West Bengal News Live: মন্ত্রী হতে পারোনি বলেই পুরনো দলে ফিরতে ইচ্ছে করছে? রাজীবকে কটাক্ষ সৌমিত্রর

Get the latest West Bengal News and Live Updates: বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু বিজেপি শূন্য রাজনীতির চেষ্টা চলছে...'

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Jun 2021 11:04 PM
WB News Live Updates: মন্ত্রী হতে পারোনি বলেই পুরনো দলে ফিরতে ইচ্ছে করছে? রাজীবকে কটাক্ষ সৌমিত্রর

মন্ত্রী হতে পারোনি বলেই পুরনো দলে ফিরতে ইচ্ছে করছে? মনে পড়ল হারের পর? রাজীব বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ সৌমিত্র খাঁ-র। রাজীবকে কটাক্ষ শুভেন্দু অধিকারীরও।

West Bengal News Live Updates: নারদ মামলা স্থানান্তর নিয়ে সিবিআইয়ের আবেদন

সত্য গোপন করার জন্যই ইচ্ছাকৃতভাবে সিবিআই অফিসার সিসিটিভি ফুটেজ পেশ করেননি। হাইকোর্টে নারদ মামলার স্থানান্তরের শুনানিতে সওয়াল হেভিওয়েটদের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির। রাজ্যের হলফনামার উল্লেখে আপত্তি জানান সিবিআইয়ের আইনজীবী তুষার মেহেতা। আগামীকাল ফের মামলার শুনানি।

WB News Live Updates: গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে দক্ষিণবঙ্গে ৩০ জনের মৃত্যু

এবার বীরভূমে বজ্রপাতে প্রাণ হারালেন ২ জন। গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে দক্ষিণবঙ্গে ৩০ জনের মৃত্যু। কাল বহরমপুর-রঘুনাথগঞ্জে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরশু যাবেন খানাকুল, হরিপাল, পোলবায়। অনুকরণ ভাল, কটাক্ষ দিলীপ ঘোষের। 

West Bengal News Live Updates: ঘণ্টায় ১২৬ বার এটিএম থেকে ২৫ লক্ষ টাকা লুঠ!

ঘণ্টায় ১২৬ বার এটিএম থেকে ২৫ লক্ষ টাকা লুঠ! বউবাজারে এটিএম না ভেঙেই লুঠের ঘটনায় সুরাতে ধৃত মনোজকে আনা হল কলকাতায়। এর আগেও একই অভিযোগে গ্রেফতার হয় মনোজ, জানাল পুলিশ। তার ভাইও পাকড়াও। 

WB News Live Updates: ইয়াস-ক্ষতি দেখতে পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় দল

ইয়াস-ক্ষতি দেখতে এবার পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় দল। ঘুরে দেখলেন দিঘা। মন্দারমণিতে পোস্টার নিয়ে দুর্গতদের বিক্ষোভ। ক্ষতিপূরণের টাকা সরাসরি পড়ুক দুর্গতদেরই অ্যাকাউন্টে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি শুভেন্দু অধিকারীর। 

West Bengal News Live Updates: বিজেপি আগে নিজেদের অন্তর্কলহ সামলাক, তারপরে তৃণমূলকে দেখবে, কটাক্ষ অভিষেকের

বিজেপি আগে নিজেদের অন্তর্কলহ সামলাক, তারপরে তৃণমূলকে দেখবে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live Updates: সংবিধান মানছে না বাংলার সরকার, আক্রমণ শুভেন্দু অধিকারীর

সংবিধান মানছে না বাংলার সরকার। ৩৫৬-র থেকেও খারাপ অবস্থা, আক্রমণ শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live Updates: রাষ্ট্রপতি শাসন নিয়ে দলেরই ভিন্ন সুরে বিস্ফোরক রাজীব

কথায় কথায় ৩৫৬ ধারার জুজু ভালভাবে নেবে না বাংলা। শুভ্রাংশু রায়ের পর এবার বিজেপির অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা, উগ্র হিন্দুত্ববাদী প্রচারের বিরোধিতা কেউ শোনেনি বলে দলকেই আক্রমণ করলে এই বিজেপি নেতা।

WB News Live Updates: বিজেপির বৈঠকে গরহাজির মুকুল

রাজ্যে বিধানসভা নির্বাচনের পর দলের পদাধিকারীদের নিয়ে বৈঠকে বিজেপি। হেস্টিংসে বিজেপির দফতরে ভোট পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা এবং দলের ভবিষ্যত্‍ রণকৌশল নিয়ে বৈঠকে আলোচনা। তবে এই বৈঠকে যোগ দেননি  মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়। পারিবারিক কারণে গরহাজির মুকুল, জানালেন দিলীপ ঘোষ।

West Bengal News Live: বজ্রাঘাতে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বজ্রাঘাতে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে বুধ ও বৃহস্পতিবার মুর্শিদাবাদ এবং হুগলিতে যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তৃণমূল সূত্রে খবর, আগামীকাল অভিষেক মুর্শিদাবাদের বহরমপুর ও রঘুনাথগঞ্জে যাবেন।  বৃহস্পতিবার তিনি যাবেন হুগলির খানাকুল, হরিপাল ও পোলবায়। গতকাল রাজ্যের ৬ জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ২৭ জনের। তার মধ্যে হুগলিতে মৃত্যু হয়েছে ১১ জনের। মুর্শিদাবাদে ৯ জন প্রাণ হারিয়েছেন।

WB News Live Updates: নামখানার বেশ কিছু জায়গা এখনও জলমগ্ন

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের বেশ কিছু জায়গা এখনও জলমগ্ন।  ফলে উঁচু রাস্তার ওপর বাঁশ ও ত্রিপল খাটিয়ে রয়েছেন গ্রামবাসীরা।  জমা জল থেকে রোগ ছড়ানোর আশঙ্কা বাড়ছে। তার ওপর সামনে আসছে ভরা কটাল। সেই সময় ফের গ্রামে জল ঢোকার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। নামখানার বিডিও-র আশ্বাস, সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তাঁর আশ্বাস, সেচ দফতর কটালের দিকে তাকিয়ে ইতিমধ্যেই নদীবাঁধ মেরামতির কাজ শুরু করেছে।

West Bengal News Live: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে বিজেপি, জানালেন দিলীপ

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,  ‘বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির কাছে যাব। আদালত বলার পরেও পরিস্থিতির বদল হয়নি। ভ্যাকসিন নিয়েও রাজ্যে রাজনীতি চলছে।‘
 
তিনি বলেন, ‘২৩ জুন থেকে রাজ্য জুড়ে আন্দোলনে নামবে বিজেপি। সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু বিজেপি শূন্য রাজনীতির চেষ্টা চলছে। গণতান্ত্রিক অধিকারের জন্য রাস্তায় নামবে বিজেপি।‘


‘করোনায় মৃতদের জন্য কেন্দ্রের ঘোষণার পরে রাজ্যের ঘোষণা। অনুকরণ করা ভাল‘, বজ্রপাতে মৃত্যুতে আর্থিক সাহায্য নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। 


তিনি বলেন, ‘দলে বিক্ষোভ নিয়ে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করছে বিজেপি। সাংসদ সুভাষ সরকারের নেতৃত্বে বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি‘

WB News Live Updates:  পার্ক স্ট্রিটে এপিজে হাউসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

পার্ক স্ট্রিটের এপিজে হাউসে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল। পাঁচতলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। ফাঁকা করে দেওয়া হয় ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। 

West Bengal News Live:  নামখানার বেশ কিছু জায়গা এখনও জলমগ্ন

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের বেশ কিছু জায়গা এখনও জলমগ্ন।  ফলে উঁচু রাস্তার ওপর বাঁশ ও ত্রিপল খাটিয়ে রয়েছেন গ্রামবাসীরা।  জমা জল থেকে রোগ ছড়ানোর আশঙ্কা বাড়ছে। তার ওপর সামনে আসছে ভরা কটাল। সেই সময় ফের গ্রামে জল ঢোকার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। নামখানার বিডিও-র আশ্বাস, সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তাঁর আশ্বাস, সেচ দফতর কটালের দিকে তাকিয়ে ইতিমধ্যেই নদীবাঁধ মেরামতির কাজ শুরু করেছে। 

WB News Live Updates:  অনিশ্চিত জয়েন্ট এন্ট্রান্স?

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পর এবার জয়েন্ট এন্ট্রান্স নিয়েও অনিশ্চয়তা। ১১ জুলাই কি রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে?
সরকারের সঙ্গে কথা বলে এই সপ্তাহেই সিদ্ধান্ত। খবর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে। 

West Bengal News Live:  বজ্রাঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বজ্রাঘাতে মৃত্যুমিছিল। ৭ জেলায় মৃত্যু ২৮ জনের। শুধু হুগলিতে মৃত্যু হয়েছে ১১ জনের। মুর্শিদাবাদে প্রাণ হারিয়েছেন ৯ জন। পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে ৪ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। বাঁকুড়ায় মৃত্যু হয়েছে ২ জনের।  উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে। নদিয়াতেও মৃত্যু হয়েছে একজনের।  

WB News Live Updates:  লিলুয়ায় পুলিশকে গুলি, গ্রেফতার ৪

লিলুয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার ৪। খুনের চেষ্টার অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা। মামলা দায়ের হয়েছে অস্ত্র আইনেও। গুলিকাণ্ডে মূল অভিযুক্ত এখনও অধরা। অভিযুক্ত ৪ জনকে আজ তোলা হবে হাওড়া আদালতে। 

West Bengal News Live:  সামনে আসছে কটাল, সামনে আসছে কটাল

সামনে আসছে কটাল। এখনও বহু জায়গায় ভাঙা বাঁধ সারানো না হওয়ায় দুশ্চিন্তায় সুন্দরবনবাসী। কচুখালি, কুমীরমারি, দুলকি, সোনাগাঁ, পাখিরালয় গ্রামের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অনেক জায়গায় নদীবাঁধ সারানোর কাজ চললেও কটাল আসার আগে মেরিমতির কাজ সম্পূর্ণ হবে কি না, তা নিয়ে সন্দিহান অনেকে। যদিও গোসাবার ব্লক আধিকারিক জানিয়েছেন, যে সব জায়গায় নদীবাঁধ ভেঙেছে, তার ৮০ শতাংশ মেরামতি সম্পূর্ণ হয়েছে। বাকি কাজও দ্রত করা হচ্ছে। তাঁর আশ্বাস, বাকি কাজ কটালের আগেই শেষ হয়ে যাবে। আগামী ২৬ জুন কটাল আসার কথা। 

WB News Live Updates:  জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

অভিনব উপায়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানালেন হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। আজ সকালে খাদিনা মোড়ে জিটি রোডে একটি পেট্রোল পাম্পের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান তিনি। পরে গরুর গাড়িতে চড়ে জিটি রোডে বেশ কিছুটা যান তিনি।  সঙ্গে ছিল একটি পালকিও। 

West Bengal News Live:  মদন মিত্রর ভবানীপুরের বাড়িতে আগুন

মদন মিত্রর ভবানীপুরের বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। একতলার ঘরে আগুন লাগে। আগুন লেগেছে বুঝতে পেরে দ্রুত বেরিয়ে আসেন পরিবারের সকলে। আগুনে কেউ আহত হননি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে অনুমান

WB News Live Updates:  বিজেপি কর্মী খুনের প্রতিবাদে অবরোধ 

ভাটপাড়ায় রবিবার বিজোপি কর্মী খুনের প্রতিবাদে আজ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কুলি ডিপোয় ঘোষপাড়া রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।  তাঁদের দাবি, ইতিমধ্যে যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গ্রেফতার করতে হবে পলাতক আর এক অভিযুক্তকে। 

West Bengal News Live:  প্রবল ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উত্তর ২৪ পরগনার গাইঘাটা

গতকালের প্রবল ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উত্তর ২৪ পরগনার গাইঘাটা। জলেশ্বর, ইছাপুর এলাকায় বেশ কিছু বাড়ি বেঙে পড়েছে। কোথাও ভেড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি।  ক্ষতি হয়েছে ফসলেরও।  অনেকে বাড়ির চাল উড়ে যাওয়ায় অন্যত্র আশ্রয় নিয়েছেন।

WB News Live Updates:  বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক শুভেন্দু অধিকারীর

বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক। কথা বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। আগামী কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। আলোচনা হতে পারে ভোট পরবর্তী হিংসা নিয়ে। ভবিষ্যত কর্মসূচি নিয়েও আলোচনার সম্ভাবনা। 

West Bengal News Live:  আজ দিঘায় যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদল

ইয়াস বিপর্যয়ের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ পূর্ব মেদিনীপুরের দিঘায় যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা সড়কপথে ঘুরে দেখার পাশাপাশি দিঘায় তাঁদের প্রশাসনিক বৈঠকও করার কথা।  

WB News Live Updates:  গঙ্গায় তলিয়ে গেল ২ কিশোর

হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে সোমবার বিকেলে ঝড় বৃষ্টির সময় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় ২ কিশোর। সেইসময় গঙ্গায় ভাটার টানও ছিল। পরে দুজনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন। 

West Bengal News Live:   মৃতদের পরিবারের সঙ্গে বুধ-বৃহস্পতিবার দেখা করবেন অভিষেক 

বজ্রাঘাতে মৃত্যুমিছিল। ৫ জেলায় মৃত্যু ছাব্বিশ জনের। শুধু মুর্শিদাবাদেই মৃত্যু হয়েছে ৯ জনের। শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা পিএমও-র। মৃতদের পরিবারের সঙ্গে বুধ ও বৃহস্পতিবার দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রেক্ষাপট

মুর্শিদাবাদ, হুগলি-সহ রাজ্যের ৫ জেলায় একদিনে ২৬ জনের মৃত্যু। শিবপুরে গঙ্গায় তলিয়ে মৃত ২ কিশোর। ২ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করে মোদি-শাহের ট্যুইট। বুধ-বৃহস্পতিবার ৪ জেলায় যাচ্ছেন অভিষেক। 


বাংলায় বজ্রপাতে ২৬জনের মৃত্যুর পরেই শোকবার্তা প্রধানমন্ত্রীর। নীরব থেকে মৃতদের রাজনৈতিক পরিচয় খোঁজার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ অমিত মালব্যর। ভুয়ো খবর ছড়িয়েও ভোটে হার, চুপ থাকুন, পাল্টা সৌগত। 


অবতরণের ১৫ মিনিট আগে ২০ হাজার ফুট উচ্চতায় এয়ার টার্বুল্যান্স। মুম্বই থেকে কলকাতায় নামার সময় আহত এয়ার ভিস্তারার ৮ যাত্রী। গুরুতর আহত গড়িয়ার ২জন ভর্তি হাসপাতালে। তদন্তের আশ্বাস বিমান সংস্থার। 


২৬ জুন ভরা কটাল, ইয়াসের চেয়ে বড় জলোচ্ছ্বাসের আশঙ্কা মুখ্যমন্ত্রীর। সতর্ক থাকার নির্দেশ। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি দেখতে দক্ষিণ ২৪ পরগনায় ৭ সদস্যের কেন্দ্রীয় দল। আজ পূর্ব মেদিনীপুর সফর।


শেষপর্যন্ত বাতিল এবছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। বিশেষজ্ঞ কমিটি, জনমতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী। বাতিল জোড়া পরীক্ষার মূল্যায়ন কীভাবে, ২ দিল্লি বোর্ডের সঙ্গে সমতা রেখে ৭দিনে ঘোষণার নির্দেশ মুখ্যমন্ত্রীর। বাড়িতেই সিবিএসই-র দ্বাদশের প্র্যাক্টিক্যাল, অভ্যন্তরীণ মূল্যায়ন। বাড়ল নম্বর আপলোডের সময়। 


পরিবারতন্ত্র নিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের। ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের নিয়ে শুভেন্দুর হুমকির জবাব অভিষেকের। ত্রিপল চুরিতে জড়িয়ে কুৎসা ছড়াচ্ছে তৃণমূলই, পাল্টা বিজেপি। 


স্বজনপোষণের অভিযোগে মহুয়া-ধনকড় ট্যুইট যুদ্ধ তুঙ্গে। ওএসডি পদে ৬ আত্মীয়কে নিয়োগের দাবিতে তথ্যগতভাবে ভুল। কেউ আত্মীয় নন, জবাব রাজ্যপালের। কোনপথে রাজভবনে প্রবেশ? পাল্টা মহুয়া।


রাজভবনে মুখ্যসচিব। রাজ্যপালের সঙ্গে দেড় ঘণ্টা কথা। ভোটের পর আইনশৃঙ্খলা নিয়ে জানতে চেয়েছিলাম। দেওয়ার মতো তথ্য ছিল না, পরে সবকিছু জেনে আসুন, সাক্ষাতের পর ট্যুইট ধনকড়ের। 


তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরেই প্রবীণ নেতাদের কাছে অভিষেক। সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়ের পর গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আজ দেখা করবেন সৌগত রায়ের সঙ্গে। 


বিধাননগরে এটিএম থেকে ২১ লক্ষ টাকা লুঠের ঘটনায় ৩ জন গ্রেফতার। সিসিটিভি ফুটেজ, মোবাইল টাওয়ার ডাম্প করে কৈখালি থেকে পাকড়াও। উদ্ধার দেড় লক্ষ টাকা, ডলার, ভুয়ো আধার, প্যান কার্ড, পাসপোর্ট। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.