West Bengal News Live:অসুস্থ মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে, ভর্তি হাসপাতালে
Get the latest West Bengal News and Live Updates: পার্টি চলার সময় আচমকা তল্লাশি আবগারি দফতরের। তদন্ত শুরু করা হয়েছে, চাওয়া হয়েছে সি সি ক্যামেরার ফুটেজ।
অসুস্থ মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। প্রায় অচৈতন্য অবস্থায় হাসপাতালে আনা হয় বিধায়ককে। কাশি, ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি।ভেন্টিলেশনে রাখা হয়েছে মানিকতলার বিধায়ককে
বীরভূমে ধাক্কা সিপিএম, বিজেপিতে ধাক্কা। তৃণমূলে যোগ দিলেন সিপিএমের জেলা সম্পাদকের ছেলে। মনসা হাঁসদার ছেলে বুদ্ধদেব হাঁসদা যোগ দিলেন তৃণমূলে।ছেলের ব্যক্তিগত সিদ্ধান্ত, প্রতিক্রিয়া সিপিএমের জেলা সম্পাদকের।বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৩ হাজার কর্মী-সমর্থক
হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডের অদূরে হাড়গোড় উদ্ধারে চাঞ্চল্য। হেলিপ্যাডের ৫০০ মিটারের মধ্যে উদ্ধার মাথার খুলি, হাড়গোড়।ঝোপের মধ্যে হাড়গোড় পড়ে থাকতে দেখেন পুরকর্মীরা।পুলিশ এসে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে।
মৃতদেহটি বেশ কিছুদিন ধরে ওই জায়গায় পড়েছিল, অনুমান পুলিশের।ঘটনার তদন্তে চ্যাটার্জিহাট থানার পুলিশ
রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের চিত্র প্রায় অপরিবর্তিত
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮৮২ জন
৯ এপ্রিলের পর রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে ১০ ---
সক্রিয় রোগী কমল আ
স্বাস্থ্য দফতরের উদ্যোগে দেবাঞ্জনের ক্যাম্পে ভুয়ো ভ্যাকসিন নেওয়া গ্রাহকদের টিকাকরণ শুরু। সোনারপুর গ্রামীণ হাসপাতালে টিকা দেওয়ার কাজ শুরু। মোট ৭৩৫ জনকে টিকা দেওয়া হবে, জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। এম আর বাঙুর হাসপাতালেও ২৫ জুলাই পর্যন্ত চলবে টিকাকরণ। ভ্যাকসিন নেওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইলে মেসেজ, দেওয়া হচ্ছে সার্টিফিকেট।
পার্ক হোটেলের পর এবার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালের বিরুদ্ধে বিধি ভাঙার অভিযোগ উঠল। আবগারি দফতর সূত্রে দাবি, গত ১০ জুলাই পার্ক হোটেলে পার্টি চলার দিনই হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালেও একটি জন্মদিনের পার্টি হয়। অভিযোগ, আবগারি দফতরের অফিসাররা যাওয়ার আগে হোটেলের লবির আলো নিভিয়ে অনেকে পালিয়ে যান। কারা সেদিন সেখানে ছিলেন? মদ সরবরাহ করা হয়েছিল কি না, এ সব জানার জন্যই আবগারি দফতর থেকে ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে হোটেল ম্যানেজারের কাছে। তলব করা হয়েছে হোটেলের ম্যানেজারকেও।
দীনেশ ত্রিবেদীর ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে ৯ অগাস্ট ভোটগ্রহণ। মনোনয়ন জমার শেষ দিন ২৯ জুলাই। মানসের ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে কেন ভোট নয় ? ক্ষুব্ধ তৃণমূল।
নির্বাচন কমিশনকে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনের নথি ও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা করেন তৃণমূল প্রার্থী আলোরানি সরকার। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই কেন্দ্রে প্রভাব খাটানোর অভিযোগ তৃণমূল প্রার্থীর। এই অভিযোগে নির্বাচন কি বাতিল করে দেওয়া যায়? প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী।৩০ জুলাই এই মামলায় পরবর্তী শুনানি। ওই দিন ২ প্রার্থীকেই সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে।
মোর্চার নতুন সভাপতি মনোনীত হলেন অনীত থাপা।কার্শিয়ঙে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত।গতকালই সভাপতি পদ থেকে পদত্যাগ করেন বিনয় তামাঙ্গ।অনীত ছিলেন বিনয়-পন্থী মোর্চার সাধারণ সম্পাদক
নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের। দুর্নীতিগ্রস্ত ভাইস চ্যান্সেলর। বিশ্ববিদ্যালয়ের জন্য কোনও কাজই করেননি। অভিযোগ পড়ুয়াদের। অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি ভাইস চ্যান্সেলরের।
বিজেপি ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে স্বাগত জানাল। সাংবাদিক বৈঠকে বিজেপি বলেছে, ‘এই রিপোর্ট প্রমাণ করেছে রাজ্যে আইনের শাসন নেই। ‘বাম আমলেও প্রশাসন ও দলের মধ্যে সুক্ষ্ম রেখা অবশিষ্ট ছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর সেই রেখা মুছে গেছে। এই রিপোর্টকে স্বাগত জানালেও এই রিপোর্ট সম্পূর্ণ নয়।‘ধারাবাহিক ভাবে বিজেপির উপর আক্রমণ চলছে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট সারা দেশের কাছে লজ্জা। এই রিপোর্টে যা এসেছে তা হিমশৈলের চূড়ামাত্র।’
আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে আনলক মেট্রো পরিষেবা। মেট্রোরেলের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত কর্তৃপক্ষের।১৯২টির বদলে এবার থেকে চলবে ২০৮টি মেট্রো।২০৮টি মেট্রো চলবে দমদম পর্যন্ত।
দক্ষিণেশ্বর অবধি যাবে ১৩৮টি মেট্রো। সকাল ৮টায় প্রথম মেট্রো, রাত ৮টায় ছাড়বে শেষ মেট্রো
পুলিশ না হয়েও কলকাতা পুলিশের উর্দি পরে সোশাল মিডিয়ায় পোস্ট! অভিযোগ, সেই সব পোস্টে নিজেকে ট্রাফিক সার্জেন্ট বা এসআই বলে জাহির করতেন তরুণী। যাদবপুরের বাসিন্দা সেই তরুণী ও তাঁর পরিবারকে লালবাজারে ডেকে সতর্ক করে দিল পুলিশ।
হাওড়ার দাশনগর থেকে গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক। এলাকায় ছাতা সারাইয়ে কাজ করত ওই ব্যক্তি।ধৃত বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা।ধৃতের কাছ থেকে মেলেনি কোনও নথি।
বেআইনি ভাবে অনুপ্রবেশের কারণে গ্রেফতার।হরিদেবপুরে জঙ্গি সন্দেহে ধৃতরাও ছাতা সারাইয়ের কাজ করত
বিজেপির ছেড়ে যাওয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বদল।নতুন ৮ চেয়ারম্যানের নাম ঘোষণা। ২৬ জুলাই থেকে বসবে স্ট্যান্ডিং কমিটির বৈঠক। জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে। আদালতের নির্দেশ মেনে নিয়োগ সম্পন্ন হবে। ১৫ হাজার ৪০৬ জন প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। ইন্টারভিউ শুরু হবে ১৯ জুলাই।তথ্য জানা যাবে www.westbengalssc.com –ওয়েবসাইটে।ইন্টারভিউ প্রক্রিয়া চলবে ৪ অগাস্ট পর্যন্ত।মোট শূন্যপদ ১৪ হাজার ৩৩৯।’
অদূর ভবিষ্যতে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য করোনা টিকা। জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হতে পারে জাইকভ ডি-কে।দিল্লি হাইকোর্টে হলফনামা জমা দিয়ে জানাল কেন্দ্র।দেশজুড়ে জাইকভ ডি-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল ।১২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর ট্রায়াল চলছে।৩টি ডোজের ভ্যাকসিন জাইকভ ডি
বিধানসভার অধ্যক্ষের ঘরে মুকুল রায়কে নিয়ে শুনানি। বিজেপির বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে শুনানি। এ নিয়ে ৬৪ পাতার নথি জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। স্পিকারের ঘরে শুনানিতে অংশ নিলেন শুভেন্দু অধিকারী। স্পিকারের ঘরে হল মাত্র সাড়ে তিন মিনিটের শুনানি।প্রথম দিনের শুনানি শেষ, ৩০ জুলাই পরবর্তী শুনানি ।আদালতে যাওয়ার চিন্তাভাবনা বিজেপির , জানালেন শুভেন্দু।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধে পূর্ব রেলের। অ্যাডমিট কার্ড দেখালেই স্পেশাল লোকাল ট্রেনে ওঠা যাবে। অ্যাডমিট কার্ড দেখালেই মিলবে ট্রেনের টিকিট
ট্রেনে উঠতে পারবেন পরীক্ষার্থীদের অভিভাবকরাও। ঘোষণা পূর্ব রেলের তরফে।
আগামী মঙ্গলবার মাধ্যমিকের রেজাল্ট। সকাল ৯টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। সকাল ১০টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে। wb10.abplive.com মারফত জানা যাবে ফল। রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই ফল জানবে পরীক্ষার্থীরা। ফল প্রকাশের দিনই মার্কশিট হাতে পাবে পরীক্ষার্থীরা। পরীক্ষা না হওয়ায়, প্রকাশিত হবে না মেধা তালিকা। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।
জনবহুল এলাকায় পানীয় জল সরবরাহের জরাজীর্ণ জলের ট্যাঙ্ক শুধুমাত্র সতর্কীকরণ ফ্লেক্স লাগিয়ে দায় সারল কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুর দাঁতন ওয়াটার সাপ্লাইয়ের যে জলের ট্যাঙ্কটি রয়েছে বা জলাধারটি রয়েছে তার অধিকাংশ পিলারই জরাজীর্ণ।
দত্তপুকুরের কাশিমপুর সারদাপল্লিতে তৃণমূল সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ গতকাল রাতে বাড়িতে ভাঙচুর করা হয় এবং কর্মীদেরকে মারধরও করা হয়। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ।
কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা। মাইগ্রেশন সার্টিফিকেট-সহ বেশ কিছু সমস্যা নিয়ে আসেন পড়ুয়ারা। পড়ুয়ারা এসে জানতে পারেন, আজ কোনও কাজ হবে না
পড়ুয়াদের বিক্ষোভ থামাতে পুলিশ। পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, অভিযোগ পড়ুয়াদের।
স্বাস্থ্যকেন্দ্রে তালা, ভ্যাকসিন নিতে এসে হয়রানির অভিযোগ। পুরুলিয়ার পুর স্বাস্থ্যকেন্দ্রে টিকার লাইনে বিশৃঙ্খলা। অতিরিক্ত ভিড় ঠেকাতেই তালা, সাফাই স্বাস্থ্যকেন্দ্রের।
বৈষ্ণবনগর বিধানসভার ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা। হাইকোর্টে মামলা বিজেপি প্রার্থী স্বাধীন সরকারের। মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট।
দীনেশ ত্রিবেদীর ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন। উপ নির্বাচনের জন্য নোটিস জারি করল নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২৯ জুলাই। ৯ অগাস্ট হবে ওই আসনের ভোটগ্রহণ।
বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনের নথি, রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ। নথি ও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ। এই অভিযোগে হাইকোর্টে মামলা করেন তৃণমূল প্রার্থী আলোরানি সরকার।
দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়কপদ খারিজের দাবি তুলেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে ৬৪ পাতার নথিও জমা দিয়েছেন। এই নিয়ে আজ বিধানসভার অধ্যক্ষের ঘরে প্রথম শুনানি। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীকে দুপুর ২টোয় ডেকে পাঠিয়েছেন অধ্যক্ষ।
উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরে মনুয়াকাণ্ডের ছায়া। ৬০ বছরের স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। বিষ খাইয়ে ও মাথায় আঘাত করে খুনের অভিযোগ। গতকাল ওই ব্যক্তির স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করে পুলিশ।
দেশে ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪২ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৯৪৯।
রাজাবাজারে নির্মীয়মান বহুতলে ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত ব্যক্তি স্থানীয় কেউ নন, দাবি এলাকার বাসিন্দাদের। হতবাক স্থানীয়রা, এলাকায় যানজট।
পার্ক হোটেলের পর এবার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল। বিধি ভেঙে এইচএইচআই-তে জন্মদিনের পার্টি চলার অভিযোগ। পার্টি চলার সময় আচমকা তল্লাশি আবগারি দফতরের। তদন্ত শুরু করা হয়েছে, চাওয়া হয়েছে সি সি ক্যামেরার ফুটেজ। ডাকা হয়েছে হোটেল হিন্দুস্থানের ম্যানেজারকেও।
শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যু তদন্ত। শুভব্রতর ১১ জন সহকর্মীকে জিজ্ঞাসাবাদ সিআইডির। তমলুকে জেলা পুলিশ লাইনে টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।
স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন। ৬ মাস ধরে ফাঁকা পড়ে উপাচার্যর পদ। সার্চ কমিটির মাথায় বিজেপির চিকিত্সক-নেতা সুশান্ত বন্দ্যোপাধ্যায়। আচার্য জগদীপ ধনকড়ের প্রতিনিধি সুশান্ত বন্দ্যোপাধ্যায়। সার্চ কমিটিতে বাকি সদস্যরা হলেন ব্রাত্য বসু, নির্মল মাজি। কমিটিতে আছেন স্বাস্থ্য দফতরের ২ সচিবও।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাসকে খুনের ঘটনার তদন্ত শুরু করল সিআইডি। আজই সিআইডির একটি দল মঙ্গলকোটে যাবে। এর আগেও সিআইডি অফিসাররা গিয়ে ওই এলাকায় অনুসন্ধান করে এসেছেন। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপর্টে উল্লেখ করা হয়েছে, হৃদযন্ত্র ফুটো করে গুলি ঢুকে যায়। দেশি পিস্তল থেকে গুলি চালানো হয় বলে সূত্রের খবর। গত ১২ জুলাই দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূলের অঞ্চল সভাপতি।
মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ভালকুন্দিতে পথ দুর্ঘটনায় মৃত ৪। চা দোকানে বসে চা খাওয়ার সময় দোকানে ডাম্পারের ধাক্কা। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।
এবার ‘প্রতারণা’ তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। ইডি অফিসার পরিচয় দিয়ে শান্তনু সেনকে ‘প্রতারণা’। লালবাজারে অভিযোগ দায়ের, গ্রেফতার ১।
দক্ষিণ ২৪ পরগনার বকখালির কাছে ট্রলার ডুবির ঘটনায় আরও এক মত্স্যজীবীর দেহ উদ্ধার হল। এই নিয়ে নিখোঁজ ১০ মত্স্যজীবীরই দেহ উদ্ধার করল প্রশাসন। গত বুধবার বকখালির থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে রক্তেশ্বরী চড়ার কাছে ডুবে যায় ট্রলারটি। ২ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন ১০ মত্স্যজীবী। পরে ট্রলারটিকে নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জে। এরপর ট্রলারের ভিতর থেকেই উদ্ধার হয় ৯ জনের দেহ। গতকাল রাতে বকখালির থেকে কিছুটা দূরে বঙ্গোপসাগরে আরও এক মত্স্যজীবীর দেহ উদ্ধার করা হয়।
এবার পার্ক হোটেলের ম্যানেজারকে তলব আবগারি বিভাগের। পার্ক হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সি সি ফুটেজ চাইল তারা। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মদ সরবরাহ করা হয়?সি সি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখতে চাইছে আবগারি বিভাগ।
বন্ধ থাকছে লোকাল ট্রেন। আজ থেকে দোকান-বাজার-শপিং মল, রেস্তোরাঁয় থাকছে না সময়বিধি। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে শপিং মল, রেস্তোরাঁ। আপাতত বন্ধ থাকছে সিনেমা হল, স্পা।
আজ থেকে সপ্তাহে পাঁচদিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। কার্যত লকডাউনে আজ থেকে যে সব ছাড় দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে মেট্রো পরিষেবাও। মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালানো হবে মেট্রো। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে ১৯২টি মেট্রো চালানো হবে। ইস্ট-ওয়েস্টে চলবে ৪৮টি মেট্রো।
স্বস্তি দিয়ে আজ অপরিবর্তিত রইল পেট্রোল-ডিজেলের দাম।
মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে তৃণমূল নেতাই গ্রেফতার! পাকড়াও আরও ১ তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। আজ ঘটনার পুননির্মাণ করা হয়। নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। যে দলেরই হোক, শাস্তি হবে, দাবি অনুব্রত মণ্ডলের।
প্রেক্ষাপট
কমিশনের কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ক। ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত করা হল জ্যোতিপ্রিয়, উদয়ন থেকে শওকত, সুফিয়ান, জীবন সাহা। নেপথ্যে চক্রান্ত, দাবি নেতাদের।
ভোট পরবর্তী ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআই চায় জাতীয় মানবাধিকার কমিশনের। হাইকোর্টে ৫০ পাতার রিপোর্টে রাজ্যকে তীব্র আক্রমণ। দ্রুত বিচারের জন্য ভিন রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির প্রস্তাব।
বাংলায় আইনের শাসনের বদলে চলছে শাসকের আইন। পরিস্থিতির বদল না হলে বাজবে গণতন্ত্রের মৃত্যুঘণ্টা। ছড়িয়ে পড়বে অন্য রাজ্যেও। হাইকোর্টে রিপোর্ট উদ্বিগ্ন কমিশনের। কোর্টের পর্যবেক্ষণে সিটের প্রস্তাব।
২ মাসে রবীন্দ্রনাথের মাটিতে খুন, ধর্ষণ, ভিটেছাড়া হয়েছে মানুষ। অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। ‘চিত্ত যেথা ভয় শূন্য’ উদ্ধৃত করে রিপোর্টের ছত্রে ছত্রে রাজ্যকে আক্রমণ কমিশনের। সাক্ষীদের সুরক্ষায় উদ্বেগ।
হারের পরেও বাংলাকে বদনাম করতে বিভিন্ন সংস্থাকে দিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র। কমিশনের রিপোর্ট নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী।
ভোটের পর হিংসা, রাজ্যের বিরুদ্ধে কমিশন রিপোর্ট হাতিয়ার বিজেপির।
তৃণমূলের জোড়া চিঠির পরে শিশির অধিকারী-সুনীলকে লোকসভার সচিবালয়ের নোটিস। দলত্যাগ বিরোধী আইনে কেন পদক্ষেপ নয়? ১৫দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ।
৭ কেন্দ্রের দ্রুত নির্বাচন চেয়ে দিল্লিতে কমিশনের দ্বারস্থ তৃণমূলের ৬ সাংসদ। ইতিবাচক আলোচনা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে , জানালেন সুদীপ। আগে পুরভোট নয় কেন? পাল্টা বিজেপি।
বিরোধিতা করলেই রাষ্ট্রদ্রোহ আইন প্রয়োগ। তৈরি করা হচ্ছে ভয়ের পরিবেশ। ১২৪এ ধারার অপব্যবহার নিয়ে উদ্বেগ সুপ্রিম কোর্টের। স্বাধীনতার ৭৫ বছর পরেও কেন বাতিল নয়? কেন্দ্রের জবাব চেয়ে নোটিস।
মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে তৃণমূল নেতাই গ্রেফতার! পাকড়াও আরও ১। লাগাতার জেরায় বয়ানে একাধিক অসঙ্গতি। ঘটনাস্থলে গেল ফরেন্সিক। যে দলেরই হোক, শাস্তি হবে, দাবি অনুব্রতর।
২ বছর পরে ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন মমতা। ৪ দিনের কর্মসূচিতে দেখা করতে পারেন একাধিক নেতার সঙ্গে। যেতে পারেন সিংঘুতেও। সময় পেলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, জানালেন মুখ্যমন্ত্রী।
বিমল গুরুঙ্গের নেতৃত্বের কাছেই আত্মসমর্পণ করছেন বিনয় তামাঙ্গ? ভোটে ভরাডুবির দায় নিয়ে ছাড়লেন মোর্চা। দলের সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগ।
অক্সিজেন বিপর্যয়, গঙ্গায় দেহ ফেলা নিয়ে বিতর্কের মধ্যেই যোগী সরকারকে ক্লিনচিট প্রধানমন্ত্রীর। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে অতুলনীয় বলে মন্তব্য। আইনের কোনও শাসনই তো নেই, কটাক্ষ মমতা।
রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় একই, ১২ জনের মৃত্যু। ভ্যাকসিন নিয়ে ফের বঞ্চনার অভিযোগ মমতার। প্রধানমন্ত্রীকে আবার চিঠি।
রাজ্যে আরও ৩টি বেসরকারি মেডিক্যাল কলেজের পরিকল্পনা। বোলপুর, রানাঘাট, বিষ্ণুপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে সবুজ সঙ্কেত স্বাস্থ্য দফতরের। চূড়ান্ত অনুমোদন দেবে এনএমসি।
সেনায় চাকরির নামে লক্ষ লক্ষ টাকা হাতানো প্রতারণা, ভুয়ো মেডিক্যাল টেস্ট! সাঁকরাইলে গ্রেফতার অভিযুক্ত। চক্রে আর কেউ? তদন্তে পুলিশ।
এবিপি আনন্দের খবরের জের। মহেশতলায় চুরি হয়ে যাওয়া খালের জন্যও থাকা পাম্প সরাল পুরসভা। খাল সংস্কারের ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -