সঞ্চয়ন মিত্র, কলকাতা: ভাদ্রের শুরুতে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গল ও বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা। উত্তরবঙ্গের বাকি জেলাতেও মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস সূত্রে বলা হয়েছে, মৌসুমী অক্ষরেখা পটনা থেকে বালুরঘাট হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে কাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এটি ক্রমশ হিমালয়ের পাদদেশে অবস্থান করবে। এর ফলে প্রবল বর্ষণে ভাসবে উত্তরবঙ্গ। বুধ ও বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বৃহস্পতিবার থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টি এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাতেও মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস। বাড়বে নদীর জল স্তর, নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা।
এদিন কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৬১ শতাংশ।
অন্যদিকে, আগামী কয়েকদিন বিহার উত্তর প্রদেশ উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে মধ্যভারত ও সংলগ্ন দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে। আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ হরিয়ানা চন্ডিগড় রাজস্থানে। কলকাতায় তাপমাত্রা এবং অস্বস্তি দুটোই বাড়বে বলেই পূর্বাভাস। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আজ।