উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বিজেপি বাংলায় দু’অঙ্কের আসনও পেরোতে পারবে না। পুরনো ট্যুইট মনে করিয়ে গেরুয়া শিবিরকে খোঁচা দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।
ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। কিন্তু, প্রার্থী তালিকা এখনও প্রকাশ করেনি কোনও দল। তবে সব দলই জয়ের দাবি জানিয়ে তাল ঠুকে চলেছে।
গত বছর, ২১ ডিসেম্বর অমিত শাহের বঙ্গ সফরের পরদিনই বিজেপিকে আক্রমণ করে টুইট করেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। চ্যালেঞ্জের সুরে বলেছিলেন, বিজেপি বাংলায় দু’অঙ্কের আসনও পেরোতে পারবে না।
শনিবার ট্যুইট করে তিনি লেখেন, “গণতন্ত্রের সবচেয়ে বড় লড়াই হতে চলেছে বাংলায়। সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য প্রস্তুত রাজ্যের মানুষ। ঠিক সময়েই তাঁরা বার্তা দিয়ে দেবেন। ২মে আমার আগের ট্যুইটের কথা মনে রাখবেন।”
এই নিয়ে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। ডানকুনির সভায় শুভেন্দু জানান, ভোটকুশলী বলছেন, ২ মে দেখবেন জিতে গিয়েছি। আগের দিনই ওনার পটনা যাওয়ার টিকিট কাটতে হবে ৷
কে জেতে, আর কে কোথাকার টিকিট কাটে, তা বোঝা যাবে ২ মে। ফল ঘোষণার দিন।