West Bengal News Live: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৭০০
মঙ্গলবারের থেকে রাজ্যে অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ
মুখ্যমন্ত্রীর ঘাটাল সফরের পরের দিন নবান্ন থেকে আকাশ পথে ঘাটাল পরিদর্শন করলেন সেচ দফতরের সচিব প্রভাতকুমার মিশ্র। জল পথেও বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। সবই লোক দেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
প্রেসিডেন্সি সংশোধনাগারে মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে পাকড়াও এক নাইজেরিয়ান বন্দি। আর এই ঘটনাকে কেন্দ্রে করে প্রেসিডেন্সি সংশোধনাগারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বলে সূত্রের খবর। জেল সূত্রে খবর, আজ দুপুরে সংশোধনাগারের পাঁচিল টপকে ভিতরে মাদকের প্যাকেট ছুড়ে ফেলা হয়। প্রতারণার মামলায় ধৃত এক নাইজেরিয়ান বন্দি প্যাকেটটি নিতে যায়। কারারক্ষীরা ঘটনাস্থলে গেলে, মাদকের প্যাকেটটি লুকিয়ে ফেলে ওই বন্দি। মাদকের প্যাকেটটি কে বা কারা জেলের ভিতরে ছুড়ে ফেলল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডায়মন্ড হারবারের পর এবার লালগোলায় মধ্যযুগীয় বর্বরতা। স্বামীর মৃত্যুতে স্ত্রীকে দায়ী করে চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামীর রহস্যমৃত্যুর ঘটনায় নির্যাতিতাকেও গ্রেফতার করেছে পুলিশ।
বাঁকুড়ায় সিমকার্ড ও ই ওয়ালেট জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৯ হাজার সিম কার্ড, ল্যাপটপ ও ভুয়ো নথি। জামতাড়া গ্যাংয়ের সঙ্গে প্রতারকদের কোনও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা থেকে সেরে উঠে কেউ অন্য রোগে ভুগছেন। কেউ সেই রোগে মারা গিয়েছেন। কেউ আবার দীর্ঘ রোগভোগে কাজ হারিয়েছেন। মারণ ভাইরাসের দুই তরঙ্গ সমাজে কতটা ক্ষত তৈরি করেছে? তার জানতে এবার সমীক্ষা শুরু হল এরাজ্যে।
এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এই নিয়ে পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছে। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে দু’পক্ষই। দলীয় কোন্দল নয়, নিজেদের মধ্যে গন্ডগোল বলে দাবি করেছেন কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ও তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী।
গ্যাংওয়ারে উত্তপ্ত হয়ে উঠল কড়েয়া থানা এলাকা। এক দুষ্কৃতীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অন্য দুষ্কৃতী দলের বিরুদ্ধে। গুরুতর আহত ১। টাকা নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রের খবর। ঘটনাস্থল কড়েয়া থানার পাম অ্যাভিনিউ। সেখানেই এক দুষ্কৃতী দলের পাণ্ডাকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে আরেক দুষ্কৃতী দলের বিরুদ্ধে!
বৈশাখী আইল্যান্ডে দুর্ঘটনায় উল্টোডাঙার যুবকের মৃত্যু। তারে বাইকের চাকা জড়িয়ে গিয়ে রাস্তায় পিছলে পড়ে দুর্ঘটনা ঘটে। বাইকের চাকা পিছলে রাস্তায় গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু। মৃতের নাম শুভম দত্ত। হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে জানান চিকিত্সকরা।
বুধবার রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৭০০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা কোপে প্রাণ হারিয়েছেন ৬ জন। বাংলায় এখনও পর্যন্ত এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৯৯। গত ২৪ ঘণ্টায় কোভিড নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ হাজার ১১। রাজ্যে পজিটিভিটি রেট ১.৪৯ শতাংশ।
বাগনানকাণ্ডের প্রতিবাদে রাজ্য মহিলা কমিশনে নালিশ জানাল বিজেপির মহিলা মোর্চা। অধরা ২ অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করা হয়েছে, জানালেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।
বৃহস্পতিবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা। চলবে ২২৮টি রেক। দিনে ২২০টির বদলে এখন থেকে চলবে ২২৮টি মেট্রো। অফিস টাইমে ২টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমে হচ্ছে ৫ মিনিট। সকাল সাড়ে ৭টায় ২ প্রান্ত থেকে ছাড়বে প্রথম মেট্রো। অপরিবর্তিত থাকছে ইস্ট ওয়েস্ট মেট্রোয় রেকের সংখ্যা।
সেপ্টেম্বরের শেষে ৭ বিধানসভা কেন্দ্রে ভোটের সম্ভাবনা। ৫ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ২ কেন্দ্রে ভোটের সম্ভাবনা। ইতিমধ্যেই সিইও দফতরের সঙ্গে কথা নির্বাচন কমিশনের, এমনটাই খবর সূত্রের।
ভবানীপুর, খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটায় উপ নির্বাচনের সম্ভাবনা। সামশেরগঞ্জ, জঙ্গিপুর বিধানসভা ভোটের প্রস্তুতি কমিশনের। সূত্রের খবর, ‘যেখানে যেখানে ভোট, সেখানে করোনা পরিস্থিতির উন্নতি’। করোনা পরিস্থিতি নিয়ে কমিশনকে রাজ্য-কেন্দ্রের তরফে রিপোর্ট দেওয়া হয়েছে। ১৫ অগাস্টের পরেই ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা।
গোঘাটে তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল। দলের ২ কর্মীর গ্রেফতার পরেই অভিযুক্ত ওই ২ তৃণমূলকর্মীর জামিন হয়ে যায়। তৃণমূলকর্মীরা জামিন পাওয়ায় আতঙ্কে আক্রান্ত তৃণমূল কর্মাধ্যক্ষ। আরামবাগ আদালতে আক্রান্ত কর্মাধ্যক্ষের গোপন জবানবন্দি। কর্মাধ্যক্ষের উপর হামলার ঘটনায় আরও ৬জন গ্রেফতার। তৃণমূলের জেলা সভাপতি বলেন, ‘জামিন দিয়েছে আদালত, এ নিয়ে কিছু বলার নেই। তবে দল এই বিষয়ে তদন্ত করবে।'
অক্টোবরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে আমন্ত্রণ জানান হয়েছে। সমাজসেবায় অবদানের কথা উল্লেখ করে এই আমন্ত্রণ। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ রোমের একটি সংগঠনের। ৬ অক্টোবর রোমে ২দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান হয়েছে। এই সম্মেলনে আমন্ত্রিত জানান হয়েছে পোপ, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলকেও। পাশাপাশি বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্যেও মমতাকে শুভেচ্ছা জানান হয়।
ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপের মাঝে আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এদিকে, বিপ্লব দেবের দিল্লি যাত্রাকে কটাক্ষ তৃণমূলের। ত্রিপুরাকাণ্ডের পর এই সফর ঘিরে ট্যুইটে কুণাল ঘোষ লেখেন, ‘তৃণমূলের ধাক্কায় বেসামাল বিজেপি। সুদীপ বর্মন গোষ্ঠী বলছে তিনি নাকি বড় ক্ষমতায় আসছেন। জিতবেন কে? আগে ঘর সামলাক বিজেপি।' তবে থেমে থাকেনি পদ্মশিবিরও। পাল্টা আক্রমণে বিজেপি জানায় যে, ঘোলা জলে মাছ ধরতে নেমেছে তৃণমূল।
ত্রিপুরার ধর্মনগরে ফের আক্রান্ত তৃণমূল। অভিযোগ তৃণমূল কর্মীকে বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে। ভাঙচুর চালানোরও অভিযোগ করা হয়েছে। বাবাকে বাঁচাতে গেলে ছেলেকেও মারধরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের।পানিসাগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘাস ফুল শিবিরের তরফে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে। মামলাকারী ও সংশ্লিষ্ট থানার ওসিকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। দাবি আইনমন্ত্রী মলয় ঘটকের। আইন মেনেই পদক্ষেপ, মামলা হওয়াই তো উচিত ছিল, পাল্টা বিজেপি।
দিনহাটার গীতালদহে তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী ও ছেলের রহস্যমৃত্যু ঘিরে প্রকাশ্যে এল দলের জেলা সম্পাদক ও জেলা পরিষদ সদস্যের কোন্দল। গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান গীতিকা বর্মনের স্বামী প্রদীপ বর্মন ও ১২ বছরের ছেলের দেহ উদ্ধার হয় গীতালদহ এলাকায় রেললাইনের ধার থেকে। মাসখানেক আগে গীতিকা বর্মনের বিরুদ্ধে অনাস্থা আনেন দলীয় সদস্যরা। এরপরই তাঁকে অপসারণ করা হয়। তৃণমূলের জেলা সম্পাদকের অভিযোগ, প্রাক্তন প্রধানের স্বামীর কাছে টাকা চেয়ে হুমকি দিচ্ছিলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য। সেই কারণেই ছেলেকে নিয়ে আত্মঘাতী হন প্রাক্তন প্রধানের স্বামী। জেলা পরিষদের তৃণমূল সদস্য মুখ খুলতে চাননি। জেলা পরিষদ সদস্যের পাশে দাঁড়িয়েছেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। বিধায়কের দাবি, ঠিকাদার পাওনা টাকার জন্য চাপ দেওয়ায় আত্মঘাতী হন প্রাক্তন প্রধানের স্বামী।
পাণ্ডবেশ্বরে অসুস্থ দলীয় নেত্রীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গাড়ি ঘিরে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগ বিজেপির। পুলিশের সামনেই হেনস্থার অভিযোগ। বিজেপি নেত্রীর বিরুদ্ধে অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আছে, তারই ক্ষোভের বহিঃপ্রকাশ, পাল্টা দাবি তৃণমূল বিধায়কের।
নাটাবাড়ির দেওচড়াইয়ের তৃণমূলের অঞ্চল সভাপতিকে নিয়ে ফের একবার প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিধানসভা নির্বাচনের আগে অঞ্চল সভাপতির পদ থেকে ফারুক মণ্ডলকে সরিয়ে মুজিবর রহমানের নাম ঘোষণা করেন তত্কালীন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। গত রবিবার তুফানগঞ্জে দলীয় সভায় এর সমালোচনা করে ফারুক মণ্ডলকেই অঞ্চল সভাপতি বলে ঘোষণা করেন তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। জেলা সভাপতির বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঘোষের দাবি, তিনি যাঁকে মনোনীত করেছেন, সেই মুজিবর রহমানই অঞ্চল সভাপতি। দলের নেতা নির্বাচন নিয়ে শাসকদলের অন্তর্কলহ প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। দুই নেতার কোন্দলে উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে গেরুয়া শিবিরের দাবি।
বর্ধমান মেডিক্যাল কলেজে হস্টেল চত্বর থেকে উদ্ধার হল জুনিয়র চিকিত্সকের রক্তাক্ত দেহ। খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। মৃতের নাম শেখ মোবারক হোসেন। বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাটে। বছর তেইশের ওই জুনিয়র চিকিত্সক সার্জারি বিভাগে হাউস স্টাফ ছিলেন। গতকাল রাত আড়াইটে নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজের ৩ নম্বর বয়েজ হস্টেলের পিছন থেকে ওই জুনিয়র চিকিত্সকের রক্তাক্ত, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। ঝাঁপ দিয়ে আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
শ্লীলতাহানির ঘটনায় নির্যাতিতার পাশে দাঁড়ানোয় প্রতিবাদীর বাড়িতে হামলা, স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। উল্টোডাঙার মুরারিপুকুর এলাকার ঘটনা। প্রতিবাদীর অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগে নির্যাতিতার পাশে দাঁড়ান। তাঁকে নিয়ে থানায় নালিশ জানাতে যান। অভিযোগ, সেই আক্রোশে গতকাল রাতে ৬০-৭০ জন দুষ্কৃতী তাঁর বাড়িতে তাণ্ডব চালায়। মারধর, এমনকি প্রতিবাদীর স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। হামলার সময় দুষ্কৃতীরা আশেপাশের ফ্ল্যাটের দরজা বাইরে থেকে আটকে দেয় বলেও অভিযোগ। মানিকতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ।
রাতে দুষ্কৃতীদের গ্যাং ওয়ার ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কড়েয়া থানা এলাকা। এক দুষ্কৃতীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে পাম অ্যাভিনিউয়ে দুই দুষ্কৃতী মহম্মদ জাভেদ ও চিনা গব্বরের মধ্যে বচসা বাধে। অভিযোগ, এরপরই ধারাল অস্ত্র নিয়ে জাভেদের ওপর হামলা চালায় চিনা ও তার দলবল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। আহত দুষ্কৃতীকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার বাঁ হাত ও ডান পায়ে গুরুতর আঘাত রয়েছে। অভিযুক্তদের সন্ধান চলছে। এলাকায় পুলিশ পিকেট রয়েছে।
একাধিক দাবিদাওয়া নিয়ে সোমবার থেকে আর জি কর মেডিক্যাল কলেজে চলছে পড়ুয়াদের বিক্ষোভ। অধ্যক্ষের সঙ্গে আলোচনার পরেও সমাধান সূত্র মেলেনি বলে দাবি পড়ুয়াদের। যদিও তাঁদের কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে। গতকাল রাতে হাসপাতালে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন। কথা বলেন বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে। আলোচনার মাধ্যমেই রফাসূত্র মিলবে বলে আশাপ্রকাশ করেন সাংসদ।
আজ থেকেই উত্তরবঙ্গে ফের বাড়বে বৃষ্টি। আগামী দুদিন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে
আজ ও কাল দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, নদিয়া এবং দুই ২৪ পরগনায়। বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদেও। শুক্রবার থেকে দক্ষিণে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভাঙনের কবলে বেশ কিছু এলাকা। তলিয়ে গেছে বসতবাড়ি, জমি। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অনেকে সরে গেছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আশ্রয়হীনদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। তবে ভোট বাকি থাকা সামশেরগঞ্জ বিধানসভা এলাকায় ভাঙন নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
পাণ্ডবেশ্বরে যুবকের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। মৃতকে তৃণমূল সমর্থক বলে দাবি করে নাম না করে বিজেপির দিকে ইঙ্গিত স্থানীয় বিধায়কের। মৃতের নাম দিলীপ তুড়ি। স্থানীয় সূত্রে খবর, মুরগির দোকানে কাজ করতেন বছর তেইশের যুবক। গতকাল রাতে পন্থনগর এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
প্রেক্ষাপট
কলকাতা: রাজ্যে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৬৩৯ জন, ১২ জনের মৃত্যু। জেলাগুলির মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ কলকাতায়। উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা।
রাজ্যে এল ৩ লক্ষ ৩১ হাজার ৩৩০ টি কোভিশিল্ডের ডোজ। পুনে থেকে কলকাতায় আসা কোভিশিল্ডগুলিকে রাখা হচ্ছে বাগবাজারের ভ্যাকসিন স্টোরে। কলকাতা সহ অন্যান্য জেলায় বণ্টন করা হবে কোভিশিল্ডগুলি।
শেষমুহূর্তে কোভিশিল্ড আসায় ভ্যাকসিন পেল কলকাতা। যোগান নিয়ে বঞ্চনার অভিযোগ ফিরহাদের। যা আছে, তা দিয়ে আজকের মতো সামাল দেওয়ার দাবি। কেন্দ্রের পাঠানো টিকা যাচ্ছে বেসরকারি হাসপাতালে, বিস্ফোরক অভিযোগ বিজেপির।
সাময়িক সঙ্কট মুক্তি?
সমস্ত জেলাকে সোয়াইন ফ্লু নিয়ে সতর্ক করে যথেষ্ট ওষুধ মজুতের নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। কোভিড নেগেটিভ অথচ ইনফ্লুয়েঞ্জা উপসর্গ নিয়ে আসা রোগী নিয়ে সতর্কতা জারি। নোডাল সেন্টার হিসেবে বেলেঘাটা আইডি-তে শুরু পরিকাঠামো তৈরির কাজ।
১৮ অগাস্ট থেকে খুলছে বেলুড় মঠ। প্রতিদিন সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টে থেকে ৫.৪৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে মঠ। প্রবেশপথে দেখাতে হবে ভ্যাকসিনের দুটি ডোজের শংসাপত্র বা আরটিপিসিআর রিপোর্ট।
দিল্লি বোর্ডের আদলে ২টি সিমেস্টারে হতে পারে কি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে প্রস্তাব চাইল রাজ্য সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পর্ষদ ও সংসদ, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
হাইকোর্টের নির্দেশ ছাড়া কোনও সাংসদ-বিধায়কের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা যাবে না। রাজনীতিকে অপরাধমুক্ত করতে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রার্থী করার ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে অপরাধ-যোগের নথি। নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ।
নির্বাচনে দলীয় প্রার্থীদের অপরাধ সংক্রান্ত তথ্য প্রকাশ না করায় বিজেপি ও কংগ্রেস সহ ৯টি দলকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। কংগ্রেস ও বিজেপি সহ অন্য পাঁচটি দলের এক লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ।
গরুপাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্রকে ভানুয়াতু সরকারকে ২৮ পাতার রিপোর্ট দিল সিবিআই। কয়লাকাণ্ডে প্রাক্তন যুব তৃণমূল নেতার প্রত্যর্পণ চেয়ে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি বিনয় মিশ্রের আইনজীবীর।
এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলনে নড়েচড়ে বসল রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর। আবেদনের ভিত্তিতে নিয়ম মেনে আন্দোলনকারীদের নিয়োগ করা হবে, জানালেন এসএসসির চেয়ারম্যান।
দেগঙ্গায় স্ত্রীর মাসির বাড়ি বেড়াতে এসে যুবকের রহস্যমৃত্যু। মাসি-মেসোর সঙ্গে একযোগ ষড়যন্ত্র করে বিষ খাইয়ে খুন করেছে স্ত্রী, অভিযোগ মৃতের পরিবারের।
অভিযুক্ত স্ত্রী ও তাঁর মাসি-মেসোকে গ্রেফতার করেছে পুলিশ।
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আটক মাদক ভর্তি লরি। বাজেয়াপ্ত বস্তা বোঝাই ৩৩০ কেজি গাঁজা। মণিপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ এই মাদক কলকাতার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। গ্রেফতার লরি চালক-সহ ২।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -