West Bengal News Live:  শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক অক্ষরও মানেননি, অভিযোগ সুনীল মণ্ডলের

Get the latest West Bengal News and Live Updates: ঘূর্ণিঝড় ইয়াসের কারণে এবছর দিঘা থেকে হাওড়ার পাইকারি মাছ বাজারে ইলিশ সেভাবে আসেনি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Jun 2021 07:04 PM
WB News Live Updates: শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক অক্ষরও মানেননি, অভিযোগ সুনীল মণ্ডলের

বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে সুনীল মণ্ডল আরও বলেছেন, ‘বাইরে থেকে যাঁরা এসেছিলেন তাঁদের ভাষাগত সমস্যা ছিল। বাইরে থেকে দু-চারদিন এসে ভেবেছিল বাংলার মন জয় করবে।’ তিনি আরও বলেছেন, ‘শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক অক্ষরও মানেননি।শুভেন্দুকে নিয়ে একটা কথাও বলতে চাই না।’ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল মণ্ডল।

West Bengal News Live: মুকুলের প্রত্যাবর্তনের পর এবার বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে সরব সুনীল মণ্ডল

মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর এবার বিস্ফোরক সুনীল মণ্ডল। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ বর্ধমান পূর্বের সাংসদের। তিনি বলেছেন, ‘যাঁরা তৃণমূল থেকে এসেছে, বিজেপি তাঁদের মানতে পারছে না। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না। ভেবেছিলাম বিজেপি সাংগঠনিক ভাবে বড় দল। কিন্তু সেরকম ভাবে পাচ্ছি না।’

WB News Live Updates: কুমারগ্রামে আদিবাসী মহিলাকে নিগ্রহের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের

কুমারগ্রামকাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের। আলিপুরদুয়ারের কুমারগ্রামে আদিবাসী মহিলাকে ‘মারধর’।মাথা নেড়া করে ঘোরানোর অভিযোগে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ।কাল দুপুর সাড়ে ১২টায় আলিপুরদুয়ারের এসপিকে হাজিরার নির্দেশ। ভার্চুয়ালি হাজিরার নির্দেশ জাতীয় মহিলা কমিশনের।মামলার অগ্রগতি নিয়ে এসপি-র জবাব তলব।ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News Live:নিজাম প্যালেসের ঘটনার প্রসঙ্গ তুলেও চিঠিতে মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যপালের

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ১৭ মে নিজাম প্যালেসের ঘটনার প্রসঙ্গ তুলেও নিশানা করেছেন রাজ্যপাল। তিনি লিখেছেন, ‘সংবিধানের শপথের কথা ভুলে সিবিআই দফতরে ৬ ঘণ্টা কাটানো, ‘সেখান থেকেই মন্ত্রিসভার বৈঠকের নেতৃত্ব, সেদিনের ঘটনার ধারাবাহিকতার উদাহরণ গণতন্ত্রে বিরল।

West Bengal News Live:দলত্যাগ বিরোধী আইন নিয়ে এত জ্ঞান থাকলে বাড়িতে গিয়ে বাবাকে দিন, শুভেন্দুকে কটাক্ষ কুণালের

তৃণমূলে যোগ দেওয়ার পরেই মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকরের হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। আজ সেই প্রসঙ্গেই মুখ খুললেন কুণাল ঘোষ। দলত্যাগ বিরোধী আইন নিয়ে এত জ্ঞান থাকলে, বাড়িতে গিয়ে বাবাকে দিন, কটাক্ষ কুণাল ঘোষের।

West Bengal News Live:রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিলেন রাজ্যপাল

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিনই রাজ্যপাল দিল্লি যাচ্ছেন। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর দেখা করার কথা। তাঁদের বৈঠকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর দেখা হতে পারে। দিল্লি যাওযার আগে চিঠিতে রাজ্যপাল লিখেছেন,  ‘রাজ্যে ভোট পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত।  চলছে লাগাতার নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস।অথচ গোটা ঘটনায় আপনি আশ্চর্যজনক ভাবে নীরব এবং নিষ্ক্রিয়। বারবার দৃষ্টি আকর্ষণের পরেও মন্ত্রিসভায় একদিনও আলোচনা করেননি। দুর্গতদের স্বার্থে কোনও পদক্ষেপ করা হয়নি।’

WB News Live Updates: ম্যাগনেট ম্যানের পর্দা ফাঁস

ম্যাগনেট ম্যানের পর্দা ফাঁস। গায়ে আটকে যাচ্ছে লোহার চামচ, হাতা, এমনকি মোবাইল। কাটোয়ার সমীর দাসের দাবি ছিল এমনটাই। ম্যাজিকের মতো ক্ষমতা উবে গেল পিঠে পাউডার লাগাতেই। পাউডার লাগানোর পর শরীরে আটকাল না কিছুই।
বর্ষার সময় আর্দ্রতা বেশি থাকায় শরীরে ঘাম। যে কারণে আটকে যাচ্ছিল জিনিসপত্র। আগেই দাবি করেছিল বিজ্ঞান মঞ্চ। 

West Bengal News Live:  বৃষ্টিতে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

বৃষ্টিতে ভেঙে পড়ল আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় একটি পুরনো বাড়ির বারান্দার একাংশ। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি। কেশবচন্দ্র স্ট্রিটে আজ সকালে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও যায় দমকল ও পুরসভার কর্মীরা।  

WB News Live Updates: কাল জামাইষষ্ঠী, রাজ্য সরকারের সব দফতরে পূর্ণদিবস ছুটি ঘোষণা নবান্নর

আগামীকাল জামাইষষ্ঠীর জন্য ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য সরকারের সব দফতরে পূর্ণদিবস ছুটি। 

West Bengal News Live:  রাজ্যে এল মায়ানমারের ইলিশ

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে এবছর দিঘা থেকে হাওড়ার পাইকারি মাছ বাজারে ইলিশ সেভাবে আসেনি। নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশ থেকেও ইলিশ আমদানি বন্ধ। চাহিদা মেটাতে বিকল্প হিসেবে মায়ানমার থেকে ইলিশ আনা হয়েছে হাওড়ার পাইকারি বাজারে। ইরাবতী নদীর ইলিশ জাহাজে আনা হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। একটু বড় সাইজের ইলিশ কেজিপ্রতি হাজার থেকে এগারোশ টাকা দরে বিক্রি হচ্ছে।  
খুচরো বাজারে কাঁচা ইলিশের জোগান এবছর সেরকম নেই। কোল্ড স্টোরেজে মজুত করা ইলিশ খুচরো বাজারে বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৮০০ টাকা কেজি দরে।  

WB News Live Updates: করোনা ভ্যাকসিনের নতুন অ্যাপের উদ্বোধন রাজ্য সরকারের

কেন্দ্রের কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রাজ্য সরকারের অ্যাপে করোনা ভ্যাকসিনের জন্য এবার থেকে আবেদন করা যাবে। তাতেই মিলবে ভ্যাকসিন। আজ নবান্নে ওই অ্যাপের উদ্বোধন হল।  

West Bengal News Live: এবার বিজেপি নেতা প্রবীর ঘোষালের নামে পোস্টার হুগলির কোন্নগরে

বিজেপি নেতা প্রবীর ঘোষালের নামে পোস্টার পড়ল হুগলির কোন্নগরের বিভিন্ন জায়গায়।  দলত্যাগীদের তৃণমূলে ফেরার জল্পনায় উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক  প্রবীরের নামও সামনে এসেছে। সেই প্রেক্ষিতেই কোন্নগরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে, গদ্দার প্রবীর ঘোষালকে তৃণমূলে ফিরিয়ে নেওয়া যাবে না।  তৃণমূলের কর্মীবৃন্দের নামে ওই পোস্টার দেওয়া হয়েছে।  এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি জানিয়েছেন, কাকে দলে নেওয়া হবে আর কাকে নেওয়া হবে না, সেই সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি প্রবীর ঘোষাল। 

WB News Live Updates: মাহেশের রথযাত্রা স্থগিত হয়ে গেল

পুরীর পর এবার মাহেশের রথযাত্রা স্থগিত হয়ে গেল। করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এ বছরও রথযাত্রা না করার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। ঠিক হয়েছে, অস্থায়ী ভাবে জগন্নাথ মন্দিরের পাশে তৈরি হবে মাসির বাড়ি। সেখানেই হবে নিয়মমাফিক পুজো।  এ বছর মাহেশের রথযাত্রা ৬২৫ বছরে পড়ল।  

West Bengal News Live:  রাস্তায় ধস নেমে বন্ধু সেতু

পুরুলিয়ায় বাঘমুন্ডি ব্লকে তুনতুড়ি গ্রাম পঞ্চায়েতের সুইসা এলাকায় রাস্তায় ধস নেমে বন্ধু সেতু। বাড়েগাড়া নদীর সেতুতে ওঠার রাস্তা প্রবল বৃষ্টিতে ধসে যায়। তার জেরেই এই বিপত্তি।  এর ফলে আশপাশের ৮টি গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।  পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানি টুডু জানান, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। 

WB News Live Updates: শুরু হল পোস্তা উড়ালপুল ভাঙার কাজ

পোস্তা উড়ালপুল ভাঙার কাজ শুরু হয়েছে।  সেই কারণে পোস্তা দিয়ে যান চলাচল বন্ধ।  কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে গাড়ি। মহর্ষি দেবেন্দ্র রোড, এ কে টেগোর স্ট্রিট ও গণেশ টকিজ হয়ে গাড়ি চলাচল করছে। এছাড়াও মহাত্মা গান্ধী রোডকে বড় গাড়ির জন্য দ্বিমুখী করে দেওয়া হয়েছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে খবর।  

West Bengal News Live: আগামী ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩ দিন এই অবস্থা চলবে।  কলকাতা সহ ১১ জেলায় বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি নিম্নচাপ দক্ষিণ ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এটি ক্রমশ সরছে বিহারের দিকে।  ফলে বিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

WB News Live Updates: কীভাবে ভারতে প্রবেশ হানের, জানতে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের

মালদায় ভারত বাংলাদেশ সীমানতে ধৃত চিনা নাগরিক হান জুনওয়ের ল্যাপটপ ও আই ফোনের পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য মান্দারিন ভাষা জানা ব্যক্তির খোঁজ করছে পুলিশ। কারণ, ল্যাপটপ ও আইফোনের পাসওয়ার্ড মান্দারিন ভাষায় লক করা। হান কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন, তা জানতে ঘটনার পুনর্নির্মাণ করা হয়।  পুলিশ সূত্রে খবর, ধৃত চিনা নাগরিকের শরীরে কোনও ইলেকট্রনিক ডিভাইস রয়েছে কি না, তা জানতে তাঁর সিটি স্ক্যান করা হতে পারে।  

West Bengal News Live: রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় বহাল নিষেধ

রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় বহাল নিষেধ। বেলা ১২ থেকে রাত ৮টা পর্যন্ত রেস্তোরাঁ, বার, হোটেলকে ছাড়। ১ জুলাই পর্যন্ত বন্ধই থাকছে স্পা, জিম। ৫০জনকে নিয়ে করা যাবে শ্যুটিং।
বুধবার থেকে ২৫ শতাংশ নিয়ে খুলবে সমস্ত সরকারি অফিস। ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলতে পারবে বেসরকারি সংস্থা। কর্মীদের আনতে ব্যবস্থা করতে হবে নিজেদেরই। লাগবে ই-পাস। 

প্রেক্ষাপট

৩০ জুন পর্যন্ত রাজ্যে বহাল কার্যত লকডাউন। স্পেশাল ট্রেন ছাড়া বন্ধই থাকছে লোকাল, বাস। সকাল ৭টা থেকে ৪ ঘণ্টা খোলা বাজার। ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা শপিং মল, খুচরো বাজার।


রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় বহাল নিষেধ। বেলা ১২ থেকে রাত ৮টা পর্যন্ত রেস্তোরাঁ, বার, হোটেলকে ছাড়। ১ জুলাই পর্যন্ত বন্ধই থাকছে স্পা, জিম। ৫০জনকে নিয়ে করা যাবে শ্যুটিং।


বুধবার থেকে ২৫ শতাংশ নিয়ে খুলবে সমস্ত সরকারি অফিস। ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলতে পারবে বেসরকারি সংস্থা। কর্মীদের আনতে ব্যবস্থা করতে হবে নিজেদেরই। লাগবে ই-পাস। 


তৃণমূলে ফিরেই বিস্ফোরক শুভ্রাংশু। বললেন, এজেন্সি দিয়ে মুকুল রায়কে ভয় দেখানো হচ্ছিল। মানসিক চাপ থাকলে শরীর-স্বাস্থ্য কোন জায়গায় যেতে পারে, নিজের চোখে দেখেছি। 


৪৮ ঘণ্টার মধ্যে মুকুলকে বিধায়ক পদে ইস্তফার সময়সীমা দিলেন শুভেন্দু। প্রয়োজনে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে হবে, বললেন রাজ্যপালও। বলার এক্তিয়ারই নেই, পাল্টা দাবি তৃণমূলের। 


তৃণমূলে যোগের পরেই সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেতে পারেন মুকুল। বিজেপিতে যাওয়া শিশির-সুনীলের সাংসদ পদ খারিজ চেয়ে স্পিকারকে ফোন সুদীপের। গঠিত হল কমিটি। ডাকা হবে তৃণমূলত্যাগী ২ সাংসদকে।


এবার কী তৃণমূলে ফিরছেন শোভন-বৈশাখী? হঠাৎ হাজির পার্থর বাড়িতে।


ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের কাছে শুভেন্দু। হস্তক্ষেপ দাবি। বিজেপির মুখপাত্র রাজ্যপাল, কটাক্ষ তৃণমূলের। 


রাজনীতিতে ফিরল অর্ধশতক আগের সাঁইবাড়ি হত্যাকাণ্ড। কংগ্রেসকে দায়ী করে ফেসবুকে বিস্ফোরক বিকাশ। অনেক তিক্ততা আছে, হঠাৎ কেন আক্রমণ? দলের অবস্থান নাকি ব্যক্তিগত মত? জানতে চেয়ে সূর্যকে চিঠি কংগ্রেসের। 


আলিপুরদুয়ারে মধ্যযুগীয় বর্বরতা! পরকীয়া সম্পর্কের অভিযোগে আদিবাসী মহিলাকে মারধর, ন্যাড়া করে বিবস্ত্র করে এলাকা ঘোরানোর ভিডিও ভাইরাল। ১১জনের বিরুদ্ধে এফআইআর, গ্রেফতার ৬। 


স্বামী, সন্তানের সামনেই টেনে নিয়ে গিয়ে অত্যাচার। চরিত্র সংশোধন করতে বলল তৃণমূল পঞ্চায়েত! রং না দেখে পদক্ষেপ নিন মুখ্যমন্ত্রী, ট্যুইট অগ্নিমিত্রার। রাজনীতির যোগ নেই, ব্যবস্থা নেবে পুলিশ, পাল্টা তৃণমূল।


১৫ মিনিটেই শেষ অপারেশন। নিউটাউন-শ্যুটআউটে এবিপি আনন্দের হাতে এক্সক্লুসিভ ফুটেজ। পঞ্জাবে গিয়ে ভরতকে জেরা বিধাননগর পুলিশের গোয়েন্দাদের। ফের ময়নাতদন্তের দাবিতে আদালতে ভুল্লারের পরিবার। 


১২ বছর ধরে ভারতে যাতায়াত, চিনা অ্যাপের মাধ্যমে ছিল চিনা সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ। মালদা সীমান্তে ধৃত চিনা নাগরিককে ঘিরে বাড়ছে রহস্য। মান্দারিনে ল্যাপটপ, ফোনের পাসওয়ার্ড থাকায় ক্র্যাক করতে সমস্যা। 


পরীক্ষা বাতিলের পর কীভাবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়ন? দু’একদিনের মধ্যেই জানিয়ে দেবে বোর্ড, বললেন মুখ্যমন্ত্রী। 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.