West Bengal News Live: জল্পনা উস্কে এবার কুণাল ঘোষের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়

Get the latest West Bengal News and Live Updates: ১৭ তারিখ থেকে রবিবার ছাড়া চলবে হাওড়া-রাঁচি শতাব্দী স্পেশাল। ১৮ তারিখ থেকে রবিবার ছাড়া চলবে শিয়ালদা-এনজেপি স্পেশাল।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Jun 2021 05:47 PM
WB News Live Updates: করোনার চিকিত্‍সায় বিভিন্ন সরঞ্জামের উপর জিএসটি কমাল কেন্দ্র

করোনার চিকিত্‍সায় বিভিন্ন সরঞ্জামের উপর জিএসটি কমাল কেন্দ্র। করোনার ওষুধ, অক্সিমিটারে জিএসটি কমে হল ৫ শতাংশ। অ্যাম্বুল্যান্সে জিএসটি কমে ১২ শতাংশ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অক্সিজেন, অক্সিজেন উৎপাদনকারী যন্ত্রের উপর কমল জিএসটি। ভ্যাকসিন থেকে জিএসটি প্রত্যাহার করল না কেন্দ্র। ঘোষণা অনুযায়ী ৭৫ শতাংশ ভ্যাকসিন কেন্দ্র কিনবে, জিএসটি-ও দেবে। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 

WB News Live Updates: জল্পনা উস্কে এবার কুণাল ঘোষের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়

তৃণমূলে ফেরার জল্পনায় এবার রাজীব। কুণাল ঘোষের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়। 

WB News Live Updates: মুকুল রায়ের স্ত্রীর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক

মুকুল রায়ের স্ত্রীর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, এখনও একমো সাপোর্টে আছেন কৃষ্ণা রায়। ফুসফুস প্রতিস্থাপনের জন্য অঙ্গদাতার খোঁজ চলছে। খবর হাসপাতাল সূত্রে। অঙ্গদাতার খোঁজ মিললেই কৃষ্ণা রায়কে চেন্নাই নিয়ে যেতে প্রস্তুত হাসপাতাল। এয়ার অ্যাম্বুল্যান্সে করে চেন্নাই নিয়ে যেতে প্রস্তুত হাসপাতাল। 

WB News Live Updates: নিরাপত্তার দাবিতে এবার পথে নামলেন নিউটাউনের আবাসনের বাসিন্দারা

নিরাপত্তার দাবিতে এবার পথে নামলেন নিউটাউনের আবাসনের বাসিন্দারা। 

WB News Live Updates: তৈরি হচ্ছে নতুন টালা ব্রিজ, ফেব্রুয়ারিতেই চালুর সম্ভাবনা

করোনা আবহের মধ্যেই বিধি মেনে চলছে কাজ। তৈরি হচ্ছে নতুন টালা ব্রিজ। সব ঠিকঠাক থাকলে, আগামী বছর ফেব্রুয়ারিতেই চালু হয়ে যেতে পারে টালা ব্রিজ। 
শনিবার ব্রিজের কাজ পরিদর্শন করতে গিয়ে একথা জানালেন স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। 

WB News Live Updates: হাওড়া-শিয়ালদা থেকে চালু হচ্ছে একাধিক স্পেশাল ট্রেন

হাওড়া-শিয়ালদা থেকে চালু হচ্ছে একাধিক স্পেশাল ট্রেন। ১৭ তারিখ থেকে রবিবার ছাড়া চলবে হাওড়া-রাঁচি শতাব্দী স্পেশাল। ১৮ তারিখ থেকে রবিবার ছাড়া চলবে শিয়ালদা-এনজেপি স্পেশাল। ১৮ তারিখ থেকে চলবে হাওড়া-কাটিহার স্পেশাল ট্রেন। ১৯ তারিখ থেকে সপ্তাহে ৪দিন চলবে কলকাতা-হলদিবাড়ি স্পেশাল। ২০ তারিখ থেকে শনিবার ছাড়া চলবে কলকাতা-বালুরঘাট স্পেশাল। 

WB News Live Updates: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

শনিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৬ টাকা ৬ পয়সা। ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ৮৩ পয়সা হয়েছে। পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২৩ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটারে ৯৬ টাকা ৬ পয়সা। ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ৮৩ পয়সা হয়েছে। 

WB News Live Updates: স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জুনিয়র চিকিত্সকদের বিক্ষোভ কেপিসি হাসপাতালে

স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে কেপিসি হাসপাতালে জুনিয়র চিকিত্সকদের বিক্ষোভ অব্যাহত। রাতভর হাসপাতালের মেন গেট আটকে অবস্থান বিক্ষোভে সামিল জুনিয়র চিকিত্সকরা।

WB News Live Updates: বচসার জেরে খুন বেনিয়াপুকুরের যুবক? আটজনকে জিজ্ঞাসাবাদ পুলিশের

বেনিয়াপুকুর থানা এলাকায় উদ্ধার ৩০ বছরের যুবকের দেহ। খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।  ওই যুবকের সঙ্গে তাঁর সহকর্মীদের মধ্যে কয়েকজনের সঙ্গে দিনকয়েক আগে বচসা হয়, জানিয়েছেন ওষুধের দোকানের মালিক। খুনের পিছনে সেই বচসাই কারণ নয় তো? জানতে জিজ্ঞাসাবাদের জন্য মোট ৮ জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

দুঃসময়ে যে পাশে দাঁড়াবে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, বললেন শুভ্রাংশু

দুঃসময়ে যে পাশে দাঁড়াবে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। বিন্দু বিন্দু করে সিন্ধু হয়।যারা সরকার গড়েছে, বিরোধিতা না করে তাদের কাজ করতে দেওয়া উচিত। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের। পাশাপাশি, তিনি বলেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছাড়তে চিঠি পাঠানো হয়েছে। 

WB News Live Updates: আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস

আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস ।কলকাতা, দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস।হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস।বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি হবে বলে জানাল আবহাওয়া দফতর

WB News Live Updates: বারুইপুর ও জয়নগর থেকে উদ্ধার প্রায় সোয়া ৩ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

বারুইপুর ও জয়নগর থেকে উদ্ধার প্রায় সোয়া ৩ লক্ষ টাকার মাদক। গ্রেফতার ৩ মাদক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলা ও বারুইপুর থানার পুলিশ। বারুইপুর রেলমাঠের কাছ থেকে উদ্ধার হয় ১০০ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য একলক্ষ টাকা। এরপর জয়নগর পদ্মেরহাটেও অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় ২৮ কেজি গাঁজা। 

WB News Live Updates: অনুব্রত-গড়ে শপথবাক্য পাঠ করে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৩০০ বিজেপি কর্মী-সমর্থক

নানুরের পর সাঁইথিয়া। এবার অনুব্রত-গড়ে শপথবাক্য পাঠ করে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৩০০ বিজেপি কর্মী-সমর্থক। 

West Bengal News Live:মুকুল রায়ের চলে যাওয়ায় ক্ষতি হবে দলে, দাবি বাগদার বিজেপি বিধায়কের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্ক আছে। তৃণমূলনেত্রী তাঁকে স্নেহ করেন। ভাল সম্পর্ক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। মুকুল রায়ের মতো নেতা চলে যাওয়ায় ক্ষতি হবে দলের। দাবি বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিত্‍ দাসের

WB News Live Updates:নিউটাউনকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, মোহালি থেকে সুমিত কুমারকে আটক করল পঞ্জাব পুলিশ

নিউটাউনকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। মোহালি থেকে সুমিত কুমারকে আটক করল পঞ্জাব পুলিশ। সুমিত কুমারের নথি ব্যবহার করে সুখবৃষ্টি আবাসনে বাড়ি ভাড়া নেয় ভরত কুমার। খবর পুলিশ সূত্রে। গ্যাংস্টারদের সঙ্গে সুমিত কুমারের কী যোগ ছিল, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পঞ্জাব পুলিশের বিশেষ দল গতকাল এসটিএফের সঙ্গে বৈঠক করে। আজ দলটি পঞ্জাব রওনা দেয়।

West Bengal News Live: রানাঘাটে তৃণমূল নেতার নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট ঘিরে শুরু রাজনৈতিক তরজা

রানাঘাটে তৃণমূল নেতার নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট ঘিরে শুরু রাজনৈতিক তরজা। কুপার্স ক্যাম্প পুরসভার প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল কংগ্রেসের শহর সহ-সভাপতি প্রশান্ত সরকারের অভিযোগ, মাসখানেক আগে তৃণমূল কংগ্রেস এবং কুপার্স ক্যাম্প ২ নম্বর নাগরিক কমিটির নামে ফেসবুকে দুটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। ওই দুটি প্রোফাইলে তাঁর বিরুদ্ধে নিয়মিত কুরুচিকর মন্তব্য করা শুরু হয়েছে। এনিয়ে রানাঘাট থানায় অভিযোগ দায়ের হয়। তৃণমূল নেতার দাবি, গোটা ঘটনার নেপথ্যে বিজেপির হাত রয়েছে। যদিও গেরুয়া শিবিরের পাল্টা দাবি, শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা।

WB News Live Updates: রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডোমজুড়ে পোস্টার

এবার নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডোমজুড়ে পোস্টার। আজ সকালে বাঁকড়া এলাকায় এধরনের পোস্টার দেখা যায়। সেখানে লেখা, বাংলায় বিশ্বাসঘাতকদের কোনও ঠাঁই হবে না। 

West Bengal News Live: নিউটাউন শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, ফ্ল্যাটে মিলেছে তৃতীয়জনের আঙুলের ছাপ, খবর সূত্রের

নিউটাউন শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ফরেন্সিকের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, ওই ফ্ল্যাটে তৃতীয়জনের আঙুলের ছাপ মিলেছে। সেই ফিঙ্গারপ্রিন্ট ভরত কুমারের কিনা, মিলিয়ে দেখা হবে। সূত্রের খবর, ওই দিন সুখবৃষ্টি আবাসনের ২০১ নম্বর ফ্ল্যাটের বেডরুম থেকেই চলেছিল গুলির লড়াই। দু’ তরফেই গুলি চলার প্রমাণ মিলেছে। দেওয়াল, খাট, আলমারিতে মিলেছে গুলির দাগ। ওই ফ্ল্যাট থেকে এমপি ফাইভ ও গ্লক পিস্তলের প্রচুর খালি কার্তুজ মিলেছে বলে সূত্রের খবর।

WB News Live Updates: বান্ধবীর সঙ্গে বচসার জের, রাগের বশে বন্ধু খুনে গ্রেফতার কিশোর

বান্ধবীর সঙ্গে বচসার জের। রাগের বশে বন্ধু খুনে গ্রেফতার কিশোর। ঘটনাটি ঘটেছে বেহালার চণ্ডীতলায়। পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদ থেকে বেহালায় এসে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত ১৬ বছরের দুই কিশোর। অভিযোগ, এদের একজনের সঙ্গে গতকাল তার বান্ধবীর মনোমালিন্য হয়। তার জেরে বাড়ি ফিরে মশারি টাঙানো নিয়ে বিবাদের জেরে ওই নাবালক তার বন্ধুর বুকে ঘুষি মারে। সংজ্ঞহীন অবস্থায় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা ওই নাবালককে মৃত বলে ঘোষণা করেন। পরে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ।

West Bengal News Live:মুখ্যমন্ত্রী যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন তাতে আমরা খুবই খুশি, মন্তব্য মুকুলপুত্র শুভ্রাংশুর

 মুখ্যমন্ত্রী যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন তাতে আমরা খুবই খুশি। মন্তব্য মুকুলপুত্র শুভ্রাংশুর। জানালেন কেন্দ্রীয় বাহিনী ছাড়ার জন্য চিঠি দিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য তাঁর মাকে চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

WB News Live Updates: স্টাইপেন্ড বৃদ্ধির কেপিসি হাসপাতালে জুনিয়র চিকিত্সকদের বিক্ষোভ অব্যাহত

স্টাইপেন্ড বৃদ্ধির কেপিসি হাসপাতালে জুনিয়র চিকিত্সকদের বিক্ষোভ অব্যাহত। রাতভর হাসপাতালের মেন গেট আটকে অবস্থান বিক্ষোভে সামিল জুনিয়র চিকিত্সকরা। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষের কাউকে বেরোতে দেওয়া হবে না, আন্দোলন চলবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। জুনিয়র ডাক্তারদের দাবি, অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালের ইন্টার্নরা যা স্টাইপেন্ড পান, তা তাঁরা পান না। কর্তৃপক্ষের কাছে স্টাইপেন্ডের অঙ্ক বাড়ানোর দাবি জানানো হলেও কাজ হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা আলোচনার মাধ্যমে সমাধান চায়। যদিও বিক্ষোভরত জুনিয়র চিকিত্সকদের দাবি, তাঁদের কাছে আলোচনার প্রস্তাব আসেনি

West Bengal News Live: বেনিয়াপুকুর থানা এলাকায় নর্দমা থেকে উদ্ধার ৩৫ বছরের যুবকের দেহ

বেনিয়াপুকুর থানা এলাকায় নর্দমা থেকে উদ্ধার ৩৫ বছরের যুবকের দেহ। মুখে আঘাতের চিহ্ন থাকায় খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আজ সকালে গোরাচাঁদ রোডে নর্দমায় যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, যুবকের হাতে বালা ছিল, তার খোঁজ মিলছে না। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: মুকুল রায়কে নিশানা দিলীপের

মুকুল রায় তৃণমূল ছেড়ে এলে যদি তৃণমূলের ক্ষতি না হয়, তাহলে বিজেপি ছেড়ে গেলেই বা বিজেপির কেন ক্ষতি হবে ? কিছু নেতা দলবদলকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। সেটা তাঁদের ব্যাপার। মন্তব্য দিলীপ ঘোষের।

West Bengal News Live: আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের হাত ধরে বাংলায় ঢুকে পড়েছে বর্ষা। তার জেরে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলাগুলোতে বইতে পারে ঝোড়ো হাওয়া।

WB News Live Updates:মুকুল রায়ের তৃণমূলে যোগদানের পরেই বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতির পদত্যাগ ঘিরে জল্পনা

মুকুল রায়ের তৃণমূলে যোগদানের পরেই বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতির পদত্যাগ ঘিরে জল্পনা।। পদত্যাগী নেতার দল ছাড়ার সম্ভাবনা আঁচ করে বিজেপি নেতৃত্বের কটাক্ষ, দল ক্ষমতায় আসেনি দেখে স্বার্থসিদ্ধি হবে না জেনেই কেউ কেউ তৃণমূলে ফিরে গেছেন।

West Bengal News Live:তৃণমূলে ফেরার পরেই মুকুল রায়কে নিরাপত্তা রাজ্য পুলিশের

তৃণমূলে ফেরার পরেই মুকুল রায়কে নিরাপত্তা রাজ্য পুলিশের। এরপরই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন তৃণমূল নেতা। গতকাল রাতেই তৃণমূল নেতার কাঁচরাপাড়ার বাড়ির নিরাপত্তার দায়িত্ব নেয় রাজ্য পুলিশ। সকালে কলকাতায় যাওয়ার আগে  মুকুল রায় জানান, তিনি কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছেন।

WB News Live Updates:টসিলিজুমাবকাণ্ডে অভিযুক্ত চিকিত্সককে বদলি করা হল উত্তরবঙ্গে

টসিলিজুমাবকাণ্ডে অভিযুক্ত চিকিত্সককে বদলি করা হল উত্তরবঙ্গে।কলকাতা মেডিক্যালের মেডিক্যাল অফিসার দেবাংশী সাহাকে বদলি।বদলি করা হল কোচবিহারের শীতলকুচি ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।খবর স্বাস্থ্য ভবন সূত্রে।মেডিক্যাল কলেজের সিস্টার ইনচার্জের বিরুদ্ধে বিভাগীর পদক্ষেপের প্রস্তুতি।পদক্ষেপের প্রস্তুতি সিসিইউ ইনচার্জের বিরুদ্ধেও, খবর স্বাস্থ্যভবন সূত্রে

West Bengal News Live:বিজেপি সাংসদ ও দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল জলপাইগুড়ির ভাণ্ডারিগঞ্জে

বিজেপি সাংসদ ও দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল জলপাইগুড়ির ভাণ্ডারিগঞ্জে। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে সাংসদ শাসকদলের রোষের শিকার হন বলে অভিযোগ। তৃণমূলের দাবি, এটা বিজেপির নব্য বনাম পুরনোর লড়াই।

WB News Live Updates:মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের দিনেই বনগাঁয় দিলীপ ঘোষের বৈঠকে গরহাজির বিজেপির ৩ বিধায়ক

মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের দিনেই বনগাঁয় দিলীপ ঘোষের বৈঠকে গরহাজির বিজেপির ৩ বিধায়ক। এলেন না সাংসদ শান্তনু ঠাকুরও। কেন এড়ালেন বৈঠক? প্রতিক্রিয়া মেলেনি অনুপস্থিত সাংসদ, বিধায়কদের।

প্রেক্ষাপট

বিধানসভা ভোটের পরেই বিজেপিতে বড়সড় ভাঙন। তৃণমূলে ফিরলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। সাড়ে ৩ বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন। তৃণমূল ভবনে মমতার উপস্থিতিতে উত্তরীয় পরিয়ে মুকুল-শুভ্রাংশুকে দলে স্বাগত জানালেন অভিষেক।


যোগ্যতা সত্ত্বেও ভোটের সময় বসিয়ে রেখে অবজ্ঞা-অপমানের করুণ পরিণতি। লবিবাজি বন্ধ হোক, মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনে বিস্ফোরক অনুপম হাজরা। শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত নেবে, প্রতিক্রিয়া জয়প্রকাশের।


দলে থেকেও বিশেষ লাভ হয়নি, ক্ষতি কী হবে? মুকুলের বিজেপি ত্যাগে কটাক্ষ দিলীপের। হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে দল। বার্তা স্বপনের। কথার রাজা শুভেন্দু চ্যালেঞ্জ করেছিলেন ? এখন কী বলবেন ? কটাক্ষ সোহমের।


মীরজাফরের জন্যই বিজেপির এই অবস্থা। তোপ সৌমিত্র খাঁর। অবিলম্বে আবর্জনা দূর করুন। শুভেন্দুর কাছে আর্জি বৈশালীর। ঘনঘন দলবদল অনুচিত, প্রতিক্রিয়া শীলভদ্রর। বিজেপির ষড়যন্ত্রে সামিল হননি, পাল্টা কুণাল।


মুকুলের বিজেপি ত্যাগের পরই অমিত শাহ, নাড্ডাকে নিয়ে দিল্লিতে গভীর রাত পর্যন্ত বৈঠকে মোদি। বিধানসভা ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা। মন্ত্রীদের কাজেরও করা হল পর্যালোচনা।


মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের দিনেই বনগাঁয় দিলীপের বৈঠকে গরহাজির ৩ বিধায়ক। এলেন না সাংসদ শান্তনু ঠাকুরও। কেন এড়ালেন বৈঠক, প্রতিক্রিয়া মেলেনি অনুপস্থিত সাংসদ, বিধায়কদের।


পরিযায়ী শ্রমিকদের স্বার্থে অবিলম্বে চালু করতে হবে এক দেশ এক রেশন কার্ড। দেওয়া যাবে না কোনও অজুহাত, রাজ্য সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের। রায় দেখে সিদ্ধান্ত, বললেন মুখ্যমন্ত্রী।


মালদা থেকে গ্রেফতার চিনা নাগরিক ভয়ঙ্কর অপরাধী, দাবি বিএসএফের। উদ্ধার একাধিক দেশের সিমকার্ড, মুদ্রা, পাসপোর্ট। মিলেছে ডেবিট-ক্রেডিট কার্ড সোয়াইপের পিওএস যন্ত্র। হেফাজতে নিল পুলিশ।


গুরুতর অসুস্থ বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদার। ফুসফুস ও শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে ভর্তি বেসরকারি হাসপাতালের আইটিইউতে। রাখা হয়েছে বাইপ্যাপ সাপোর্টে। তিন চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গঠন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.