West Bengal News Live: যুগ্ম সচিব পরিচয়ে নেতা-মন্ত্রীর সঙ্গে ফলকে নাম দেবাঞ্জনের !

Get the latest West Bengal News and Live Updates: নন্দীগ্রাম গণনা মামলা ছেড়ে দেওয়ার জন্য এবার হাইকোর্টে আবেদন মমতার। বিচারপতি কৌশিক চন্দের কাছেই আবেদন। মূল মামলার সঙ্গেই আজ শুনানি। 

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Jun 2021 07:56 PM
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জনকে নিয়ে ৫ ঘণ্টা ধরে তল্লাশি

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জনকে নিয়ে ৫ ঘণ্টা ধরে তল্লাশি। ৬ মাস আগে জাল আইএএস হিসেবে পরিচয় দিতে শুরু করে দেবাঞ্জন। ভুয়ো যুগ্ম কমিশনারের পরিচয়ের আগে ইভেন্ট ম্যানেজমেন্ট। ৫০ হাজার টাকায় কসবার অফিস ভাড়া নিয়েছিল দেবাঞ্জন। পুলিশের জেরার মুখে স্বীকার ভুয়ো আইএএস দেবাঞ্জনের। কসবায় ধৃত দেবাঞ্জনকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ।

যুগ্ম সচিব পরিচয়ে নেতা-মন্ত্রীর সঙ্গে ফলকে নাম দেবাঞ্জনের!

এবার ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, তাপস রায় ও অতীন ঘোষের সঙ্গে একই ফলকে নাম দেখা গেল দেবাঞ্জনের। পশ্চিমবঙ্গের যুগ্ম সচিব পরিচয়ে নেতা-মন্ত্রীর সঙ্গে ফলকে নাম রয়েছে দেবাঞ্জনের! তালতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ফলকে তাঁর নাম দেখা গিয়েছে!

কসবায় দেবাঞ্জনের অফিস থেকে মিলল কোভিশিল্ডের ফেক লেভেল !

কোভিশিল্ডের আড়ালে এনক্যাসিন-৫০০ ইঞ্জেকশন। কসবায় দেবাঞ্জনের অফিস থেকে মিলল কোভিশিল্ডের ফেক লেভেল। দেবাঞ্জনের কম্পিউটারেও পাওয়া গেল ফেক লেভেল। এনক্যাসিন-৫০০ ইঞ্জেকশনের ওপর লাগানো হত কোভিশিল্ডের লেভেল। ওষুধের দোকান থেকে কেনা হত এনক্যাসিন-৫০০ ইঞ্জেকশন। জয়েন্ট কমিশনার পরিচয় দিয়ে দোকান থেকে এনক্যাসিন কিনত দেবাঞ্জন। এমনটাই দাবি পুলিশের। সিটি কলেজে ভুয়ো ক্যাম্প নিয়ে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। কসবার সঙ্গে সিটি কলেজের মামলারও তদন্ত করবে লালবাজার ।

করোনার ভ্যাকসিনই দেওয়া হয়নি ! কসবাকাণ্ডে বিস্ফোরক দাবি কলকাতা পুরসভার

কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন কেন্দ্রে দেওয়াই হয়নি করোনার ভ্যাকসিন! ভুয়ো কেন্দ্রে দেওয়াই হয়নি কোভিশিল্ড কিংবা কোভ্যাক্সিন। কোনও ভায়ালেই ছিল না ব্যাচ নম্বর, এক্সপায়ারি ডেট।  ছিল না ম্যানুফ্যাকচারিং ডেট। করোনার ভ্যাকসিনের মতো দেখতে ভায়ালে ভ্যাকসিনেশন হয়েছে। কসবা প্রতারণা কাণ্ডে এমনই বিস্ফোরক দাবি করল কলকাতা পুরসভা। করোনার ভ্যাকসিনের বদলে কোনও পাউডারে জল মিশিয়ে ভ্যাকসিনেশন হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছেন পুরসভার স্বাস্থ্য কর্তারা।

West Bengal News Live : মাস্ক-স্যানিটাইজার বিলির নামে কলেজে গিয়েছিল দেবাঞ্জন

ভ্যাকসিনে প্রতারণাকাণ্ডে দেবাঞ্জনকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে ভ্যাকসিনেশন ক্যাম্প চালিয়েছেন প্রতারণাকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন। মাস্ক-স্যানিটাইজার বিলির নামে কলেজে এসে দেবাঞ্জন জিজ্ঞাসা করেছিল, কলেজে ভ্যাকসিনেশন হয়েছে কি না? তারপর সুযোগ বুঝে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করে সে। ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছেন কলেজের অন্যান্য অধ্যাপকরাও।

West Bengal News Live: দেবাঞ্জন দেবের অফিসে হানা পুলিশের, উদ্ধার বেশ কিছু নথি, গুরুত্বপূর্ণ সরঞ্জাম

কসবায় ভ্যাকসিন প্রতারণাকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের অফিসে হানা পুলিশের। উদ্ধার বেশ কিছু নথি, গুরুত্বপূর্ণ সরঞ্জাম। ঘটনাস্থলে রয়েছে ফরেন্সিক টিম।

WB News Live Updates: পুরসভা ভ্যাকসিনেশন ক্যাম্প করার অনুমতি দেয় না, বললেন অতীন ঘোষ

ভুয়ো টিকাকরণ শিবির নিয়ে অতীন ঘোষ বলেছেন, ‘ভ্যাকসিন নিতে গেলে পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করাতে হয়। রেজিস্ট্রেশন করালে মোবাইলে মেসেজ আসে। মেসেজ না আসা সত্ত্বেও কেউ কোনও অভিযোগ করেননি। রেজিস্ট্রেশন না করিয়ে কীসের ভিত্তিতে ভ্যাকসিন নিলেন গ্রহীতারা? কেন্দ্র, রাজ্য, বেসরকারি হাসপাতাল ছাড়া কারও ভ্যাকসিন দেওয়ার অধিকার নেই।  ভ্যাকসিন নিলেই কোইউন অ্যাপে তার তথ্য চলে আসবে। পুরসভা ভ্যাকসিনেশন ক্যাম্প করার অনুমতি দেয় না। ভ্যাকসিন নিলেই অটো জেনারেটেড সিস্টেমে আপডেটেড হয়। এর বাইরে ভুয়ো ভ্যাকসিন দিলে সেই তথ্য পাওয়া যায় না। ভ্যাকসিনেশনের পর সার্টিফিকেট না পেলে পুরসভাকে অভিযোগ জানানো উচিত।মিমি চক্রবর্তী সার্টিফিকেট না পেয়েই পুরসভাকে জানিয়েছেন। সিটি কলেজ, কসবায় যাঁরা নিয়েছেন তাঁদের আর কেউ অভিযোগ করেননি। যাঁরা ভুয়ো ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছেন, এই দায় তাঁদেরই’

West Bengal News Live: বিদেশে কোভ্যাক্সিন সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেছেন,   ‘কোভ্যাক্সিনের সার্টিফিকেট বিদেশে গ্রাহ্য হচ্ছে না।  সমস্যায় পড়ছেন দেশের পড়ুয়ারা। প্রধানমন্ত্রীকে অবিলম্বে হস্তক্ষেপের অনুরোধ করে চিঠি পাঠিয়েছি।’

WB News Live Updates: নতুন স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পে মন্ত্রিসভার ছাড়পত্র, জানালেন মুখ্যমন্ত্রী

‘নতুন স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পে মন্ত্রিসভায় ছাড়পত্র, ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পড়ুয়ারা। ৪০ বছর বয়স পর্যন্ত ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে। সরকারই থাকবে ক্রেডিট কার্ডের গ্যারান্টার।’ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal News Live:জ্ঞানেশ্বরী প্রতারণাকাণ্ডে অমৃতাভ চৌধুরীর আজ ডিএনএ টেস্ট

জ্ঞানেশ্বরী প্রতারণাকাণ্ডে অমৃতাভ চৌধুরীর আজ ডিএনএ টেস্ট। এসএসকেএমে নিয়ে যাওয়া হল অভিযুক্ত অমৃতাভ চৌধুরীকে। বয়স ও পরিচয় নিয়ে সংশয় দূর করতেই এই ডিএনএ টেস্ট।

WB News Live Updates: ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় হাইকোর্টের নির্দেশে রাজ্যে এসেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। হিংসা পরিস্থিতি দেখতে তাঁরা পৌঁছলেন হাড়োয়ায়। সূত্রের খবর, মোট ২৪ জনের আসার কথা। এদের মধ্যে ৮ জন উত্তরবঙ্গ ও ১৬ জন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা পরিদর্শনে যাবেন। ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে জাতীয় মানবাধিকার কমিশন।

West Bengal News Live:ধূপগুড়িতে তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে নদীতে পড়ে গেল মাছবোঝাই লরি

তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে নদীতে পড়ে গেল মাছবোঝাই লরি। খালাসির মৃত্যু।গুরুতর আহত হন লরিচালক। ভোর ৪টে নাগাদ জলপাইগুড়ির ধূপগুড়িতে দুর্ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশ থেকে অসমগামী মাছবোঝাই লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ঝুমুর নদীতে পড়ে যায় লরি।

WB News Live Updates: পৃথক রাজ্যের দাবি করায় বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের

পৃথক রাজ্যের দাবির প্রেক্ষিতে এবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের হল। ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল ব্লক নেতৃত্ব। বিজেপি বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে আলাদা রাজ্যের দাবি জানান বিজেপির দুই সাংসদ জন বার্লা ও সৌমিত্র খাঁ। তাঁদের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের হয়েছে।

West Bengal News Live: পৃথক রাজ্যের দাবি নিয়ে দল সতর্ক করার পর সুর নরম জন বার্লার

পৃথক রাজ্যের দাবি নিয়ে দল সতর্ক করার পর সুর নরম জন বার্লার। বললেন, এনিয়ে আলোচনা হবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। আলিপুরদুয়ারের কুমারগ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান, জেলা পরিষদ সদস্য-সহ ১০ জনকে নিয়ে আজ দার্জিলিঙের রাজভবনে যান বিজেপি সাংসদ। দেখা করেন রাজ্যপালের সঙ্গে। জন বার্লার দাবি, আলাদা রাজ্যের দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে কোনও আলোচনা হয়নি।

WB News Live Updates: হাইকোর্টে নন্দীগ্রাম মামলার এজলাস বদলের আবেদনের শুনানি শেষ হল

হাইকোর্টে নন্দীগ্রাম মামলার এজলাস বদলের আবেদনের শুনানি শেষ হল।বিচারপতি কৌশিক চন্দর এজলাসে এই আবেদনের শুনানি শেষ হল। শুনানিতে ভার্চুয়াল অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি।

West Bengal News Live: বীজপুরে বিজেপিতে ভাঙন,তৃণমূলে যোগ দিলেন ৩ মণ্ডল সভাপতি

বীজপুরে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন ৩ মণ্ডল সভাপতি-সহ কয়েকশো বিজেপি কর্মী। এ’নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

WB News Live Updates: কোচবিহারের মাথাভাঙায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

কোচবিহারের মাথাভাঙায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্নীতি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাথাভাঙা ২ নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতিকে শো কজ করলেন ব্লক সভাপতি হরিপদ মিত্র। তাঁর অভিযোগ, রেশন ডিলারদের কাছ থেকে টাকা তুলছেন ওই দলীয় নেতা। এছাড়া, বিধানসভা ভোটের পর থেকে তিনি দলবিরোধী কাজে যুক্ত হয়েছেন বলেও অভিযোগ। দুর্নীতি-যোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতা সাবলু বর্মনের দাবি, ক্ষমতার অপব্যবহার করছেন ব্লক সভাপতি। 

West Bengal News Live: হাইকোর্টে নন্দীগ্রাম মামলায় ভার্চুয়াল অংশগ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

হাইকোর্টে নন্দীগ্রাম মামলায় ভার্চুয়াল অংশগ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি কৌশিক চন্দর এজলাসে শুনানি। আগের শুনানিতে মুখ্যমন্ত্রীকে হাজির থাকার নির্দেশ দিয়েছিল আদালত। সেই অনুযায়ী আজ ভার্চুয়াল অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নন্দীগ্রাম গণনা মামলা ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেন মমতা।বিচারপতি কৌশিক চন্দর কাছে আবেদন করেছিলেন মমতা।

WB News Live Updates: দ্বিতীয় হুগলি সেতু থেকে নীচে ফোর্ট উইলিয়ামের ক্যাম্পাসে পড়ল ট্যাঙ্কার

দ্বিতীয় হুগলি সেতু থেকে নীচে পড়ল ট্যাঙ্কার। দ্বিতীয় হুগলি সেতু থেকে ফোর্ট উইলিয়ামের ক্যাম্পাসে পড়ল গাড়ি।গাড়ির চালক ও খালাসিকে উদ্ধার করলেন সেনা জওয়ানরা।ঘটনাস্থলে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী

West Bengal News Live: মালদার বৈষ্ণবনগরের শোভাপুর সীমান্তে বিএসএফের গুলি, গুলিবিদ্ধ ২ চোরা কারবারি

মালদার বৈষ্ণবনগরের শোভাপুর সীমান্তে বিএসএফের গুলি। গুলিবিদ্ধ ২ চোরা কারবারি। বিএসএফ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তত্পর হন জওয়ানরা। বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারে বাধা দেওয়ায়, চোরা কারবারীরা বাঁশ-লাঠি নিয়ে বিএসএফ জওয়ানদের আক্রমণ করে। পাল্টা গুলি চালায় বিএসএফ। ২ রাউন্ড গুলি চলেছে বলে জানিয়েছে বিএসএফ। তবে গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার করেনি বিএসএফ। পুলিশ জানিয়েছে, ২ পাচারকারী মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

WB News Live Updates:তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের জামুড়িয়া

তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের জামুড়িয়া। জখম হয়েছেন উভয়পক্ষের ৫ জন। জ্বালিয়ে দেওয়া হয় তিনটে মোটরবাইক। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয়। ঘটনার সূত্রপাত গতকাল রাতে জামুড়িয়ার কেন্দা এলাকায়। সিপিএম সমর্থকদের অভিযোগ, বিরোধী দল করায় তাঁদের ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা।থানায় নালিশ জানাতে যাওয়ায় সিপিএম সমর্থকদের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, উল্টে সিপিএম-বিজেপি সমর্থকদের হাতে আক্রান্ত হন তাদের কর্মী-সমর্থকরা।

West Bengal News Live: রাজ্যে শুরু হল ১২-১৮ বছর বয়সীদের ভ্যাকসিন ট্রায়াল

রাজ্যে শুরু হল ১২-১৮ বছর বয়সীদের ভ্যাকসিন ট্রায়াল। জাইডাস ক্যাডিলার করোনা টিকার অপ্রাপ্তবয়স্কদের ওপর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। ১০০ জনের ওপর ভ্যাকসিন ট্রায়াল হবে। তিনটি ডোজে দেওয়া হবে টিকা।

WB News Live Updates: রেল অবরোধ ঘিরে মল্লিকপুর স্টেশনে ধুন্ধুমার, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি,গাড়ি ভাঙচুর

অবিলম্বে লোকাল ট্রেন চালানোর দাবিতে রেল অবরোধ ঘিরে বারুইপুর শাখার মল্লিকপুর স্টেশনে ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। জিআরপি-র গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। জিআরপি ওসি-সহ পুলিশ কর্মীদের ধাওয়া করে এলাকাছাড়া করে অবরোধকারীরা। ক্যানিং শাখার ঘুটিয়ারি শরিফ ও বেতবেড়িয়া স্টেশনেও রেল অবরোধ শুরু হয়েছে।

West Bengal News Live: শিয়ালদা দক্ষিণ শাখার একাধিক স্টেশনে রেল অবরোধ

একঘণ্টা পর সোনারপুরে রেল অবরোধ উঠলেও, বারুইপুর শাখার মল্লিকপুর ও ক্যানিং শাখার বেতবেড়িয়া, ঘুটিয়ারি শরিফ স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে। মল্লিকপুরে জিআরপি-কে লক্ষ্য করে ইটবৃষ্টি অবরোধকারীদের। এদিন লোকাল ট্রেন চালানোর দাবিতে সোনারপুর স্টেশনে সকাল ৭টা থেকে রেল অবরোধ শুরু হয়।

WB News Live Updates: রাজ্যে চলছে ভ্যাকসিন সিন্ডিকেট, যুক্ত সবাই, অভিযোগ দিলীপ ঘোষের

রাজ্যে চলছে ভ্যাকসিন সিন্ডিকেট। যুক্ত সবাই। ভ্যাকসিন প্রতারণাকাণ্ডে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

West Bengal News Live: ভ্যাকসিন নিয়ে প্রতারণাচক্রের তদন্তভার নিল লালবাজারের গোয়েন্দা শাখা

করোনার ভ্যাকসিন নিয়ে প্রতারণাচক্রের তদন্তভার নিল লালবাজারের গোয়েন্দা শাখা। তদন্তে নেমে পাণ্ডা দেবাঞ্জন দেবকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, উত্তর কলকাতার একটি কলেজ ও কসবায় ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করেন দেবাঞ্জন। তদন্তকারীরা জানতে চান, সেই ভ্যাকসিন কাদের দেওয়া হয়েছিল? কারা ক্যাম্পের আয়োজন করেছিল? টাকার জোগান কোথা থেকে হচ্ছিল? কোথা থেকে ভ্যাকসিন সংগ্রহ করছিলেন দেবাঞ্জন? ভুয়ো পরিচয়পত্র নিয়ে এই কারবার চালানোর পিছনে কাদের মদত ছিল, কারা দেবাঞ্জনের সঙ্গে ছিলেন, তাও খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates:আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির

আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। সকাল-বিকেল মিলিয়ে মোট ৭ ঘণ্টা খোলা থাকবে। আপাতত প্রতিদিন সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভবতারিণীর মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা। অন্যদিকে, দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের কঠোরভাবে মেনে চলতে হবে কোভিড বিধি।

West Bengal News Live: আজ ফের লোকাল ট্রেন চালানোর দাবিতে সোনারপুর স্টেশনে রেল অবরোধ

গতকালের পর আজ ফের লোকাল ট্রেন চালানোর দাবিতে সোনারপুর স্টেশনে রেল অবরোধ। সকাল ৭টা থেকে অবরোধ শুরু হয়েছে। আটকে রয়েছে আপ ক্যানিং লোকাল স্টাফ স্পেশাল। বিক্ষোভকারীদের দাবি, রেলের স্টাফ স্পেশালে সাধারণ যাত্রীদের উঠতে দিতে হবে। না হলে দ্রুত চালু করতে হবে লোকাল ট্রেন।ঘটনাস্থলে আরপিএফ, জিআরপি

WB News Live Updates:আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলছে দক্ষিণেশ্বর মন্দির

আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলছে দক্ষিণেশ্বর মন্দির। করোনাবিধি মেনে সকাল ও বিকেল মিলিয়ে মোট সাত ঘণ্টা খোলা থাকবে মন্দিরের দরজা।

প্রেক্ষাপট

কলকাতা: সরকারি নথি জাল করে কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প! ১০-১২দিন ধরে কী দেওয়া হয়েছে হাজারের বেশি মানুষকে? নমুনা ল্যাবে পাঠাচ্ছে পুলিশ। বাগড়ি মার্কেট থেকে কোভিশিল্ড কেনার দাবি অভিযুক্তের। 
জেনেটিক্সের মেধাবি ছাত্র থেকে প্রতারণায় অভিযুক্ত। কেন্দ্রের আমলা পরিচয়ে নিরাপত্তার আবেদন! কী উদ্দেশ্যে? পুরসভার যুগ্ম কমিশনারের পরিচয়ে সরকারি লোগো লাগানো নীলবাতির গাড়িতে চড়ে প্রতারণা। দেবাঞ্জনকে ঘিরে রহস্য। 
 কসবার ক্যাম্পেই টিকা নিয়ে আতঙ্কে তৃণমূলের সাংসদ-অভিনেত্রী থেকে স্থানীয়রা। 
১৫ জুন নিউমার্কেট থানায় অভিযোগ। তাও কী করে চলল ক্যাম্প? উঠছে প্রশ্ন। কড়া পদক্ষেপের আশ্বাস ফিরহাদের। তদন্তে লালবাজার। 
কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার নামে করে ইন্টারভিউ-ও নিয়েছিল কসবাকাণ্ডে ধৃত দেবাঞ্জন! তালতলা থানায় চাঞ্চল্যকর অভিযোগ দায়ের। কসবার অফিসেই ইন্টারভিউ, গুরুত্বপূর্ণ নথি আটকে রাখার অভিযোগ। 
নন্দীগ্রাম গণনা মামলা ছেড়ে দেওয়ার জন্য এবার হাইকোর্টে আবেদন মমতার। বিচারপতি কৌশিক চন্দের কাছেই আবেদন। মূল মামলার সঙ্গেই আজ শুনানি। 
বিধানসভায় পিএসি চেয়ারম্যানের পদের দৌড়ে মুকুল। জমা পড়ল মোট ২০জনের নাম। বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়িকে চেয়ারম্যান চায় বিজেপি। 
দলত্যাগবিরোধী আইনে বিধানসভায় মুকুলের বিরুদ্ধে প্রথম শুনানি ১৬ জুলাই। জানিয়েছেন অধ্যক্ষ, দাবি শুভেন্দুর। বিধায়ক থাকবেন না, কিসের পিএসি চেয়ারম্যান? বলে খোঁচা। সিদ্ধান্ত তো নেবেন অধ্যক্ষ, পাল্টা তাপস।  
কড়া বার্তার পরেও পৃথক রাজ্যের দাবিতে বিজেপিতে আরও সরব। বার্লার পরে এবার সুর চড়ালেন ফাঁসিদেওয়ার বিধায়ক। বাংলা ভাগের পক্ষে নই, বঞ্চনার তত্ত্ব দিয়েও দাবি দিলীপের। 
পৃথক রাজ্যের দাবিতে সরব একের পর এক বিজেপি সাংসদ-বিধায়ক। বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ মুখ্যমন্ত্রীর। 
ভোট পরবর্তী হিংসার অভিযোগ, কলকাতায় জাতীয় মানবাধিকার কমিশনের ৭ সদস্যের তদন্তকারী দল। রিপোর্ট পেলেই সব প্রকাশ্যে আসবে, দাবি শুভেন্দুর। রাজ্য যা বলছে, সেই কথাই বলবে, পাল্টা সৌগত। 
আলাপনের বিরুদ্ধে কেন্দ্রের চার্জশিট। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কলাইকুণ্ডায় আমলার দুর্ব্যবহারের প্রত্যক্ষদর্শী, দাবি শুভেন্দুর। 
রাজ্যপালের সঙ্গে আরও সংঘাতে রাজ্য। রাজভবনের অনুমোদন ছাড়াই  যাদবপুরের উপাচার্যের মেয়াদ ২ বছর বাড়াল সরকার। জুন মাসে পরপর ২বার চিঠি, তাও প্রস্তাবে সম্মতি না মেলার অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি রাজভবনের। 
২ হাজারের নীচে থাকলেও কিছুটা বাড়ল রাজ্যে করোনার সংক্রমণ। একদিনে ৩৮জনের মৃত্যু। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, দাবি রাজ্যের। ১২ বছর পর্যন্ত বাচ্চাদের মায়েদের টিকাকরণ অগ্রাধিকার, জানালেন মুখ্যমন্ত্রী। 
করোনাকালে রাজ্যে প্রথম অফলাইন পরীক্ষা। ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রাস । ১৪ অগাস্টের মধ্যে ফলপ্রকাশ। ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং। অগাস্টে প্রেসিডেন্সির প্রবেশিকা। চলতি বছরেই আরও ১১টি প্রবেশিকা। 
কালীঘাট, তারকেশ্বরের পর এবার দর্শনার্থীদের জন্য আজ খুলছে দক্ষিণেশ্বর মন্দির। সকাল-বিকেল মিলিয়ে সাত ঘণ্টা খোলা থাকবে মন্দিরের দরজা। মন্দিরে ঢুকতে মানতে হবে কোভিডবিধি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.