WB Election 2021: আজ মালদায় আসছেন যোগী আদিত্যনাথ, সভার প্রচারে ‘দুয়ারে বিজেপি’

বাংলাদেশ সীমান্ত লাগোয়া, সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলায় এখন গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে

Continues below advertisement

করুণাময় সিংহ, মালদা: পরীক্ষার দিন ঘোষণা হয়ে গিয়েছে। ২৬ এপ্রিল এবং ২৯ এপ্রিল মালদা জেলার ১২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। বাংলাদেশ সীমান্ত লাগোয়া, সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলায় এখন গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে।

Continues below advertisement

উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার সমাপ্তি হবে মঙ্গলবার গাজোলে। সেই সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, সহ-সভাপতি অর্জুন সিংহ সহ রাজ্য বিজেপির নেতাদের। সেই সভা সফল করতে মানুষের বাড়ি বাড়ি ঘুরছে রাজ্য বিজেপি।

সোমবার ইংরেজবাজার শহরে বাড়ি বাড়ি গিয়ে ‘পরিবর্তন যাত্রা’র প্রচার করেন বিজেপির নেতা-কর্মীরা।  রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, আদিত্যনাথের প্রোগ্রামের জন্য মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। রথে লোক হচ্ছে না প্রচার করছে তৃণমূল। ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে।

বিজেপির এই বাড়ি বাড়ি প্রচার নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। জেলা তৃণমূল কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, মমতা, অনুব্রত খেলার সূচনা করে দিয়েছে। বাংলায় বিরোধী বলে কিছু নেই। বালুরঘাটে রাজনাথের সভায় লোক হয়নি। মালদায় রথযাত্রায় লোক হয়নি। যোগী এলেও হবে না। বিজেপি সরকারের মিথ্যে কথা, মানুষের প্রতি অবহেলা, তার প্রায়শ্চিত্ত করতে মানুষের হাতে পায়ে ধরছে। কেন্দ্রীয় নেতারা আসছে, আমাদের চাকরি বাঁচাতে একটু আসুন। 

৯ ফেব্রুয়ারি তারাপীঠ ও জঙ্গলমহল থেকে ‘পরিবর্তন যাত্রা’ সূচনার দিন, ঝাড়গ্রামে জে পি নাড্ডার জনসভায় লোক হয়নি। অধিকাংশ আসন খালি দেখে আধঘণ্টা অপেক্ষা করে ফিরে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি। সূত্রের দাবি, ওই ঘটনায় রাজ্য বিজেপি নেতাদের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেছিলেন জে পি নাড্ডা। 

আরও পড়ুন:

WB Election 2021:‘ফজলি আম ও আমসত্ত্ব দু’টোই চাই’, মালদায় আক্ষেপের ঝুলি উপুড় করে আর্জি মমতার

তার পুনরাবৃত্তি এড়াতে এবার বাড়তি সতর্ক রাজ্য বিজেপি। মঙ্গলবার দুপুর একটা নাগাদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথের মালদা পৌঁছনোর কথা। ‘সংযুক্ত মোর্চা’র বিশাল ব্রিগেড সমাবেশের দু’দিনের মাথায় গাজোলে সভা করতে চলেছেন তিনি। রাজ্য বিজেপির বাড়ি বাড়ি প্রচার কতটা কাজে দেয়, তার উত্তর মিলবে মঙ্গলে।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola