সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাবু মাস্টারের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে মিনাখাঁর ইটভাঁটা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। বিজেপি নেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর।


 


বিজেপি নেতা বাবু মাস্টারের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে মিনাখাঁর একটি ইটভাঁটা থেকে তাঁদের গ্রেফতার করা হয় ৷ ধৃত হাসান বৈদ্যর বাড়ি সন্দেশখালিতে। গফুর সর্দারের বাড়ি হাড়োয়ায়। সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। শনিবার তাঁর ওপর হামলা হয়। গাড়ির চালকের অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।


 


তবে তাৎ‍পর্যপূর্ণ বিষয় হল, আক্রান্ত বিজেপি নেতা নিজে পুলিশে এখনও কোনও অভিযোগ দায়ের করেননি। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, আহত বিজেপি নেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, বাবু মাস্টারকে ডায়াবেটিক ডায়েট দেওয়া হচ্ছে। চলছে অ্যান্টিবায়োটিক। তাঁর বাঁ কান ক্ষতিগ্রস্ত হয়েছে।


 


চিকিত্‍সকদের অনুমান, তাঁর শরীরে আরও বেশ কিছু স্প্লিন্টার রয়েছে। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, স্‍‍প্লিন্টার বের করার জন্য মঙ্গলবার অস্ত্রোপচার করা হতে পারে।


 


আক্রান্ত বিজেপি নেতার গাড়ির ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।