সুজিত মণ্ডল ও অমিতাভ রথ, চাকদা ও ঝাড়গ্রাম:   এবারের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঢল নেমেছে। ২১ জুলাইয়েও দেখা গেল দলবদলের হিড়িক! একদিকে, চাকদায়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫০০ কর্মী। অন্যদিকে, ঝাড়গ্রামে ৫০০ জন বিজেপি নেতা কর্মী যোগ দেন তৃণমূলে। এই দলবদল ঘিরে তুঙ্গে উঠেছে তরজা।


তৃণমূলের তৃতীয় বার ক্ষমতায় ফেরার পর গতকাল প্রথম শহিদ দিবস পালন দেশজুড়ে পালিত হল ২১ জুলাই।এ সবের মধ্যেই তৃণমূল যোগদানের হিড়িক অব্যাহত।নদিয়া থেকে ঝাড়গ্রাম...জেলায় জেলায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন বহু কর্মী। 


বুধবার নদিয়ার চাকদায় জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই-এর অনুষ্ঠানে ৫০০ জন বিজেপি নেতা কর্মী শিবির বদল করেন। তৃণমূলে যোগদানকারীদের একজন কৌশিক সাহা। তিনি বলেছেন, বিজেপিতে থেকে যোগ্য সম্মান পাচ্ছি না তাই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত। 


বুধবার রানাঘাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শুভঙ্কর সিংহ জানান, আজকে শহিদ দিবসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। সবাই ভুল বুঝতে পেরে আমাদের দলে  ফিরেছে।


যদিও দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেছেন, যাঁরা স্বার্থের জন্য বিজেপিতে যোগ দিয়েছিল তারাই ফিরে যাচ্ছে। ৫০০ জন নয়, হাতে গোনা কয়েকজন যোগ দিয়েছে। 


অন্যদিকে, ঝাড়গ্রামেও গেরুয়া শিবিরে ভাঙন ধরাল শাসক দল।বুধবার ৫০০ জন বিজেপি নেতা কর্মী যোগ দেন তৃণমূলে।বিজেপি নেতা কর্মীদের হাতে পতাকা তুলে দেন গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো।


বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী লক্ষ্মীনারায়ণ সাহু বলেছেন, বিজেপি দলে থেকে মানুষের জন্য কোন কাজ করা যায়নি। তাই  মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা স্বেচ্ছায় বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। 


খগেন্দ্রনাথ মাহাতো বলেছেন, মমতা উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন ওই বিজেপি নেতাকর্মীরা। যদিও প্রলোভন ও ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন ঝাড়গ্রামের বিজেপির সাধারণ সম্পাদক।