কলকাতা:  পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের কর্মসূচি।


ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার নেতৃত্বে জীবনতলা বাজার থেকে সদানন্দের মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা ধরে মিছিল করেন তৃণমূল কর্মীরা। 


খালি গায়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ। শ্রীরামপুরের নওগাঁর মোড়ে পেট্রোল পাম্পের সামনে অভিনব অবস্থান-বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কর্মীরা। মোদি সরকারের বিরুদ্ধে উঠল স্লোগান। 


পেট্রোল-ডিজেলের লাগাতার দামবৃদ্ধির প্রতিবাদে আজ থেকেই পথে নেমেছে তৃণমূল। আজ ও কাল কলকাতা ও জেলায় প্রতিবাদ মিছিল করবে শাসকদল। 


আজ সকাল ১১টা নাগাদ চিনার পার্কে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি রয়েছে। অন্যদিকে, দুপুর ৩টেয় দক্ষিণ কলকাতায় প্রতিবাদ মিছিল করবেন তৃণমূল। 


যাদবপুর থানা থেকে ভবানীপুরে যদুবাবুর বাজার পর্যন্ত মিছিল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকালও প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। 


বেহালায় ৩এ বাস স্ট্যান্ড থেকে ১৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল। মিছিল শুরু হবে দুপুর ৩টেয়। এছাড়াও, কাল উত্তর কলকাতায় কর্মসূচি রয়েছে তৃণমূলের। 


সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সুবোধ মল্লিক স্কোয়ার মিছিল করবেন তৃণমূল কর্মীরা।


আজ নিয়ে টানা ১২ দিন ধরে রেকর্ড ভাঙছে জ্বালানির দাম। ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩৭ পয়সা।


দাম বাড়ার ফলে শনিবার কলকাতায় পেট্রোলের দাম হল লিটারপ্রতি ৯১ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম হল লিটারপ্রতি ৮৪ টাকা ৫৬ পয়সা।