West Bengal News Live: দশম শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে দ্বাদশের ফল, সুপ্রিম কোর্টকে জানাল সিবিএসই

Get the latest West Bengal News and Live Updates:  এতদিন ওয়াই প্লাস ক্যাটিগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন মুকুল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 17 Jun 2021 04:32 PM
WB News Live Updates: সুন্দরবন বাঁচাতে ম্যানগ্রোভ লাগানোর উদ্যোগ প্রশাসনের

সুন্দরবন বাঁচাতে ম্যানগ্রোভ লাগানোর উদ্যোগ নিল প্রশাসন। পুলিশ সুপারের পাশাপাশি গাছ লাগালেন স্থানীয় বিধায়ক। যদিও বাসিন্দারা দাবি জানিয়েছেন, ম্যানগ্রোভ লাগানোর পাশাপাশি পাকা বাঁধ তৈরি হোক।

WB News Live Updates: জামাইষষ্ঠীর পরদিন মর্মান্তিক পরিণতি জামাই-এর

জামাইষষ্ঠীর পর দিনই জামাইয়ের রহস্যমৃত্যু। গাছের সঙ্গে দড়ি বাঁধা দেহ উদ্ধার হয় ঘাটালের শ্রীপুর গ্রাম থেকে। মৃতের পরিবাররের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। 

WB News Live Updates: সামশেরগঞ্জে গঙ্গায় হঠাৎ ভাসছে তিনটি মৃতদেহ

ভরা গঙ্গায় হঠাৎ ভাসছে তিনটি মৃতদেহ। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জ থানার উত্তর চাচন্ড গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ গুলো গঙ্গায় কোথায় থেকে ভেসে আসলো পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ।

WB News Live Updates: বিধায়কদের কাজকর্মে ‘সমন্বয়’ আনতে আলিপুরদুয়ারে 'বিধায়ক সমন্বয় কমিটি' গড়ল বিজেপি

বিধায়কদের কাজকর্মে ‘সমন্বয়’ আনতে আলিপুরদুয়ারে 'বিধায়ক সমন্বয় কমিটি' গড়ল বিজেপি। জেলার প্রতিটি বিধানসভা এলাকায় কমিটির পরামর্শেই উন্নয়নের কাজ করবেন বিধায়করা। এই কমিটি ধোপে টিকবে না, কটাক্ষ তৃণমূলের।

WB News Live Updates: নারদকাণ্ডে চার হেভিওয়েটের পরবর্তী শুনানি আগামী সোমবার

CBI বলছে, আইনভঙ্গ হয়েছে। অথচ, যখন হেভিওয়েটদের বেআইনিভাবে তুলে আনা হল, তখন আইনের শাসন কোথায় ছিল? হাইকোর্টে শুনানি চলাকালীন সওয়াল করলেন হেভিওয়েটদের আইনজীবি সিদ্ধার্থ লুথরা। পৃথকভাবে সওয়াল করলেন শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবীও। পরবর্তী শুনানি আগামী সোমবার।

WB News Live Updates: বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে কেটে নেওয়া হল গৃহবধূর চু

কুমারগ্রামের পর এবার ময়নাগুড়ি। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে কেটে নেওয়া হল গৃহবধূর চুল। গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে চুল কেটে নেওয়ার অভিযোগ। স্বামী বাধা দিতে গেলে তাঁকেও মারধরের অভিযোগ। ১১ জনের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের।

WB News Live Updates: জলঙ্গির খয়রামারি গ্রাম পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েতের মধ্যেই চুলের মুটি ধরে মারধর

জলঙ্গির খয়রামারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিনা বিবিকে পঞ্চায়েতের মধ্যে ঢুকে চুলের মুটি ধরে মারধর। অভিযোগ দলেরই সদস্যদের বিরুদ্ধে। সেই সময় পঞ্চায়েত চত্বরে থাকা পুলিশ কোনও ক্রমে প্রধানকে উদ্ধার করে নিয়ে যান। পঞ্চায়েত নিয়ে শাসক দলের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে চলে আসায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

WB News Live Updates: মালদা জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনছে তৃণমূল

আজই মালদা জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনছে তৃণমূল। জেলা শাসকের কাছে লিখিতভাবে অনাস্থার বিষয়টি জানানো হবে, জানালেন জেলার যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। 

WB News Live Updates: প্রবল বর্ষণে উপচে পড়ছে দ্বারকেশ্বর নদী, দুর্গতদের সরিয়ে নিয়ে যাওয়া হল অন্যত্র

প্রবল বর্ষণে উপচে পড়ছে দ্বারকেশ্বর নদী। আরামবাগ শহরের ২নম্বর ওয়ার্ড ও বাঁধ পাড়া এলাকায়  জল ঢুকেছে বাড়িতেও। দুর্গতদের বাড়ি থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুরসভার পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। গতকাল রাতেই বাঁধ পাড়ায় বিপজ্জনক এলাকাকে বালির বস্তা দিয়ে মেরামত করা হয়।

WB News Live Updates: জল্পনা বাড়িয়ে প্রবীর ঘোষালের নামে পোস্টার কোন্নগরে

প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল এগিয়ে চল, তৃণমূল কংগ্রেসের আপামর কর্মী সমর্থক তোমার সঙ্গে আছে। জল্পনা বাড়িয়ে প্রবীর ঘোষালের নামে পোস্টার পড়ল কোন্নগরের বিভিন্ন এলাকায়। কাদের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে, তা উল্লেখ করা হয়নি। মাত্র দুদিন আগেই এই সব এলাকাতেই প্রবীর ঘোষালকে গদ্দার বলে উল্লেখ করে পোস্টার পড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

WB News Live Updates: দশম শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে ঠিক হবে দ্বাদশের ফল, সুপ্রিম কোর্টকে জানাল সিবিএসই

দশম শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে ঠিক হবে সিবিএসই দ্বাদশের ফল। ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে। একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে থাকবে ৪০ শতাংশ ওয়েটেজ। নজরে রাখা হবে ইউনিট, টার্ম প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলও। দশমের ক্ষেত্রে ৫টি বিষয়ের মধ্যে সেরা তিনটি বিষয়ের নম্বর নেওয়া হবে।  সুপ্রিম কোর্টকে জানাল সিবিএসই। ৩১শে জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশ করা হবে। 

WB News Live Updates: হুমকি দিচ্ছেন রত্না, লালবাজারে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের বৈশাখীর

রত্না চট্টোপাধ্যায় আমাকে হুমকি দিচ্ছেন। লালবাজারে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রত্না চট্টোপাধ্যায় বলছেন, ল্যাম্পপোস্টে বেঁধে আমাকে-শোভনকে পেটানো হবে। প্রকাশ্যে সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে কথা বলছেন। খুবই আতঙ্কিত, ভয়ে রয়েছি। এমনটাই দাবি শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। উনি এখন শুধু তৃণমূলের একজন নেত্রী নন, উনি প্রভাবশালী বিধায়ক। আগেও অভিযোগ করেছিলাম, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। লালবাজারে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়ে তাঁকে সুরক্ষা দেওয়ার আর্জি করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। 

WB News Live Updates: লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বেলুড় স্টেশনের আন্ডারপাস

দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতেই জল দুর্ভোগের চেনা ছবি ফিরল হাওড়ার বেলুড়ে। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বেলুড় স্টেশনের আন্ডারপাস। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থল এভাবে জলবন্দি হয়ে যাওয়ায়, রাস্তার ভিড় উঠে এসেছে রেললাইনে। নিত্যদিনের কাজের তাগিদে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে লাইন পারাপার। আন্ডারপাস জলরুদ্ধ হয়ে পড়ায়, দুধের ক্যান থেকে সাইকেল, স্টেশনের ধাতব বেড়া টপকে একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে নিয়ে যাচ্ছেন ভুক্তভোগীরা। 

West Bengal News Live:  রাস্তায় ধস উলুবেড়িয়ায়, ক্ষতিগ্রস্ত পাঁচটি দোকান

ভারী বৃষ্টির মধ্যে রাস্তায় ধস নামল হাওড়ার উলুবেড়িয়ায়। প্রায় পঞ্চাশ মিটার রাস্তা ধসে গিয়ে ক্ষতিগ্রস্ত পাঁচটি দোকান। করোনাকালে মাথায় হাত ব্যবসায়ীদের। জল জমে চরম দুর্ভোগ হাওড়া গ্রামীণ ও পুর এলাকায়। জরুরি ভিত্তিতে জল নিষ্কাশন ও রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছে প্রশাসন।

WB News Live Updates: জলপাইগুড়িতে প্রকাশ্যে বিজেপির কোন্দল

এবার জলপাইগুড়িতে প্রকাশ্যে বিজেপির কোন্দল। দলের বিরুদ্ধে মুখ খুললেন বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহ। বিজেপির নেতৃত্বই পরিকল্পনা করে হারিয়ে‍ছে আমাকে। রাতের অন্ধকারে তৃণমূলের কাছে দলকে বিক্রি করে দিয়েছে নেতৃত্ব। বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহর। এই বেনোজলদের বের না করলে কাজ করব না, মন্তব্য মণ্ডলের যুব সভাপতির। ঘটনায় মুখে কুলুপ এঁটেছে বিজেপির জেলা নেতৃত্ব।

West Bengal News Live: জল দুর্ভোগে নাকাল একবালপুরের বাসিন্দারা

জল দুর্ভোগে নাকাল কলকাতার বিভিন্ন অংশ। জল জমেছে একবালপুরে। পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম ঘুরে দেখলেন এলাকা। যাঁদের বাড়িতে জল ঢুকেছে, এলাকার বন্ধ স্কুল খুলে সেখানে তাঁদের পুনর্বাসনের ব্যব্যস্থা করা হচ্ছে।

WB News Live Updates: বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

সাতসকালে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান পুরসভার ২৬ নং ওয়ার্ডের গোদা মাঝের পাড়া এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২ দুটি তাজা বোমা। এলাকায় অশান্তি ও ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে দুষ্কৃতীরা এই বোমাগুলি রেখেছে বলে দাবি স্থানীয়দের। তদন্তে নেমেছে পুলিশ।

West Bengal News Live: মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার

প্রত্যাহার করা হল মুকুল রায়ের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলে যোগ দিয়েই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে চিঠি দিয়েছিলেন, দাবি মুকুল রায়ের। এতদিন ওয়াই প্লাস ক্যাটিগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন মুকুল। তৃণমূলে যোগ দিতেই রাজ্য পুলিশের নিরাপত্তা পাচ্ছেন তিনি। 

WB News Live Updates: বীরভূমের মহম্মদবাজারে আগ্নেয়াস্ত্র উদ্ধার

বীরভূমের মহম্মদবাজার থানার শেওড়াকুড়ি মোড় এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে দুটি অত্যাধুনিক পিস্তল, দুটি ম্যাগাজিন সহ ১৯ রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করল মহম্মদবাজার থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে উজ্জ্বল বাগদী নামে এক ব্যক্তিকে। গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ শেওড়াকুড়ি মোড় থেকে গ্রেফতার করা হয় তাঁকে। কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল সে, তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তকে আজ সিউড়ি আদালতে তোলা হবে।

West Bengal News Live: সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে সস্ত্রীক দেখা করবেন রাজ্যপাল

তিনদিনের দিল্লি সফরে রাজ্যপাল। আজ সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে সস্ত্রীক দেখা করবেন জগদীপ ধনকড়। ট্যুইটে জানালেন নিজেই। গতকাল দিল্লিতে কয়লা, সংস্কৃতি ও পর্যটনমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি। লোকসভার স্পিকার, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ হয়। 

WB News Live Updates: জলের তোড়ে ভেঙে গেল অস্থায়ী সেতু

প্রবল বৃষ্টিতে জলের তোড়ে ভেঙে গেল অস্থায়ী সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন পূর্ব ও পশ্চিম ভাতারের মধ্যে। পূর্ব বর্ধমানের ভাতারের কামারপাড়া নারায়ণপুর গ্রামের ঘটনা। ভাতার থেকে বর্ধমান হয়ে কামারপুর যাওয়ার প্রধান রাস্তা এটি। পুরোনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলছিল। তাই এই অস্থায়ী সেতু তৈরি করা হয়। বুধবার সেতু ভেঙে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন তিনি। পিডব্লুউডির কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

West Bengal News Live: টানা বৃষ্টিতে ফুঁসছে বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলি

মঙ্গলবার থেকে টানা বৃষ্টি। ফুঁসছে বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলি।  জলস্তর বৃদ্ধি পেয়েছে গন্ধেশ্বরী,  দারকেশ্বর,  শীলাবতি, কংসাবতি নদীর। বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল ও মীনাপুর সেতুর উপর দিয়ে বইছে জল। একটানা বৃষ্টিতে জল জমেছে বাঁকুড়া শহরের ১৬ ও ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। প্রশাসনের সাহায্য না পেয়ে ক্ষোভে ফুঁসছেন জলবন্দী মানুষ।

WB News Live Updates: জলমগ্ন রাজপুর-সোনারপুর পুরসভার একাধিক এলাকা

প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাজপুর-সোনারপুর পুরসভার একাধিক এলাকা। মিশন পল্লি এলাকায় হাঁটু সমান জল। জল ঢুকল বাড়িতেও। গড়িয়া, বড়াল, মহামায়াতলা, বৈকন্ঠপুর, চন্ডীতলা সহ একাধিক এলাকা জলের তলায়। জল নামাতে পুরসভার তরফে ১৭টি পাম্প তৈরি করা হচ্ছে। প্রবল সমস্যায় এলাকাবাসী।

West Bengal News Live: ভাটা শুরু হতেই খোলা হল লকগেট

খোলা হল লকগেটগুলি। ভাটা শুরু হতেই খোলা হল লকগেট। ধীরে ধীরে কলকাতার জমা জল নেমে যাবে বলে আশ্বাস কলকাতা পুরসভার। 

WB News Live Updates: আরও বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টি চলছে জেলায় জেলায়। কাল বাড়তে পারে আরও। হুগলি, বাঁকুড়ায় সকাল থেকেই বৃষ্টি। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। 

West Bengal News Live: রাতভর বৃষ্টিতে দুর্ভোগ চূড়ান্তে

কলকাতায় দফায় দফায় বৃষ্টি। উত্তরের সেন্ট্রাল অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট থেকে দক্ষিণে সাদার্ন অ্যাভিনিউ--জলমগ্ন বিভিন্ন রাস্তা। জল জমেছে পার্ক সার্কাস, বেহালাতেও। দুর্ভোগ চূড়ান্তে

প্রেক্ষাপট

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা। কলকাতায় রাতভর বৃষ্টি। জলমগ্ন বিভিন্ন রাস্তা। দক্ষিণবঙ্গে শুক্রবার বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। 


দিল্লিতে কয়লাকাণ্ডে প্রভাবশালী যোগে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যপাল। লোকসভার স্পিকার, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ। সংবিধান বহির্ভূত কাজ, কটাক্ষ তৃণমূলের। সবেতেই বিরোধিতা, পাল্টা বিজেপি। 


বৈশাখীর হাতে সম্পত্তি তুলে দিলেন শোভন। জামাই ষষ্ঠীর দিনই ঘোষণা।  সম্পত্তি হস্তান্তরের পরেই ফেসবুকে শোভনের নাম জুড়লেন বৈশাখীও। 


নিউটাউন শ্যুটআউটকাণ্ডে নতুন তথ্য। পুলিশ খুন করে পুলিশ পরিচয়েই সল্টলেকের গেস্ট হাউসে লুকিয়েছিল জয়পাল ও জসসি। ভরত কুমারকে জেরা করে মিলল সন্ধান। গেস্টহাউসের একটি রুম সিল। 


ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদ মানিকতলা থানার। ৪৫ মিনিটের জিজ্ঞাসাবাদে বিজেপি নেতাকে ১০ থেকে ১২ টি প্রশ্ন পুলিশের। 


কী উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল চিনা সন্দেহভাজন? কেন চিনে তেরোশো ভারতীয় সিম পাচার? জেরার জন্য হেফাজতে নিল রাজ্য পুলিশের এসটিএফ। ল্যাপটপ-আইফোনের পাসওয়ার্ড ক্র্যাকের চেষ্টা।


কার্যত লকডাউনে আংশিক ছাড়। বিধি মেলে খুলল শপিং মল। ২৫ শতাংশ কর্মী নিয়ে খুলে গেল তথ্য প্রযুক্তি হাব। শুরুর পরেই প্রযোজক-ফেডারেশন দ্বন্দ্বে ফের বন্ধ সিরিয়ালের শ্যুটিং। 


কলকাতা থেকে সেলের কাঁচামাল বিভাগের দফতর সরানোর চেষ্টার অভিযোগ, ইস্পাত মন্ত্রীকে কড়া চিঠি অমিত মিত্রের। কারখানার ক্ষতি, অনেক কর্মহীনের আশঙ্কা। বিরোধিতা ছাড়া কিছু জানে না তৃণমূল, পাল্টা বিজেপি। 


প্রয়াত নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত। বয়স হয়েছিল ৭১। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন, চলছিল ডায়ালিসিস। হাসপাতালেই মৃত্যু। অভিনয় জগতে বিশাল শূন্যতার সৃষ্টি হল, শোকবার্তা মুখ্যমন্ত্রীর। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.