পুরুলিয়া: নন্দীগ্রামে আহত হওয়ার পর, আজ প্রথম জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় আজ জোড়া সভা করেন তৃণমূলনেত্রী। দুপুর দেড়টা নাগাদ ঝালদা হাইস্কুল মাঠে প্রথম নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মমতা। পরে বলামপুরের সভায় বক্তব্য রাখেন। হুইলচেয়ারে বসেই ভাষণ দেন তিনি। সেখান থেকে বিরোধীদের আক্রমণ করার পাশাপাশি, দলীয় নেতা-কর্মীদের উদ্বুদধ করেন।
মমতা বলেন, ১০ তারিখ একটি ঘটনায় সারা শরীরে চোট লাগে, সেদিন সৌভাগ্যবশত বেঁচে গেছি। পায়ে প্লাস্টার হাঁটা চলা করতে পারছি না। কেউ কেউ ভেবেছিল ভাঙা পায়ে বেরোতে পারব না, আমার যন্ত্রণার থেকেও সাধারণ মানুষের যন্ত্রণা অনেক বেশি, তাদের সুস্থ থাকতে হবে।
বলেন, আমি সাধারণ ঘরের মেয়ে রাস্তায় থেকে লড়াই করি, স্ট্রিট ফাইটার। মুখ্যমন্ত্রী হয়েছি বলে বিশেষ চেয়ার নেই, জনগণের চেয়ারে কাজ করি সাধারণের ব্যথা বুঝি। আমার যন্ত্রণার থেকেও আপনাদের যন্ত্রণা অনুভব করি। যদি পাশে না দাঁড়াতে পারি তাহলে ভোট লুঠ করে নেবে, দখল করে নেবে তা করতে দেব না , এটা আমার শপথ-প্রতিজ্ঞা। কাজ করতে গেলে কেউ দুঃখ পেলে আমি সকলের হয়ে ক্ষমা চেয়ে নেব, এটা পার্টির নির্দেশ কর্মীরা ক্ষমা চেয়ে নেবে।
মমতা জানিয়ে রাখেন, পা ভাঙলেও তিনি আবার আসবেন। বলেন, আমার পা আর কদিন ভেঙে রাখবে, আপনাদের পা গুলো বাংলার মাটিতে ঠিকমতো চলছে কিনা দেখব। বাংলা দেব না, বাংলা দিচ্ছি না। পুরুলিয়া দখল করতে আসছে, দেব না। আমরা ঐক্যবদ্ধ বাংলা চাই, জঙ্গলমহলে ৬৪ হাজার কোটি টাকার কাজ হবে, কাউকে বাইরে যাওয়ার দরকার নেই, আমি তাদের ফিরিয়ে নেব। হামলা করলে রুখে দেব।
তৃণমূলকর্মীদের উদ্বুদ্ধ করতে দলনেত্রী বলেন, আপনার ভোট লুঠ করতে দেবেন না। তৃণমূল কর্মীরা অনেক লড়াই করেছে, তোমরা কেন গুটিয়ে যাবে? আমি যদি ভাঙা পায়ে লড়তে পারি, তোমরা কেন লড়বে না। যারা অভিমান করে বসে আছ, বসে থাকতে নেই, বেরিয়ে এস।