West Bengal News Live: ভরা কটালে জলোচ্ছ্বাসের আশঙ্কা,গঙ্গার জল ঢুকে প্লাবিত হতে পারে কলকাতার নিচু এলাকা, প্রস্তুত পুরসভা

Get the latest West Bengal News and Live Updates:চাপড়ায় শ্বশুর বাড়ির কাছেই গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলি করে পালায় বাইক আরোহী ২ দুষ্কতীর, দাবি স্ত্রীর। আশঙ্কজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি কনস্টেবল। 

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Jun 2021 08:59 PM
WB News Live Updates: নানুরের বিজেপি প্রার্থী ও তাঁর সহকর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নানুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তারক সাহা ও তার সহকর্মীদের  মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

WB News Live Updates: চড়াদামে রক্ত কেনা-বেচা, ইংরেজবাজারে গ্রেফতার ২

রক্তের কালোবাজারি চক্রের ৩ পাণ্ডাকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন ব্লাড ব্যাংকের গ্রুপ-ডি কর্মী। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুজিত রায় (৪৫), মলয় কুণ্ডু (৪৪) ও দেবব্রত দত্ত (৪৫)। সুজিতের বাড়ি মালদা শহরের পুরাটুলি এলাকায়। বাকি দুজন ২ নম্বর গভ: কলোনির বাসিন্দা। আজ সকালে মালদা মেডিকেলের ব্লাড ব্যাংক সংলগ্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। চড়াদামে রক্ত কেনা-বেচার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

WB News Live Updates: কালো রংয়ের হন্ডা অ্যাকর্ডের নম্বরের সূত্র ধরেই গ্যাংস্টার জয়পালের হদিশ পায় পুলিশ

কালো রংয়ের হন্ডা অ্যাকর্ডের নম্বরের সূত্র ধরেই গ্যাংস্টার জয়পালের হদিশ পায় পুলিশ। ওই গাড়িতেই মধ্যপ্রদেশ থেকে কলকাতায় পৌঁছয় জয়পাল আর জসসি। শাকরেদ ভরত কুমার তাদের নিউটাউনের আবাসনে পৌঁছে দিয়ে ফিরে যায় পঞ্জাবে। গতকাল সকালে পঞ্জাব পুলিশের হাতে ধরা পড়ে ভরত। তখনই জানা যায় জয়পালদের গোপন ডেরার খোঁজ।

WB News Live Updates: নানুরে বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

নানুরে বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় গাড়ি, মোটরবাইক। কয়েকজন বিজেপি কর্মীও আক্রান্ত হন বলে অভিযোগ। বিধানসভা ভোটে নানুরে বিজেপির প্রার্থী হন তারক সাহা। অভিযোগ, গতকাল রাতে কড়েয়া গ্রামে বাড়ির সামনে তাঁর ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। ভোটের ফল ঘোষণার পর থেকেই এলাকায় এধরনের অত্যাচার চলছে বলে দাবি বিজেপি নেতার। যদিও তৃণমূলের দাবি, গেরুয়া শিবিরের অন্তর্কলহের জেরে এই ঘটনা।

WB News Live Updates: মালদার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চাল-আলুর পরিমাণে কারচুপির অভিযোগ কর্মীদের বিরুদ্ধে

মালদার ইংরেজবাজারের প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চাল-আলুর পরিমাণে কারচুপির অভিযোগ উঠল কর্মীদের বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক।

WB News Live Updates: কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়াল রাজ্য সরকার

কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়াল রাজ্য সরকার। ৬ হাজারের বদলে এবার বছরে মিলবে ১০ হাজার টাকা। ১ একরের কম জমি থাকলে ৪ হাজার টাকা ভাতা। সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। 

WB News Live Updates: কাল গোটা রাজ্যে ঢুকে পড়বে বর্ষা

উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের হাত ধরেই কাল গোটা রাজ্যে ঢুকে পড়বে বর্ষা, বৃষ্টি বাড়বে রাজ্যজুড়ে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

WB News Live Updates: ঋণ মঞ্জুরেও কাটমানি চাওয়ার অভিযোগ মালদায়

এবার ঋণ মঞ্জুরেও কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা শাখার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার। যদিও অভিযোগ নস্যাৎ করেছেন তিনি। 

WB News Live Updates: হুগলির পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিত্‍সককে মারধরের ঘটনায় গ্রেফতার ২

হুগলির পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিত্‍সককে মারধরের ঘটনায় গ্রেফতার করা হল ২ জনকে। আজ হাসপাতালে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।

WB News Live Updates: মিথ্যে বলছে সিবিআই, হাইকোর্টে নারদ-মামলার শুনানি চলাকালীন সওয়াল হেভিওয়েটদের আইনজীবী সিদ্ধার্থ লুথরার

মিথ্যে বলছে সিবিআই, বিচারপতিদের সামনে মনগড়া কথা বলছে, হাইকোর্টে নারদ-মামলার শুনানি চলাকালীন সওয়াল হেভিওয়েটদের আইনজীবী সিদ্ধার্থ লুথরার। মামলার এই পর্বে গ্রেফতারির বৈধতা নিয়ে কি বৃহত্তর বেঞ্চ আলোচনা করতে পারে? প্রশ্ন বিচারপতির। পরবর্তী শুনানি মঙ্গলবার সকালে

WB News Live Updates: করোনার ভ্যাকসিন নিয়ে ট্যুইটে মমতাকে নিশানা হর্ষবর্ধনের।

করোনার ভ্যাকসিন নিয়ে ট্যুইটে মমতাকে নিশানা হর্ষবর্ধনের। একটা ডোজও দিতে না পেরে, দায় চাপিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা। মহামারীর সময় কৃতিত্ব নিতে চাইলে নিন, কিন্তু জনগণকে সুরক্ষিত রাখুন। বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ কর্মসূচিতে সাহায্য করুন। ১৮ ঊর্ধ্বদেরও কেন্দ্রের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা। আপনার লাগাতার পরস্পরবিরোধী অবস্থান চমকপ্রদ। প্রধানমন্ত্রীর ঘোষণার উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে আক্রমণে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। 

WB News Live Updates: ভরা কটালে জলোচ্ছ্বাসের আশঙ্কা,গঙ্গার জল ঢুকে প্লাবিত হতে পারে কলকাতার নিচু এলাকা, প্রস্তুত পুরসভা

ভরা কটালে জলোচ্ছ্বাসের আশঙ্কা। গঙ্গার জল ঢুকে প্লাবিত হতে পারে কলকাতার নিচু এলাকা। প্রস্তুত রয়েছে পুরসভা। গঙ্গার তীরবর্তী এলাকা ঘুরে দেখে জানালেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম।

West Bengal News Live: কাদের গাড়িতে কলকাতা আনা হয়েছিল গ্যাংস্টারদের?

গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি ছোট্ট অফিসেই এখন নজর। একটি সংস্থার নামে নথিভুক্ত গাড়িতে গ্যাংস্টারদের আনা হয় কলকাতায়। ওই সংস্থার দাবি, বেশ কয়েক বছর আগেই ওই গাড়ি বেচে দেওয়া হয়েছে। যদিও নাম ট্রান্সফার করা হয়নি।

WB News Live Updates: গ্বালিয়র থেকে কলকাতায় গ্যাংস্টারদের পালিয়ে আসার ছবি সামনে এল

মধ্যপ্রদেশের গ্বালিয়র থেকে কলকাতায় গ্যাংস্টারদের পালিয়ে আসার ছবি সামনে এল। গ্বালিয়র টোলপ্লাজার এই ছবি সামনে এসেছে।গত ১৮ মে গ্বালিয়র থেকে পালিয়ে আসছিল গ্যাংস্টাররা।২ গ্যাংস্টারকে নিয়ে আসছিল ভরত কুমার।গতকাল পঞ্জাবে ধরা পড়ে ভরত কুমার।ভরতের থেকেই নিউটাউনে ফ্ল্যাটে গ্যাংস্টারদের লুকিয়ে থাকার খবর মেলে।পালাতে গিয়ে পাংচারও হয়ে যায় গাড়ি।কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি সংস্থার নামে নেওয়া গাড়ি।সেই গাড়িতেই গ্বালিয়র থেকে আসছিল গ্যাংস্টাররা।পঞ্জাবে ২ এএসআই-কে খুন করে গ্বালিয়রে পালিয়ে আসে গ্যাংস্টাররা

West Bengal News Live: নুসরতকে কটাক্ষ অমিত মালব্যর, পাল্টা মন্তব্য কুণাল ঘোষের

নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক নিয়ে নুসরত জাহানের বিবৃতির প্রেক্ষিতে ট্যুইটে কটাক্ষ অমিত মালব্যর। কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না। পাল্টা মন্তব্য কুণাল ঘোষের

WB News Live Updates: বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে আজ দেখা করতে পোলবায় পৌঁছলেন অভিষেক

মুর্শিদাবাদের পর হুগলি। বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে আজ দেখা করতে পোলবায় পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এরপর তিনি যাবেন তারকেশ্বরে। স

West Bengal News Live: সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর আচমকা টর্নেডো পরিস্থিতি

সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর টর্নেডো পরিস্থিতি। আতঙ্কে এলাকাবাসী। পরে নদীর উপরেই মিলিয়ে যায় তা। প্রায় আধঘণ্টা ধরে নদীর উপর ছিল ওই টর্নেডো। নদী থেকে স্থলভাগে না ঢোকায় স্বস্তির নিঃশ্বাস


 

WB News Live Updates: আসছে ভরা কটাল, দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী জেলাগুলোতে সতর্কতামূলক প্রচার শুরু প্রশাসনের

আজ থেকেই দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী জেলাগুলোতে সতর্কতামূলক প্রচার শুরু করল প্রশাসন। এদিন নামখানা এলাকায় টোটোয় চড়ে মাইকে প্রচার করেন বিডিও।

West Bengal News Live: অমাবস্যা কোটালের আগে ফের দিঘা উপকূল জুড়ে জারি সতর্কতা

অমাবস্যা কোটালের আগে ফের দিঘা উপকূল জুড়ে জারি সতর্কতা  । উপকূলজুড়ে প্রশাসনের তরফে শুরু হয়েছে মাইকে প্রচার  ।

WB News Live Updates: মালদার রতুয়ায় তৃণমূল কর্মীর বাড়ি ঘিরে বোমাবাজির অভিযোগ

মালদার রতুয়ায় তৃণমূল কর্মীর বাড়ি ঘিরে বোমাবাজির অভিযোগ। কাঠগড়ায় স্থানীয় বিজেপি নেতা। দলবদল না করার রোষেই হামলা। অভিযোগ তৃণমূল শিবিরের। হামলার নেপথ্যে জমি সংক্রান্ত বিবাদ। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে বিজেপি।

West Bengal News Live: বেআইনি মদের ঠেকে দুষ্কৃতীদের মধ্যে বচসাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ চন্দননগরের উর্দিবাজার এলাকা

বেআইনি মদের ঠেকে দুষ্কৃতীদের মধ্যে বচসাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ চন্দননগরের উর্দিবাজার এলাকা। বোমাবাজি। পরপর ৫টি দোকানে আগুন। বেশ কয়েকটি দোকান ভাঙচুর। চলে ইটবৃষ্টি। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় বোতল। ৪ পুলিশ কর্মী-সহ ১০ জনেরও বেশি আহত হন। 

WB News Live Updates: ঘাটালের শিমুলিয়ার কাছে বেপরোয়া পিক অ্যাপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ট্রাকের চালক সহ তিন

রাস্তায় ট্রাক খারাপ হওয়ায়, মেরামত করতে নেমেছিলেন চালক, খালাসি-সহ ৩ জন। পিছন থেকে আসা বেপরোয়া পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিনজনেরই। গতকাল রাত আড়াইটে নাগাদ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের শিমুলিয়ার কাছে দুর্ঘটনা ঘটে। মৃত তিনজনই চন্দ্রকোণা রোড এলাকার বাসিন্দা। পিক আপ ভ্যানের চালক পলাতক। 

West Bengal News Live: করোনা কেড়েছে উপার্জন, শিল্পীদের সাহায্যে এবার অভিনব প্রয়াস তিনটি থিয়েটার দলের

করোনা কেড়েছে উপার্জন। রাজ্যজুড়ে জারি বিধিনিষেধে পর্দা পড়েছে থিয়েটারের মঞ্চেও। রঙ্গমঞ্চের বহু শিল্পী আজ অন্ধকারে। তাঁদের সাহায্যে এবার অভিনব প্রয়াস তিনটি থিয়েটার দলের। ডিজিটাল মাধ্যমে পুরনো-নতুন প্রযোজনা তুলে ধরে আর্থিক সাহায্যের ভাবনা।

WB News Live Updates: প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে মৃত্যু। বয়স হয়েছিল ৭৭ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিডনির সমস্যা থাকায় গত কয়েকদিন ধরে ডায়ালিসিস চলছিল। বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু বলে পরিবার সূত্রে খবর। 

West Bengal News Live: নিউটাউনে এনকাউন্টারে জখম এসটিএফের ইন্সপেক্টরের শারীরিক অবস্থা স্থিতিশীল

নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে এনকাউন্টারে জখম হন স্পেশাল টাস্ক ফোর্সের ইন্সপেক্টর কার্তিকমোহন ঘোষ। তাঁর বাঁ কাঁধ ফুটো করে বেরিয়ে যায় গুলি। বর্তমানে সল্টলেক আমরিতে ভর্তি ওই পুলিশ অফিসার। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। যে অংশে আঘাত, আজ তার এমআরআই হবে।পাশাপাশি হবে ইএমজি পরীক্ষাও। বুলেট ইনজ্যুরিতে নার্ভের কতটা ক্ষতি হয়েছে জানতে এই পরীক্ষা হবে। পরীক্ষার রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত। 

WB News Live Updates: নানুরের বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নানুরের বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় গাড়ি, মোটরবাইক। কয়েকজন বিজেপি কর্মীও আক্রান্ত হন বলে অভিযোগ। বিধানসভা ভোটে নানুরে বিজেপির হয়ে ভোটে দাঁড়ান তারক সাহা। অভিযোগ, গতকাল রাতে কড়েয়া গ্রামে বাড়ির সামনে তাঁর ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। ভোটের ফল ঘোষণার পর থেকেই এলাকায় এধরনের অত্যাচার চলছে বলে দাবি বিজেপি নেতার। যদিও তৃণমূলের দাবি, গেরুয়া শিবিরের অন্তর্কলহের জেরেই এই ঘটনা।

West Bengal News Live: গভীর রাতে নিউটাউনের আবাসন থেকে বার করা হল পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারের দেহ, আজ ময়নাতদন্ত

গভীর রাতে নিউটাউনের সুখবৃষ্টি আবাসন থেকে বার করা হল পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারের দেহ। আজই দেহের ময়নাতদন্ত হবে। অন্যদিকে, আজ থেকেই ওই আবাসনে ঢোকা-বেরোনোয় বিধিনিষেধ জারি হয়েছে। বি-১৫৩ নম্বর টাওয়ার ঘিরে রেখেছে পুলিশ।

WB News Live Updates: করোনা আবহে বিশ্বভারতীতে অনলাইনে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা

করোনা আবহে বিশ্বভারতীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। গোটাটাই হবে অনলাইনে। গতকাল বিশ্বভারতীর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-এর পাঠভবন এবং শিক্ষা-সত্রের প্রি ডিগ্রি পরীক্ষা ৫ জুলাই থেকে শুরু হবে। তবে লিখিত নয়, মৌখিক পরীক্ষা হবে অনলাইনে, জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। পরীক্ষার দিনক্ষণ, স্থান এবং অন্যান্য বিষয় পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। করোনাকালে দশম ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। এই প্রেক্ষিতে বিশ্বভারতীতেও দশম ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিলের জন্য ইমেলে আবেদন জানিয়েছিল পড়ুয়াদের একাংশ। সেই আবেদন খারিজ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

West Bengal News Live: কীর্নাহারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো কর্মী-সমর্থক

 ফের বিজেপিতে ভাঙণ। কীর্নাহারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো কর্মী-সমর্থক। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন নানুর ও লাভপুরের তৃণমূল বিধায়ক।

WB News Live Updates: ইয়াসে বিপর্যস্ত মাতলা তীরবর্তী এলাকা পরিদর্শন আধিকারিকদের

ইয়াসে বিপর্যস্ত মাতলা তীরবর্তী এলাকা পরিদর্শন। নদী পথে ক্যানিং থানার ডাবু, সন্দেশ খালি, সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন ভূমি ও ভূমি সংস্কার, সেচ দফতর ও বন দফতরের আধিকারিকরা। কোথায় নদী বাঁধের কি অবস্থা, পাশাপাশি কোথায় কোথায় ম্যানগ্রোভ বসানো হবে, তাও খতিয়ে দেখা হয়।  

West Bengal News Live: ইএমআই না দেওয়ায় গাড়ি ভাঙচুর?

হুগলির উত্তরপাড়ায় গাড়ি ভাঙচুর। গাড়ি মালিকের দাবি, করোনাকালে তিন মাস ইএমআই দিতে পারেননি। তাই, গাড়ি ভাঙচুর করেছে বেসরকারী ঋণ দানকারী সংস্থার রিকভারি এজেন্টরা।  উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।

WB News Live Updates: বাঁকুড়ায় জল নিয়েও রাজনীতি!

বাঁকুড়ায় জল নিয়েও রাজনীতি! বাঁকুড়ার ২ নম্বর ব্লকের মানপাড়া গ্রামে নলবাহিত জল পরিষেবা অকেজো বলে অভিযোগ। সঙ্কটে ২০০ পরিবার। পানীয় জলের জন্য একটিমাত্র টিউবঅয়েলের ভরসায় আছেন সবাই। শুরু বিজেপি-তৃণমূল সংঘাত

প্রেক্ষাপট

নিউটাউনে ভর দুপুরে এনকাউন্টার।  ফিল্মকেও হার মানাল নিউটাউনের শ্যুটআউট। রাজ্য পুলিশের এসটিএফের সঙ্গে সাপুরজি আবাসনে ভাড়াটে হয়ে লুকিয়ে থাকা পঞ্জাবের ২ গ্যাংস্টারের গুলির লড়াই। ২জনের মৃত্যু, এসটিএফের ১ অফিসার গুরুতর আহত। 
আবাসনে লুকিয়ে খুন-সহ একাধিক মামলায় অভিযুক্ত পঞ্জাবের ২ কুখ্যাত দুষ্কৃতী। এসটিএফকে দেখেই ৫ তলার ফ্ল্যাট থেকে এলোপাথাড়ি গুলি। পাল্টা জবাব পুলিশের। উদ্ধার ৫টি অত্যাধুনিক পিস্তল, ৮৯ রাউন্ড গুলি, ৭ লক্ষ টাকা। 
লুধিয়ানায় ধৃত ব্যবসায়ীর মাধ্যমেই পঞ্জাব থেকে কলকাতায় ২ কুখ্যাত গ্যাংস্টার। মেলে বাংলার নম্বর দেওয়া গাড়িও। এজেন্সির হাত ধরে নিউটাউনের ফ্ল্যাট ভাড়া। নিহতদের সঙ্গে মিলল আন্তর্জাতিক মাদক-চক্রের যোগ। 
বাবা পঞ্জাব পুলিশের প্রাক্তন এসআই, নিজেও জাতীয় স্তরের হ্যামার থ্রোয়ার।রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র থেকে অপরাধের অন্ধকার জগত। অপারেশন জ্যাকের তদন্তেই শেষ পর্যন্ত বাংলায় এসটিফের গুলিতে ফিরোজপুরের জয়পালের মৃত্যু। 
গুলিতে ২ গ্যাংস্টারের মৃত্যুর পরেও ফ্ল্যাটে রাত পর্যন্ত দেহ রেখে তল্লাশি এসটিএফের। তদন্তে সিআইডি। ১০ হাজার ফ্ল্যাট, তাও কেন আবাসনে কেন নামমাত্র সিসি ক্যামেরা? নিরাপত্তা নিয়েই প্রশ্ন। 
বীরভূম থেকে এসে মাত্র ৮ মাস আগে এসটিএফে যোগ। নিউটাউন-শ্যুটআউটে সাহসিকতার নজির আহত পুলিশ অফিসারের। এক গ্যাংস্টারকে ধরে ফেলার পরে অন্যজনের গুলি। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। 
 চাপড়ায় শ্বশুর বাড়ির কাছেই গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলি করে পালায় বাইক আরোহী ২ দুষ্কতীর, দাবি স্ত্রীর। আশঙ্কজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি কনস্টেবল। 
বাংলা জয়ের পর এবার মোদিকে হঠানোর ডাক মমতার। অন্যদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে রাজ্যের পরিস্থিতি নিয়ে আক্রমণে শুভেন্দু। নারদে গ্রেফতারি এড়াতে দিল্লি সফর, পাল্টা খোঁচা তৃণমূলের। 
বিজেপিকে অস্বস্তি ফেলে বিস্ফোরক রাজীব, ফের আক্রমণে সৌমিত্র। বিশ্বাসঘাতককে আর দলে নয়। ডোমজুড়ে পোস্টার তৃণমূলের।মন্তব্যে নারাজ রাজীব।
রাজ্যে বজ্রাঘাতে মৃত্যুমিছিল। বহরমপুর, রঘুনাথগঞ্জে নিহতদের বাড়িতে অভিষেক। পাশে থাকার আশ্বাস। আজ হুগলির খানাকুল, হরিপাল, পোলবা যাবেন অভিষেক। তার আগেই সিঙ্গুর, দাদপুরে নিহতদের বাড়িতে লকেট। খেজুরিতে যান কাকলী। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.