সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: তৃণমূলের 'খেলা হবে'। সিপিএমের 'টুম্পা বিগ্রেড চল'। বেলা চাও অনুকরণে বিজেপির 'পিসি যাও'! 


সমর্থন যাঁকেই হোক, ভোটমুখী বঙ্গ মেতেছে নানা সুরে! এই প্রেক্ষাপটে ভোটদানের হার বাড়াতে পুরুলিয়া জেলা প্রশাসনের হাতিয়ার এবার ফেলু এণ্ড কোং ম্যাসকট। নাম রাখা হয়েছে ‘জয়বাবা ভোটনাথ’!


রবিবার জেলার কনফারেন্স হলে এই ভোট ম্যাসকটের একটি ভিডিও ট্রেলার লঞ্চ করে পুরুলিয়া জেলা প্রশাসন। বুথমুখী করার পাশাপাশি ভোটারদের যাবতীয় প্রশ্নের উত্তর দেবে এই ম্যাসকট। শহর থেকে গ্রামাঞ্চলে ঘুরবে এই জয়বাবা ভোটনাথ।


পুরুলিয়া জেলাশাসক অভিজিত মুখোপাধ্যায় বলেন, আমাদের ম্যাসকটের মাধ্যমে ভোটারের কাছে আবেদন করা হবে বুথমুখী হতে। ভোটারদের যাবতীয় মুস্কিল আসান করবে ,প্রশ্নের উত্তর দেবে, বিভিন্ন জায়গায় ঘুরবে। 


কিন্তু ম্যাসকটে ফেলুদাই কেন? 


জেলা প্রশাসনের বক্তব্য, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যেই মূলত এই উদ্যোগ। হীরকরাজার দেশে ছবির বড় অংশের শুটিং সত্যজিৎ রায় করেছিলেন পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড় ও আড়ষার মিশিরডিতে। এই জেলার সঙ্গে তাঁর যোগ বহু পুরোনো। 


এদিন ভোটনাথ নামে একটি নাটকও মঞ্চস্থ করা হয়। এপ্রসঙ্গে নাট্যব্যক্তিত্ব সুদিন অধিকারী বলেন, হীরক রাজার শ্যুটিং করতে এসেছিল, জেলার নির্বাচনী আধিকারিক আমাকে বলেন একটি নাটক করার জন্য ,জয়বাবা ভোটনাথ ভালো লাগল। 


প্রশাসনের বক্তব্য, ফেলুদা, তোপসে, লালমোহনবাবুকে সামনে রেখে সব প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছনোই তাদের মূল লক্ষ্য।