West Bengal News Live: বৃষ্টি থামার পরেও জলের তলায় কলকাতার বহু জায়গা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২

Get the latest West Bengal News and Live Updates: নিজেদের গাফিলতি মানতে নারাজ সিইএসসি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Jun 2021 08:45 PM
WB News Live Updates: শিশুমৃত্যুতে গাফিলতির অভিযোগে দিনহাটা মহকুমা হাসপাতালে ভাঙচুর

শিশুমৃত্যুতে গাফিলতির অভিযোগে কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে ভাঙচুর, তাণ্ডব। হাসপাতাল কর্মীদের সঙ্গে মৃত শিশুর পরিবারের সদস্যদের হাতাহাতি। ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে দাবি, চিকিত্‍সায় গাফিলতি হয়নি।

West Bengal News Live Updates: হিংসায় মদতের অভিযোগ, গ্রেফতার বর্ধমানের বিজেপি নেতা

ভোটের আগে ও পরে হিংসায় মদতের অভিযোগ। বর্ধমান শহরের বিজেপির নেতা খোকন সেনকে গ্রেফতার করল পুলিশ। নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি। যদিও শাসক দলের দাবি আইনমাফিক ব্যবস্থা নিয়েছে পুলিশ।

WB News Live Updates: সাঁইথিয়ায় ক্ষমা চাইলেন বিজেপি কর্মীরা

সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতে প্ল্যাকার্ড হাতে ক্ষমাপ্রার্থনা করে তৃণমূলে যোগ দেওয়ার আবেদন জানালেন প্রায় ২০০ জন বিজেপি কর্মী সমর্থক। এদিনই, তাঁদের গঙ্গা জল ছিটিয়ে দলে স্বাগত জানায় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের চাপেই দলবদল বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।

West Bengal News Live Updates: অভিমানীদের বুঝিয়ে দলে ফের সক্রিয় করতে হবে, নির্দেশ বিজেপির সাংগঠনিক বৈঠকে

অভিমানীদের বুঝিয়ে দলে ফের সক্রিয় করতে হবে। ভোটে হারের পর নির্দেশ বিজেপির সাংগঠনিক বৈঠকে। ঘরছাড়াদের ঘরে ফেরানো এবং বিভিন্ন ইস্যুতে দলকে রাস্তায় নামতে প্রস্তুত রাখাতে হবে। নির্দেশ কেন্দ্রীয় নেতাদের।

WB News Live Updates: টানা বৃষ্টি, মেজিয়া-ছাতনা রাজ্য সড়কে জল

অতিবৃষ্টিতে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী জল বাড়ায় ভেসে গেছে বাঁকুড়া জেলার একাধিক সেতু। বাঁকুড়া শহরে আসতে সমস্যায় পড়েছেন ২৫-৩০টি গ্রামের বাসিন্দা। টানা বৃষ্টির জেরে জল জমেছে মেজিয়া-ছাতনা রাজ্য সড়কের উপর।

West Bengal News Live Updates: কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২

বৃষ্টি থামার বহু পরেও জলের তলায় কলকাতার বহু জায়গা। পাটুলিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। প্রতিবাদে সিইএসসির গাড়ি ভাঙচুর। হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাফিলতি মানতে নারাজ সিইএসসি। 

WB News Live Updates: জলের তোড়ে ভাঙল গড়বেতায় শিলাবতী নদীর উপর কাঠের সেতু

জলের তোড়ে ভাঙল গড়বেতায় শিলাবতী নদীর উপর কাঠের সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন আশপাশের ৩০টি গ্রামের। অন্যদিকে, দ্বারকেশ্বর নদের জল বাড়ায় আরামবাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ড্রোনের মাধ্যমে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

West Bengal News Live Updates: সিঙ্গুরে ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিলে গুলি করে খুন

সিঙ্গুরে ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিলে গুলি করে খুন। হরিপাল থেকে সিঙ্গুরে ফেরার সময় হামলা। জাতীয় সড়ক থেকে নামতেই দুষ্কৃতীদের হামলা। ছিনতাইয়ে বাধা, মাথা লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি। 

WB News Live Updates: নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ছেলেকেও ব্যবহার করছেন রত্না, অভিযোগ শোভনের

নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ছেলেকেও ব্যবহার করছেন রত্না। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফেসবুক লাইভে বসে এই অভিযোগই তুললেন শোভন চট্টোপাধ্যায়।

West Bengal News Live Updates: রত্নার বিরুদ্ধে হুমকির অভিযোগ, ফের পুলিশ কমিশনারের কাছে চিঠি শোভন-বৈশাখীর

ফের পুলিশ কমিশনারের কাছে চিঠি শোভন-বৈশাখীর। রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ফের হুমকির অভিযোগ। সম্মানহানির অভিযোগ জানানো হয়েছে রত্নার বিরুদ্ধে। ‘কোনও ক্ষতি হলে দায়ী থাকবেন রত্না,’ পুলিশ কমিশনারকে চিঠি বৈশাখীর। ‘বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। রত্না চট্টোপাধ্যায় হুমকি দিচ্ছেন বৈশাখীকে’, অভিযোগ শোভনেরও। 

WB News Live Updates: বেহালায় জমা জলে চলছে নৌকা, জাল ফেলে ধরা হচ্ছে মাছ 

বেহালার ১২৪ নম্বর ওয়ার্ডের সত্যজিৎ পার্ক সংলগ্ন এলাকায় জলের তলায়। শহর কলকাতার বুকে রীতিমতো নৌকা চলছে (দুপুর ৩ টে নাগাদ) ।এর পাশাপাশি এলাকার নবীনতম ছোট থেকে বড় সবাই জাল ফেলে মাছ ধরছে l এই এলাকায় যে খাল টি রয়েছে তারও নিকাশি কাজ চলছে। আর সেই কারণেই টানা দুইদিনের বৃষ্টিতে  সাধারণ মানুষের ঘরে জল ঢুকে অসুবিধার মুখে পড়ছে সাধারণ মানুষ। তবে বৃষ্টি যদি আরো বাড়ে তখন আরো অসুবিধার মুখে পড়বে এখানকার সাধারণ মানুষ।

West Bengal News Live: টোটো কিনে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ বিধায়কের

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে গাড়ির বদলে ব্যাটারি চালিত টোটো কিনে ফেললেন বিধায়ক ।বিধানসভা নির্বাচনে বলাগর এর তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়ার জন্যই এই চিন্তা ভাবনা তার। এক কালে তিনি ছিলেন রিক্সাওয়ালা মানুষের সমস্যার কথা অনুভব করেছেন খুব কাছ থেকে। তাই মানুষের সমস্যার কথা মানুষের কাছে গিয়ে জানার জন্যই দুয়ারে বিধায়কের কর্মসূচি।

WB News Live Updates: হরিদেবপুরে  বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু

হরিদেবপুর থানা এলাকার লোহারপুল ২২ বিঘার কাছে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু। গতকাল রাত ১১টার সময় ওই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তাঁর গায়ে। তিনি বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।  ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  পরে হরিদেবপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বিদ্যুতের তার বিপজ্জনক অবস্থায় থাকলেও বিদ্যুত্‍ সরবরাহকারী সংস্থা কোনও ব্যবস্থা নেয়নি।   

West Bengal News Live: মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার স্পিকারকে চিঠি শুভেন্দুর

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার স্পিকারকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর চিঠি গ্রহণ করেছে স্পিকারের সচিবালয়।  বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য্যায় জানিয়ছেন, তিনি এখনও চিঠি হাতে পাননি।  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দবিতে সরব হয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। 

WB News Live Updates: মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মহিলার

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় প্রবল বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কবিতা মণ্ডল।  ৫৫ বছর বয়স। গতকাল দুপুর ৩টে নাগাদ খেতে বসেছিলেন ওই মহিলা। সেই সময় আচমকাই দেওয়াল ধসে পড়ে।  গুরুতর আহত ওই মহিলাকে দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। 

West Bengal News Live: ধৃত চিনা নাগরিক হান জুনওয়ে-কে আজ ফের করা হতে পারে জেরা

মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে ধৃত চিনা নাগরিক হান জুনওয়ে-কে আজ ফের জেরা করতে পারে রাজ্য পুলিসের এসটিএফ। মালদা পুলিসের হাত থেকে ওই চিনা নাগরিককে এসটিএফ হেফাজতে নিয়েছে।  গতকালও তাঁকে ৫ ঘণ্টা জেরা করা হয়। গতকাল রাতে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় রাখা হয় তাঁকে।  আজ সকালে ওই চিনা নাগরিককে নিয়ে যাওয়া হয় সল্টলেকের বিভিন্ন জায়গায়। তাঁর মেডিক্যাল চেকআপও হয়। তবে হানের ল্যাপটপের পাসওয়ার্ড এখনও ক্র্যাক করতে পারেননি তদন্তকারীরা। ওই ল্যাপটপ ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হচ্ছে। পাশাপাশি, এত টাকা ওই চিনা নাগরিককে কে জোগাত, কারা এদেশে হানকে সাহায্য করত, এ সবই জানার চেষ্টা করছেন এসটিএফের গোয়েন্দারা, এমনটাই সূত্রে খবর।  

WB News Live Updates: শীতলকুচি গুলিকাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে জিজ্ঞাসাবাদ সিআইডি-র

শীতলকুচি গুলিকাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। আজ সকালে ভবানীভবনে যান তত্‍কালীন পুলিশ সুপার দেবাশিস ধর। শীতলকুচির বুথে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়। সে সময় পুলিশ সুপার ছিলেন দেবাশিস।  ঘটনার তদন্ত চালাচ্ছে সিআইডি-র স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এর আগে গুলিকাণ্ডে মাথাভাঙা থানার আইসি, তদন্তকারী অফিসার ও এসডিপিও-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  

West Bengal News Live: পিছোল নন্দীগ্রাম গণনা নিয়ে মমতার দাখিল করা ইলেকশন পিটিশনের শুনানি

নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে যে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন তার শুনানি পিছোল। আগামী বৃহস্পতিবার ওই শুনানি হওয়ার কথা। আদালত সূত্রে খবর, আজ বিচারপতি কৌশিক চন্দ বলেন,  শুনানির সময় মামলাকারীদের উপস্থিত থাকতে হয়। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জানান,  আইনে যা বলা আছে তাঁরা সেই অনুযায়ী চলবেন। 

WB News Live Updates: শিয়ালদায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ

প্রবল বৃষ্টিতে শিয়ালদায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। গতকাল রাতে কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের নূর মহম্মদ লেনে তিনতলা ওই বিপজ্জনক বাড়ির একটা অংশ পাশের বাড়ির ওপর ভেঙে পড়ে।  ঘটনার সময় পাশের বাড়িতে ২ জন ছিলেন। তাঁরা কোনওরকমে রক্ষা পান। বিপদ এড়ানোর জন্য এলাকায় বিদ্যুত্‍ বিচ্ছিন্ন করা হয়েছে।  

West Bengal News Live: জলমগ্ন এলাকা পরিদর্শন বিধায়কের

একটনা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগার রাজপুর সোনারপুর পুরসভার বহু এলাকা।  আজ বেশ কিছু এলাকা পরিস্থিতি খতিয়ে দেখেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায় লাভলি মৈত্র। জলের মধ্যে দিয়েই ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ড তিনি ঘুরে দখেন।  কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। নিকাশী ব্যবস্থা উন্নত করার আশ্বাস দেন তিনি।  

WB News Live Updates: টানেল ধসে মৃত্যু ২ শ্রমিকের

দার্জিলিঙে সেবক রংপো রেল টানেলের কাজ চলার সময় দুর্ঘটনা। উত্তরবঙ্গে বৃষ্টির জন্য মাটিতে ধস নামে। নির্মাণকারী সংস্থা সূত্রে খবর, ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকজন।

West Bengal News Live: জলমগ্ন হাওড়ার বহু এলাকা

রাতে দফায় দফায় বর্ষণের জেরে হাওড়া পুরসভা এলাকার কমপক্ষে ৩৫টি ওয়ার্ড ফের জলমগ্ন। হাওড়ার দাসনগর, টিকিয়াপাড়া, সালকিয়া, বেলগাছিয়া, ঘুসুড়ি এবং রামরাজাতলায় এখনো হাঁটু সমান জল দাঁড়িয়ে। পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

WB News Live Updates: এখনও জমে রয়েছে জল 

গতকাল রাতেও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন এলাকায়। জল জমে রয়েছে বেহালা, খিদিরপুর, মোমিনপুর রোড, ইব্রাহিম রোড, বাবুবাজার এবং ঢাকুরিয়ার হালতুর কাছে বেশ কিছু জায়গায়।  কলকাতা পুরসভা সূত্রে খবর, সকাল ৯টা ২০ পর্যন্ত বন্ধ থাকবে লকগেট। সেই সময়ের মধ্যে বৃষ্টি হলে শহরে জল জমার সম্ভাবনা।   

West Bengal News Live: হলুদ সতর্কতা কলকাতায়

বৃষ্টির হাত থেকে শহরবাসীর এখনই রেহাই নেই। আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। আগামীকাল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।  আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকালও বৃষ্টি চলবে। রবিবার থেকে উন্নতি হবে আবহাওয়ার।  

WB News Live Updates:  নন্দীগ্রাম নিয়ে মমতাকে কটাক্ষ বিজেপির

এনিয়ে টুইটার হ্যান্ডলে তৃণমূলনেত্রীকে কটাক্ষ করেছে বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, আপনি কীভাবে দু’বার একটি নির্বাচনে হারবেন? প্রথমত, জনতার রায়ে আপনি হেরেছেন। তারপর সেই হার মেনে নিতে না পেরে জনতার রায়কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজয়ের অপমান দ্বিতীয়বার সহ্য করতে দেখাটা খুব মজার হবে।

West Bengal News Live:  নন্দীগ্রামে গণনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় কারচুপি হয়েছে। এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দায়ের করেছেন ইলেকশন পিটিশন। গণনায় কারচুপির পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও একাধিক অভিযোগে করেছেন তিনি। শুক্রবার সকাল ১১টায় বিচারপতি কৌশিক চন্দের এজলাসে শুনানির সম্ভাবনা। 

প্রেক্ষাপট

রাতভর বৃষ্টি। এখনও জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। কোথাও ডুবল ঘর, কোথাও জলের তলায় গাড়ি। বৃষ্টির সঙ্গে জোয়ারেই বিপত্তি, দাবি ফিরহাদের। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। 


প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। আসানসোলে ভেসে গেল বাঁশের সাঁকো। বাঁকুড়ায় সেতুর উপর দিয়ে বইছে জল। ভাতারে জলের তোড়ে ভাসল অস্থায়ী সেতু। উলুবেড়িয়ার রাস্তায় ধস। প্লাবিত ঘাটাল থেকে বাঁকুড়ার একাংশ। 


নন্দীগ্রামে গণনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। গণনায় কারচুপির অভিযোগ। আজ শুনানির সম্ভাবনা। করোনা আবহে ভোট করাতে না পারার ভয়েই আদালতে, কটাক্ষ বিজেপির। হাস্যকর যুক্তি, পাল্টা তৃণমূল। 


দিল্লি গিয়ে তৎপর রাজ্যপাল। রাষ্ট্রপতির পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। কটাক্ষ মুখ্যমন্ত্রীর।


মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে তৎপর বিজেপি। বিধায়ক পদ খারিজের দাবিতে চিঠি জমা দেওয়ার কাজ শেষ, দাবি শুভেন্দুর। আগে তৃণমূলের সাংসদ পদ ছাড়ুন শিশির, শুধুই স্ববিরোধী তৎপরতা, কটাক্ষ কুণালের।


ভোট-পরবর্তী হিংসা নিয়ে বিজেপির অভিযোগ খারিজ মুখ্যমন্ত্রীর। বিক্ষিপ্ত ঘটনায় পদক্ষেপের দাবি।


পুরোনোদের গুরুত্ব না দিয়ে, তৃণমূল থেকে সদ্য আসা নেতাদের বেশি গুরুত্ব দেওয়াতেই ভোটে ভরাডুবি। কেন্দ্রীয় নেতৃত্বের সামনে ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। ব্যর্থতা ঢাকতে চিত্রনাট্য, কটাক্ষ তৃণমূলের। 


দুর্নীতির অভিযোগে জলঙ্গিতে বিডিও-ওসির সামনেই আক্রান্ত মহিলা তৃণমূল প্রধান। পদক্ষেপ নেবে প্রশাসন, মন্তব্য জেলা সভাপতির। 


গুসকরায় প্রকাশ্য সভায় অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে আউশগ্রামের বিডিও-র প্রণাম! সৌজন্য, শ্রদ্ধার বিষয়। সে অর্থে প্রণাম নেননি অনুব্রত, বিতর্কের মুখে সাফাই বিডিওর। 


গোলপার্কের ফ্ল্যাট ছাড়তে শোভনকে আইনি নোটিসের পরই রত্নার বিরুদ্ধে হুমকির অভিযোগ বৈশাখীর। সিপি-র কাছে সুরক্ষার আবেদন। সব প্রশাসকের কাছে শোভনেরই নিরাপত্তার আবেদন করব, পাল্টা রত্না। 


রাজ্যে একদিনে করোনায় ৬৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩ হাজার। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গায় ভেসে আসা ৩জনের মৃতদেহ নিয়ে চাঞ্চল্য। করোনায় মৃত্যু কিনা তদন্তে পুলিশ। 


৫ হাজারের বদলে এবার কৃষক বন্ধু প্রকল্পে বছরে ১০ হাজার টাকা। সুবিধে পাবেন রাজ্যের ৬০ লক্ষ কৃষক, জানালেন মুখ্যমন্ত্রী। 


 




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.