West Bengal News Live: কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন গোটা কলকাতা

Get the latest West Bengal News and Live Updates: কর্মীদের কাছে পরিচয় দিতেন সিবিআই আধিকারিক হিসেবে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Jul 2021 06:38 PM
WB News Live Updates: আদালতের অ্যাডিশনাল সেশন জজ এবং অকশন অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা

আদালতের অ্যাডিশনাল সেশন জজ এবং অকশন অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা। ঘটনাটি ঘটেছে কিশানগঞ্জে। প্রতারণার অভিযোগে শিলিগুড়ি পুলিশের গোয়েন্দা বিভাগ দুজনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, সমীর কুমার দুবে নিজেকে কিশানগঞ্জ আদালতের অ্যাডিশনাল সেশন জজ হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি সে নিজেকে অকশন অফিসার হিসেবেও পরিচয় দেয়। 

WB News Live Updates: কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে প্রবেশিকা নয়, উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত

কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে প্রবেশিকা নয়। নেওয়া যাবে না ভর্তির আবেদনের ফি। স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু ২ অগাস্ট। শেষ হবে ৩০ সেপ্টেম্বর। ১ অক্টোবর থেকে কলেজে শুরু করতে হবে ক্লাস। স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু ১ সেপ্টেম্বর। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে। 
>>

WB News Live Updates: কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন কলকাতা

কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন এসএসকেএম, বিধানসভা চত্বর। পার্ক সার্কাস, বালিগঞ্জের একাধিক এলাকা জলের নীচে। জলের জলায় পাতিপুকুরের আন্ডারপাস
জোধপুর পার্ক, মোমিনপুরে বৃষ্টি হয়েছে ১০০ মিমি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও।

WB News Live Updates: আন্তর্জাতিক আম উত্‍সবে অংশ নিতে মালদার আম যাচ্ছে কাতারে

আন্তর্জাতিক আম উত্‍সবে অংশ নিতে মালদার আম যাচ্ছে কাতারে। এর জন্য উদ্যোগী হয়েছে জেলার উদ্যানপালন দফতর। বিদেশে মালদার আমের কদর হলে রফতানির সুযোগ বাড়বে। এই সম্ভাবনায় খুশি জেলার আম চাষিরা।

WB News Live Updates: গিলান্ডির ভাঙনে রাতের ঘুম উড়েছে ধূপগুড়ি ব্লকের কয়েকটি গ্রামের বাসিন্দাদের

গিলান্ডির ভাঙনে রাতের ঘুম উড়েছে ধূপগুড়ি ব্লকের কয়েকটি গ্রামের বাসিন্দাদের। ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে বেশ কয়েক বিঘা চাষের জমি। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত বাঁধ তৈরি করেনি প্রশাসন। সেচ দফতর জানিয়েছে, কোভিডের জন্যই কাজ আটকে রয়েছে। 

WB News Live Updates: বিচারপতি ও বিচারব্যবস্থার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন কৌশিক চন্দ

নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। এজলাস বদলের দাবিতে, বিচারপতি ও বিচারব্যবস্থার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, মন্তব্য বিচারপতির। মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূল।

WB News Live Updates:  পূর্ব বর্ধমানে বোমা বাঁধতে গিয়ে উড়ল হাত 

বোমা বাঁধতে গিয়ে হাত উড়ল যুবকের। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের আমগরিয়ার ঘটনা। পুলিশ সূত্রে খবর, জখম যুবকের বাড়ি বীরভূমের লাভপুরে হলেও থাকতেন কেতুগ্রামে, শ্বশুর বাড়িতে। তৃণমূলের অভিযোগ, ওই যুবক বিজেপি করেন। রাজ্যের শাসক দলের এই দাবি উড়িয়ে বিজেপির পাল্টা দাবি, দুষ্কৃতীরা তৃণমূলের লোক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

West Bengal News Live: শান্তিনিকেতনের আশ্রম কন্যার বাড়িতে বৃক্ষরোপণ অনুষ্ঠান

শান্তিনিকেতনের আশ্রম কন্যা কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এদিন পালিত হল বৃক্ষরোপণ অনুষ্ঠান। ছিলেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর, বিথীকা মুখোপাধ্যায়, প্রিয়ম মুখোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ। রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে হলুদ পলাশের গাছ লাগানো হয়। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠান গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই চলে আসছে বললেন সুপ্রিয় ঠাকুর। তিনি আরও বলেন, "বিশ্বভারতী এই ধরনের অনুষ্ঠান করে থাকে। কিন্তু, এখন তো আর সে সব হয় না। তবে বিশ্বভারতীর এই অবস্থা কেটে যাবে আশা করি।"

WB News Live Updates:  সনাতন রায়চৌধুরীর অফিসের হদিশ পেল পুলিশ

সনাতন রায়চৌধুরীর অফিসের হদিশ পেল পুলিশ।  বিবাদী বাগে গভর্নমেন্ট প্লেস ইস্টের ডেল্টা হাউসে রীতিমতো অফিস সাজিয়ে বসেছিলেন তিনি। কেয়ারটেকারের দাবি, মাধ্যে মধ্যেই অফিসে আসতেন সনাতন। কর্মীদের কাছে পরিচয় দিতেন সিবিআই আধিকারিক হিসেবে।  

West Bengal News Live: বরাকরে নতুন করে উত্তেজনা, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

পশ্চিম বর্ধমানের বরাকরে নতুন করে উত্তেজনা। পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় ফের উত্তেজনা। বরাকর স্টেশন রোডে অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পুলিশ হেফাজতে আরও একজনের মারধরের অভিযোগ। সকালেই অভিযোগ করেন পরিবারের লোকেরা। 

WB News Live Updates:  মুচিপাড়া থানা এলাকায় বৃদ্ধার রহস্যমৃত্যু

মুচিপাড়া থানা এলাকায় বৃদ্ধার রহস্যমৃত্যু। পুলিশ সূত্রে খবর, স্বপ্না দত্ত নামে ওই বৃদ্ধা সার্পেন্টাইন লেনের বাড়িতে একাই থাকতেন। আজ সকালে ফুল দিতে এসে এক মহিলা দেখেন ঘরের দরজা খোলা। মেঝেতে পড়ে রয়েছেন বৃদ্ধা। সূত্রের খবর, মেঝেয় রক্তের দাগ মিলেছে। মুচিপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কীভাবে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ।  

West Bengal News Live: গার্ডেনরিচে তরুণীকে হাত-পা বেঁধে 'গণধর্ষণ করে লুঠ'

গার্ডেনরিচ থানার পাহাড়পুর রোডে এক তরুণীকে হাত-পা বেঁধে গণধর্ষণের অভিযোগ। গণধর্ষণ করে লুঠপাটের অভিযোগ । গতকাল বেলা ১২টা নাগাদ ওই ঘটনা ঘটে।  তদন্তে  গার্ডেনরিচ থানার সঙ্গে লালবাজারের গোয়েন্দা বিভাগ।  ঘটনাস্থল থেকে নুমনা সংগ্রহ ফরেন্সিকের। ঘটনার সময় তরুণী বাড়িতে একাই ছিলেন। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা কীভাবে ভিতরে ঢুকল, কজন এসেছিল, তা খতিয়ে দেখছে গার্ডেনরিচ থানার পুলিশ।  আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live Updates:  নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ

নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। এই মামলা না শোনার জন্য তাঁকে আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলার শুনানি শেষ হয় গত ২৪ জুন। ১৬ জুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী। বিচারপতি চন্দর এজলাস থেকে মামলা সরানোর আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেননি ভারপ্রাপ্ত প্রধান বিচারক। 

West Bengal News Live: বরাকরে পুলিশ হেফাজতে মারধর, আরও এক যুবক হাসপাতালে

পশ্চিম বর্ধমানের বরাকরে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ উঠল। অভিযোগ, পুলিশ হেফাজতে মারধরের কারণে আরও এক যুবক আহত অবস্থায় ভর্তি কুলটির এক বেসরকারি হাসপাতালে।  ইতিমধ্যেই পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে আরমান আনসারি নামে এক যুবকের। আরও এক যুবক শ্যামল বাউড়ি ভর্তি আসানসোল জেলা হাসপাতালে।  

WB News Live Updates: গার্ডেনরিচে তরুণীর হাত পা বেঁধে লুঠ

গার্ডেনরিচ থানার পাহাড়পুর রোডে এক তরুণীর হাত পা বেঁধে লুঠের অভিযোগ উঠল।  গতকাল বেলা ১২টা নাগাদ ওই ঘটনা ঘটে।  তদন্তে পুলিশের পাশাপাশি ফরেন্সিক দলও। ঘটনার সময় তরুণী বাড়িতে একাই ছিলেন। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা কীভাবে ভিতরে ঢুকল, কজন এসেছিল, তা খতিয়ে দেখছে গার্ডেনরিচ থানার পুলিশ।  আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।  

West Bengal News Live: সাইকেলে চেপে সিঙ্গুর থেকে কলকাতায় বেচারাম মান্না

জ্বালানির দামবৃদ্ধির অভিনব প্রতিবাদ। আজ সিঙ্গুর থেকে সাইকেলে বিধানসভায় যাবেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা শ্রমমন্ত্রী বেচারাম মান্না। তিনি জানিয়েছেন, রতনপুরের বাড়ি থেকে সকাল ৮টায় তিনি সাইকেল নিয়ে বেরোবেন। বিধানসভা পৌঁছোনোর কথা বেলা সাড়ে ১২টায়। আজই কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে। ডিজেলের দামও বেড়েছে। 

WB News Live Updates:  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি হয়ে ব্রিকস সম্মেলনে গিয়েছিলেন সনাতন!

ভুয়ো পরিচয় দিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ধৃত সনাতন রায়চৌধুরীর চাঞ্চল্যকর দাবি। পুলিশ সূত্রে খবর, জেরায় সনাতন দাবি করেছেন, তিনি দক্ষিণ আফ্রিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি হয়ে ব্রিকস সম্মেলনে গিয়েছিলেন। যে সম্মেলনে হাজির ছিলেন প্রধানমন্ত্রীও।  তা ছাড়াও সনাতন বিদেশের একাধিক দেশে গিয়েছেন বলে জেরায় দাবি করেছেন।  সনাতনের দাবি সত্যি হলে, কীভাবে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি হয়ে ব্রিকস সম্মেলনে গেলেন? কার কার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, কাদের সাহায্যে তিনি বিদেশে গিয়েছিলেন? এ সবই খতিয়ে দেখছে পুলিশ।  ধৃতের সঙ্গে তৃণমূল ও বিজেপি নেতাদের ছবি ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। অভিযোগ, নিজেকে হাইকোর্টের রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য, সিবিআইয়ের কৌঁসুলি, মুখ্যমন্ত্রীর অফিসের উপদেষ্টা হিসেবে বিভিন্ন সময় পরিচয় দিয়েছেন সনাতন।  

WB News Live Updates:  ট্রেনে কাটা পড়ে বালিকার মৃত্যু, ব্রেসব্রিজ স্টেশনে তাণ্ডব

দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলা দিয়ে পার হতে গিয়ে দুর্ঘটনা। ট্রেনে কাটা পড়ে বালিকার মৃত্যুতে ব্রেসব্রিজ স্টেশনে তাণ্ডব। কাউন্টার, প্ল্যাটফর্মে ভাঙচুর। তারাতলা থানাতেও বিক্ষোভ। 

West Bengal News Live: কলকাতায় সেঞ্চুরি পেট্রোলের

শেষপর্যন্ত রেকর্ড গড়ে কলকাতায় সেঞ্চুরি করেই ফেলল পেট্রোল। দেশজোড়া প্রতিবাদের মধ্যে ফের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম বাড়াল পেট্রোল, ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে হল ১০০ টাকা ২৩ পয়সা।  ডিজেলের দাম লিটারে বেড়েছে ২৩ পয়সা। নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা।  এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে।  জ্বালানির দাম এতটা বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়তে পারে বাজারে।  পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা। জ্বালানির এই বিপুল বোঝায় মাথায় হাত মধ্যবিত্তের।  

প্রেক্ষাপট

এবার কলকাতাতেও পেট্রোলের সেঞ্চুরি! আজ থেকেই কলকাতায় লিটারপ্রতি পেট্রোল ১০০ টাকা ২৩ পয়সা। দাম বাড়ল ডিজেলেরও। লিটারপ্রতি ডিজেল বেড়ে হল ৯২ টাকা ৫০ পয়সা। 


দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলা দিয়ে পার হতে গিয়ে দুর্ঘটনা। ট্রেনে কাটা পড়ে বালিকার মৃত্যুতে ব্রেসব্রিজ স্টেশনে তাণ্ডব। কাউন্টার, প্ল্যাটফর্মে ভাঙচুর। তারাতলা থানাতেও বিক্ষোভ। 


বরাকরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ। ফাঁড়ির ২ অফিসার সাসপেন্ড। দোষীদের শাস্তির দাবিতে ৮ ঘণ্টা অবরোধ। গভীর রাতে অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু, দাবি পুলিশের। 


ভোটাভুটিতে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাস। পক্ষে ১৯৬ জন। বিপক্ষে ভোট ৬৯জনের। ঘুরপথে ক্ষমতা পাইয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ বিজেপির। সর্বস্তরে প্রতিনিধিত্বের যুক্তি সরকারের। 


শুভেন্দুর নন্দীগ্রাম-মন্তব্য নিয়ে তোলপাড় বিধানসভা। তীব্র প্রতিবাদ তৃণমূলের। কার্যবিবরণী থেকে বাদ দিলেন অধ্যক্ষ। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে বিজেপির ওয়াকআউট। 


একটা জায়গায় লড়েছিলাম, ভোট দিতে দেওয়া হয়নি। আমি কত বড়, প্রচার করতে এসেছে। নাম না করে শুভেন্দুকে আক্রমণে মমতা। আডবাণীদের প্রশংসা, এখনকার বিজেপিকে লেজ কাটা হনু বলে কটাক্ষ। 


বিজেপি সদস্য হিসেবে কাজ করছে জাতীয় মানবাধিকার কমিশন। বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। কমিশনের মদত ছাড়া বিজেপি ৩০টি আসনও পেত না বলে আক্রমণ। বিরোধিতা করলেই নিশানা, পাল্টা দিলীপ। 


শুভেন্দু-মেহতা বৈঠক বিতর্কের মধ্যেই সলিসিটর জেনারেলের বাড়িতে কুণাল, ফেরালেন রক্ষীরা। আগাম অনুমতি ছাড়া সাক্ষাৎ সম্ভব কিনা, দেখতে এসেছিলাম বলে দাবি। অকারণে রাজনীতি, পাল্টা দিলীপ। 


আজ দ্বিতীয় মোদি মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা। আসতে পারেন ১৭ থেকে ২২ নতুন মুখ। মন্ত্রী হতে পারেন শান্তনু ঠাকুর। জল্পনায় জ্যোতিরাদিত্য, সর্বানন্দ সোনওয়াল। ৪ মন্ত্রী পেতে পারে বিহার। 


দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটার আগেই এবার জাল সিবিআই আইজীবীর হদিশ। সিঁথি থেকে গ্রেফতার। নীল বাতির গাড়ি দেখিয়ে গড়িয়াহাটে ১০ কোটির সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ। 


গাড়িতে সিবিআই স্টিকার। রাজ্য সরকারের স্ট্যান্ডিং  কাউন্সিলের আইনজীবী পরিচয়েও প্রতারণার অভিযোগ। দফায় দফায় জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি। ফাঁসানোর পাল্টা দাবি পরিবারের।


শাসক থেকে বিরোধী। দেবাঞ্জনের ছকেই নেতাদের সঙ্গে ছবি দেখিয়ে প্রভাব খাটানোর অভিযোগ। অনেকেই ছবি তোলে, দাবি রুদ্রনীলের। দেখা করতে চেয়েছিল, চিনি না, দাবি শ্যামল সাঁতরার। 


রাজ্যপালের অভিনন্দন-বার্তা দেখিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। মেমারির হোটেল থেকে গ্রেফতার ৮। তারকেশ্বরে পাকড়াও আরও ২। ফেরার মূল চক্রী নিমতার দেবকুমার। 


দিলীপ-অর্জুন সিংহের সঙ্গে মূল চক্রী নিমতার দেবকুমারের ছবি। ২০১৮ থেকে প্রতারণার অভিযোগ। অনেকেই বিজেপি করে, আমি চিনি না। বললেন অর্জুন। ভোটের আগে বিজেপি করার কথা মানল জেলা নেতৃত্ব। 


কয়লা-গরুপাচারকাণ্ডে বিনয়ের বিরুদ্ধে সিবিআইয়ের হাতিয়ার ধৃত বিএসএফ কমান্ড্যান্টের ডায়েরি। অভিযুক্তদের নিরাপত্তা নিশ্চিতে টাকা আসতে সতীশের মাধ্যমে। একাধিক প্রভাবশালীর নাম থাকার দাবি। 


খেলা হবে স্লোগান দিয়ে বিধানসভায় ভোটের প্রচার। এবার রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালন করবে রাজ্য সরকার, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। পারলে সত্যি সত্যি খেলার জন্য কিছু করুন, পাল্টা দিলীপ। 


প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের হাসপাতালে মৃত্যু। সকালে দেহ আনা হবে কাঁচরাপাড়ায়। সমবেদনা জানাতে সল্টলেকের বাড়িতে গেলেন মমতা-অভিষেক। 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.