WB News Live Updates : গোবরডাঙা স্টেশন রোডে তৃণমূলের মিছিল থেকে সিপিএমের পথসভায় হামলার অভিযোগ
Get the latest West Bengal News and Live Updates: আগরতলায় তৃণমূলের পতাকা লাগানো নিয়ে তুলকালাম। যুব তৃণমূল নেতাদের পতাকা লাগানোর সময় বিজেপির জমায়েত।
গোবরডাঙা স্টেশন রোডে সিপিএমের পথসভায় হামলার অভিযোগ।তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ।সুভাষ চক্রবর্তীর মৃত্যুদিন উপলক্ষ্যে পথসভা সিপিএমের।চেয়ার, মাইক ভাঙচুর, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।মিছিলে বাধা দিয়েছিল সিপিএম, পাল্টা দাবি তৃণমূলের
নিউমার্কেট থানা এলাকায় দমকলের সদর দফতরের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। তাঁদের দাবি, পরীক্ষায় পাস করা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না। পরে দমকলের ডিজির আশ্বাসে বিক্ষোভ মেটে।
শহরে করোনার ভ্যাকসিন সঙ্কট। পরিস্থিতি এমনই যে, এসএসকেএমে ভ্যাকসিনের জন্য দেড় দিন ধরে লাইন। এই ভ্যাকসিন গ্রাহকদের বেশিরভাগই হাওড়া থেকে এসেছেন। রবিবার রাত থেকে বসে রয়েছেন তাঁরা। দু’দিন ধরে যাঁরা অপেক্ষা করছেন তাঁদের দাবি, লাইনে বিশৃঙ্খলার জন্য পুলিশ অনেককে সরিয়ে দেয়। ফলে তাঁরা পিছনে পড়ে যান। তাই ভ্যাকসিন পাননি।
শহরে করোনার ভ্যাকসিন সঙ্কট। পরিস্থিতি এমনই যে, এসএসকেএমে ভ্যাকসিনের জন্য দেড় দিন ধরে লাইন। এই ভ্যাকসিন গ্রাহকদের বেশিরভাগই হাওড়া থেকে এসেছেন। রবিবার রাত থেকে বসে রয়েছেন তাঁরা। দু’দিন ধরে যাঁরা অপেক্ষা করছেন তাঁদের দাবি, লাইনে বিশৃঙ্খলার জন্য পুলিশ অনেককে সরিয়ে দেয়। ফলে তাঁরা পিছনে পড়ে যান। তাই ভ্যাকসিন পাননি।
রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বাড়ল। রাজ্য সরকারের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭২৯। একদিনে মৃত্যু হয়েছে নয় জনের। একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭৫৬।
হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী আগুন।ন্যাপথা ট্যাঙ্কারের কাছে পাইপ লাইনে আগুন।রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় দুর্ঘটনা।অগ্নিকাণ্ডে আহত ৪ জন।আগুন নেভানোর চেষ্টায় পেট্রোকেমিক্যালের দমকলবাহিনী
কিষাণ নিধি সম্মান প্রকল্প নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। ‘কেন্দ্রের কাছে সাড়ে ৪৬ লক্ষ কৃষকের নাম পাঠিয়েছিল রাজ্য।‘তার মধ্যে কেন সাড়ে ৯ লক্ষ আবেদনকারীর নাম বাতিল?’ সাড়ে ৯ লক্ষ আবেদন খারিজ হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, খবর সূত্রের।কেন আবেদন বাতিল? কারণ জানতে চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের
উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। বৃষ্টি চলবে আগামী দু’দিন। আজ থেকে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভবনা। কাল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ-সহ নদিয়া ও বীরভূমেও। বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
করোনা বিধি ভেঙে পার্টি, ২ হোটেলকে ‘সাজা’।৬০ দিনের জন্য বার খোলায় নিষেধাজ্ঞা আবগারি দফতরের।দ্য পার্ক, হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালকে ‘সাজা’।করোনা বিধি ভেঙে পার্টি করার অভিযোগে নিষেধাজ্ঞা।এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি ২ হোটেল কর্তৃপক্ষের
হুগলির খানাকুলে বেশ কিছু জায়গায় আজ জল আরও বেড়েছে। কিছু জায়গায় রাস্তা জলের তলায় চলে যাওয়ায় যাতায়াতে বিঘ্ন। ৬০ থেকে ৬৫টি গ্রাম পুরোপুরি জলমগ্ন। খানাকুলে খোলা হয়েছে ৮০টি ত্রাণশিবির। উঁচু রাস্তায় ত্রিপল খাটিয়ে রয়েছে অনেক পরিবার। শ্রমমন্ত্রী বেচারাম মান্না আজ নৌকায় চড়ে খানাকুলের পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন দুর্গতদের সঙ্গে।
ব্যবহার না হওয়ায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার মুখে ৩ কোটির ওষুধ।কলকাতা মেডিক্যালে এই মুহূর্তে চিকিৎসাধীন ৩৫জন রোগী। ব্যবহার না হওয়ায় হাসপাতালে পড়ে ১৬৮টি টসিলিজুমাব ইঞ্জেকশন।ব্যবহার না হওয়ায় হাসপাতালে পড়ে প্রায় দেড়শো অ্যান্টিবডি ককটেল।হাসপাতালে পড়ে আছে ২৩৭৪টি রেমডিসিভির ইঞ্জেকশন।অব্যবহৃত অবস্থায় পড়ে আছে ১৪ হাজার স্টেরয়েড।৭৫ হাজার হাইড্রক্সি ক্লোরোকুইনও মেয়াদ উত্তীর্ণের মুখে। স্বাস্থ্য ভবনকে চিঠি লিখে জানাল কলকাতা মেডিক্যাল
আগামীকাল রাজ্যের বন্যা দুর্গত হাওড়ার উদয়নারায়ণপুর ও হুগলির পরিস্থিতি পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী আগুন।ন্যাপথা ট্যাঙ্কারের কাছে পাইপ লাইনে আগুন।রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় দুর্ঘটনা।এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।আগুন নেভানোর চেষ্টায় পেট্রোকেমিক্যালের দমকলবাহিনী
জেল থেকে ছাড়া পাওয়ার আগে ফের গ্রেফতার রাখাল বেরা।জেল থেকে ছাড়া পাওয়ার আগে ফের গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ।তমলুকের একটি পুরনো মামলায় ফের গ্রেফতার রাখাল বেরা
ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার প্রতিবাদে আজ জলপাইগুড়িতে বিক্ষোভ দেখালেন যুব তৃণমূল কর্মীরা। জলপাইগুড়িতে জেলা বিজেপির পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। গেট খুলে কয়েকজন যুব তৃণমূল কর্মী ভিতরে ঢুকে ফ্লেক্স ছিঁড়ে দেয়। চেষ্টা করে ভাঙচুরের। সেই সময় পুলিশ তাঁদের ভিতর থেকে বের করে দেয়। বিজেপির অভিযোগ, পরিকল্পিত ভাবেই এই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
অভিষেকের উপর হামলার অভিযোগ রাজ্যজুড়ে প্রতিবাদ তৃণমূলের। জলপাইগুড়িতে বিজেপির জেলা কার্যালয়ে ঢুকে ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ। শিলিগুড়ি-হাওড়া-খড়গপুরে মিছিল-অবরোধ-বিক্ষোভ।
ভুয়ো আইএএস, আইপিএস এর পর এবার গ্রেফতার ভুয়ো মানবাধিকার সংগঠনের প্রতিনিধি। পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেলে নিউটাউন থানার পুলিশ নারকেলবাগান এলাকায় একটি গাড়িকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। গাড়ির সামনের বোর্ডে লাগানো ছিল চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল। পুলিশের সন্দেহ হওয়ায় গাড়ির চার আরোহীকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। পরে চারজনকেই মানবাধিকার সংগঠনের প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে তারক মণ্ডল নিউটাউনের আদর্শপল্লির বাসিন্দা। তিনিই এই চক্রের মাথা বলে অভিযোগ।
মালদার হরিশ্চন্দ্রপুরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, চারমাস আগে ওই ঘটনা ঘটে। সম্প্রতি নাবালিকা অন্তঃসত্তা হয়ে পড়ে। পরিবারের লোক ঘটনার কথা জেনে রবিবার হরিশ্চন্দ্রপুর থানায় দায়ের করে লিখিত অভিযোগ। নাবালিকার বাবা-মার অভিযোগ, অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতারা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অভিযুক্ত পলাতক। তবে অভিযুক্তের কোনও রাজনৈতিক যোগাযোগের খোঁজ মেলেনি।
পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে এগরার কসবা এলাকায় মাঠের মাঝখানে এক পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ করেছে। বিজেপির অভিযোগ, ঘটনার পিছনে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তৃণমূল সেই অভিযোগ উড়িয়ে দাবি করেছে, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পারিবারিক অশান্তির কারণে ওই ঘটনা ঘটে থাকতে পারে। মৃতের পরিবারের দাবি, গতকাল রাতে ৪৫ বছরের বিজেপি কর্মী তপন খাটুয়া বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর তাঁর আর কোনও খোঁজ মেলেনি। আজ সকালে পুকুর থেকে উদ্ধার হয় মৃতদেহ।
নিউটাউনে পর্নগ্রাফিকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম স্নেহাশিস বল। দমদম এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, পর্ন ছবিতে মডেলের কাজ করেছেন ধৃত ব্যক্তি।
কাল থেকে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
বাড়ির সামনে মদ, গাঁজার আসর বসানোর প্রতিবাদ করায় এক দম্পতিকে মারধরের অভিযোগ। গতকাল বিকেলে এই ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনার হাবড়ার দারিয়াসুরী এলাকায়। ওই দম্পতির বাড়ির সামনে বেশ কিছুদিন ধরেই এলাকার এক বাসিন্দা কয়েকজনকে নিয়ে মদ, গাঁজার আসর বসাত বলে অভিযোগ। গতকাল ওই দম্পতি প্রতিবাদ করলে তাঁদের ওপর চড়াও হয় অভিযুক্তরা। আহত অবস্থায় বাড়ির মালিককে ভর্তি করা হয়েছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনায় হাবড়া থানায় দায়ের হয়েছে অভিযোগ। এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
কাঁথি কো-অপারেটিভ ইউনিয়নের সভাপতি পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে। ন’বছর এই পদে ছিলেন তিনি। গতকাল ইউনিয়নের বৈঠকে ধ্বনি ভোটে তাঁকে সভাপতির পদ থেকে সরানো হয়। এ বিষয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে, কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে আপাতত কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদেই থাকছেন শুভেন্দু। সম্প্রতি, কাঁথির সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ এ’নিয়ে বৈঠকও ছিল। কিন্তু সেই বৈঠকের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
প্রেক্ষাপট
কলকাতা : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে উত্তপ্ত ত্রিপুরা। ত্রিপুরেশ্বরী মন্দির যাওয়ার পথে গাড়িতে বাঁশের বাড়ি। অভিযুক্ত বিজেপি। নাড্ডার কনভয়ে হামলার সময়ে কী হয়েছিল? অভিযোগ উড়িয়ে পাল্টা প্রশ্ন তুলল বিজেপি। বিদায়ঘণ্টা বেজে গেছে বিজেপির। কটাক্ষ করলেন অভিষেক। এভাবেই আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত হয়ে রইল রাজনৈতিক ময়দান।
টিম পিকে-র ২৩ জন সদস্যকে হোটেলবন্দি করা ও কোভিড বিধিভঙ্গের অভিযোগে মামলা রুজু করায় ত্রিপুরায় তৃণমূল-বিজেপির চাপানউতোর চলছিলই। এরই মধ্যে সোমবার বিশ্রামগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বিজেপি কর্মীদের হামলার অভিযোগে আরও উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরার রাজনীতি। এই সেই ভিডিও, যা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ট্যুইট করেন। ভিডিওতে দেখা যায়, মার্ক করে দিতে হবে, বাঁশ দিয়ে মারছে বলে।
সাংবাদিক বৈঠকে সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ' আমার বাড়িতে লাঠির বাড়ি, রডের বাড়ি, বাঁশের বাড়ি মারা হয়েছে। আমার নিরাপত্তারক্ষীরা আহত হয়েছেন'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগে রাজ্যসভায় সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি রাজ্যসভায় বলেন, ' আপনি বলছেন সংসদে শান্তি বজায় রাখতে, তেমনই সংসদের বাইরেও শান্তি বজায় রাখা দরকার। ত্রিপুরায় লোকসভার একজন সাংসদের উপর হামলা হয়েছে। সরকার সব জায়গায় বিরোধীদের বাধা দেওয়ার চেষ্টা করছে..'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা বাংলার বিজেপির তরফে ট্যুইট করে বলা হয়, ' বাংলায় বিরোধী নেতাদের ওপর এই ধরনের ঘটনা কার্যত রুটিনে পরিণত হয়েছে। এখন মনে হচ্ছে তৃণমূলের হিংস্র কর্মীদের ত্রিপুরায় পাঠানো হয়েছে। অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গেও এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে তৃণমূল নেতাদের।'
অন্যদিকে রাজনীতির ময়দানে নজরে বাবুল সুপ্রিয়। সোমবার রাতে জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পরেই সুর বদল করলেন বাবুল সুপ্রিয়। ফেসবুকে সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করলেও, নাড্ডার সঙ্গে বৈঠক সেরে তিনি জানান, রাজনীতি ছাড়লেও, ছাড়ছেন না সাংসদ পদ। এত কথার জাগলারি কেন? সবটাই নাটক। বাবুলের সিদ্ধান্ত নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -