WB News Live Updates: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৬৫৭
Get the latest West Bengal News and Live Updates: এই সময়পর্বের রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের
রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৬৫৭ জন। এই সময়পর্বের রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের।
উচ্চমাধ্যমিকে আবেদন করে উত্তীর্ণ অকৃতকার্যরা। ‘আবেদনের ভিত্তিতে অকৃতকার্যদের প্রায় ৯০ শতাংশকে উত্তীর্ণ। বাকিদের জন্য থাকছে স্কুল মারফত আবেদনের সুযোগ থাকছে। স্কুলগুলি ভুলভ্রান্তি কাটিয়ে আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত। ২৯ জুলাই থেকে স্কুলগুলিকে পরিমার্জিত মার্কশিট। ৩০ জুলাই থেকে অকৃতকার্যদের নতুন মার্কশিট। জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।
তৃতীয় বার ক্ষমতায় আসার পরে ৪দিনের সফরে প্রথমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। কাল দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। বিকেল চারটেয় হবে এই বৈঠক। কাল সংসদেও যেতে পারেন মমতা। পরে সনিয়া গাঁধী-সহ বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা।
হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন হয়রানি। আজ টিকার দিন, গতকাল দুপুর থেকেই টিকার জন্য লাইন। সন্ধে থেকে ভ্যাকসিনের লাইনে চরম বিশৃঙ্খলা। রাতভর লাইনে নজরদারি পুলিশের।
আসানসোলে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ। অনলাইনে বুকিং করার পরেও ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ।
বুকিং সত্ত্বেও বহিরাগতদের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ। ভ্যাকসিন না পাওয়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ। অনলাইনে রেজিস্ট্রেশন, কিন্তু স্লট বুকিং না করেননি। ৭৫জনকে ভ্যাকসিন দেওয়ার কথা, হাজির ৫০০জন। ভ্যাকসিন না পাওয়ার অভিযোগে দাবি স্বাস্থ্য কেন্দ্রের।
বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিংহোমে আপাতত নতুন রোগী ভর্তি বন্ধ। রোগী ভর্তি বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের। ২৫ এপ্রিল হাসপাতালে মৃত্যু হয় কাকলি সরকারের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ রোগীর পরিবারের। হাসপাতালে রয়েছে একাধিক ভুয়ো চিকিৎসক ও নার্স। হাসপাতালের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও চলছে চিকিৎসা। স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানায় মৃতের পরিবার। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে নির্দেশ স্বাস্থ্য কমিশনের।
ফের কলকাতায় পর্নকাণ্ডের ছায়া। ফেসবুকে আলাপ, মডেলিংয়ে সুযোগ করিয়ে দেওয়ার নামে ‘ভিডিও শ্যুট’। মার্চ মাসে ভিডিও শ্যুট করানোর অভিযোগ। ভয় দেখিয়ে চাপ দিয়ে আপত্তিকর ভিডিও তোলার অভিযোগ মহিলার। বিভিন্ন পর্ন সাইটে ছবি আপলোড করে দেওয়ার অভিযোগ। নিউটাউন থানায় অভিযোগ দায়ের মহিলার। নিউটাউনের একটি হোটেলে পর্ন ভিডিও শ্যুট করা হতো। রাজ কুন্দ্রার ওয়েবসাইটেও আপত্তিকর ভিডিও আপলোডের অভিযোগ। নিউটাউন থানায় অভিযোগ দায়ের।
ডোমকলে উচ্চমাধ্যমিক কম পাওয়ার অভিযোগে বিক্ষোভ পড়ুয়াদের। রাইপুর স্কুলে বিক্ষোভ ভাঙচুর পড়ুয়াদের। কম নম্বর পাওয়ার বিক্ষোভ। ২৯ জুলাই আলোচনা করা হবে, আশ্বাস প্রধানশিক্ষকের।
পেগাসাসকাণ্ড রাজভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের। বেশ কয়েকজন কংগ্রেস সমর্থক গ্রেফতার
গিরিশ পার্কে বাড়ি ভেঙে আহত ১। বাড়ির ভাঙা অংশে আটকে পড়েন ৩ জন। পাঁচঘন্টার চেষ্টায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়।ঘটনাস্থলে গিরিশ পার্ক থানার পুলিশ।
ঘটনাস্থলে গেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল
নিউটাউনে একই দিনে ৩ জায়গায় ছিনতাই। অভিযোগ, বাজার সেরে ফেরার পথে বা প্রাতর্ভ্রমণকারীদের থেকে ছিনিয়ে নেওয়া হয় সোনার হার। তিনটি ঘটনাতেই মোটরবাইকে আসে দুষ্কৃতীরা। হার ছিনিয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের চিহ্নিত করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। একদিনে পরপর ছিনতাই হওয়ায় নিউটাউন এলাকায় পুলিশ নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।
কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর ডিএনএ রিপোর্ট পেশ।আদালতে রিপোর্ট পেশ কম্যান্ড হাসপাতালের আধিকারিকদের।ভোট পরবর্তী অশান্তিতে নিহত হন অভিজিত্ সরকার।১৩ জুলাই ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয় আদালতম।অভিজিত্-এর দাদা বিশ্বজিত্-এর কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়।নমুনা সংগ্রহ করে পাঠানো হয় সিএফএসএল কলকাতায়।১ সপ্তাহের মধ্যে রিপোর্ট চেয়েছিল আদালত।সেই মোতাবেক আজই আদালতে জমা হল ডিএনএ রিপোর্ট।এই নিয়ে শুনানি হবে আগামী পরশু
কাল দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক। বিকেল চারটেয় হবে এই বৈঠক।পরে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা।কাল সংসদেও যেতে পারেন মমতা।
দিল্লির উদ্দেশে দুপুরেই রওনা মুখ্যমন্ত্রীর
আড়িপাতাকাণ্ডে তদন্ত কমিশন গঠন রাজ্য সরকারের। ‘প্রথম রাজ্য হিসেবে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ’।ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত’।কমিশনে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি । সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী।
ফুঁসছে গঙ্গা, ফুলহার, মহানন্দা নদী! ভাঙছে বাঁধ। ঘরছাড়া হওয়ার আশঙ্কায় আগেভাগেই ঘর ভেঙে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছেন বাসিন্দারা। এ ছবি মালদার মানিকচকের গোপালপুর এলাকার। দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস দিয়েছে প্রশাসন।
সোনারপুরে বেআইনি ভ্যাকসিন ক্যাম্প-কাণ্ডে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, ডায়মন্ড হারবারের মশাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বাজেয়াপ্ত হওয়া রেজিস্টারে মিলেছে প্রচুর অসঙ্গতি। পুলিশের দাবি, রেজিস্টারে নাম রয়েছে ৪৫ জনের। সোনারপুর থেকে যারা টিকা নিয়েছেন, তাদের অধিকাংশেরই নাম নেই এই রেজিস্টারে। পাশাপাশি, ওই স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের বয়ানেও অসঙ্গতি মিলেছে বলে দাবি পুলিশের।
করোনা আবহে স্কুল-বিশ্ববিদ্যালয়ের ফি মকুব, অবিলম্বে অনলাইন ক্লাস বন্ধ করে অফলাইন ক্লাস চালুর দাবিতে কলেজ স্ট্রিট মোড়ে AIDSO-র বিক্ষোভ। কলেজ স্ট্রিট মোড় অবরোধ করায় বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ।
হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন হয়রানি। আজ টিকার দিন, গতকাল দুপুর থেকেই টিকার জন্য লাইন।সন্ধে থেকে ভ্যাকসিনের লাইনে চরম বিশৃঙ্খলা।রাতভর লাইনে নজরদারি পুলিশের
বরানগরে ফের ‘ভুয়ো’ সিবিআই। গ্রেফতার করল পুলিশ। জাল পরিচয়পত্র, জাল নথি উদ্ধার, দাবি পুলিশের।অন্তত ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
সাতসকালে বীরভূমের কাঁকড়তলা থানা এলাকায় কয়লা খাদানের পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হল প্রচুর তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে আজ সাহাপুর গ্রামে হানা দেয় কাঁকড়তলা থানার পুলিশ। পরিত্যক্ত আবাসনে দুটি প্লাস্টিকের জারের ভিতর মেলে ৬০-৭০টা তাজা বোমা। বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়। পরিত্যক্ত আবাসনে কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখা হচ্ছে।
বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ভ্যাকসিনের জন্য আজও লম্বা লাইন। ৩ দিন পরেও লাইনে ভ্যাকসিনের অপেক্ষায় সাধারণ মানুষ। তাদের অভিযোগ ভিতর থেকে অনেকে ভ্যাকসিন পেয়ে যাচ্ছেন। কিন্তু তিনদিন ধরে লাইনে দাঁড়িয়েও পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন।
পূর্ব বর্ধমানের মেমারিতে বিজয় মিছিলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। আহত দুপক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী ও RAF। সংঘর্ষের ঘটনায় আটক ৯।
বিধিই সার! শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা। রাজবাড়ি মাঠে উপচে পড়ল ভিড়। অভিযোগ, অধিকাংশের মুখেই ছিল না মাস্ক। মাঠে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না, দেবাংশু ভট্টাচার্য। কোভিড বিধি মেনেই সব আয়োজন, দাবি বেচারাম মান্নার।
নাইট কার্ফু সত্ত্বেও ফের রাতের কলকাতায় করোনা বিধি ভেঙে হুল্লোড়। পার্ক স্ট্রিটে এক পাঁচতারা হোটেলের সামনে থেকে মত্ত অবস্থায় দুই যুবককে আটক করে পুলিশ। নিয়ম ভাঙায় একটি গাড়ি থেকে খুলে নেওয়া হয় বাতি। পাশাপাশি, কলকাতার একাধিক জায়গায় চলে নাকা চেকিং। প্রয়োজন ছাড়া বেরোলে আটকানো হয় গাড়ি। কয়েকজন গাড়িচালক সদুত্তর দিতে না পারায় তাদের গাড়ির নম্বর লিখে রাখা হয়।
প্রেক্ষাপট
কলকাতা: আজ বিকেলে দিল্লি যাচ্ছেন মমতা। পেগাসাসকাণ্ডে জারি থাকবে আন্দোলন। সংসদে জবাব দিন মোদি-অমিত শাহ। দাবি তৃণমূলের। নিম্নমানের রাজনীতি বাংলার ভাবমূর্তি নষ্ট করছে। কটাক্ষ দিলীপের।
পেগাসাসকাণ্ডে তৃণমূলের পাশে কংগ্রেস। ভোটের আগে অভিষেককে নিশানা। নিরাপত্তাহীনতায় ভুগছে বিজেপি। অভিষেকের ছবি দিয়ে ট্যুইট কংগ্রেসের। স্বাগত তৃণমূলের। একজোট হোক বিরোধী শক্তি। দাবি প্রদীপের।
দলবিরোধী মন্তব্যের পর ডিগবাজি সৌমিত্র খাঁর। ক্ষমা চেয়ে পোস্ট বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। আবেগের বশে বলে ফেলেছিল, প্রতিক্রিয়া দিলীপের। বিজেপির অভ্যন্তরীণ সার্কাস। কটাক্ষ কুণালের।
১৬ অগাস্ট তৃণমূলের খেলা দিবসের আগে ৯ থেকে ১৬ অগাস্ট পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস কর্মসূচি বিজেপির। ২০ অগাস্ট কলকাতা চলো। ভোটে হার সামলাতে পারেনি, আবার অগাস্ট বিপ্লব। কটাক্ষ তৃণমূলের।
উচ্চ মাধ্যমিকে অনুর্ত্তীর্ণদের জেলায় জেলায় বিক্ষোভ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে অভিযোগ জমা নেওয়ার কাজ শুরু। স্কুল মারফত অভিযোগ জানাতে হবে পরীক্ষার্থীদের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস মহুয়া দাসের।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরনোর পর আরামবাগ গার্লস স্কুলে বিক্ষোভ পরীক্ষার্থীদের। বিক্ষোভের একদিনের মধ্যে নম্বর বাড়ল ১৩৭ জনের। সংশোধিত রেজাল্ট হাতে পেলেন পরীক্ষার্থীরা।
রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। একদিনে আক্রান্ত ৮০৬ জন, মৃত ৯ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে দার্জিলিং। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা।
বাড়ল সংক্রমণ-মৃত্যু
বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ৩ দিন ধরে লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন। টিকা পেতে পালা করে লাইন গ্রাহকদের। সুপারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জানাল রোগী কল্যাণ সমিতি।
সরকারি রেজিস্টারে কারচুপি করে টিকা চুরি। ডায়মন্ডহারবার বলে সোনারপুরে বেআইনি ক্যাম্পে ৩০ জনকে ভ্যাকসিন ধৃত স্বাস্থ্যকর্মীর। কীভাবে টিকা চুরি ? স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ পুলিশের। প্রশাসনের নজর এড়িয়ে মে মাস থেকেই চলছিল টিকাকরণ। ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হত ভ্যাকসিন। অনেকেই পেয়েছেন ডবল ডোজ। সোনারপুর বেআইনি ভ্যাকসিন ক্যাম্প তদন্তে চাঞ্চল্যকর তথ্য।
ফের করোনা বিধি ভেঙে পার্ক স্ট্রিটে মত্ত অবস্থায় ঘোরাঘুরি দুই যুবকের। রাতের কলকাতায় নাকা চেকিং পুলিশের। অনুমতিহীন ফ্ল্যাশার লাগানো গাড়ি ধরপাকড়। শিলিগুড়িতে রেস্তোরাঁয় পার্টি, গ্রেফতার ১০।
বলিউডের পর্ন-কাণ্ডের ছায়া এবার কলকাতায়। গৃহবধূকে মডেল-অভিনেত্রীর টোপ দিয়ে ছবি তুলে পর্ন সাইটে ভাইরাল করার অভিযোগ। দমদম থেকে ধৃত ২ জনের পুলিশ হেফাজত।
বিরাটিতে তৃণমূল কর্মী খুনের আগে মূল অভিযুক্তকে বেধড়ক মারধর। খুনের সময় হাসপাতালে ছিল বাবুলাল। এখনও তৃণমূলেই আছে। বিস্ফোরক দাবি স্ত্রীর। দুহাজার উনিশ থেকেই বিজেপিতে, পাল্টা তৃণমূল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -