West Bengal News Live: ‘বাংলা থেকে সেলের হেড কোয়ার্টার সরাবেন না, ইস্পাতমন্ত্রীকে চিঠি অমিতের
Get the latest West Bengal News and Live Updates: দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত।
অবৈধভাবে ভারতে প্রবেশের পর মালদায় গ্রেফতার হওয়া চিনের নাগরিককে হেফাজতে নিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই চিনা নাগরিক, তা জানতে সম্প্রতি ঘটনার পুনর্নির্মাণ করা হয়।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবার বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এক রাতের বৃষ্টিতে ভাসল কাঁকসার অস্থায়ী সেতু, কার্যত বিচ্ছিন্ন জামবনি।
শুরু হয়েও বন্ধ হয়ে গেল বাংলা ধারাবাহিকের শ্যুটিং। প্রযোজক, আর্টিস্টস ফোরাম, ভেন্ডর ও চ্যানেল কর্তৃপক্ষের অভিযোগ, ফেডারেশনের চাপেই শ্যুটিং বন্ধ করা হয়েছে। যদিও সমস্যা কাটিয়ে কাল ফের শ্যুটিং শুরু করা যাবে বলে আশায় প্রযোজক ও কলাকুশলীরা। তবে এনিয়ে মন্তব্যে নারাজ ফেডারেশন।
আইনশৃঙ্খলা নিয়ে আক্রমণের পরেই দিল্লিতে তৎপর রাজ্যপাল। পরপর দুই কেন্দ্রীয় মন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক। সংবিধান বহির্ভূত কাজ, কটাক্ষ তৃণমূলের। সবেতেই বিরোধিতা, পাল্টা বিজেপি।
শোভন চট্টোপাধ্যায়কে উচ্ছেদ নোটিস পাঠালেন শ্যালক শুভাশিস দাস। সূত্রের খবর, নোটিসে বলা হয়েছে, ৭ দিনের মধ্যে গোলপার্কের ফ্ল্যাট খালি করে দিতে হবে। আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই নোটিসে শোভন-শ্যালক দাবি করেছেন, টেনেন্সি অ্যাক্টে অনুযায়ী কোনও চুক্তি না থাকায় ওই ফ্ল্যাট বেআইনিভাবে দখল করে রেখেছেন শোভন চট্টোপাধ্যায়। ৭ দিনের মধ্যে ফ্ল্যাট খালি না করলে মামলা রুজুর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই নোটিসে। প্রামাণ্য নথি রয়েছ। যথা সময়ে আদালতে জমা দেব, জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।
ধৃত চিনা নাগরিক হান জুনওয়েকে ১০ দিনের রিমান্ডে পেল এসটিএফ। ১০ দিনের রিমান্ডে পাঠাল মালদা জেলা আদালত। মালদা জেলা পুলিশের কাছ থেকে তদন্তভার নিয়েছে এসটিএফ। সেই কারণেই হান জুনওয়েকে হেফাজতে চেয়ে আবেদন করে এসটিএফ। সেই আবেদন গৃহীত হয়েছে।
শুরুর পরেই ছন্দপতন, ফের বন্ধ শ্যুটিং। ২০টি সিরিয়ালের জবাব না মেলায় শ্যুটিং বন্ধ। সঠিক জবাব না মেলায় শ্যুটিংয়ে আসেননি কলাকুশলীরা। শ্যুটিং শুরুর পরেই ফের বন্ধ করল ফেডারেশন।
ফেসবুক প্রোফাইলে নিজের নামের সঙ্গে বন্ধু শোভন চট্টোপাধ্যায়কে জুড়ে নিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকেই কটাক্ষ করে এবার ট্যুইট করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ট্যুইটে তিনি লিখেছেন, ‘গ্ল্যাক্সোবেবি কি নিজের পদবি ছেড়ে বন্দ্যোপাধ্যায় পদবি নিল নাকি? জামাইষষ্ঠীর দিন ডামি-জামাইয়ের এমন পদবি ত্যাগ ও ফুলটুসিকে সম্পত্তিদান সার্কাসের এক অপূর্ব ইভেন্ট।’
এবার ফেসবুক প্রোফাইলে বন্ধু শোভন চট্টোপাধ্যায়কে জুড়ে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবীর নতুন ফেসবুক প্রোফাইলে লেখা হল, বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়। পোশাকের রং মিলান্তি থেকে শুরু করে সর্বত্র একসঙ্গে যাওয়া-আসা। বঙ্গ রাজনীতিতে হাই প্রোফাইল জুটির বন্ধুত্ব এবার সোশাল মিডিয়ায় অন্য মাত্রা পেল। বৈশাখী লিখেছেন আমি থেকে আমরার যাত্রা শুধুমাত্র ভার্চুয়াল বিশ্বে।
‘বাংলা থেকে সেলের হেড কোয়ার্টার সরাবেন না। হেড কোয়ার্টার সরালে বহু মানুষ কাজ হারাবেন।‘ক্ষতি হবে রাজ্যের স্টিল প্ল্যান্টগুলির।’ ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি রাজ্যে অর্থমন্ত্রী অমিত মিত্রের।
প্রয়াত নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত ।কিডনির সমস্যায় দীর্ঘদিন ডায়ালিসিস চলছিল স্বাতীলেখা সেনগুপ্তর। আজ হাসপাতালেই প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত
প্রয়াত নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত ।কিডনির সমস্যায় দীর্ঘদিন ডায়ালিসিস চলছিল স্বাতীলেখা সেনগুপ্তর। আজ হাসপাতালেই প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত
অটোর রড ভেঙে এফোঁড়-ওফোঁড় বুক। ৫ ঘণ্টার অস্ত্রোপচারে তরুণীকে বাঁচালেন এসএসকেএমের চিকিৎসকরা। শিরদাঁড়া ও লিভার ফুটো করে দেয় অটোর রড। ১৪ জনের মেডিক্যাল বোর্ড তৈরি করে হয় অস্ত্রোপচারে বের করা হল রড। আপাতত স্থিতিশীল ধামাখালির বাসিন্দা তরুণী। রবিবার অটো দুর্ঘটনায় গুরুতর আহত হন ২১ বছরের তুহিনা পরভীন।
পুলিশ খুন করে পুলিশ পরিচয় দিয়েই সল্টলেকের একটি গেস্ট হাউসে লুকিয়েছিল পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার। নিউটাউন শ্যুটআউটকাণ্ডে নতুন তথ্য।ধৃত ভরত কুমারকে জেরা করে এ রাজ্যে দুই গ্যাংস্টারের রুটম্যাপ তৈরি করছে পুলিশ। সূত্রের খবর, জেরায় ভরত কুমার জানায়, নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে ফ্ল্যাট ভাড়া নেওয়ার আগে সল্টলেকের সেক্টর টু-তে ইস্ট-ওয়েস্ট মেট্রো সংলগ্ন একটি গেস্ট হাউসে ওঠে ভুল্লার ও তার সঙ্গী জসপ্রীত। সেখানে নিজেদের পুলিশ পরিচয় দেয়। গেস্ট হাউসের ঘরটিকে সিল করে দিয়েছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। পঞ্জাবে গিয়ে সুমিত কুমারকে জেরা করছে বিধাননগর কমিশনারেটের একটি দল। গ্বালিয়র থেকে এ রাজ্যে এসে দুই গ্যাংস্টার কোথায় গেছিল? কাদের সঙ্গে দেখা করেছিল?এইসব তথ্য জানতেই চলছে জেরা। এই তথ্যের ভিত্তিতেই এগোবে তদন্ত। খবর পুলিশ সূত্রে।
ফুসফুস প্রতিস্থাপনের জন্য চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে মুকুল রায়ের স্ত্রীকে। অ্যাপোলো হাসপাতাল থেকে কৃষ্ণা রায়কে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হবে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হবে চেন্নাই। ভর্তি করা হবে এমজিএম হাসপাতালে। সেখানেই ফুসফুস প্রতিস্থাপন করা হবে।
ইয়াসের ঝাপটা সামলে এবার ফের ইলিশের সন্ধানে সমুদ্র পাড়ি দেবেন দক্ষিণ ২৪ পরগনার মত্স্যজীবীরা। আজ থেকেই সাগরের জলে ভাসবে কয়েকহাজার ট্রলার। ৬১ দিন পরে উঠে গিয়েছে সরকারি নিষেধাজ্ঞা। তাই সকাল থেকেই ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, বকখালি, রায়দিঘি, সাগর, পাথরপ্রতিমার বিভিন্ন বন্দরে ব্যস্ততা তুঙ্গে। গত ২ বছরের রুপোলি শস্যের জোগানের অভাব এবার মিটবে বলে মত্স্যজীবীদের আশা। মত্স্য দফতর জানিয়েছে, এই মরশুমে ওড়িশা উপকূলে প্রচুর মাছ দেখা গিয়েছে। তাই এবার বাঙালির পাতে সাগরের ইলিশের জোগান বাড়বে বলে আশাবাদী প্রশাসনও।
জামাইষষ্ঠীর আগের রাতে মৃত্যু হল সদ্য বিবাহিত যুবকের। ছেলেকে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাবারও। নদিয়ার ভালুকার ঘটনা। তিনমাস আগে বিয়ে করেন ২৩ বছরের সঞ্জীব সাঁতরা। পরিবারের দাবি, গতকাল রাতে হাওয়া না লাগায় টেবিল ফ্যান ঘোরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই তরুণ। ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও বিদ্যুৎস্পৃষ্ট হন। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে বাবা-ছেলে দু’জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পাঁচিলে পিছলে গিয়ে গলায় আটকে যায় চেন। দু’ঘণ্টার চেষ্টায় তরুণের গলা থেকে হার বের করলেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। গত রবিবার রাতে উত্তর ২৪ পরগনার বছর ছাব্বিশের ওই তরুণের গলায় রড ও চেন ঢুকে যায়। পরিবারের লোকজন রড বের করতে পারলেও, গলায় আটকে ছিল চেন। ওই দিন রাতে রক্তাক্ত অবস্থায় ওই তরুণকে আনা হয় আর জি কর হাসপাতালে। সায়র চট্টোপাধ্যায় ও অন্যান্য চিকিৎসকরা অপারেশন করে গলার ভেতর থেকে চেন বের করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তরুণের অবস্থা স্থিতিশীল।
আজ থেকে খুলল শপিং মল। করোনা আবহে যথেষ্ট সতর্কতা মেনেই ভিতরে ঢোকার অনুমতি। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া, কোভিড বিধি মেনে নির্দিষ্ট সংখ্যক ক্রেতাকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। মল খোলার আগে গোটা চত্বর ও সমস্ত দোকান স্যানিটাইজ করা হয়। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল।
কাঁকসার শিবপুরে অজয় নদে তলিয়ে গেল সংযোগকারী অস্থায়ী সেতু। পার হওয়ার সময় বাইক-সমেত জলে পড়ে যান দুই ব্যক্তি। তাঁদের উদ্ধার করা সম্ভব হলেও, টইটম্বুর অজয়ে খোঁজ মেলেনি দুটি বাইকের। রবিবার রাতে অজয়ের ওপর মোরাম বিছানো অস্থায়ী রাস্তা জলের তোড়ে ভেসে যায়। এর জেরে পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের শিবপুরের সঙ্গে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেবের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল দুই জেলার মধ্যে যাতায়াত বজায় রাখতে অজয়ের ওপর বাঁশের অস্থায়ী সেতু তৈরি করা হয়। আজ সকালে সেই অস্থায়ী সেতুটি আচমকাই ভেঙে পড়ে। প্রতিবার বর্ষায় অস্থায়ী সেতুর একই হাল হওয়া সত্ত্বেও প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিডিও জানিয়েছেন আপাতত পানাগড়-মোড়গ্রাম হাইওয়ে দিয়ে কাঁকসা-ইলামবাজার যাতায়াত চলবে।
এক রাতের বৃষ্টিতেই ভেসে গেল বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীর অস্থায়ী রাস্তা। চরম বিপাকে বাঁকুড়া ২ নম্বর ব্লকের শতাধিক গ্রামের বাসিন্দারা। যেখানে বাঁকুড়া শহরে পৌঁছতে সময় লাগত ৭-৮ মিনিট, সেখানে এখন ঘুরপথে পৌঁছতে পেরোতে হচ্ছে প্রায় ৫ কিলোমিটার রাস্তা। স্থানীয়দের দাবি, ২০১৮-র বন্যায় ভেঙে পড়ে গন্ধেশ্বরী নদীর সতীঘাট সংলগ্ন ফুট ব্রিজ। পূর্ত দফতরের তদারকিতে নতুন সেতু তৈরির কাজ শুরু হলেও, কয়েকবছর পরেও সেই কাজ সম্পূর্ণ হয়নি।প্রশাসনিক গড়িমসির জেরেই প্রতিবার বর্ষায় এই সমস্যায় পড়তে হয় বলে গ্রামবাসীদের অভিযোগ। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর পাশাপাশি, দ্বারকেশ্বরের জল বাড়ায় বাঁকুড়া শহর লাগোয়া মিনাপুর থেকে বাসি যাওয়ার ফুট ব্রিজ জলের তলায়।
রাজস্থান থেকে বিহার, ঝাড়খন্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে রাজ্যজুড়ে সপ্তাহভর মেঘলা আকাশ।কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কয়েকপশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ ও কাল ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে দু’-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই অবস্থা চলবে।
করোনা আবহে একমাস বন্ধ থাকার পর আজ থেকে খুলল তারাপীঠ মন্দির। বৃষ্টির কারণে পুণ্যার্থীর সংখ্যা কম। কোভিড বিধি মেনে মন্দির প্রবেশের অনুমতি। বিগ্রহকে যাতে কেউ স্পর্শ করতে না পারে, সেজন্য গর্ভগৃহের সামনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সাইনবোর্ড।
ক্যানিংয়ের পরানিখেকোয় যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ। আক্রান্ত হন এক তৃণমূল কর্মীও। মঙ্গলবার রাত আটটা নাগাদ দুটি বাইকে করে ফিরছিলেন যুব তৃণমূল নেতা মহরম শেখ ও চার তৃণমূল কর্মী। অভিযোগ, ৬-৭ জন দুষ্কৃতী তাঁদের পথ আটকে বোমা ছোড়ে। গুলিও করা হয়। যুব তৃণমূল নেতার দাবি, তাঁর পা ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। ক্যানিং মহকুমা হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির মদতে হামলা হয়। এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দিল্লি যাত্রা প্রসঙ্গে রাজ্যপালকে ট্যুইটারে কটাক্ষ মহুয়া মৈত্রর। তৃণমূল সাংসদ লেখেন, আঙ্কলজি বলেছেন যে, তিনি দিল্লি যাচ্ছেন। বাংলার রাজ্যপাল সাহেব দয়া করে আর ফিরবেন না। ট্যুইটে কটাক্ষ মহুয়া মৈত্রর।
রাজ্যপালের চিঠির কড়া জবাব দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রদফতর। ট্যুইটে বলা হয়েছে, যাবতীয় নিয়ম-নীতি ভেঙে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠি জনসমক্ষে এনেছেন রাজ্যপাল। এরইসঙ্গে ট্যুইট করে গণমাধ্যমে প্রকাশ করেছেন। চিঠির বিষয়বস্তু প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং মনগড়া। চিঠিতে যেভাবে বিকৃত তথ্য তুলে ধরা হয়েছে তাতে রাজ্য সরকার স্তম্ভিত।
দিল্লি সফরের ঠিক মুখে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবেই ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ফের সুর চড়ালেন রাজ্যপাল। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে লেখা কড়া চিঠিতে জগদীপ ধনকড় অভিযোগ করেছেন, বাংলায় ভোট পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘন থামছে না। নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস হয়েই চলছে। অথচ, এই নিয়ে আপনি আশ্চর্যজনকভাবে নীরব এবং নিষ্ক্রিয়। রাজ্যপালের অভিযোগ, বারবার দৃষ্টি আকর্ষণের পরেও, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় একদিনও এ ব্যাপারে আলোচনা করেননি।
প্রেক্ষাপট
মুকুলের তৃণমূলে ফেরার পর এবার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল ত্যাগী সাংসদ সুনীল মণ্ডল। একসঙ্গে কাজ করব বলেও প্রতিজ্ঞা ভেঙেছেন শুভেন্দু বলে আক্রমণ সুনীল মণ্ডলের।
নারী নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনে কেন চুপ মুখ্যমন্ত্রী? দিল্লি যাওয়ার আগে ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি রাজ্যপালের। বিকৃত তথ্য। নির্বাচন কমিশনের আওতায় থাকাকালীন হিংসা। ট্যুইট স্বরাষ্ট্র দফতরের।
তৃণমূলের কাছে আইএসএফ কর্মীরা সারেন্ডার না করলে মিলবে না ১০০ দিনের কাজ। আরাবুলকে পাশে নিয়ে হুঁশিয়ারি ভাঙড়ের তৃণমূল পঞ্চায়েত প্রধানের। সংবিধান পরিপন্থী, সমালোচনা ভাঙড়ের বিধায়কের। কটাক্ষ দিলীপের।
ক্যানিংয়ে শ্যুটআউট। পরানিখেকোয় তৃণমূলের যুব নেতা ও তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার অভিযোগ। হাসপাতালে ভর্তি দুজন। নেপথ্যে বিজেপি, অভিযোগ শাসকের। প্রতিক্রিয়া মেলেনি গেরুয়া শিবিরের।
বিশ্বাসঘাতকের ঠাঁই নেই। তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই রাজীবের বিরুদ্ধে পোস্টার ডোমজুড়ে। কোন্নগরে প্রবীর ঘোষালকে গদ্দার বলে উল্লেখ। পোস্টারে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। দলের অনুমতি নেই, প্রতিক্রিয়া শাসকের।
পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগের পর রাজীব, শোভন-বৈশাখীর পর তৃণমূল মহাসচিবের নাকতলার বাড়িতে মুকুল রায়।
মুকুল রায় এবার বিজেপি ছাড়ুন। ইস্তফা না দিলে আগামীতে দলত্যাগ বিরোধী আইন ব্যবহার। হুঁশিয়ারি দিলীপ ঘোষের। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া মুকুলের। শিশির অধিকারীকে আগে আইন শেখান, পাল্টা কুণাল।
বনগাঁ পুরসভায় প্রশাসক বদল। চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে সরিয়ে নতুন প্রশাসক গোপাল শেঠ। পরে মহাকরণে ফিরহাদ হাকিমের সঙ্গে সাক্ষাৎ শঙ্করের। পরিষেবা না দেওয়ায় পদচ্যুতি, কটাক্ষ বিজেপির।
সংবিধানে প্রতিবাদের অধিকার স্বীকৃত। প্রতিবাদের অধিকার আর সন্ত্রাস এক নয়। দিল্লি হিংসায় ইউএপিএ ধারায় গ্রেফতারিতে পুলিশের কড়া সমালোচনায় হাইকোর্ট। নাতাশা, দেবাঙ্গনার জামিন মঞ্জুর।
মালদা সীমান্ত দিয়ে কীভাবে ঢুকেছিলেন হান? ঘটনার পুনর্নির্মাণ। ধৃতের ল্যাপটপের পাসওয়ার্ড ক্র্যাকে মান্দারিন জানা ব্যক্তির খোঁজ। তদন্তভার নিল এসটিএফ। শরীরে চিপ লুকিয়ে আছে কিনা জানতে খোঁজ।
সরকারি হাসপাতালে অক্সিজেনের ব্যাপক অপব্যবহার। প্রয়োজনে অক্সিজেন পাচ্ছেন না রোগী। যার প্রয়োজন নেই তাঁকে দেওয়া হচ্ছে লিটার লিটার অক্সিজেন। স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণে চাঞ্চল্যকর তথ্য। কড়া পদক্ষেপের নির্দেশ।
অটোর রড ভেঙে এফোঁড়-ওফোঁড় বুক। ৫ ঘণ্টার অস্ত্রোপচারে তরুণীকে বাঁচালেন এসএসকেএমের চিকিৎসকেরা। গলা ফুড়ে মাথায় লোহার শিকের সঙ্গে গলার চেন। প্রাণ বাঁচাল আর জি কর হাসপাতাল।
করোনা আবহে এবারেও গড়াবে না হুগলির মাহেশের রথের চাকা। মাসির বাড়ি যাবেন না জগন্নাথদেব। মন্দির চত্বরে তৈরি অস্থায়ী মাসির বাড়ি। সেখানেই রাখা হবে জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -