WB News Live Updates: প্রার্থীদের স্বস্তি, প্রকাশিত হবে আপার প্রাইমারির ইন্টারভিউ লিস্ট

Get the latest West Bengal News and Live Updates:নন্দীগ্রাম ভোটের রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি পিছিয়ে বৃহস্পতিবার। মামলাকারীকে এজলাসে উপস্থিত থাকতে হয়, বললেন বিচারপতি। আইন অনুযায়ী পদক্ষেপ, জানালেন তৃণমূলনেত্রীর আইনজীবী। 

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 Jun 2021 11:52 PM
WB News Live Updates: প্রকাশিত হবে আপার প্রাইমারির ইন্টাভিউ লিস্ট

আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগ ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। জানানো হয়েছে, আগামী ২১ জুন অর্থাৎ সোমবার সন্ধে থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbegalssc.com-এ প্রার্থীরা ইন্টারভিউ লিস্ট দেখতে পাবেন। ইন্টারভিউ-এ কারা ডাক পাচ্ছেন তা জানা যাবে ওই দিনই। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই ঘোষণা করেছে কমিশন। 

WB News Live Updates: 'দশ বছর ধরে বঞ্চনার শিকার হয়েছে উত্তরবঙ্গ', সার্বিক উন্নয়নে সমন্বয় কমিটি গঠন করল বিজেপি

দশ বছর ধরে বঞ্চনার শিকার হয়েছে উত্তরবঙ্গ। বেড়েছে সন্ত্রাস। এই অভিযোগ করে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে সমন্বয় কমিটি গঠন করল বিজেপি! পাশাপাশি, দেওয়া হল কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘরছাড়া কর্মীদের পাশে থাকার বার্তা। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি, পাল্টা অভিযোগ করেছে তৃণমূল।

WB News Live Updates: মিলল না অ্যাম্বুল্যান্স, বৃষ্টির মধ্যে স্ট্রেচারে প্রায় ৩০০ মিটার দূরে নিয়ে যাওয়া হল রোগীকে

এনআরএস হাসপাতালে রোগী-ভোগান্তির মর্মান্তিক ছবি। মিলল না অ্যাম্বুল্যান্স, বৃষ্টির মধ্যে স্ট্রেচারে নিতে হল রোগীকে। এজেসি বোস রোডের উপর দিয়ে প্রায় ৩০০ মিটার দূরে নিয়ে যাওয়া হল রোগীকে। এই দৃশ্য ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। 

WB News Live Updates: মদ্যপান করিয়ে কিশোরীর আপত্তিকর ছবি ভাইরাল, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী

জোর করে মদ্যপান করিয়ে কিশোরীর আপত্তিকর ছবি তুলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। 

WB News Live Updates: দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে লেক কালীবাড়ি কর্তৃপক্ষ

করোনা সংক্রমণ ও ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে বিধ্বস্ত এলাকায় লেক কালীবাড়ি কর্তৃপক্ষ। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের দুর্গত এলাকার মানুষদের হাতে তুলে দেওয়া হল ত্রাণ সামগ্রী।

WB News Live Updates: বালিশ চাপা দিয়ে খুন, ঝুলন্ত অবস্থায় দিঘার হোটেলের ঘর থেকে উদ্ধার মালিকের মৃতদেহ

নিউ দিঘায় হোটেল মালিকের রহস্যমৃত্যু। বালিশ চাপা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় হোটেলের ঘর থেকে মৃতদেহ উদ্ধার। মৃতের নাম সুব্রত সরকার।বাড়ি হাওড়ার শিবপুরে। 

WB News Live Updates: করোনা আবহে উদ্বেগ বাড়াচ্ছে সোয়াইন ফ্লু

করোনা আবহের মধ্যে এবার সোয়াইন ফ্লু নিয়ে বাড়ছে উদ্বেগ। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে একজন ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে। আরও দুই সন্দেহভাজনের চিকিৎসা চলছে সিএমআরআইতে।

WB News Live Updates: অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর বাংলার আইনশৃঙ্খলা নিয়ে ফের সরব ধনকড়

এক সফরে দ্বিতীয়বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের জগদীপ ধনকড়ের। অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপাল বলেছেন, ‘স্বাধীনতার পর এমন ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি। গণতন্ত্র ও আইনের শাসনের সঙ্গে আমরা সমঝোতা করতে পারি না। বাড়িতে থাকতে বা ছোট ব্যবসা করতেও তোলা দিতে হচ্ছে। এভাবে গণতন্ত্রকে বাঁচানো যাবে না।

WB News Live Updates:পোস্তা পরিদর্শনে চন্দ্রিমা

পোস্তায় বিবেকানন্দ উড়ালপুল ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। আজ সকালে পরিদর্শনে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, কাজ শেষ না হওয়া পর্যন্ত, মহাত্মা গান্ধী রোডে ট্রাম চলাচল বন্ধ থাকবে। বাস-মিনিবাসেরও রুট পরিবর্তন করা হয়েছে।

WB News Live Updates: বাংলা ভাগ চায় না রাজ্য বিজেপি, বার্লার বক্তব্যের সঙ্গে দূরত্ব বজায় রাখলেন দিলীপ

জন বার্লার বক্তব্যের সঙ্গে দূরত্ব বজায় রাখল রাজ্য বিজেপি। বাংলা ভাগ চায় না রাজ্য বিজেপি। আমরা চাই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের

WB News Live Updates:রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা বাংলাকে রুখে দাঁড়াতে হবে, বললেন অধীর

এধরনের মন্তব্য সংকীর্ণ রাজনীতির পরিচয়। এটা বাংলার সঙ্কট। রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা বাংলাকে রুখে দাঁড়াতে হবে। মন্তব্য অধীর চৌধুরীর

WB News Live Updates: অবস্থান স্পষ্ট করুক বিজেপি, বললেন সুখেন্দু শেখর

গুজরাত সহ একাধিক রাজ্যে নতুন রাজ্য গঠনের দাবি আগেই উঠেছে। বিজেপি আগে সেগুলির বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক, মন্তব্য তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের।

WB News Live Updates:পুরভোটে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে অনিশ্চয়তা

বাম-কংগ্রেস-আইএসএফ জোটে ফের ‘জট’। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন,‘আইএসএফের অন্তর্ভুক্তি জোটের স্বচ্ছ ভাবমূর্তিতে প্রশ্ন তুলেছে।’ তাঁর দাবি আইএসএফের সঙ্গে জোট হয়নি কংগ্রেসের। পুরভোটে বামেদের সঙ্গে জোট রাখা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছ।

WB News Live Updates: রাস্তা যেন নদী,বর্ষার শুরুতেই ঘাটাল শহরে নামল নৌকা

রাস্তা যেন নদী। বর্ষার শুরুতেই ঘাটাল শহরে নামল নৌকা। টানা বৃষ্টিতে জল বেড়েছে শীলাবতী নদীর। এর পাশাপাশি, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় ঘাটাল পুরসভার ১০টা ওয়ার্ড জলমগ্ন। ডিঙি নৌকায় যাতায়াত করছেন পুর-এলাকার বাসিন্দারা। অন্যদিকে, ঝুমি নদীর জলস্তর বাড়ায় প্লাবিত ঘাটাল শহর লাগোয়া আশপাশের বিস্তীর্ণ এলাকা। গতকাল নদীর ওপর কাঠের সাঁকো জলের তোড়ে ভেসে গিয়েছে। ঘাটাল শহরের সঙ্গে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন।

WB News Live Updates: দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে

দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে। গতকাল রাতে সর্বোচ্চ ৭০ হাজার ৯০০ কিউসেক জল ছাড়া হয়। আজ সকালে ধাপে ধাপে কমিয়ে এখনও পর্যন্ত ৫০ হাজার ৫২৫ কিউসেক জল ছাড়া হয়েছে। গতকাল সারাদিনে মাইথন ও পাঞ্চেত থেকে ২২ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। আজ নতুন করে ওই দুটি জলাধার থেকে জল ছাড়েনি ডিভিসি। সেই কারণে দুর্গাপুর ব্যারাজ থেকেও কমানো হয়েছে জল ছাড়ার মাত্রা। আজ পরিদর্শনে যান সেচ দফতরের আধিকারিকরা। যে হারে বৃষ্টি হচ্ছে, তাতে হুগলি ও হাওড়ায় নিম্ন দামোদর অববাহিকা প্লাবিত হওয়ার আশঙ্কা।

WB News Live Updates: মাধ্যমিকে স্কুলের ভূমিকায় কড়া নজর রাখছে পর্ষদ, নম্বরের গরমিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

গতকালই বাতিল মাধ্যমিকের মূল্যায়নের ফর্মুলা ঘোষণা করেছে। এই ফর্মুলা অনুসারে পরীক্ষার্থীদের দেওয়া হবে মার্কশিট।  এ ব্যাপারে মাধ্যমিকে স্কুলের ভূমিকায় কড়া নজর রাখছে পর্ষদ। নম্বরে গরমিল থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্কুলগুলিকে হুঁশিয়ারি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বলা হয়েছে,  ‘নবমের বিষয় ভিত্তিক নম্বর জমা দিতে হবে ২৪ জুনের মধ্যে।ওয়েবসাইটের মাধ্যমে ২১ জুন থেকে নম্বর জমা দেওয়া যাবে। সেই নম্বরে গরমিল হলেই ব্যবস্থা নেওয়া হবে। , প্রয়োজনে নম্বরের রেজিস্ট্রার খাতা চাইতে পারে পর্ষদ।

WB News Live Updates:জীবিত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত! নকল রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে আটক

২০১০-এ জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের মধ্যে একজন জীবিত!ডিএনএ-র নকল রিপোর্ট জমা দিয়ে প্রতারণার অভিযোগ।আটক অভিযুক্ত অমৃতাভ চৌধুরী ও তাঁর বাবা। মৃতদের তালিকায় নাম ছিল অমৃতাভ চৌধুরীর।দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয় সরকার।সরকারি চাকরি পান অমৃতাভর বোন।ডিএনএ স্যাম্পেল ম্যাচ করায় চাকরি ও আর্থিক সাহায্য।সাউথ ইস্টার্ন রেলওয়ের ভিজিল্যান্স ডিপার্টমেন্টের সন্দেহ হওয়ায় সিবিআইয়ে অভিযোগ দায়ের হয়। তদন্তের পর জোড়াবাগান থেকে আটক অমৃতাভ চৌধুরী ও তাঁর বাবা

WB News Live Updates: আসানসোলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

আসানসোলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের।বেছে বেছে বিজেপি কর্মীদের ত্রিপল দেওয়ার অভিযোগ।বিধায়কের দেহরক্ষীর সঙ্গে বচসা তৃণমূল নেতার।বিজেপি কর্মীদের সঙ্গেও ধাক্কাধাক্কি।অযথা রাজনীতি করছে তৃণমূল, অভিযোগ অগ্নিমিত্রার

WB News Live Updates: আলাদা রাজ্য হলেই উন্নতি হবে উত্তরবঙ্গের, দাবি জন বার্লার, সমালোচনায় উদয়ন

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার দাবি, আলাদা রাজ্য হলেই উন্নতি হবে উত্তরবঙ্গের। আবেদন জানিয়েছি কেন্দ্রের কাছে। পাল্টা কোচবিহার পুরসভার পুর প্রশাসক উদয়ন গুহ বলেছেন, বাংলা ভাগের চক্রান্ত রুখব। উত্তরবঙ্গে কিছু আসন পেয়ে চক্রান্ত করছে বিজেপি।

WB News Live Updates: জল থইথই সিএমআরআই চত্বর, চূড়ান্ত দুর্ভোগে রোগী থেকে চিকিত্‍সক

জল থইথই সিএমআরআই হাসপাতাল চত্বর । চূড়ান্ত দুর্ভোগে রোগী থেকে চিকিত্‍সক।

WB News Live Updates: বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের ৩ কর্মীকে শোকজ

হরিদেবপুরে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের ৩ কর্মীকে শোকজ বিদ্যুত্‍ দফতরের।গোটা ঘটনায় ক্ষুব্ধ বিদ্যুত্‍মন্ত্রী অরূপ বিশ্বাস।কীভাবে ছিঁড়ল বিদ্যুতের তার, এ ব্যাপারে  ৩ কর্মীর জবাব তলব করা হয়েছে।  আজকের মধ্যে রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের ওই ৩ কর্মীর জবাব তলব করা হয়েছে।

WB News Live Updates: মা-বাবা-সহ পরিবারের ৪ জনকে নৃশংসভাবে খুন ছোট ছেলের, মাটি খুঁড়ে উদ্ধার চার মৃতদেহ

উদয়নকাণ্ডের ছায়া এবার মালদার কালিয়াচকে। মা-বাবা-সহ পরিবারের ৪ জনকে নৃশংসভাবে খুন করে বাড়ি লাগোয়া গুদামঘরে পুঁতে রাখার অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছে গেছেন ম্যাজিস্ট্রেট। তাঁর উপস্থিতিতেই শুরু হয় খোঁড়ার কাজ। উদ্ধার চারটি মৃতদেহ। 

WB News Live Updates: সারদা মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়

সারদা মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জামিন দেয়। সিবিআইয়ের দায়ের করা আরসি সিক্স মামলায় জামিন। এই মামলার সঙ্গে এরাজ্যের সবকটি মামলাতেই জামিন পেলেন তিনি। যদিও ভিনরাজ্যে চলা একাধিক মামলায় জামিন না মেলায় এখনও জেলবন্দিই থাকতে হবে দেবযানীকে

WB News Live Updates:৩ দিন পরেও নামেনি জল,রাস্তায় নেমে বিক্ষোভ স্থানীয়দের

৩ দিন পরেও নামেনি জল। জল-দুর্ভোগ অব্যাহত বেহালায়। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ স্থানীয়দের।

WB News Live Updates:পর্ণশ্রীর অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার বহুজাতিক সংস্থার প্রাক্তন কর্মীর মৃতদেহ

বহুজাতিক সংস্থার প্রাক্তন কর্মীর অস্বাভাবিক মৃত্যু। পর্ণশ্রীর অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটের একাধিক জায়গায় দেখা গিয়েছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, গ্লাসে মিলেছে কীটনাশক, মদের খালি বোতল ও প্রচুর ওষুধ। 

WB News Live Updates: করোনা-মুক্ত হয়েও হাসপাতাল থেকে ছাড়া না পাওয়ার অভিযোগ

করোনা-মুক্ত হয়েও হাসপাতাল থেকে ছাড়া পেলেন না গৃহবধূ।  বিলের টাকা পুরো মেটাতে না পারায় আটকে রাখার অভিযোগ।অভিযোগ উঠল কলকাতার বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের

WB News Live Updates: আজ ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের

আজ ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের।সকাল ১১টায় অমিত শাহের বাসভবনে যান রাজ্যপাল।
আজই কলকাতায় ফিরবেন রাজ্যপাল

WB News Live Updates: উদয়নকাণ্ডের ছায়া এবার মালদার কালিয়াচকে

কালিয়াচকে একই পরিবারের চারজনের নৃশংস খুনের সঙ্গে ছত্তীসগঢ়ের রায়পুরের উদয়নকাণ্ডের মিল অনেকটাই। ২০১০-এ মা-বাবা এবং ৬ বছর পর ২০১৬-য় প্রেমিকাকে খুন করে পুঁতে রেখেছিল রায়পুরের বাসিন্দা সিরিয়াল কিলার উদয়ন দাস। বাবা-মাকে খুনের পর টাকা হাতিয়ে, গয়না বিক্রি করে বেশ কয়েকবছর স্ফূর্তি করেছিল উদয়ন। সন্দেহ এড়াতে মৃত বাবা ও প্রেমিকাকে বাঁচিয়ে রেখেছিল ফেসবুকে। ২০১৭-য় তাকে গ্রেফতার করে পুলিশ। 

West Bengal News Live:দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে শ্যুটআউট,উদ্ধার গুলির খোল

দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে শ্যুটআউট। ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোল, দাবি পুলিশের। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ ২-৩টে বাইক নিয়ে মল্লিকপুরে রেলগেট এলাকায় হাজির হয় কয়েকজন দুষ্কৃতী। এলোপাথাড়ি ৩ রাউন্ড গুলি চালিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাতেই ঘটনাস্থলে যান এসডিপিও বারুইপুর। গুলি চলার ঘটনায় জড়িত এলাকার মাদক কারবারিরা, অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। 

WB News Live Updates:নিউ দিঘায় হোটেল মালিকের রহস্যমৃত্যু

নিউ দিঘায় হোটেল মালিকের রহস্যমৃত্যু। বালিশ চাপা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় হোটেলের ঘর থেকে মৃতদেহ উদ্ধার। 

West Bengal News Live: দার্জিলিঙে ভ্যাকসিন ড্রাইভ

রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে লিভার ফাউন্ডেশন ও কোভিড কেয়ার নেটওয়ার্ক যৌথভাবে দার্জিলিঙে শুরু করল ভ্যাকসিন ড্রাইভ। শুক্রবার পঁয়তাল্লিশ ঊর্ধ্ব বিশেষ ভাবে সক্ষম ও সত্তোরোর্ধ্ব ৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়

WB News Live Updates:পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত, জোড়া প্রভাবে রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি

উত্তরপ্রদেশ ও বিহারের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত। জোড়া প্রভাবে রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি। কলকাতায় দু’-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। নিম্নচাপের প্রভাবে বিহার ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বাড়তে পারে একাধিক জলাধার ও নদীর জলস্তর। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

West Bengal News Live: পরিবারের ৪ জনকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে

মালদার কালিয়াচকে নৃশংস হত্যাকাণ্ড। মা-বাবা-সহ পরিবারের ৪ জনকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে। চারমাসের পুরনো খুনের ঘটনায় গতকাল ১৯ বছরের তরুণ আসিফ মেহবুবকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের পুরাতন ১৬ মাইল গ্রামে।

প্রেক্ষাপট

কলকাতা: নবমের বার্ষিকের বিষয় ভিত্তিক অর্ধেক নম্বর। সঙ্গে দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের প্রাপ্ত নম্বরের ৫ গুণ। যোগ করে জুলাইয়ের মধ্যে তৈরি হবে মাধ্যমিকের মার্কশিট। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার সংস্থান। 
মাধ্যমিক থেকে একাদশের বার্ষিক। সঙ্গে প্রজেক্ট বা প্র্যাক্টিক্যালের নম্বর। ৩ মিলে উচ্চমাধ্যমিকের মার্কশিট। ২৩ জুনের মধ্যে স্কুলকে নম্বর দিতে বলল সংসদ। মাধ্যমিকের মতোই রইল পরীক্ষার সংস্থান। 
নন্দীগ্রাম ভোটের রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি পিছিয়ে বৃহস্পতিবার। মামলাকারীকে এজলাসে উপস্থিত থাকতে হয়, বললেন বিচারপতি। আইন অনুযায়ী পদক্ষেপ, জানালেন তৃণমূলনেত্রীর আইনজীবী। 
নন্দীগ্রাম-মামলার বিচারপতিকে নিয়ে তোলপাড়। দিলীপের সঙ্গে ছবি পোস্ট করে পরপর তৃণমূল নেতার ট্যুইট। হাইকোর্ট চত্বরে আইনজীবীদের মৌন প্রতিবাদ। বিচারব্যবস্থাকে কলুষিত করার চক্রান্ত, পাল্টা অভিযোগ বিজেপির। 
নন্দীগ্রামের পথ ধরেই হাইকোর্টে আরও ৪ পরাজিত তৃণমূল প্রার্থী। গণনায় কারচুপির অভিযোগে বলরামপুর, ময়না, গোঘাট, বনগাঁ দক্ষিণে ভোট বাতিলের দাবি। বলরামপুরে ভোট সংক্রান্ত নথি সংরক্ষণের নির্দেশ। 
ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে ভর্ত্‍‍সিত রাজ্য। অভিযোগ উঠলেও প্রথমে অস্বীকার, পুলিশ কিছুই করছে না বলে পর্যবেক্ষণ। পরিস্থিতি খতিয়ে দেখতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনকে সহযোগিতার নির্দেশ।
সুপ্রিম কোর্টে ভোট পরবর্তী হিংসার মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। গতকাল হল না শুনানি। মামলা যাচ্ছে অন্য বেঞ্চে। 
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে বিধানসভার স্পিকারকে চিঠি শুভেন্দুর। আইন তাঁর পদত্যাগ দাবি করে, ট্যুইট বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তর। এখনও কেন ইস্তফা দিচ্ছেন না শিশির অধিকারী? পাল্টা প্রশ্ন কুণালের।
ভোটে ভরাডুবি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বঙ্গ বিজেপির ক্ষোভের পরেই কলকাতা জুড়ে কৈলাসের বিরুদ্ধে গো ব্যাক পোস্টার। পুরোটাই তৃণমূলের চক্রান্ত, দাবি রাহুলের। নব্য বনাম আদির দ্বন্দ্ব, অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল। 
কলকাতা থেকে সেলের গুরুত্বপূর্ণ দফতর সরানোর সিদ্ধান্তের প্রতিবাদ। ফের ইস্পাতমন্ত্রীকে অর্থমন্ত্রী অমিত মিত্রের চিঠি। আগেও সরানো হয়েছে একাধিক সংস্থার দফতর, তালিকা দিয়ে ধর্মেন্দ্র প্রধানকে চিঠি। 
ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালানোর ঘটনায় কোচবিহারের প্রাক্তন এসপিকে সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। খবর পেয়ে কী নির্দেশ দিয়েছিলেন? জানতে চাইল সিট। বয়ান সন্তুষ্ট না হওয়ায় ২২ জুন ফের তলব। 
শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-ছেলে-মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ে বাধা। হরিপাল থেকে সিঙ্গুরে ফেরার সময় জাতীয় সড়কের কাছে ভ্যানচালককে গুলি করে খুন। স্ত্রী-মেয়ের গয়না ছিনতাই করে ২ দুষ্কৃতী চম্পট। 
বৃষ্টি থামার বহু পরেও জলের তলায় কলকাতার বহু জায়গা। পাটুলিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, প্রতিবাদে সিইএসসির গাড়ি ভাঙচুর। হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাফিলতি মানতে নারাজ সিইএসসি। 
রাজ্যজুড়ে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। দঃ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। রংপো, নামখানায় ধসে ৩জনের মৃত্যু। ৬৭ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি। 
মাইনে বকেয়া থাকলেও, করতে দিতে হবে অনলাইন ক্লাস, কাটা যাবে না নাম। কোনও সিদ্ধান্ত নিতে হলে প্রয়োজন আদালতের অনুমতি। বেসরকারি স্কুলের অভিভাবকদের মামলায় নির্দেশ হাইকোর্টের। ৩ জুলাই ফের শুনানি। 
রাজ্যে দৈনিক সংক্রমণ নামল ৩ হাজারে নীচে। একদিনে ৫৮জনের মৃত্যু। ৭৩ দিন পর দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮ লক্ষের নীচে। কোভিড পরিস্থিতিতে নার্সিং-আইটিইউ স্টাফ বাড়াতে বিশেষ কোর্স, ঘোষণা প্রধানমন্ত্রীর।
ডেঙ্গি মোকাবিলায় জাতীয় স্বাস্থ্য মিশন বাজেট বরাদ্দে নেই বাংলা। ২০১৮ থেকে ডেঙ্গি-চিকনগুনিয়ায় কত আক্রান্ত, কতজনের মৃত্যু সংক্রান্ত তথ্য না মেলার কারণ দেখাল কেন্দ্র। রাজনৈতিক প্রতিহিংসা, অভিযোগ তৃণমূলের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.