বিটন চক্রবর্তী,  নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর):  নন্দীগ্রামের ভেকুটিয়ায় খাল সংস্কার নিয়ে বিতর্ক। বিজেপির অভিযোগ, কাজ না করেই টাকা আত্মসাৎ করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। কেন্দ্র টাকা না দেওয়ায় কাজ শুরু করা যায়নি বলে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


বোর্ডের সরকারি কাজ ও খরচের বর্ণনা আছে। লেখা রয়েছে, ১০০ দিনের প্রকল্পে কাজ হওয়ার কথা ২০২০-২১ অর্থবর্ষে।সময় ফুরিয়েছে, কিন্তু, কাজ হয়নি। খালের হাল যে কে সেই।আর তা নিয়েই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভেকুটিয়ায় খাল সংস্কার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। খরচ না করে, সেই টাকা আত্মসাৎ করেছে তৃণমূল, এমনই অভিযোগ তুলে  নন্দীগ্রামে পথে নামল বিজেপি। মিছিল করল বিজেপি। 


নন্দীগ্রামের বিজেপি নেতা শঙ্কর ধাড়া বলেছেন, এক  থেকে দেড় কিমি দুটো বোর্ড লাগিয়ে তৃণমূল পঞ্চায়েত টাকা আত্মসাৎ করতে চেয়েছিল। ২০-২১ অর্থবর্ষে কাজ করেনি তৃণমূল।


বিজেপির অভিযোগ, শুধু ভেকুটিয়া নয়, নন্দীগ্রামের একাধিক জায়গায় দুর্নীতি করেছে শাসক দল। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পালের অভিযোগ, নন্দীগ্রামের পঞ্চায়েতগুলি ডাকাতখানায় পরিনত হয়েছে। নন্দীগ্রাম একের পর এক বিপর্যয়ের কারণ খাল সংস্কার না হওয়ার জন্য। খাল সংস্কার হয়ে গেছে বলে তৃণমূল বোর্ড লাগিয়ে কোটি কোটি চুরি করেছে।


যদিও তৃণমূলের দাবি, কেন্দ্র টাকা না দেওয়ায় কাজ শুরুই করা যায়নি।নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেছেন, পঞ্চায়েত ভেবেছিল খাল সংস্কার করবে।  তার জন্য প্ল্যান এস্টিমেট করে।  কিন্তু অনুমোদন দেয়নি কেন্দ্র। কেন্দ্রের অপদার্থতা ঢাকতে এখন তৃণমূলের পঞ্চায়েতকে দোষারোপ করা হচ্ছে।


Railways : অতিমারির জেরে প্রায় ৩৬ হাজার কোটি টাকার ক্ষতি রেলের, জানালেন কেন্দ্রীয়মন্ত্রী


খাল সংস্কারে দুর্নীতির অভিযোগ নিয়ে, ভেকুটিয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধানের প্রতিক্রিয়া মেলেনি। এপ্রসঙ্গে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের বিডিওর বক্তব্য, লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে। প্রধানের কাছ থেকে জেনেছি প্রকল্পের কাজ শুরু হয়নি।