সমিত সেনগুপ্ত ও উজ্জ্বল মুখোপাধ্যায়, নবদ্বীপ: পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রার হাত ধরে ফের একবার বিজেপি তাদের ‘রথ যাত্রা’ রাজনীতিতে শান দেওয়া শুরু করল। লক্ষ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল।

১৯৯২ সালে দেশে বিজেপি প্রথমবার রাজনৈতিক কর্মসূচি হিসেবে রথযাত্রাকে নিয়ে আসে। গুজরাতের সোমনাথ থেকে রাম মন্দিরের পক্ষে জনমত তৈরি করার লক্ষ্য শুরু হয়েছিল রথযাত্রা। নেতৃত্বে ছিলেন তৎকালীন বিরোধী দল বিজেপির অন্যতম প্রধান মুখ লালকৃষ্ণ আডবাণী। একাধিক রাজ্য অতিক্রম করে আডবাণীর রথ যখন বিহারে পৌঁছয়, সেখানেই গ্রেফতার হন তিনি। বিহারে তখন লালু প্রসাদ যাদবের নেতৃত্বের সরকার।

বিগত প্রায় ৩০ বছরে গঙ্গা দিয়ে বয়েছে অনেক জল। আদালতের নির্দেশে অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল এর কর্মসূচি নিয়ে রথ নিয়ে রাজনীতির ময়দানে বিজেপি। শনিবার নদিয়া জেলার নবদ্বীপ থেকে শুরু হল বিজেপির রথ যাত্রা। যার পোশাকি নাম ‘পরিবর্তন যাত্রা’। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভিটেতে পুজো দিয়ে নবদ্বীপের চটির মাঠ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সূচনা করেন এই ‘পরিবর্তন যাত্রা’।

নির্বাচনী প্রচারের সবকটি সভায়় বিজেপি নেতারা যেমন বাংলার মনীষীদের নাম উচ্চারণ করে থাকেন, তার ছাপ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র রথের গায়েও উজ্জ্বল। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে একই সারিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিও স্থান পেয়েছে পরিবর্তন যাত্রার রথে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা রাজ্য থেকে কেন্দ্রের দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর ছবিও রয়েছে । তাৎপর্যপূর্ণভাবে শুধুমাত্র দলের প্রাথমিক সদস্য হয়েই এই রথে রাজীব বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ছবিও জ্বলজ্বল করছে।

এর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির নামে বিজেপি রথযাত্রার কর্মসূচি নিয়েছিল। কোচবিহার থেকে সেই যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না মেলায় দেখা দিয়েছিল বিস্তর জটিলতা। বিজেপি নেতৃত্বের অবশ্য দাবি, এই পরিবর্তন যাত্রার কর্মসূচিতে তাদের এই যে রথ যাত্রার পরিকল্পনা, সেই বিষয়ে তারা প্রশাসনের অনুমতি নেয়নি।

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের এই রাজনৈতিক কর্মসূচির বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে মাত্র, তাঁরা কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি।

শনিবার নবদ্বীপ থেকে এই যাত্রার সূচনা করে বিজেপি সর্বভারতীয় সভাপতি নিজেই বেশ কিছুটা পথ এই রথে চড়ে ‘পরিবর্তন যাত্রা’-য় সামিল হন।

এদিকে এই পরিবর্তন কর্মসূচির পাল্টা হিসেবে কংগ্রেস নবদ্বীপ শহরে আজ বাইক র‍্যালি আয়োজন করে।

বিজেপি নেতৃত্বের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আরও একাধিক জেলায় এই ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি তাঁরা করবেন। আগামী ১১ তারিখ ‘পরিবর্তন যাত্রা’-য় শামিল হতে কোচবিহারে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার আগে ৯ ফেব্রুয়ারি পশ্চিমাঞ্চলে বিজেপি সভাপতি ফের এই পরিবর্তন কর্মসূচিতে যোগদান করবেন।