বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: দেওয়াল লিখন ঘিরে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ফের প্রকাশ্যে চলে এল আদি ও নব্য বিজেপির সংঘাত। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছে বিজেপি। বিজেপির আদি ও নব্যের লড়াই, পাল্টা দাবি তৃণমূলের।


আসন্ন বিধানসভা নির্বাচনে নীলবাড়ি দখলে মরিয়া গেরুয়া শিবির। এদিকে ভোট যত এগিয়ে আসছে ততই প্রকট হচ্ছে বিজেপি শিবিরে গোষ্ঠীকোন্দল। পূর্ব বর্ধমানের পর এবার পূর্ব মেদিনীপুর। ফের প্রকাশ্যে এল পুরনো বিজেপি বনাম নতুন বিজেপির সংঘাত। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত এলাকা। দলের তরফে প্রার্থী তালিকা চূড়ান্ত না হলেও মঙ্গলবার সেখানে দেওয়াল লিখন শুরু করে বিজেপি। তাতে লেখা আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে জয়ী করুন।


নীচে লেখা হয়েছে ‘আদি বিজেপি’। দেওয়াল লিখনের কথা মেনে নিলেও আদি বিজেপি লেখায় তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে কেন্দ্রের শাসক শিবির। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা তৃণমূলের চক্রান্ত, বিভিন্ন এলাকায় প্রচার অভিযান শুরু হয়েছে, আদি বিজেপি লিখে দ্বন্দ্ব প্রমাণের চেষ্টা করছে, এসব করে লাভ হবে না৷’’


চক্রান্তের অভিযোগ উড়িয়ে পাল্টা আদি ও নব্য বিজেপির সংঘাতকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল।মহিষাদলের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিলক চক্রবর্তী বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় আসেনি, এদের দ্বন্দ্ব প্রকট, এখানে বিভিন্ন গোষ্ঠী আছে বিজেপির, অভিযোগ ভিত্তিহীন, আদি বনাম নব্যের লড়াই৷’’


মাত্র তিন দিন আগে পূর্ব বর্ধমানের মানকড়ে দলে গুরুত্ব না পাওয়ার অভিযোগে সরাসরি বিজেপি ছেড়ে অন্য প্রতীকে লড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির একাংশ। আদি বিজেপি লিখে দেওয়ালও দখল করেন তাঁরা। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের।