West Bengal News Live: আইসিএসই-তে নবম ও দশম স্কুল পরীক্ষার ভিত্তিতেই গড় নম্বর

Get the latest West Bengal News and Live Updates: খুচরো বাজারে সব সবজিরই দাম বেড়েছে গড়ে ১০ টাকা করে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Jun 2021 10:46 PM
West Bengal News Live: ভ্যাকসিন নিয়ে সচেতনতা প্রচারে নামলেন সোনারপুর উত্তরের বিধায়ক

ভ্যাকসিন নিয়ে সচেতনতা প্রচারে নামলেন সোনারপুর উত্তরের বিধায়ক। সোনারপুরের খেয়াদা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী গ্রামে ভ্যাকসিন নিতে অরাজি ছিলেন অনেকেই। গতকাল পাইলেন গ্রামে প্রচার চালান সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম। সঙ্গে ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বিডিও। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন বিধায়ক। সহযোগিতায় এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংস্থাও। ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। সচেতনতা বাড়াতে আগামী সপ্তাহে এখানে ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। 

West Bengal News Live: ভাঙতে ভাঙতে দ্বারকেশ্বরে পৌঁছেছে প্রায় বাড়ির উঠোনে

ভাঙতে ভাঙতে দ্বারকেশ্বরে পৌঁছেছে প্রায় বাড়ির উঠোনে। ভাঙনের আতঙ্কে ঘুম ছুটেছে বাঁকুড়ার ওন্দার চড়ুইকুঁড়ের বাসিন্দাদের। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক। যদিও জেলা পরিষদের আশ্বাস, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

West Bengal News Live: পিঙ্কির বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করলেন কাঞ্চন

এবার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন কাঞ্চন মল্লিক। চেতলা থানায় পাল্টা অভিযোগ কাঞ্চন মল্লিকের। রবিবার সন্ধেয় চেতলা থানায় স্ত্রীর বিরুদ্ধে হেনস্থা সহ বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেতা ও তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন।

West Bengal News Live: আইসিএসই, আইএসসি-র নম্বর-বিধি প্রকাশ

West Bengal News Live: এবার আইসিএসই, আইএসসি-র নম্বর-বিধি প্রকাশ। আইসিএসই-তে নবম ও দশম স্কুল পরীক্ষার ভিত্তিতে গড় নম্বর। সঙ্গে চলতি বছরে আইসিএসই-র অভ্যন্তরীণ মূল্যায়ন। একাদশ ও দ্বাদশের স্কুল পরীক্ষার ভিত্তিতে গড় নম্বর আইএসসি-তে। সঙ্গে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার গড় নম্বর। যোগ হবে ২০২১-এর আইএসসি-র প্র্যাকটিক্যাল নম্বরও।

West Bengal News Live: সংক্রমণে লাগাম টানাতে রাজ্যে মাইক্রো কনটেনমেন্ট জোন

বাংলায় করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও, এখনও বেশ কিছু এলাকা প্রশাসনের মাথাব্যথা। সংক্রমণে লাগাম টানাতে সেই সব এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। ১৬ জেলায় তৈরি করা হয়েছে ২৫১টি জোন।

অন্য রোগে আক্রান্তরা আসছেন না, বেলেঘাটা আইডি-তে নষ্ট হচ্ছে কোটি টাকার অ্যান্টি-ভাইরাল

বেলেঘাটা আইডি-তে পড়ে নষ্ট হচ্ছে প্রায় কোটি টাকা দামের অ্যান্টি-ভাইরাল ওষুধ। করোনা আবহে অন্য রোগে আক্রান্তদের হাসপাতালে আসার প্রবণতা কমায় এই বিপত্তি।

West Bengal News Live: ঠিকা শ্রমিকের হাতে আক্রান্ত সংস্থার গাড়িচালক ও অ্যাকাউন্ট্যান্ট

কারখানার মধ্যেই ঠিকা শ্রমিকের হাতে আক্রান্ত সংস্থার গাড়িচালক ও অ্যাকাউন্ট্যান্ট। ২ জনকে খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কসবার এক গ্লাভস তৈরির কারখানায়। কী কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News Live: স্ত্রীকে হেনস্থায় থানায় অভিযোগ দায়ের কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে

চেতলায় বান্ধবীকে নিয়ে স্ত্রীকে হেনস্থার অভিযোগ উঠল কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। গাড়ি থেকে জোর করে টেনে নামানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live: সবজির দামে আগুন, জেরবার সাধারণ মানুষ

সবজির দামে আগুন। খুচরো বাজারে সব সবজিরই দাম বেড়েছে গড়ে ১০ টাকা করে। মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। বর্ষার কারণ, করোনা আবহে পরিবহণ খরচ বাড়ায়, তার প্রভাব পড়েছে বাজারদরে, দাবি বিক্রেতাদের। 
বর্ষার মরশুমে বাজারে এখনও দেখা নেই ইলিশের। তার কারণ প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মত্স্যজীবীরা নিয়মিতভাবে সাগরে যাচ্ছেন না। ফলে বাজারে ইলিশের জোগান কমছে। মানিকতলা বাজারে ১ কেজি ইলিশের দাম বারোশো টাকা। ৫০০-সাড়ে ৫০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। 

WB News Live Updates:  এমএ পাশ চোর!

চুরি করা পেশা ও নেশা! পুলিশের জালে এম এ পাস চোর! একটি চুরির কিনারা করতে গিয়ে বড়সড় সাফল্য পেল হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ। গ্রেফতার করা হল আসানসোলের বাসিন্দা মূল পান্ডা সৌমাল্য চৌধুরী সহ মোট তিনজনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দশ লক্ষাধিক টাকার সোনার গয়না। সৌমাল্য চৌধুরী ইংরেজিতে এম এ। কিন্তু চুরি করাই তার নেশা। এটাকে পেশা হিসেবেই বেছে নেয় সে।

West Bengal News Live: তৃণমূলে প্রত্যাবর্তন মুকুল রায়-ঘনিষ্ঠ বিজেপি নেতা তপন সিন্হার

জল্পনার অবসান। এবার তৃণমূলে প্রত্যাবর্তন মুকুল রায়-ঘনিষ্ঠ বিজেপি নেতার। গতকাল গোবরডাঙা টাউনহলে তৃণমূলের রাজনৈতিক সমাবেশে যোগ দেন তপন সিন্হা। মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের দিনই বনগাঁ সাংগঠনিক জেলা সহ সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। বিজেপিতে কাজ করতে পারছেন না বলে জানানোয় তাঁকে ঘিরে দলবদলের জল্পনা শুরু হয়। 

WB News Live Updates: জ্ঞানেশ্বরী দুর্ঘটনা প্রতারণাকাণ্ডে সিবিআই-তলব

জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর প্রতারণাকাণ্ডে ফের  জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-তলব অমৃতাভ চৌধুরী ও তাঁর ছেলেকে। নিজাম প্যালেসে হাজিরা অভিযুক্ত অমৃতাভ চৌধুরী ও তাঁর ছেলে। ডিএনএ-র নকল রিপোর্ট জমা দিয়ে প্রতারণার অভিযোগ। ‘পরিবার পয়েছে ৪ লক্ষ টাকা, বোন পেয়েছেন চাকরি। অভিযুক্তদের জোড়াবাগানের বাড়িতেও যেতে পারে সিবিআই।

West Bengal News Live: সবংয়ে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল সদস্যরাই

দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল সদস্যরাই। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ৯ নম্বর বলপাই গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূল প্রধান প্রতিমা প্রামাণিকের দাদা অমূল্য মাইতি ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।বিজেপি নেতা অমূল্য মাইতির বোন ও তৃণমূল প্রধান প্রতিমা প্রামাণিকের বিরুদ্ধে সম্প্রতি অনাস্থা আনেন ৭ তৃণমূল সদস্য-সহ ৯ জন। বুধবার যার ওপর ভোটাভুটি হবে। দাদা বিজেপিতে যোগ দেওয়াতেই কি বোনের বিরুদ্ধে অনাস্থা? কারণ জানা নেই বলে বিতর্ক এড়িয়েছেন তৃণমূল প্রধান। অন্যদিকে, বিজেপি নেতা অমূল্য মাইতির কটাক্ষ, এর জবাব দিতে পারবে তৃণমূল নেতৃত্ব। 

WB News Live Updates: জমি সংক্রান্ত বিবাদের জেরে জয়নগরে বোমাবাজি

জয়নগরে জমি সংক্রান্ত বিবাদের জেরে বোমাবাজি। গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি তাজা বোমা। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মম্মেজগড় এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ। আজ সকালে তা চরমে ওঠে। দু পক্ষের মধ্যে বাঁশ-লাঠি, রড নিয়ে সংঘর্ষ বেধে যায়। বোমাবাজি শুরু হয়। এরপর গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে গোচরণ-দোসাহাট রোড অবরোধ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জয়নগর থানার পুলিশ।

West Bengal News Live: সংস্থার অ্যাকাউন্ট্যান্ট ও গাড়িচালককে খুনের চেষ্টা, গ্রেফতার ঠিকা শ্রমিক

কারখানার মধ্যেই ঠিকা শ্রমিকের হাতে আক্রান্ত সংস্থার গাড়িচালক ও অ্যাকাউন্ট্যান্ট। ২ জনকে খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। গতকাল সন্ধেয় কসবার গ্লাভস কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। অভিযোগ, আচমকাই ধারাল অস্ত্র নিয়ে কারখানার গাড়িচালক ও অ্যাকাউন্ট্যান্টের ওপর চড়াও হয় কাহার মোল্লা নামে ওই ঠিকা শ্রমিক। ২ জন গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অন্য শ্রমিকরা অভিযুক্তকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ। কী কারণে হামলা খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live Updates:  বীরভূমে মিনিডোরের সঙ্গে অটোর সংঘর্ষে মৃত্যু মা ও মেয়ের

বীরভূমের সদাইপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। মিনিডোরের সঙ্গে অটোর সংঘর্ষে মৃত্যু মা ও মেয়ের। সকাল ১০টা নাগাদ বাঁধের সোল গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। সিউড়ি থেকে উখড়া যাওয়ার পথে উল্টোদিক থেকে আসা মিনিডোরের সঙ্গে সংঘর্ষ হয় অটোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোর যাত্রী অন্তঃসত্ত্বা ও তাঁর মায়ের। গুরুতর আহত বাকি চার যাত্রী। তাঁদের সিউড় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মিনিডোরের চালককে আটক করেছে সদাইপুর থানার পুলিশ। 

West Bengal News Live: গ্রেফতার ওষুধ ব্যবসায়ী

বেআইনিভাবে ওষুধ বিক্রির অভিযোগে শিলিগুড়ি থেকে গ্রেফতার ওষুধ ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সাদা পোশাকে লিম্বু বস্তি এলাকায় হানা দেয় ভক্তিনগর থানার পুলিশ। গ্রেফতার করে ওষুধের দোকানের মালিক চঞ্চল তেওয়ারিকে। বাজেয়াপ্ত করা হয়েছে লক্ষাধিক টাকার ওষুধ। পুলিশের দাবি, বেআইনিভাবে ওষুধ বিক্রির অভিযোগে বছর তিনেক আগেও একবার গ্রেফতার হয়েছিল ওই ওষুধ ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাক্টে মামলা রুজু হয়েছে। 

WB News Live Updates:  ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুরের বেশ কিছু এলাকা

ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুরের বেশ কিছু এলাকা। দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। দামোদরের বাঁধ উপছে ভোররাত থেকে জল ঢুকতে শুরু করেছে হরিহরপুর, মুচিপাড়া-সহ একাধিক গ্রামে। তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। এর পাশাপাশি, আমতায় রূপনারায়ণ ও মুণ্ডেশ্বরীর জলের তোড়ে ভেসে গিয়েছে কুলিয়াঘাটের বাঁশের সেতু। ফলে আমতার সঙ্গে বিচ্ছিন্ন ভাটোরা দ্বীপ। উদয়নারায়ণপুরে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় গতকাল বৈঠকে বসে জেলা প্রশাসন। 

West Bengal News Live: জলের তোড়ে তলিয়ে গেলেন যুবক

বীরভূমের নলহাটিতে ব্রাহ্মণী নদীর ওপর অস্থায়ী রাস্তা দিয়ে বইছে জল। জলের তোড়ে তলিয়ে গেলেন যুবক। নিখোঁজ যুবকের নাম অজিত লেট। বাড়ি নলহাটির সোনার কুণ্ডু গ্রামে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে কাজ সেরে রামপুরহাট থেকে ফেরার পথে সাইকেল নিয়ে ব্রাহ্মণীর ওপর অস্থায়ী রাস্তা পেরোচ্ছিলেন বছর ছাব্বিশের যুবক। জলের তোড়ে সাইকেল-সহ তলিয়ে যান। সকাল থেকে ডুবুরি নামিয়ে নদীতে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। 

WB News Live Updates:  ফের বাড়ল জ্বালানির দাম

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দু’একদিন অন্তর বাড়িয়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। ফের জ্বালানির দামে রেকর্ড। কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। আজ লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৮ পয়সা। ফলে কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ৯৭ টাকা ১২ পয়সা। ডিজেলের দামও লিটারে ২৮ পয়সা বেড়ে হয়েছে ৯০ টাকা ৮২ পয়সা। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।  

West Bengal News Live: জ্ঞান ফিরে আসতেই বাঁচল প্রাণ

কালিয়াচক হত্যাকাণ্ডে ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য। দাদাকেও খুনের ছক কষেছিল আসিফ, পুলিশ সূত্রে খবর। মা-বাবা-বোন-ঠাকুমার সঙ্গে দাদাকেও খুনের ছক ছিল আসিফের। ৫ জনকেই পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়েছিল আসিফ। জ্ঞান ফিরে আসতেই সেখান থেকে পালিয়ে বাঁচেন আসিফের দাদা। খুনের আগের দিন যাবতীয় সরঞ্জাম কিনেছিল আসিফই, পুলিশ সূত্রে খবর। জেরায় অপরাধ কবুল আসিফ মহম্মদের, দাবি পুলিশের। 

WB News Live Updates:  কালিয়াচকের ঘটনায় অত্যাধুনিক অস্ত্র ও কার্তুজ উদ্ধার

আসিফের কাছ থেকে প্রচুর বৈদ্যুতিন যন্ত্র মিলেছে। পুলিশ সূত্রে দাবি, মা-বাবা, দাদা-বোন ও ঠাকুমা-সহ পরিবারের পাঁচজনকে ঠান্ডা পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বেহুঁশ হয়ে পড়লে মুখে লাগানো হয় লিউকোপ্লাস্ট। তদন্তে জানা গিয়েছে, খুনের আগের দিন বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিস কিনে আনে আসিফই।এর পাশাপাশি, আসিফের দুই বন্ধুর বাড়ি থেকে অত্যাধুনিক অস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনা তদন্তকারীদের ভাবাচ্ছে। 

West Bengal News Live: কালিয়াচকের ঘটনায় গ্রেফতার আরও ২ 

কালিয়াচকে একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের ওই পরিবারের ছোট ছেলে আসিফ মহম্মদের বন্ধু সাবির আলি ও মাফুজ আলম। পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে মা-বাবা, বোন ও ঠাকুমাকে খুনের ঘটনায় ধৃত আসিফ তার দুই বন্ধুর কোনও সাহায্য নিয়েছিল কিনা।

প্রেক্ষাপট

ভোপালের উদয়নকাণ্ডের ছায়া এবার বাংলায়। মালদার কালিয়াচকে মা-বাবা-বোন-ঠাকুমাকে খুন করে বাড়ি লাগোয়া গুদামঘরে পুঁতে রাখার অভিযোগ। গ্রেফতার ছোট ছেলে, আটক বড় ছেলে।


চার মাস আগে ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বেঁহুশ করে সুড়ঙ্গ দিয়ে নিয়ে এসে গুদামঘরের চৌবাচ্চায় ফেলে খুন। পরে গুদামঘরে পোঁতা হয় দেহ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মেঝে খুঁড়ে উদ্ধার মৃতদেহ।


চারমাস ধরে বাড়িতে একাই থাকত অভিযুক্ত আসিফ। অ্যাপ তৈরির নামে বাবার থেকে টাকা হাতানোই ছিল উদ্দেশ্য? সম্পত্তি দখল করতেই খুন? তদন্তে পুলিশ। বাড়িতে লাগানো সিসিটিভি থেকে তথ্যের খোঁজ।


কালিয়াচকে ৪ জনকে খুনে ধৃতকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। ধৃতের দুই বন্ধুর বাড়ি থেকে উদ্ধার ৫টি সেভেন এমএম পিস্তল, ৮৪ রাউন্ড কার্তুজ। আটক আসিফের দুই বন্ধু। ৩ জনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। 


ফের বাংলা ভাগের দাবি। উত্তরবঙ্গ আলাদা রাজ্য হলেই উন্নতি, মন্তব্য আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের। বঙ্গভঙ্গের চক্রান্ত রুখব, পাল্টা তৃণমূল। সঙ্কটে বাংলা, বললেন অধীর। ব্যক্তিগত মত, দলের নয়, দাবি দিলীপের।
‘বাংলা ভাগের চক্রান্ত’


একই সফরে দুবার। ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের। স্বাধীনতার পর এমন ভোট পরবর্তী হিংসা দেখেনি দেশ। শাহর সঙ্গে বৈঠক শেষে দাবি ধনকড়ের। বাংলার মানুষকে অপমানের চেষ্টা, পাল্টা তৃণমূল।


তৃণমূলের পর বিজেপি। বিধানসভা নির্বাচনে সামান্য ভোটে হারা আসনগুলির পুনর্গণনার দাবিতে হাইকোর্টে যেতে পারে গেরুয়া শিবির, দাবি দিলীপ ঘোষের। আরও বেশি মার্জিনে হারবে, পাল্টা ফিরহাদ।


২০১০ সালে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের তালিকায় জীবিত একজন। ডিএনএ-র নকল রিপোর্ট জমা দিয়ে প্রতারণা। সরকারি সাহায্য ও চাকরি নেওয়ার অভিযোগ। অভিযুক্ত ও তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।


নম্বরে গরমিল হলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা। হুঁশিয়ারি মধ্যশিক্ষা পর্ষদের। ২০ জুলাইয়ের মধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশের সম্ভাবনা। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে ২৫ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে।


রাজ্যে আরও এক তৃণমূল বিধায়কের মৃত্যু। প্রয়াত গোসাবার ৩ বারের বিধায়ক জয়ন্ত নস্কর। রিপোর্ট নেগেটিভ হওয়ার পরেও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।


রাজ্যে দৈনিক সংক্রমণ আড়াই হাজারের নীচে। লকডাউন উঠছে তেলঙ্গানায়। বিধিনিষেধে ঢিলেমি নয়। পরিস্থিতি বিবেচনা করেই শিথিল হোক নিয়ন্ত্রণ। জোর দেওয়া হোক পরীক্ষা, টিকাকরণে। রাজ্যগুলিকে পরামর্শ কেন্দ্রের।


এনআরএসে রোগী-ভোগান্তির মর্মান্তিক ছবি ভাইরাল। নেই অ্যাম্বুল্যান্স, বৃষ্টির মধ্যে রাজপথ দিয়ে ৩০০ মিটার দূরে স্ট্রেচার ঠেলে নিয়ে যাওয়া হল রোগীকে। ওয়ার্ড থেকে রিপোর্ট তলব। জমা পড়বে স্বাস্থ্য ভবনে।


নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে আজও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা।


জমা জলে বিপর্যস্ত বেহালা, মহেশতলা। গত তিন বছর ধরে সেচ দফতরকে চিঠি দিয়ে লাভ হয়নি। নাম না করে প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ ফিরহাদের। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, পাল্টা দিলীপ। 


রাস্তা যেন নদী। বর্ষার শুরুতেই ঘাটালে নামল নৌকা। নাগাড়ে বৃষ্টিতে গুসকরায় ব্রিজের উপর দিয়ে বইছে কুনুর নদীর জল। কাঁকসায় ঝুঁকির পারাপার।


হরিদেবপুরে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যুতে রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের ৩ কর্মীকে শোকজ বিদ্যুৎ দফতরের। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিদ্যুৎমন্ত্রী। কীভাবে ছিড়ল বিদ্যুতের তার ? রাজ্য বিদ্যুৎ পর্ষদের ৩ কর্মীর জবাব তলব।


বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জামাইবাবু। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিবাহের অভিযোগ। ধৃতের বিরুদ্ধে অপরাধের পুরনো রেকর্ড। শুভশ্রীর দিদির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। 


বকেয়া বিল, করোনা-মুক্ত হওয়ার পরেও দমদমের গৃহবধূকে আটকে রাখার অভিযোগ ডিসান হাসপাতালের বিরুদ্ধে। আনন্দপুর থানায় অভিযোগ। বিল মকুবের আবেদন করেনি পরিবার, দাবি হাসপাতালের।


সারদাকাণ্ডে সিবিআইয়ের আরসি সিক্স মামলায় জামিন দেবযানী মুখোপাধ্যায়ের। মঞ্জুর করল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ভিনরাজ্যের মামলায় জামিন না মেলায় জেলেই থাকতে হবে দেবযানীকে। 


সুন্দরবনে কলস দ্বীপের কাছে ট্রলারডুবি। উদ্ধার ১২ জন মৎস্যজীবী। কালিম্পঙের কাছে সুড়ঙ্গে মৃত্যু তদন্তে আলাদা ৩টি কমিটি গঠন রেল, নির্মাণ, ঠিকাদার সংস্থার। খতিয়ে দেখবে প্রকল্পের ভবিষ্যত্‍ও।


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.