আশাবুল হোসেন ও রঞ্জিত সাউ: বাংলার বিধানসভা নির্বাচনে এবার অমিতাভ বচ্চনের আর্বিভাব। না চমকে ওঠার মতো কিছু নেই! অমিতাভ বচ্চন বাংলার ভোটে দাঁড়াচ্ছেনও না, প্রচারেও নামছেন  না।


তবে, ব্রাত্য বসুর উপমার মধ্যে দিয়েই তিনি অবতীর্ণ হলেন বঙ্গের ভোটযুদ্ধে। জিতেন্দ্র তিওয়ারির তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের প্রশ্নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের অমিতাভ বচ্চন আখ্যা দিলেন ব্রাত্য বসু। বললেন, আমাদের ধর্মেন্দ্র-জিতেন্দ্রর দরকার নেই। আমাদের অমিতাভ বচ্চন আছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।


 



 


দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবার তৃণমূল থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। কিছুদিন আগেই তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত ভুল হয়েছিল বলে যিনি মন্তব্য করেছিলেন। তিনিই মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়ে বললেন এবার মন খুলে কথা বলবেন। বলেন, বিগত কয়েক বছর ধরে মনের ভাবনা বাইরে প্রকাশ করার খুব একটা সুযোগ ছিল না। মনে এক কথা থাকত, আর বাইরে আর এক কথা বলতে হত। যেটা মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাইতাম, তা করার অবকাশ ছিল না। এখন থেকে আমার বক্তব্যে আর কোনও কৃত্রিমতা থাকবে না। সেই সুযোগ আমাকে করে দেওয়া হয়েছে। যা মনে আসবে তাই বলব।


 



 


জিতেন্দ্র তিওয়ারিকে দলে নিলেও, তাঁর বিরুদ্ধে পুরনো কোনও অভিযোগের দায় নিতে নারাজ বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যতক্ষন না কেউ অভিযুক্ত হচ্ছে বা প্রমাণিত হচ্ছে ততক্ষণ তো তাকে দোষী মানা যায় না। আসানসোল এলাকায় যারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে সক্রিয় সবার নামে এধরনের কমপ্লেন থাকে আছেও, সত্য হতে পারে। সেটা যদি প্রমাণিত হয় তার দায় তার আছে পার্টি তার দায় নেবে না।


এখন বড় প্রশ্ন হল, জিতেন্দ্র তিওয়ারিকে তাঁর সদ্য পুরনো বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বর থেকেই কি প্রার্থী করবে বিজেপি?