রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগণা: এবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে তুলে ধরে শুরু হয়েছে দেওয়াল লিখন, হোর্ডিং-ও টাঙানো হয়েছে। অস্বস্তি ঢাকতে বিধায়কের দাবি, গোটাটাই অতি উত্সাহী কর্মী-সমর্থকদের কাজ। এনিয়ে গেরুয়া শিবিরের কটাক্ষ,


প্রার্থী তালিকা ঘোষণার আগেই জেলায় জেলায় তৃণমূল প্রার্থীর নামে শুরু হয়েছে প্রচার। কোথাও দেওয়াল লিখন, কোথাও হোর্ডিং টাঙানো হচ্ছে। আর তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বারুইপুরে উন্নয়নমূলক কাজে বিধায়কের বিশেষ অবদান রয়েছে। তাই তৃতীয়বারের জন্য বিমান বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের প্রার্থী হিসেবে পেতে চায় দলের স্থানীয় নেতৃত্ব।


যদিও গোটা বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে বিধায়ক। অতি উৎসাহী কর্মী-সমর্থকদের এই কাজ, তাদের উৎসাহ দমন করা উচিত। বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও কটাক্ষের সুযোগ না ছেড়ে বিজেপির পক্ষে দাবি, আগেভাগে দেওয়াল লেখায় কাজ হবে না, ভোটে জিতবে বিজেপি।





গতকাল হাবড়ার বদরে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নামে দেওয়াল লিখন চলেছিল। জানাজানি হতেই খাদ্যমন্ত্রীর ধমকের পর দেওয়াল ঢাকা হল কাপড়ে। ভুল করে নাম লেখা হয়েছে, দাবি তৃণমূলের স্থানীয় নেতৃত্বের। 


এদিকে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবাতেও প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু হয়েছিল গতকালই। নিজেই নিজের নামে দেওয়াল লিখন শুরু করলেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর।