West Bengal News Live: কলকাতায় নামার সময় এয়ার টার্বুল্যান্সে বিমান, ৮ যাত্রী আহত

Get the latest West Bengal News and Live Updates: ‘কীভাবে মূল্যায়ন, তা ৭দিনের মধ্যে জানানো হবে’, বললেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Jun 2021 09:30 PM
West Bengal News Live : আহত এয়ার ভিস্তারার বিমানের ৮জন যাত্রী

কলকাতায় নামার সময় এয়ার টার্বুল্যান্সে বিমান, ৮ যাত্রী আহত। মুম্বই থেকে কলকাতা অবতরণের সময় দুর্ঘটনা। ১৭ হাজার থেকে ২০ হাজার ফুট উচ্চতায় দুর্ঘটনা। খারাপ আবহাওয়ার জন্য এয়ার টার্বুল্যান্সে পড়ে বিমান। আহত এয়ার ভিস্তারার বিমানের ৮জন যাত্রী। এক যাত্রীর মাথায় গুরুতর আঘাত, হাসপাতালে ভর্তি আরও ১।

West Bengal News Live : আসানসোলে বিজেপির সাংগঠনিক বৈঠকে তুমুল বিশৃঙ্খলা

আসানসোলে বিজেপির সাংগঠনিক বৈঠকে তুমুল বিশৃঙ্খলা। দিলীপ ঘোষের উপস্থিতিতে বৈঠক চলাকালীন বাইরে উত্তেজনা।

West Bengal News Live : অমর্ত্যকে নিয়ে পাল্টা আক্রমণে বিজেপি নেতা তথাগত রায়

মোদি সরকারের করোনা মোকাবিলা নিয়ে অমর্ত্যর মন্তব্যে আক্রমণ বিজেপির। অমর্ত্যকে নিয়ে পাল্টা আক্রমণে বিজেপি নেতা তথাগত রায়। ‘নিজের বিষয় ছাড়া অন্য সবেতে নাক গলাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, এখন উনি মনোবিজ্ঞান নিয়েও কথা বলছেন, উনি মোদিজীর মধ্যে স্কিৎজোফ্রেনিয়া দেখতে পেয়েছেন’, ট্যুইট তথাগতর।

West Bengal News Live : দিলীপ ঘোষের বৈঠক শেষে গন্ডগোল পাকানোর চেষ্টার অভিযোগে শোকজ হুগলির বিজেপি নেতাকে

চুঁচুড়ায় বিজেপির রাজ্য সভাপতির উপস্থিতিতে বিক্ষোভ। দিলীপ ঘোষের বৈঠক শেষে গন্ডগোল সৃষ্টি করেন সুবীর নাগই। ভাইরাল অডিও ঘিরে বিতর্ক, হুগলির বিজেপি নেতাকে শোকজ, সাতদিনের মধ্যে সুবীর নাগের জবাব তলব। দলের কোনও কর্মসূচিতে যোগ দিতে বারণ করা হয়েছে।

West Bengal News Live : অনলাইনেই সিবিএসইর দ্বাদশের প্র্যাক্টিক্যাল

অনলাইনেই সিবিএসইর দ্বাদশের প্র্যাক্টিক্যাল। সিবিএসইর দ্বাদশের অনলাইনে প্র্যাক্টিক্যাল-অভ্যন্তরীণ মূল্যায়ন। বাড়ল প্র্যাক্টিক্যাল-অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর জমা দেওয়ার সময়সীমা। ২৮ জুন পর্যন্ত আপলোড করা যাবে প্র্যাক্টিক্যাল-অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর।

West Bengal News Live:  '১১ তারিখ বান আসছে, ২৬ তারিখের বানটা আরও বড় হতে পারে', নবান্নে মুখ্যমন্ত্রী

আমফানের চেয়েও বেশি ক্ষতি হয়েছে এবার। ২৬ তারিখের বানটা আরও বড় হতে পারে। জল বেরোতে অনেক সময় লাগবে।  ১১ তারিখ বান আসছে। জলের ওপর জল জমবে। অনেক জায়গায় টিউবয়েল খারাপ। উচুঁ জায়গায় টিউবওয়েল তৈরি করতে হবে। 

WB News Live Updates: এবছর হচ্ছে না মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

<এবছর হচ্ছে না মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। ‘কীভাবে মূল্যায়ন, তা ৭দিনের মধ্যে জানানো হবে’, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 


মাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৭৯ শতাংশ। উচ্চমাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৮৩ শতাংশ। মতামত জানিয়ে সরকারের কাছে ৩৪ হাজার ইমেল।

West Bengal News Live:  মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের বিরুদ্ধে অধিকাংশ জনমত, খবর সূত্রের

এই মুহূর্তে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের বিরুদ্ধে জনমত, খবর সূত্রের। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে ই-মেলে জমা পড়ল ২৫ হাজার মতামত। অধিকাংশই স্কুলে গিয়ে পরীক্ষা না নেওয়ার পক্ষে, খবর সূত্রের। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ভবিষ্যত কী? চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য। অনলাইনেই সিবিএসইর দ্বাদশের প্র্যাক্টিক্যাল অনলাইনে। সিবিএসইর দ্বাদশের অনলাইনে প্র্যাক্টিক্যাল-অভ্যন্তরীণ মূল্যায়ন। বাড়ল প্র্যাক্টিক্যাল-অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর জমা দেওয়ার সময়সীমা। ২৮ জুন পর্যন্ত আপলোড করা যাবে প্র্যাক্টিক্যাল-অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর।

WB News Live Updates: পার্ক লেনে একতলায় কাপড়ের গুদামে আগুন

ফের পার্ক স্ট্রিটে আগুন। পার্ক লেনে একতলায় কাপড়ের গুদামে আগুন। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে। 

WB News Live Updates: জগদ্দলে বিয়েবাড়িতে ছোড়া হল বোমা

উত্তর ২৪ পরগনার জগদ্দলে বিয়েবাড়িতে ছোড়া হল বোমা। পাল্টা হামলায় দোকান, বাড়ি ভাঙচুর। দু’দল দুষ্কৃতীর তাণ্ডবে আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রতিবাদে আজ সকালে প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় পরস্পরের দিকে আঙুল তুলেছে বিজেপি ও তৃণমূল। 

West Bengal News Live:  শীতলকুচিকাণ্ডে ঘটনাস্থলে ব্যালিস্টিক টিম

শীতলকুচিকাণ্ডে ঘটনাস্থলে ব্যালিস্টিক টিম। এদিন জোড়পাটকির ১২৬ নম্বর বুথে যান ৩ ব্যালিস্টিক বিশেষজ্ঞ। ঘটনার দিন কোন দিক থেকে, কীভাবে গুলি চলে তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে সিআইডি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, তদন্তকারীদের অনুমান, ভোটের দিন গুলি চলে বুথ তাক করে। দরজা ভেদ করে ভিতরে ঢুকে যায় গুলি। গিয়ে লাগে ব্ল্যাকবোর্ডে। ঘটনার দিন বুথের ভিতরে থাকা এক পুলিশ কর্মী ও এক ভোট কর্মীর বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছে সিআইডি। খবর সূত্রের।

WB News Live Updates: আসানসোলে বিজেপির সাংগঠনিক বৈঠকে তুমুল বিশৃঙ্খলা

আসানসোলে বিজেপির সাংগঠনিক বৈঠকে তুমুল বিশৃঙ্খলা। দিলীপ ঘোষের উপস্থিতিতে বৈঠক চলাকালীন বাইরে উত্তেজনা। ‘ভিতরে ঢুকতে না দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে দরজা’, অভিযোগ দলীয় কর্মীদের একাংশের। ‘মার খেয়েছি আমরা, কেন ঢুকতে দেওয়া হবে না বৈঠকে?’ এই বলে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা কয়েকজনের।

West Bengal News Live: জগদ্দলে দোকান ভাঙচুর এবং লুঠপাটের প্রতিবাদে অবরোধ, অর্জুন সিংহের সঙ্গে পুলিশের বচসা

জগদ্দলে দোকান ভাঙচুর এবং লুঠপাটের প্রতিবাদে অবরোধ। গতকাল হওয়া কাণ্ডের জেরে টায়ার জ্বালিয়ে অবরোধ। ৪০ মিনিটের জন্য ঘোষপাড়া রোড অবরোধ। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। অর্জুন সিংহর সঙ্গে পুলিশের একপ্রস্থ বচসাও হয়। 

WB News Live Updates: মন্দারমণিতে সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরুতেই জটিলতা

পূর্ব মেদিনীপুরের মন্দারমণির দাদনপাত্রবাড়ে সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরুতেই জটিলতা। স্বাধীনতার আগে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের হাত ধরে তৈরি হয় বেঙ্গল সল্ট প্রাইভেট লিমিটেড। বাম আমলে ২০০৬-এ উত্পাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওই জায়গাতেই ২০২০ সালে সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরির উদ্যোগ নেয় তৃণমূল সরকার। সম্প্রতি কাজ শুরু হয়। কিন্তু কাজের শুরুতেই দেখা দিয়েছে জটিলতা। বন্ধ বেঙ্গল সল্ট কারখানার শ্রমিকরা বকেয়া, পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবি জানিয়ে বিদ্যুৎ দফতরে চিঠি দেয়। এর জেরে আপাতত বন্ধ কাজ। দ্রুত সমাধানের আশ্বাস স্থানীয় বিধায়কের।

West Bengal News Live: ইয়াস-ভরা কটালে পাঁশকুড়া ও মহিষাদলে সবজি চাষে ক্ষতি

ইয়াস-বিপর্যয়ের পাশাপাশি ভরা কটালের জলোচ্ছ্বাসের জের। প্রভাব পড়েছে পাঁশকুড়া ও মহিষাদলে সবজি চাষে। পূর্ব মেদিনীপুর জেলার এই সব জায়গায় প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। চাষআবাদের ওপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ। ইয়াসের পাশাপাশি ভরা কটালের জেরে চাষের জমি জলমগ্ন। বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা সবজি চাষিদের। আপাতত সরকারি সাহায্যই ভরসা। প্রশাসনের তরফে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

WB News Live Updates: উত্তরপাড়ায় মত্ত অবস্থায় অক্সিজেন পার্লারে ঢুকে মহিলা স্বেচ্ছাসেবকদের সঙ্গে অভব্যতা দুষ্কৃতীদের 

হুগলির উত্তরপাড়ায় মত্ত অবস্থায় অক্সিজেন পার্লারে ঢুকে মহিলা স্বেচ্ছাসেবকদের সঙ্গে অভব্যতার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, স্থানীয় ক্লাবের ওই অক্সিজেন পার্লারে গতকাল রাতের শিফটে ৫ জন মহিলা স্বেচ্ছাসেবক ছিলেন। অভিযোগ, অক্সিজেন পার্লারে ঢুকে তাঁদের সঙ্গে অভব্য আচরণ করে ৪-৫ জন মত্ত দুষ্কৃতী। রীতিমতো তাণ্ডব চালায় তারা। ঘটনাস্থল থেকে মেলে ভাঙা মদের বোতল। পালানোর সময় একজনকে ধরে ফেলেন ক্লাব সদস্যরা। পরে উত্তরপাড়া থানার পুলিশ ওই অভিযুক্তকে আটক করে। স্থানীয় বাসিন্দা ও ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ক্লাবের পাশেই মুদিখানার আড়ালে বসছে মদের আসর। প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। পুলিশের আশ্বাস, ওই এলাকায় নিয়মিত টহল চলবে। 

West Bengal News Live: রাজ্যপাল-মহুয়া মৈত্রর মধ্যে ট্যুইট-যুদ্ধ

স্বজনপোষণের অভিযোগ নিয়ে মহুয়া মৈত্রর ট্যুইটের জবাব দিলেন রাজ্যপাল। তৃণমূল সাংসদকে উদ্দেশ্য করে জগদীপ ধনকড়ের পাল্টা ট্যুইট, ওএসডি পদে ৬ আত্মীয়কে নিয়োগ করার কথা বলা হচ্ছে, যা তথ্যগতভাবে ভুল। এদের মধ্যে ৩টি রাজ্য থেকে আসা চারজন ভিন্ন জাতের। এঁরা কেউই আমার নিকট আত্মীয় নন, আমার রাজ্যেরও নন। উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে নজর ঘোরাতে এসব অভিযোগ তোলা হচ্ছে। মহুয়া মৈত্রকে জবাবি ট্যুইটে লেখেন রাজ্যপাল। 


পাল্টা ট্যুইটে এর জবাব দেন মহুয়াও। রাজ্যপালকে আঙ্কলজি সম্বোধন করে তৃণমূল সাংসদ লেখেন, কীভাবে পূর্বসূরীদের নিয়োগ হল এবং তাঁরা একে একে রাজভবনে ঢুকে পড়লেন, তা এখনই জানান। বিজেপির আইটি সেলও আপনাকে বাঁচাতে পারবে না। আমার মনে হয় না, উপ রাষ্ট্রপতি আপনার জন্য কিছু করবেন। 

WB News Live Updates: 'ভুল চিকিৎসায় রোগীমৃত্যু', পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ইটবৃষ্টি

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে হুগলির পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে উত্তেজনা। হাসপাতালে ইটবৃষ্টি। ইটের ঘায়ে আহত হন এক চিকিত্সক ও পুলিশ কর্মী। রোগীর মৃতদেহ আটকে হাসপাতালের সামনে বিক্ষোভ।জিটি রোডে অবরোধ শুরু হয়। বুকে ব্যথা নিয়ে আজ সকালে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হন বছর আঠাশের শেখ ইসলাম। পরিবারের অভিযোগ, সংশ্লিষ্ট চিকিত্সক ওষুধ দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে রোগীর মৃত্যু হয়। এরপর ভুল চিকিত্সায় রোগী মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিজনেরা। প্রায় ৪৫ মিনিট ধরে জিটি রোডে অবরোধ চলে। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News Live: আজ দক্ষিণ ২৪ পরগনা যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদের দুটি দল

ইয়াস-বিপর্যয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ দক্ষিণ ২৪ পরগনা যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদের দুটি দল। ৭ সদস্যের দলে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। রয়েছেন অন্যান্য আধিকারিকরাও। আজ সকালে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে চড়ে পাথরপ্রতিমার উদ্দেশে রওনা দেবে কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি দল। যাবে গোসাবাতেও। আরেকটি দল কলকাতা থেকে সড়কপথে পৌঁছবে বাসন্তীর গদখালিতে। সেখান থেকে নৌকায় চড়ে গোসাবার ইয়াস-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। আগামীকাল পূর্ব মেদিনীপুর যাবে কেন্দ্রীয় দল। একটি দল যাবে কপ্টারে। আরেকটি দল সড়কপথে দিঘায় যাবে।  মন্দারমণি-সহ সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

WB News Live Updates: কলকাতায় পরপর দুদিন বাড়ল জ্বালানির দাম

গতকাল ৯৫ পার করেছিল পেট্রোলের দাম। এবার ডিজেলের দামও ৯০ ছুঁইছুঁই। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২৭ পয়সা বাড়ল। ফলে পেট্রোলের দাম হল লিটারে ৯৫ টাকা ২৮ পয়সা। ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ৭ পয়সা হল। মুম্বই-সহ দেশের ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আগেই সেঞ্চুরি পার করেছিল পেট্রোলের দাম। করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা আরও বাড়ার সম্ভাবনা।

West Bengal News Live: জোড়া পরীক্ষা নিয়ে মতামত চাইল সরকার

বিশেষজ্ঞ কমিটি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বাতিলের পরামর্শ দিয়েছে বলে সূত্রের খবর। এরপরেও জোড়া পরীক্ষা নিয়ে অভিভাবক, পড়ুয়া ও সাধারণ মানুষের মতামত চাইল সরকার। আজ দুপুর ২টোর মধ্যে ইমেল মারফত জানাতে হবে মতামত। সন্তানদের ভবিষ্যত্‍ আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। টুইট করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

প্রেক্ষাপট

করোনা আবহে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি হওয়া উচিত? আজ দুপুর দুটোর মধ্যে ইমেলে আমজনতার কাছে পরামর্শ দেওয়ার আবেদন রাজ্য সরকারের। সন্তানদের ভবিষ্যৎই সবথেকে গুরুত্বপূর্ণ। ট্যুইট মুখ্যমন্ত্রীর।


রাজ্যে অব্যাহত ভোট পরবর্তী হিংসা। মানবতার লজ্জা। ভোটে সামিল হওয়ায় বিরোধীদের শাস্তি দেওয়া হচ্ছে। কেউ জবাব দিচ্ছে না। ট্যুইট রাজ্যপালের। আজ মুখ্যসচিবকে তলব। শান্ত সময়ে উস্কানি কেন? পাল্টা তৃণমূল। 


ভাটপাড়ায় দুষ্কৃতীর বোমার আঘাতে মৃত্যু বাইক-ট্যাক্সি চালকের। নিহত দলীয় কর্মী, দাবি অর্জুনের। অস্বীকার তৃণমূলের। গ্রেফতার ১। দিল্লিতে বিজেপির করোনা বৈঠকেও বাংলার হিংসা প্রসঙ্গ।


শ্যালকের ছেলে থেকে নিকট আত্মীয়। ৬ জনকে অফিসার অন স্পেশাল ডিউটি পদে বসিয়েছেন রাজ্যপাল। এবার ধনকড়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ মহুয়ার। ইস্যু না থাকায় রাজ্যপালকে নিশানা, পাল্টা দিলীপ


তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েই দলের তিন বর্ষীয়ান নেতার বাড়িতে অভিষেক। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। আশীর্বাদ নিলাম, ট্যুইট অভিষেকের।


সেচ দফতরে চাকরির নামে ঘুষ নেওয়ার অভিযোগ। জড়িত একাধিক। শুভেন্দু ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জেরায় তথ্য। রাখালের সহযোগীর খোঁজে তল্লাশি। ফাঁসানো হচ্ছে, অভিযোগ আইনজীবীর। অভিযোগ পেয়েই গ্রেফতার, পাল্টা কুণাল।  


হুগলিতে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভের নেপথ্যে কি দলেরই একাংশ? বিজেপি নেতা ও এক কর্মীর কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল। কণ্ঠস্বর আমার নয়, দাবি বিজেপি নেতার। তারকেশ্বরেও দিলীপের বিরুদ্ধে ক্ষোভ জেলা নেতৃত্বের।


গরুপাচারে অভিযুক্ত বিনয় মিশ্র দুবাইয়ে ভারতীয় পাসপোর্ট জমা দিয়ে লুকিয়ে প্রশান্ত মহাসাগরের বুকে দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে। দাবি সিবিআইয়ের। নাগাল পেতে বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ।


শীতলকুচিতে ভোটের দিন বুথ তাক করেই গুলি চলেছিল। দরজা ভেদ করে লাগে ব্ল্যাকবোর্ডে। সিআইডি তদন্তে চাঞ্চল্যকর তথ্য। কোন দিক থেকে চলে গুলি? তদন্তে আজ ঘটনাস্থলে যাবেন ব্যালেস্টিক বিশেষজ্ঞরা।


ইয়াস-বিপর্যয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিবের নেতৃত্বে রাজ্যে ৭ সদস্যের কেন্দ্রীয় দল। আজ যাবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার নবান্নে বৈঠক।


ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এটিএম না ভেঙেই টাকা লুঠের অভিযোগ। প্রতারণাকাণ্ডে সিসিটিভি ফুটেজ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্রে ধরে ভিনরাজ্যে অভিযান। গুজরাতের সুরাত ও কলকাতা থেকে গ্রেফতার ৪।


উত্তরবঙ্গে এসে গেল বর্ষা। সপ্তাহান্তে চলে আসবে দক্ষিণবঙ্গেও। প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। ঝড়ে লন্ডভন্ড ঝাড়গ্রামের নয়াগ্রাম। হুগলি ও বীরভূমে বাজ পড়ে ৪ জনের মৃত্যু।




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.