়িয়ে জানিয়ে এসেছেন ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও ভোটে লড়বেন তিনি।