দীপক ঘোষ, কলকাতা:  ভোটে দাঁড়াচ্ছেন না দিলীপ ঘোষ? পায়েল সরকারকে সরিয়ে বেহালা-পূর্বে প্রার্থী করা হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে? 


আজ সন্ধ্যায় বিজেপির পুরো প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। তার আগে, সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজনৈতিক মহল। 


বিজেপি সূত্রের খবর, শোভনকে চট্টোপাধ্যায়কে বেহালা-পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। বেহালা পূর্বের বদলে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন পায়েল। এই মর্মে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছে গেরুয়া শিবির। 


সূত্রের আরও দাবি, শোভনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বিজেপি। শোভনের পছন্দের কেন্দ্রেই তাঁকে প্রার্থী করার ভাবনাচিন্তা চালাচ্ছে বিজেপি। 


এর পাশাপাশি, সম্ভাব্য প্রার্থী তালিকায় একাধিক সাংসদ থাকার ইঙ্গিত মিলেছে। সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন অর্জুন সিংহ, শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকারের মতো সাংসদরা। নদিয়ার কোনও আসন থেকে প্রার্থী করা হতে পারে জগন্নাথ সরকারকে।


তবে, এই তালিকায় জায়গা নেই দিলীপ ঘোষের। সূত্রের খবর, ভোটে দাঁড়াচ্ছেন না বিজেপি রাজ্য সভাপতি।  


এছাড়া, চমকের মধ্যে মুকুল রায়কেও প্রার্থী করা হতে পারে। কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী হতে পারেন মুকুল রায়। 


এক নজরে দেখে নেওয়া যাক বিজেপির সম্ভাব্য প্রার্থী-তালিকায় কারা থাকবেন--


হাবড়ায় প্রার্থী হতে পারেন রাহুল সিনহা। রাজারহাট-গোপালপুরে প্রার্থী হতে পারে শমীক ভট্টাচার্য। কামারহাটিতে প্রার্থী হতে পারেন রাজু বন্দ্যোপাধ্যায়। 


নোয়াপাড়ায় প্রার্থী হতে পারেন সুনীল সিংহ। বিধাননগরে প্রার্থী হতে পারেন সব্যসাচী দত্ত। 


এদিকে সূত্রের খবর, দলীয় আপত্তির কারণে বৈশালী ডালমিয়াকে প্রার্থী করা হবে না। বালিতে সম্ভাব্য প্রার্থী রথীন চক্রবর্তী। 


গতকাল দিল্লিতে গভীর রাত পর্যন্ত বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক চলে। বৈঠক সেরে সকালে কলকাতায় ফেরেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিন্হা ও রাজীব বন্দ্যোপাধ্যায়রা। 


আজকের মধ্যেই পুরো প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদীয় কমিটি, জানিয়েছেন বিজেপি নেতারা। বিস্তারিত আলোচনা হয়েছে নির্বাচন প্রস্তুতি নিয়ে।