West Bengal News Live: ২৪-ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৮২৬ জন, মৃত ১০

Get the latest West Bengal News and Live Updates: মোট আক্রান্তের সংখ্যা ১৫.৩০ লক্ষ। মোট মৃত ১৮,১৮০।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Aug 2021 09:24 PM
West Bengal News Live: ২৪-ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৮২৬ জন, মৃত ১০

গত ২৪-ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। একই  সময়ে মারা গিয়েছেন ১০ জন। 

WB News Live Updates: পরিবার বিজেপি করায় ছাত্রীদের 'হেনস্থা'

পরিবার বিজেপি করায় কয়েক জন ছাত্রীকে হেনস্থার অভিযোগ তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ ছাত্রীদের। পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। এ নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। কোচবিহারের তুফানগঞ্জের ঘটনা।

West Bengal News Live: ভ্যাকসিন কুপনের জন্য ওয়ার্ড অফিসে ধর্না বাসিন্দাদের

ভ্যাকসিনের আকাল চরমে। তাই বিনা নোটিসেই কুপনের জন্য ওয়ার্ড অফিসে ধর্না দিলেন বারাসাত পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিন ভোর থেকেই ওয়ার্ডে অফিসের সামনে লম্বা লাইন পড়ে। ভ্যাকসিন গ্রহীতাদের দাবি, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে বলা হয় ওয়ার্ড অফিসে মিলবে কুপন। ওয়ার্ড অফিসের কর্মীরা কুপন দেওয়া হয় না বলায় বিশৃঙ্খলা দেখা দেয়। বিদায়ী তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, ভ্যাকসিনের চাহিদা থাকায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে। অন্যদিকে, বিজেপির কটাক্ষ, অনেক জায়গাতেই ওয়ার্ড অফিস থেকে ঘনিষ্ঠদের কুপন দেওয়া বিলি করছে তৃণমূল, সেই কারণেই এই বিভ্রান্তি। 

WB News Live Updates: তৃণমূলের পার্টি অফিস থেকে দেওয়া হল ভ্যাকসিন, বিতর্ক ভাঙড়ে

কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা পুরসভার ক্লিনিক নয়, সরকারী উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার আয়োজন তৃণমূলের পার্টি অফিসে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ১ নম্বর ব্লকের কড়মবা এলাকা।  রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে দলবাজির অভিযোগ করেছে বিজেপি। স্থানীয় তৃণমূল নেতার সাফাই, অঙ্গনওয়াড়ি কেন্দ্র অপরিষ্কার হওয়ায় সাময়িকভাবে পার্টি অফিস থেকে ভ্যাকসিন দেওয়া হয়।

West Bengal News Live: ৬ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এখনই রেহাই নেই বৃষ্টির হাত থেকে। ৬ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হবে ভারী বৃষ্টি। কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের কয়েক জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

WB News Live Updates: পাতিপুকুর আন্ডারপাসে ফের ডুবল বাস 

পাতিপুকুর আন্ডারপাসে ফের ডুবল বাস। তড়িঘড়ি বাস থেকে নেমে প্রাণে রক্ষা যাত্রী ও চালক-কন্ডাক্টরের। দিন কয়েক আগেও একই ছবি ধরা পড়ে পাতিপুকুর আন্ডারপাসে।

West Bengal News Live: ঘণ্টাখানেকর বৃষ্টিতে জলমগ্ন সল্টলেক সেক্টর ফাইভ

প্রায় ঘণ্টাখানেকর বৃষ্টিতে জলমগ্ন সল্টলেক সেক্টর ফাইভে বিস্তীর্ণ এলাকায়। গত সপ্তাহে নিম্নচাপের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল শহর কলকাতা একাধিক জায়গায় সেই রেস কাটতে না কাটতেই আবারো আজ দুপুরের প্রায় ঘন্টাখানেক বৃষ্টি এবং তার জেরেই জলমগ্ন সল্টলেক, সেক্টর ফাইভ, নিউ টাউন সহ বিস্তীর্ণ এলাকা। 

WB News Live Updates: ব্যাঙ্ক জালিয়াতির শিকার দিনহাটার ব্যবসায়ী

ব্যাঙ্ক জালিয়াতির শিকার দিনহাটার ব্যবসায়ী। সম্প্রতি দিনহাটার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনলাইন ব্যাঙ্কিং শুরু করেন দিনহাটার ব্যবসায়ী মধুসূদন মহেশ্বরী। তিনি গুগোল এ গিয়ে স্টেট ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বরে ফোন করেন ব্যাঙ্কের লেনদেনের লিমিট সম্বন্ধে জানতে চান, অভিযোগ এরপর তাকে একটি নম্বর থেকে ফোন করে মোবাইল ফোনে এনি ডেস্ক নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। সেই অ্যাপ ডাউনলোড করার পর তার অ্যাকাউন্ট থেকে প্রায় আড়াই লক্ষ টাকা গায়েব। দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।

West Bengal News Live: ফের জল বাড়তে শুরু করেছে বাঁকুড়ার নদ-নদীতে

নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় জল বাড়তে শুরু করেছে বাঁকুড়ার গন্ধেশ্বরী সহ দারকেশ্বর,  শিলাবতী ও কংসাবতী নদীতে। গন্ধেশ্বরী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় মানকানালি সেতুর উপর দিয়ে বইছে জল। 

WB News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ‍্যায়ের ওপর হামলার প্রতিবাদে মালদায় বিক্ষোভ টিএমসিপি-র

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‍্যায়ের ওপর হামলার প্রতিবাদে মালদা জেলার সামসি রেল স্টেশনের বাইরে বিক্ষোভ দেখাল টিএমসিপি। বুধবার দুপুরে চাঁচল-১ নং ও রতুয়া ১ নং ব্লক টিএমসিপির কর্মীরা অবস্থান বিক্ষোভে বসেন সামসি রেল স্টেশনের বাইরে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বিক্ষোভ।

West Bengal News Live: ঘাটালে বন্যা পরিদর্শন করলেন তৃণমূল সাংসদ দেব

আজ ঘাটালে বন্যা পরিদর্শনে যান ঘাটালের তৃণমূল সাংসদ দেব। নৌকোয় করে দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যান এখনও কার্যকর না হওয়ায় ক্ষোভ উগরে দেন তিনি।

WB News Live Updates: খারাপ আবহাওয়ার জের, আকাশপথের পরিবর্তে সড়কপথেই বন্যা পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

খারাপ আবহাওয়ার জেরে সড়কপথেই হাওড়ার আমতায় গেলেন মুখ্যমন্ত্রী।  খারাপ আবহাওয়ার জন্য আজ তাঁর হেলিকপ্টার যাত্রা বাতিল করা হয়। পরিবর্তে সড়কপথে প্রথমে হাওড়ার আমতায় পৌঁছন তিনি।  সেখানে দুর্গতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পর্যাপ্ত ত্রাণ পৌঁছানোর আশ্বাসও দেন।  আজ আকাশপথে প্রথমে হুগলির খানাকুলে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এর জন্য খানাকুলের ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়। কিন্তু পরে বৃষ্টিতে সেই হেলিপ্যাড জলে ডুবে যায়।  ফলে যাত্রা বাতিল করে নবান্নে ফিরে আসেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live : কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি, শহরে একাধিক এলাকায় জমেছে জল

উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি। ইতিমধ্যেই কলকাতায় একাধিক এলাকায় জল জমেছে। ৬ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। কমলা সতর্কতা জারি হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। হলুদ সতর্কতা জারি হয়েছে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়গ্রামে

West Bengal News Live : বন্যা পরিস্থিতিতে জল ছাড়া নিয়ে কী বলল ডিভিসি

ডিভিসির তরফে এক্সিকিউটিভ ডিরেক্টর সিভিল সত্যব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশনস্ কমিটিতে ডিভিসির পাশাপাশি, রয়েছে রাজ্য ও ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিরা। এই কমিটি সিদ্ধান্ত নেয় কখন, কতটা জল ছাড়া হবে। এবারও জল ছাড়ার আগে রাজ্যের প্রতিনিধির লিখিত সম্মতি নেওয়া হয়। গত কয়েকদিন বৃষ্টি হওয়ায় প্রথমে ডিভিসির জল ছাড়ার পরিমাণ ছিল ৩৫ হাজার কিউসেক। নদীগুলোর জলস্তর বাড়ায় ধীরে ধীরে বাড়ানো হয় জল ছাড়ার পরিমাণ। 

West Bengal News Live : বন্যা পরিস্থিতিতে জল ছাড়া নিয়ে কী বলল ডিভিসি

ডিভিসির তরফে এক্সিকিউটিভ ডিরেক্টর সিভিল সত্যব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশনস্ কমিটিতে ডিভিসির পাশাপাশি, রয়েছে রাজ্য ও ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিরা। এই কমিটি সিদ্ধান্ত নেয় কখন, কতটা জল ছাড়া হবে। এবারও জল ছাড়ার আগে রাজ্যের প্রতিনিধির লিখিত সম্মতি নেওয়া হয়। গত কয়েকদিন বৃষ্টি হওয়ায় প্রথমে ডিভিসির জল ছাড়ার পরিমাণ ছিল ৩৫ হাজার কিউসেক। নদীগুলোর জলস্তর বাড়ায় ধীরে ধীরে বাড়ানো হয় জল ছাড়ার পরিমাণ। 

West Bengal News Live : বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর, প্রধানমন্ত্রীর দফতর থেকে ট্যুইট

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর দফতর থেকে ট্যুইট করা বলা হয়েছে, জলাধার থেকে জল ছাড়ায় বাংলায় কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। সমস্যা সমাধানে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্গত এলাকার মানুষদের নিরাপত্তা ও মঙ্গলকামনা করেছেন প্রধানমন্ত্রী। 

West Bengal News Live : আমতায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে মমতা

দুর্যোগে বিপর্যস্ত উদয়নারায়ণপুর, ঘাটাল ও খানাকুল। জলবন্দি বহু মানুষ। খানাকুলে উদ্ধার ও ত্রাণে এনডিআরএফ, সেনাবাহিনী। নতুন করে প্লাবিত আমতার বেশ কিছু গ্রাম। ত্রাণ নিয়ে ক্ষোভ। 

West Bengal News Live : মমতাকে মোদির ফোন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ম্যান মেড বন্যার অভিযোগ

বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ম্যান মেড বন্যার অভিযোগ। বারবার চিঠি লিখেও সুরাহা হচ্ছে না, দাবি মমতার। জলাধারের পলি পরিষ্কার করে না ডিভিসি। রাজ্যকে বিপদে ফেলে ২ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

WB News Live Updates : সড়কপথে বন্যা পরিস্থিতি দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সড়কপথে হাওড়ায় উদয়নারায়ণপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি যাবেন খানাকুলে। যদিও সেখানে সড়কের পরিস্থিতিও ভাল নেই। তাই কীভাবে তিনি পৌঁছাবেন, তাই নিয়েই ভাবনাচিন্তা চলছে। 

West Bengal News Live Updates : বসিরহাটে উদ্ধার প্রায় এক কোটি টাকার সোনার বিস্কুট

বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙা থেকে উদ্ধার হল প্রায় এক কোটি টাকার সোনার বিস্কুট। এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তত্পর হয় বিএসএফ। ভারতে পাচারের সময়, বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে এক পাচারকারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ১১টা সোনার বিস্কুট। যার বাজারমূল্য ৮৬ লক্ষ ৬১ হাজার ৬৪৭ টাকা। পাচারকারীকে পাকড়াও করে রাতেই বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুট তুলে দেওয়া হয় শুল্ক দফতরের হাতে।

West Bengal News Live : ভ্যাকসিনের আকাল! বিনা নোটিসেই কুপনের জন্য ওয়ার্ড অফিসে ধর্না

ভ্যাকসিনের আকাল চরমে। তাই বিনা নোটিসেই কুপনের জন্য ওয়ার্ড অফিসে ধর্না দিলেন বারাসাত পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিন ভোর থেকেই ওয়ার্ডে অফিসের সামনে লম্বা লাইন পড়ে। ভ্যাকসিন গ্রহীতাদের দাবি, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে বলা হয় ওয়ার্ড অফিসে মিলবে কুপন। ওয়ার্ড অফিসের কর্মীরা কুপন দেওয়া হয় না বলায় বিশৃঙ্খলা দেখা দেয়। বিদায়ী তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, ভ্যাকসিনের চাহিদা থাকায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে। অন্যদিকে, বিজেপির কটাক্ষ, অনেক জায়গাতেই ওয়ার্ড অফিস থেকে ঘনিষ্ঠদের কুপন বিলি করছে তৃণমূল, সেই কারণেই এই বিভ্রান্তি। 

West Bengal News Live : আজ রাজ্যসভার সাংসদ পদে শপথ নিলেন তৃণমূলের জহর সরকার

 আজ রাজ্যসভার সাংসদ পদে শপথ নিলেন তৃণমূলের জহর সরকার। দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে সরব জহর সরকার। প্রসার ভারতীর সিইও থাকাকালীনও তিনি কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন। এবার তাঁকে রাজ্যসভায় মনোনীত করে তৃণমূল। 

West Bengal News Live : খানাকুলে ত্রাণ বিলিতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

মুখ্যমন্ত্রী পরিদর্শনে যাওয়ার আগে বানভাসি খানাকুলে ত্রাণ বিলিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। বিধায়ককে হেনস্থার পর ত্রাণ সামগ্রী লুঠ করা হয় বলেও অভিযোগ উঠেছে। এই মর্মে খানাকুল থানায় অভিযোগও দায়ের করেছেন বিজেপি বিধায়ক। 

Bengal News Live : আজ আকাশপথে রাজ্যের তিনটি জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

আজ আকাশপথে রাজ্যের তিনটি জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে চড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পর খানাকুলের ঘোষপুরে প্রশাসনিক বৈঠক করবেন। এরপর দুর্গতদের সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। খানাকুল থেকে ঘাটালে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এছাড়া, আকাশপথে হাওড়ার উদয়নারায়ণপুরেও বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। 

West Bengal News Live : জাল চেক ভাঙিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ

জাল চেক ভাঙিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ উঠল। তৈরি করা হয়েছিল নকল আধার ও প্যান কার্ড। অশোকনগরের ব্যাঙ্ক জালিয়াতির তদন্তে নেমে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ১১ জুলাই ইন্ডিয়ান ব্যাঙ্কের ঈশ্বরীগাছা শাখার তরফে থানায় অভিযোগ দায়ের হয়।

West Bengal News Live : রাতভর লাইনে দাঁড়িয়েও মিলল না ভ্যাকসিন

জোগান নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোরের মধ্যেও, অব্যাহত ভ্যাকসিন-ভোগান্তি। কোথাও ভ্যাকসিন পেতে লাইনে দাঁড়াতে হল ৩৬ ঘণ্টারও বেশি সময়। আবার কোথাও রাতভর লাইনে দাঁড়িয়েও মিলল না ভ্যাকসিন। 

West Bengal News Live : DVC র ছাড়া জলে প্লাবিত হাওড়া-হুগলির একাংশ, আজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী

বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জলে প্লাবিত হাওড়া-হুগলি। আজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী। ষড়যন্ত্র করে জল ছাড়ছে কেন্দ্র, বিস্ফোরক সেচমন্ত্রী। কলকাতায় জল জমাতেও কেন্দ্রের হাত? পাল্টা খোঁচা বিজেপির। 

প্রেক্ষাপট

কলকাতা : পেগাসাসকাণ্ড থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, মোদি সরকারের বিরুদ্ধে একজোট হচ্ছে বিরোধীরা। অন্যদিকে, বিজেপির অন্দরেও জোরাল হচ্ছে ক্ষোভের সুর। পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ছাড়ছেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  ' পেট্রোল-ডিজেলের দাম যেভাবে বাড়ছে, সেটা মেনে নেওয়া যায় না... বিজেপিতে কোনও গুরুত্ব দিত না। কথা শুনত না'


২০১৯-এর লোকসভা ভোটের পর দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেওয়া অনিন্দ্যপুলক সম্প্রতি নারদকাণ্ডের তদন্তে সিবিআইয়ের তৃণমূলের নেতা-মন্ত্রীদের গ্রেফতার নিয়েও, ফের প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার সকালে বিরোধীদের প্রাতরাশ বৈঠকেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়েও আলোচনা হয়। তার মধ্যেই এই ইস্যুতে বিজেপি ছাড়ার ঘোষণা করলেন অভিনেতা অনিন্দ্যপুলক। এর আগে পেগাসাসকাণ্ডের প্রতিবাদে সংসদে তৃণমূলের সঙ্গে গলা মিলিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। যাঁর সঙ্গে বিজেপিতে যোগদানের আগে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। 


শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের দিন, অমিত শাহের সেই মঞ্চে দেখা গেছিল সুনীল মণ্ডলকেও। এখন অবশ্য বর্ধমান পূর্বের সাংসদ দাবি করছেন, তিনি তৃণমূলেই আছেন। বিজেপির অস্বস্তি বাড়িয়ে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন বাবুল সুপ্রিয়ও।  যদিও, সোমবার আবার জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পর, অবস্থান পাল্টে, রাজনীতি থেকে দূরে থাকলেও, সাংসদ পদ না ছাড়ার কথা জানিয়েছেন তিনি!

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.