West Bengal News Live Updates: রাজ্যজুড়ে আপাতত বন্ধ ৭৯টি স্কুল,পড়ুয়া সংখ্যা শূন্য হওয়ায় সিদ্ধান্ত সরকারের
WB News Live Updates: সিএএ (CAA) কার্যকর করতে দ্রুত পদক্ষেপ করুন। প্রধানমন্ত্রীর (Prime Minister) কাছে গিয়ে আর্জি রাজ্য বিজেপির। সুকান্ত মজুমদারের দাবি, প্রধানমন্ত্রী এ ব্যাপারে তাঁদের আশ্বস্ত করেছেন।
রাজ্যজুড়ে আপাতত বন্ধ ৭৯টি স্কুল।পড়ুয়া সংখ্যা শূন্য হওয়ায় সিদ্ধান্ত সরকারের।পড়ুয়া শূন্য স্কুল থেকে ৩১১ জন শিক্ষক-শিক্ষিকাকে বদলির সিদ্ধান্ত।
ইতিমধ্যে ১৭০ জনের বদলি বিজ্ঞপ্তি প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের।আপাতত বন্ধ হওয়া স্কুলগুলি জুনিয়র হাই থেকে হাইস্কুল।স্কুলগুলির ভবিষ্যৎ কী হবে আলোচনা করে সিদ্ধান্ত, খবর সূত্রের
ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় জাওয়াদের। রবিবার দুপুরে পুরীর কাছে পৌঁছে শক্তিক্ষয় করবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’।বাংলায় ঢোকার আগেই শক্তি হারিয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। গভীর নিম্নচাপ হয়ে সুন্দরবনের উপর দিয়ে ঢুকবে বাংলাদেশে।
কন্যাসন্তানের জন্ম দেওয়ায় নার্সিংহোমে স্ত্রীকে নিতেই এলেন না স্বামী। এমনই অমানবিক অভিযোগ উঠেছে মালদায়। ২২ দিন পর মা ও সন্তানের ঠাঁই হল হোমে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে, জানিয়েছেন মালদার পুলিশ সুপার।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ।মালদার হরিশ্চন্দ্রপুরে জেলা কৃষি দফতরের তরফে চাষিদের সতর্ক করা হয়। মাইকে প্রচার করা হয়, যাঁদের জমিতে পাকা ধান রয়েছে, তাঁরা যেন আগামীকালের মধ্যে ধান কেটে নেন। আলুর বীজ যাঁরা রোপণ করেননি, তাঁদের ৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।
বকেয়া পুরভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগে অশোকনগর-কল্যাণগড় পুরসভায় গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে তৃণমূল। পুরসভায় বিধায়কের ডাকা বৈঠকে ছিলেন না প্রশাসক। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মা উড়ালপুলে চিনা মাঞ্জায় দুর্ঘটনা রুখতে বিশেষ পদক্ষেপ কলকাতা পুলিসের। কেএমডিএ ফেন্সিং বসানো সত্ত্বেও কেন দুর্ঘটনা ঘটছে, তা সরেজমিনে দেখতে উড়ালপুলে যান পুলিশ কর্তারা। ওড়ানো হয় ড্রোন। পুলিশ সূত্রে খবর, পরিকল্পনা মতো আরও কিছু অংশে দ্রুত ফেন্সিং বসানোর ব্যবস্থা হবে।
শীতের মুখেই নতুন ভাবে সেজে উঠছে উলুবেড়িয়ার পর্যটন কেন্দ্র গড়চুমুক। বোটানিক্যাল পার্ক থেকে চিলড্রেনস পার্ক তৈরি হচ্ছে নতুন করে। আসতে চলেছে বাঘ, জেব্রা, রকমারি মুখেও। নতুন বছরের আগেই খুলে দেওয়া যাবে নতুন চিড়িয়াখানা খুলে দেওয়া যাবে জানাচ্ছে প্রশাসন।
নতুন রাস্তার শিলান্যাস থেকে একাধিক রাস্তার উদ্বোধন। সেই সঙ্গে শহরের সৌন্দর্যায়নে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করল (শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ) এসজেডিএ। পুরভোটের আগে এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা একে ভোটের চমক বললেও, মানতে নারাজ এসজেডিএ।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬০৮ জন, মৃত ১৩ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ১৫৮ জন, মৃত ৩ জন।উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১২৭ জন, মৃত ৫ জন।
উল্টোডাঙা উড়ালপুলে প্রৌঢ়র দেহ উদ্ধার।উড়ালপুলের দুটি ফ্ল্যাঙ্কের মাঝে আটকে দেহ।আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা।মৃতার পরিচয় মেলেনি।কীভাবে ফ্ল্যাঙ্কের মাঝে আটকে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা।তদন্ত শুরু করেছে মানিকতলা থানার পুলিশ
বানতলায় নির্মীয়মাণ বহুতলে গলা টিপে শ্বাসরোধ করে খুন মহিলাকে।অজ্ঞাতপরিচয় মহিলার কপালে রয়েছে ক্ষতচিহ্ন।কী কারণে খুন ? খুনের মামলা রুজু করে তদন্ত।তদন্তে লেদার কমপ্লেক্স থানা ও হোমিসাইড শাখার পুলিশ
রবিশস্য ওঠার মুখেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। দুর্যোগের হাত থেকে ফসল বাঁচাতে চূড়ান্ত ব্যস্ত কৃষকরা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে হুগলির সিঙ্গুর বা নদিয়ার রানাঘাট।কেউ জমি থেকে ধান গোলায় তুলছেন। কেউ ঝেড়ে ফেলছেন ধান। কোথাও আবার আগেভাগেই তুলে নেওয়া হচ্ছে আলু।
প্রাকপ্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি-বিধি প্রকাশ সরকারের। ‘২০২২-এর ভর্তি পর্ব শেষ করতে হবে ৩১ জানুয়ারির মধ্যে’।‘প্রয়োজনে বয়ঃসীমায় ৪ মাসের ছাড় দিতে পারেন প্রধানশিক্ষক’।‘৫ বছরের ঊর্ধ্বে প্রাক প্রাথমিকে ভর্তি’।‘৬ বছরে ভর্তি হবে প্রথম শ্রেণিতে’।‘পড়ুয়া ও অভিভাবকদের কোনও ইন্টারভিউ নয়’।‘ভর্তি হবে লটারির মাধ্যমে’।বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল শিক্ষা দফতরের
কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী ইলোরা সাহা। আজ তিনি নতুন বাজার এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন।
ধেয়ে আসছে জাওয়াদ। ঘূর্ণিঝড়ের সতর্কতায় উপকূলবর্তী জেলাগুলিতে চলছে সচেতনতামূলক প্রচার। শনি ও রবিবার নদী-সমুদ্রে যাতে কোনও জলযান না যায় তার জন্য বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। দিঘা, মন্দারমণিতে খালি করে দেওয়া হচ্ছে হোটেল। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ।
জাওয়াদের প্রভাবে কাল থেকেই বৃষ্টি শুরু হবে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা সহ উপকূলবর্তী জেলায় দুর্যোগের আশঙ্কা।রবিবার কলকাতা ও সংলগ্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।বিশাখাপত্তনম থেকে ৪২০ কিমি দূরে বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ।গোপালপুর থেকে জাওয়াদের দূরত্ব ৪৩০ কিমি
শীতলকুচি গুলিকাণ্ডে এবার নির্বাচন কমিশনকে তলব করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। কেন্দ্র ও রাজ্য সরকারকে তলব করল সার্কিট বেঞ্চ। আগাম জামিনের আবেদন গুলিকাণ্ডে অভিযুক্ত ৬ সিআইএসএফ জওয়ানের।
বিদ্যুত্-এর খোলা তার নিয়ে ঝড়ের আগে সতর্কতা কেএমসি-র।যেখানে জল জমতে পারে, সেখানকার নিকাশি খুঁটিয়ে দেখা হচ্ছে।বিপজ্জনক বাড়ির উপর বিশেষ নজরদারি।কাল থেকে সচল ২৪ ঘণ্টা কন্ট্রোলরুম
জাওয়াদ নিয়ে কৃষকদের সতর্ক করল ঝাড়গ্রাম জেলা কৃষি দফতর। মাঠে থাকা পাকা আমন ধান দ্রুত বাড়িতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আলু ও সর্ষে চাষিদের এই তিন দিন বীজ রোপনের কাজ বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরেও জেলা কৃষি দফতরের তরফে চাষিদের সতর্ক করা হয়। মাইকে প্রচার করা হয়, যাঁদের জমিতে পাকা ধান রয়েছে, তাঁরা যেন আগামীকালের মধ্যে ধান কেটে নেন। আলুর বীজ যাঁরা রোপণ করেননি, তাঁদের ৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।
ধেয়ে আসছে জাওয়াদ। ঘূর্ণিঝড়ের সতর্কতায় উপকূলবর্তী জেলাগুলিতে চলছে সচেতনতামূলক প্রচার। শনি ও রবিবার নদী-সমুদ্রে যাতে কোনও জলযান না যায় তার জন্য বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। দিঘা, মন্দারমণিতে খালি করে দেওয়া হচ্ছে হোটেল। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ।
রেশনে কম সামগ্রী দেওয়ার অভিযোগে উত্তর ২৪ পরগনার অশোকনগরে উত্তেজনা। ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রাহকরা। যদিও ডিলারের দাবি, চাল-গম কম পরিমাণমতো না পাওয়ায় গ্রাহকদের তা দেওয়া যায়নি। গ্রাহকরা কম সামগ্রী পেলে, বকেয়া মেটানো হবে বলে জানিয়েছে প্রশাসন।
পুরভোটে মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে কাটল নির্দল কাঁটা।মনোনয়নপত্র প্রত্যাহার ৭৩ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীর।মনোনয়ন দাখিলের ৪৮ ঘণ্টা পরেই প্রত্যাহার।ভুলস্বীকার করে মনোনয়নপত্র প্রত্যাহার রতন মালাকারের।নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন দু’দশকের তৃণমূল কাউন্সিলর ।ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়
ঘূর্ণিঝড় জাওয়াদ সতর্কতায় বিদ্যুত্ দফতরের ছুটি বাতিল। কাল থেকে খুলছে কন্ট্রোল রুম। জানালেন অরূপ বিশ্বাস
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। বিশাখাপত্তনম থেকে ৪৮০ কিমি দূরে বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ।সন্ধে নাগাদ গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় জাওয়াদ।আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি।কাল উপকূল বরাবর এগোতে পারে জাওয়াদ।রবিবার দুপুরে জাওয়াদ পৌঁছতে পারে পুরীর কাছাকাছি।সৈকতনগরীতে চূড়ান্ত সতর্কতা।কাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া।ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।কলকাতায় প্রভাব পড়ার সম্ভাবনা রবিবারও
প্রচারে বেরিয়ে পড়েছেন বড়বাজার অঞ্চলের ২৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিজয় ওঝা।
সিএএ কার্যকর করতে দ্রুত পদক্ষেপ করুন। প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আর্জি জানিয়ে এল রাজ্য বিজেপি। সুকান্ত মজুমদারের দাবি, প্রধানমন্ত্রী এ ব্যাপারে তাঁদের আশ্বস্ত করেছেন। তৃণমূলের পাল্টা কটাক্ষ, এখনই সিএএ কার্যকর না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। অথচ রাজ্য বিজেপির গলায় উল্টো সুর কেন?
ঘূর্ণিঝড় সতর্কতায় দক্ষিণ ২৪ পরগনার নামখানা-সাগরে মাইকে প্রচার। দিঘায় প্রচার এনডিআরএফের। কুলতলিতে মাঠের ফসল আগাম তুলতে তোড়জোড় কৃষকদের।
সংসদ ভবনে আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন বাংলার বিজেপি সাংসদরা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, রাজ্যের আইনশৃঙ্কলা পরিস্তিতি সম্পর্কে তাঁরা প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। দাবি জানিয়েছেন, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে যে তদন্ত চলছে, তা যেন দ্রুত করা হয়।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। মালদার হরিশ্চন্দ্রপুরে জেলা কৃষি দফতরের তরফে চাষিদের সতর্ক করা হয়। মাইকে প্রচার করা হয়, যাঁদের জমিতে পাকা ধান রয়েছে, তাঁরা যেন আগামীকালের মধ্যে ধান কেটে নেন। আলুর বীজ যাঁরা রোপণ করেননি, তাঁদের ৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। এই প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গঙ্গাসাগর কোস্টাল থানার তরফে মত্স্যজীবীরা যাতে মাছ ধরতে না যান, সে বিষয়ে মাইকে প্রচার চালানো হয়। নামখানা, ফ্রেজারগঞ্জেও সতর্ক করা হয় মত্স্যজীবীদের। জেলা প্রশাসনের দাবি, পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থাই নেওয়া হয়েছে।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। মৌসম ভবন সূত্রে খবর, আগামী ১২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপর যে গভীর নিম্নচাপ রয়েছে তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। সেই সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার। শনিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে তা আছড়ে পড়ার কথা। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। আগামীকাল থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় প্রভাব পড়ার সম্ভাবনা রবিবারও।
পুরভোটে মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে কাটল নির্দল কাঁটা। মনোনয়নপত্র প্রত্যাহার ৭৩ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী রতন মালাকারের। মনোনয়ন দাখিলের ৪৮ ঘণ্টা পরেই ভুলস্বীকার করে মনোনয়নপত্র প্রত্যাহার। এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়।
পেগাসাস তদন্তে রাজ্য সরকারের গঠিত কমিশনের তরফে ২১ জনকে তলব করা হয়েছে। কমিশন সূত্রে খবর, ২১ জনের মধ্যে রয়েছেন রাহুল গাঁধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা রাকেশ আস্থানা, রাজ্যের একজন প্রাক্তন আইএএস। ইতিমধ্যেই এই ২১ জনের মধ্যে পাঁচজন তাঁদের বয়ান রেকর্ড করে কমিশনের কাছে পাঠিয়েছেন বলে কমিশন সূত্রে খবর। যাঁরা কমিশনের নোটিসে সাড়া দেননি, তাঁদের দ্বিতীয়বার নোটিস পাঠানো হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লকুর ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে নিয়ে গঠিত হয় কমিশন।
কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী চয়ন ভট্টাচার্য। এবার জিতলেই হবে হ্যাটট্রিক। বাড়ি বাড়ি প্রচারেই জোর দিচ্ছেন সিপিএম প্রার্থী।
এবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন শীতলকুচির গুলিকাণ্ডে নিহতদের পরিবার। কেন্দ্রের তরফে আর্থিক সাহায্য না মেলায় ও অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা।
বড়বাজারে প্রচার শুরু করলেন ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত।
১৩ ডিসেম্বর গোয়া যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিকে, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে আজ প্রধানমন্ত্রীর কাছে বঙ্গ বিজেপির সাংসদরা।
কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী ইলোরা সাহা। আজ তিনি নতুন বাজার এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন।
হুগলির সিঙ্গুরে একই পরিবারের চারজনকে খুনের অভিযোগে তাঁদেরই আত্মীয় দীপক পটেলকে গ্রেফতার করল হুগলি জেলা গ্রামীণ পুলিশ। গতকাল নিজের বাড়িতে খুন হন কাঠের ব্যবসায়ী দীনেশ পটেল, তাঁর স্ত্রী অনসূয়া পটেল, দীনেশের বাবা মাভজি পটেল ও ছেলে ভাবিক পটেল। খুনের অভিযোগ গ্রেফতার করা হয়েছে দীনেশের মামাতো ভাই দীপক পটেলকে। পুলিশ সূত্রে খবর, দীপক ওই কাঠের কলেই থাকতেন। এই ঘটনায় দীপকের ভাই যোগেশ পটেলকে খুঁজছে পুলিশ।
কেন্দ্রীয় বাহিনী দিয়েই পুরভোট চান রাজ্যপাল। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন তিনি। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বঙ্গ বিজেপি।
স্কুলছুটদের ক্লাসে ফেরাতে মুর্শিদাবাদে অভিনব উদ্যোগ। শিক্ষা দফতর, জেলা প্রশাসন ও লিভার ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় শুরু হল ‘স্কুল ডাকছে’ কর্মসূচি। এলাকায় এলাকায় কমিটি তৈরি করে স্কুলে না আসা পড়ুয়াদের ফেরানোর চেষ্টা করা হবে।
বানতলায় নির্মীয়মাণ বহুতলে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এখনও মৃতের পরিচয় পুলিশ জানতে পারেনি। পুলিশ সূত্রে খবর, শনাক্ত করার জন্য বারুইপুর পুলিশ জেলা ও আশপাশের সব থানায় মহিলার ছবি পাঠানো হয়েছে। বানতলা লেদার কমপ্লেক্সে যে কর্মীরা কাজ করেন, তাঁদের তালিকা খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে দেখা হচ্ছে, কোনও কর্মী নিখোঁজ কীনা। আজ ফরেন্সিক দল যাচ্ছে ঘটনাস্থলে। পুলিশ সূত্রে খবর, খুনের আগে মহিলার ওপর শারীরিক নির্যাতন হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
বাকি পুরসভার ভোটের নির্ঘণ্ট যেন এমন না হয়, যাতে একটি দলই লাভবান হয়। পুর-মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের। একসঙ্গে গণনা সম্ভব কিনা, দেখতে নির্দেশ।
সিঁথি থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে মুর্শিদাবাদের বেলডাঙা থেকে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃতকে। পুলিশ সূত্রে দাবি, কয়েকদিন আগে টাকা পয়সা নিয়ে গন্ডগোলের জেরে দমদম এলাকা থেকে এক ব্যক্তিকে অপহরণ করা হয়। অভিযোগ, তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বেলডাঙায়। সিঁথি থানার পুলিশ অভিযান চালিয়ে বেলডাঙা থেকে উদ্ধার করেছে অপহৃতকে। অপহরণে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। মৌসম ভবন সূত্রে খবর, আগামী ১২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপর যে গভীর নিম্নচাপ রয়েছে তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। শনিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে তা আছড়ে পড়ার কথা। এর প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বইবে ঝোড়ো হাওয়া।
সংসদ ভবনে আজ নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন বাংলার বিজেপি সাংসদরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি, রাজ্যে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তাঁরা প্রধানমন্ত্রীকে জানাবেন।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিজেপির বস্ত্র বিতরণ কর্মসূচিতে ঘিরে গোষ্ঠীকোন্দলের অভিযোগ। গতকাল খড়গপুরের সুভাষপল্লিতে স্থানীয় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বস্ত্র বিতরণ কর্মসূচি ছিল। অভিযোগ, সেই কর্মসূচি সেরে ফেরার পথে বিধায়কের অনুগামী হিসেবে পরিচিত বিজেপির এক মহিলা কর্মীকে হেনস্থা করা হয়। খড়গপুর উত্তর মণ্ডলের বিজেপি সভাপতি দীপসোনা ঘোষ ও তাঁর দলবলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ওঠে। মহিলা কর্মীকে বাঁচাতে গিয়ে আহত হন আরও দু’একজন বিজেপি কর্মী। এই ঘটনায় দীপসোনা ঘোষ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও বিজেপি বিধায়ক হিরণের দাবি, এ কাজ দুষ্কৃতীদের। বিজেপির কোনও কর্মী ঘটনায় যুক্ত নন। তৃণমূল নেতা ও খড়গপুর পুরসভার প্রশাসক প্রদীপ সরকারের অভিযোগ, এ সবই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
ডেঙ্গি ও ম্যালেরিয়া পরিস্থিতি মোকাবিলায় গাফিলতি রয়েছে একাধিক পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের চিঠিতে চাঞ্চল্যকর তথ্য। মশার হটস্পট চিহ্নিত করার ক্ষেত্রে রয়েছে গাফিলতি। কলকাতা-সহ ২৫টি পুরসভা ডেঙ্গি প্রবণ।
বউবাজারে মাটির নীচ থেকে দু’টি বোরিং মেশিনকে তোলার কাজ শুরু হল। যন্ত্রাংশ আলাদা করে বোরিং মেশিন দু’টিকে তুলে আনতে সময় লাগবে প্রায় দু’মাস।
বানতলায় নির্মীয়মাণ বহুতলে মহিলার রহস্যমৃত্যু। নির্মীয়মাণ বহুতল থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। খুন বলেই প্রাথমিকভাবে মনে করছে গোয়েন্দা পুলিশ।
সোনা পাপ্পুর পর এবার পুলিশের জালে তার ঘনিষ্ঠ দুষ্কৃতী দিনু যাদব। ইডেন গার্ডেন্স চত্বর থেকে তাঁকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা পুলিশ। খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
তাপমাত্রা কমলেও কমছে না ডেঙ্গির দাপট। করোনা আবহে ঘরবন্দি বহু পরিবার। ভাইরাসের বাহক মশার কামড়ে আক্রান্ত হচ্ছেন একই পরিবারের একাধিক সদস্য। তার জেরে ভিড় বাড়ছে হাসপাতালে। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়াছে বৃষ্টির পূর্বাভাস।
নন্দীগ্রামে কৃষি আধিকারিককে নিগ্রহ মামলায় জামিন পেলেন শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট মেঘনাদ পাল। দলীয় নেতা জামিন পেতেই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সুর চড়িয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবিরও।
নবান্নে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করলেন বৈঠক। বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র ও পশ্চিমবঙ্গের অসাধারণ সম্ভাবনা নিয়ে কথা হয়েছে, বৈঠকের পর ট্যুইট গৌতম আদানির।
ঘূর্ণিঝড় জাওয়াদের সতর্কতা। সপ্তাহান্তে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। যার জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে প্রশাসন। মাইকে চলছে প্রচার। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য রয়েছে বাড়তি সতর্কতা। এদিকে, ফসল বাঁচাতে পশ্চিম মেদিনীপুরে ধান ঘরে তোলা শুরু করেছেন কৃষকরা।
প্রেক্ষাপট
কলকাতা: রাজ্যে আবার ঘূর্ণিঝড়ের (Cyclone Jawad)চোখরাঙানি। আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, বাংলায় আছড়ে না পড়লেও, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Heavy Rain) হবে দক্ষিণবঙ্গের (South Bengal)বিভিন্ন জেলায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বিপদ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। অঘ্রাণ ফসল তোলার মাস। ঝড়বৃষ্টিতে ফসলের বড়সড় ক্ষতির আশঙ্কা দানা বাঁধছে।
আলিপুর আবহওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এই মুহূর্তে অবস্থান হচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ। আছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। পূর্বাভাস যেটা দিচ্ছি, প্রাথমিকভাবে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরেকটু ঘনীভূত হবে। ৩ তারিখ নিম্নচাপ তৈরির ২৪ ঘণ্টা পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা।’
সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ‘৪ তারিখ পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি উপকূলবর্তী জেলাগুলি, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, এই জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ৫ তারিখ বৃষ্টি আরেকটু বাড়বে। উপকূলবর্তী জেলা, দুই মেদিনীপুর , দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ৪ তারিখ সকাল থেকে ঝোড়া হাওয়া শুরু হবে। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ৪৫-৫৫ কিলোমিটার থাকতে পারে। গাস্টিং ৬৫ কিমি। বাড়বে ৬০-৭০ কিমোলিটার বেগে। গাস্টিং ৮০ কিমি। সন্ধের পর থেকে চলবে ১২ ঘণ্টার জন্য।’
আবার ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। অভিমুখ বাংলার দিকে না হলেও, তার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার লাগোয়া আন্দামান সাগর এলাকায় তৈরি নিম্নচাপ নিজের শক্তি বাড়তে বাড়াতে শনিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছবে।
বঙ্গোপসাগরের ওই নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নামকরণ করেছে সৌদি আরব। ‘জাওয়াদ’ শব্দের অর্থ - উদার বা মহান। কিন্তু এই উদার ঘূর্ণিঝড়ের আশঙ্কাতেই এখন ঘুম ছুটেছে সবার। এ রাজ্যে আছড়ে না পড়ার পূর্বাভাস থাকলেও উদ্বেগ বাড়ছে বাংলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে।
মুম্বই থেকে ফিরেই নবান্নে আপৎকালীন বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ১২টি জেলায় এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। জেলাগুলিতে পাঠানো হচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতরের টিম। ভার্চুয়াল বৈঠকে জেলাশাসকদের সঙ্গে দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -