West Bengal News Live: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যার কারণে মৃত্যু ৩ শিশুর
Get the latest West Bengal News and Live Updates: ২৩ সেপ্টেম্বর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় ওই ৩ শিশুকে।
করোনা আবহে উচ্চমাধ্যমিকে রেকর্ড পাসের পরেও কলেজে স্নাতক স্তরে শূন্য আসন! এই পরিস্থিতিতে আগামী ৮ অক্টোবর পর্যন্ত ভর্তির সময় বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
কাল কলকাতায় তৃণমূলে যোগ দেবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো।
সাত বছরের শিশুকন্যাকে অপহরণের অভিযোগ। নৈহাটি থেকে বাবা-মেয়েকে গ্রেফতার করল মুচিপাড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন শিশুকন্যার বাবা। পাওনা টাকা ফেরত না পেয়েই কলেজ পড়ুয়া মেয়েকে সঙ্গে নিয়ে অপহরণের ছক কষেন অভিযুক্ত। গতকালই অপহরণের অভিযোগ দায়ের হয় মুচিপাড়া থানায়।
বিজেপির দুই সাংসদ, বিধায়ক পদ ছাড়ায় দিনহাটা ও শান্তিপুরে ৩০ অক্টোবর হবে ভোট। উপনির্বাচনে দিনহাটা পুনরুদ্ধার হবে বলে দাবি তৃণমূলের। পাল্টা তাল ঠুকছে বিজেপিও। শান্তিপুর নিয়েও ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব শিবির।
দুর্যোগ এড়াতে বিদ্যুৎ ভবনে খোলা হল ২৪x৭ কন্ট্রোল রুম। টোল ফ্রি ও হোয়াটস্যাপ নম্বরও চালু করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে কলকাতা পুরসভা, জানিয়েছেন ফিরহাদ হাকিম।
আগামী ৬ অক্টোবর মহালয়ার দিন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ। এছাড়া ৯-১৬ অক্টোবর পর্যন্ত অর্থাৎ চতুর্থী থেকে একাদশী পর্যন্ত বন্ধ থাকবে বেলুড় মঠ। আবার ছট পুজো উপলক্ষে ৯ ও ১০ নভেম্বর বন্ধ থাকবে মঠ।
ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সেই মামলায় কেন্দ্রের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। আগামী ৭ অক্টোবরের মধ্যে হলফনামা জমার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
করোনার মধ্যেই কলকাতায় আবার চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি আতঙ্ক। কলকাতা পুরসভা সূত্রে খবর, সাত নম্বর বরোর ৯টি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ বাড়ছে।
স্ত্রীকে গলায় গামছা পেঁচিয়ে খুন। তারপর ৪০ কিলোমিটার দূরে নবদ্বীপ থানায় গিয়ে খুনের কথা স্বীকার স্বামীর। মঙ্গলবার কালনার ধলেশ্বরে এই ঘটনা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের কারণ জানার চেষ্টা চলছে।
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আরও তিনজন শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। এদের মধ্যে দুজনের বয়স দেড় মাসের নিচে আরেক এক জনের নয় মাস।
গ্রেফতারের পরেই ভবানীপুরকাণ্ডে ধৃত ৮ অভিযুক্তের জামিন। তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের।
উৎসবের মরসুমে সতর্ক থাকতে হবে, রাজ্যকে কেন্দ্রের চিঠি। সমস্ত রাজ্যকে চিঠি দিয়ে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। ৩১ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে বিধিনিষেধ বহাল।
ক্ষমতাসীন দলের দাস হিসাবে নিজেকে দেখাতে চেয়েছেন মুখ্যসচিব। কমিশনকে মুখ্যসচিবের চিঠি নিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের। পাশাপাশি, ভবানীপুরে উপনির্বাচন করাতে বাধা নেই বলেও জানিয়েছে হাইকোর্ট।
প্রেসিডেন্সিতে এখনও ফাঁকা ২৩৮টি আসন। যাদবপুরে আওর বেশি, ৩৩০টি আসন। বৃহস্পতিবার শেষ হচ্ছে রাজ্যজুড়ে স্নাতক স্তরে ভর্তি পর্ব।
শারদীয়া উৎসবের আগে বড়সড় ডাকাতির ছক বানচাল করল মালদহের চাঁচল থানার পুলিশ। অভিযান চালিয়ে তিনজন সশস্ত্র ডাকাত দলকে গ্রেফতার করা হয়।
বিএসএনএলের কেওয়াইসি নথি চেয়ে প্রবীণকে ফোন। অনলাইনে নথি পাঠাতে মোবাইলে অ্যাপ ইনস্টল করার নির্দেশ। অ্যাপ ইনস্টলের পরেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উনিশ লক্ষ টাকার বেশি গায়েব! তাও আবার ওটিপি শেয়ার না করেই! চাঞ্চল্যকর অভিযোগ কলকাতার বড়তলা থানা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ৪ সঙ্গীকে গ্রেফতার করেছে সিবিআই।
ঘূর্ণাবর্ত পরিণত হল নিম্নচাপে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে। পশ্চিমবঙ্গ উপকূলের কাছে সরে এসেছে নিম্নচাপ। আজ ও কাল প্রবল বৃষ্টির পূর্বাভাস।
করোনাকালে দুয়ারে শিক্ষক। পড়ুয়াদের বাড়ি বাড়ি যাচ্ছেন। পড়াচ্ছেন। পরীক্ষা নিচ্ছেন। কোথাও সমস্যা হলে বুঝিয়ে দিচ্ছেন। একটি স্কুলের তরফে এমনই উদ্যোগের ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের নারাণগড় ব্লকে।
ফের দুর্ঘটনা বিধাননগরের বিশ্ববাংলা সরণীতে। ডিভাইডারে ধাক্কা মেরে পাশের লেনে উল্টে পড়ল গাড়ি।
আমার নামে গুজব ভাসানো হয়েছে। আমি তৃণমূলে যাব না, বিজেপিতেই আছি। দাবি বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির।
কয়লাকাণ্ডে লালার ৪ ঘনিষ্ঠ সঙ্গীর সিবিআই হেফাজতের নির্দেশ। ধৃত জয়দেব মণ্ডলকে ১ অক্টোবর পর্যন্ত পাঠানো হল সিবিআই হেফাজতে।ধৃত নারায়ণ, নীরদ, গুরুপদর ৪ অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজত।নির্দেশ দিল আসানসোলের সিবিআই আদালত।আজ সকালে কলকাতা থেকে আসানসোলে ৪ জনকে নিয়ে যায় সিবিআই
মহালয়ার দিন দক্ষিণেশ্বর প্রাঙ্গন সংলগ্ন ঘাটে করা যাবে না তর্পণ। সকাল ছটা থেকে সাড়ে তিনটে পর্য়ন্ত বন্ধ থাকবে মন্দির প্রাঙ্গন এবং সিংহদরজা। কোভিড পরিস্থিতিতে সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের।
সল্টলেকের বিভিন্ন ব্লকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুই মোবাইল ছিনতাইকারীকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ।
বিজেপিতে ফের ধাক্কা। রাজ্য বিজেপির সাংস্কৃতিক আহ্বায়কের পদ ছাড়লেন সুমন বন্দ্যোপাধ্যায়। দলের উপেক্ষার কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
মালদায় জোড়া ধাক্কা খেল বিজেপি। একটি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হল। আর একটি গ্রাম পঞ্চায়েতে বিজেপি অনাস্থা আনলেও ক্ষমতা ধরে রাখতে সমর্থ হল তৃণমূল। পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির হাতে। ওই গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। বিজেপির কয়েকজন সদস্য তৃণমূলকে সমর্থন করায় বিজেপির হাতছাড়া হয় পঞ্চায়েত। মালদার কালিয়াচকে চড়ি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের দখল ছিল তৃণমূলের হাতে। প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে বিজেপি। কিন্তু তলবি সভায় হাজির হননি বেশ কয়েকজন বিজেপি সদস্য। ফলে গ্রাম পঞ্চায়েত দখলে রাখতে সমর্থ হয় তৃণমূল।
ভবানীপুরে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার ৮। গতকাল বিজেপির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে।দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী পিস্তল বার করে হুঁশিয়ারি।একাধিক ধারায় ইতিমধ্যেই মামলা রুজু। তদন্তে নেমে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ
ভবানীপুরে বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু মহিলার। আজ সকালে ওই ঘটনা ঘটেছে ভবানীপুরের নন্দন রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা নন্দন রোড এলাকাতেই বিভিন্ন ধরনের কাজ করতেন। তিনি আজ সকালে বহুতলের কেয়ারটেকারকে বলেন, একজনের সঙ্গে দেখা করতে ওপরে যাবেন। এই বলে তিনি ওপরে উঠে যান। কিছুক্ষণ পরে আওয়াজ শুনতে পেয়ে কয়েকজন ছুটে এসে মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ তা ৭ অক্টোবরের মধ্যে আদালতকে জানাতে হবে। মুকুল রায়ের পিএসসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আদালতে মামলা করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সেই মামলার প্রেক্ষিতেই আজ এই রায় দিল আদালত।
‘ভবানীপুরে উপনির্বাচন করাতে কোনও বাধা নেই’,জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। নির্দিষ্ট সূচি মেনে ভোট, জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল
তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, রাজ্যের বাকি উপনির্বাচনের দিন ঘোষণা অবশ্যই স্বস্তির খবর। অন্যদিকে, উপনির্বাচনের সময় বেছে নেওয়া সম্পর্কে আপত্তি জানিয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেছেন, যে সময় মনোনয়ন, প্রচার চলবে, তখন পুজোর উৎসব চলবে। কমিশন এই সময়ই কেন বেছে নিল সেই প্রশ্ন তুলেছেন তিনি।
ভবানীপুর আসনের উপনির্বাচনের প্রচারে গতকালের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুজোর পরেই ৪ কেন্দ্রে উপনির্বাচন। ৩০ অক্টোবর ৪ কেন্দ্রে উপনির্বাচন। দিনহাটা, খড়দা, গোসাবা, শান্তিপুরে উপনির্বাচন।আগামী ৩ নভেম্বর গণনা
নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যাচ্ছে বিজেপির একটি প্রতিনিধি দল। আজ বেলা ১২.৩০ নাগাদ নির্বাচন কমিশনের অফিসে যাবে বিজেপির প্রতিনিধি দল।দলে থাকছেন ভূপেন্দ্র যাদব, মুক্তার আব্বাস নকভি, অনুরাগ ঠাকুর।ভবানীপুর উপনির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা
বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন নিয়ে এবার কেন্দ্রের দিকে আঙুল তুললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। SAI-এর হাতে তুলে দেওয়া ক্রীড়াঙ্গন অবহেলায় আগাছার স্তূপে পরিণত হয়েছে, অভিযোগ। অবিলম্বে প্রশিক্ষণ শুরু না হলে, মউ ছেড়ে বেরিয়ে আসার হুঁশিয়ারি মন্ত্রীর। পাল্টা SAI সূত্রে দাবি, ক্রীড়াঙ্গন এখন কোভিড হাসপাতাল।
বিধানসভার পর কলকাতা হাইকোর্ট। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে মামলা করলেন শুভেন্দু অধিকারী। প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলও। এনিয়ে মুকুল রায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আজ বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া উত্তর ২৪ পরগনা, হুগলি ও ঝাড়গ্রামে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের অবস্থান উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। আজ তা রাজ্যের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে আগামীকালও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
আমতায় ক্রমেই বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। এখনও পর্যন্ত পেটের সমস্যা ও সর্দি-জ্বরের উপসর্গ নিয়ে আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি ২৫ জন শিশু। আবহাওয়ার পরিবর্তনেই অসুস্থতা, জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
পুজোর মুখে ফের জ্বালানির দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি বেড়েছে ২৫ পয়সা করে।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি রাজ্যসড়কের পাশে বেআইনি নির্মাণ। হাইকোর্টের নির্দেশে ১৩টি বাড়ি জিসিপি দিয়ে ভাঙলো প্রশাসন। কেশিয়াড়ি থানার পুলিশ ও খড়গপুরের এসডিপিও-র যৌথ নেতৃত্বে চলে অভিযান।
করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। দুর্গাপুর পুরসভার ভবনে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। সেখানেই পুজোর বাজারে কেনাকাটার সময় করোনা বিধি মানার ওপর নজরদারির সিদ্ধান্ত হয়েছে।
রাজ্যে করোনা সংক্রমণের বৃদ্ধির হার কমে হয়েছে এক শতাংশ। স্বাস্থ্য দফতরের চতুর্থ সেন্টিনাল সার্ভেতে উঠে এসেছে এই তথ্য। দার্জিলিং, জলপাইগুড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, উদ্বেগ বাড়িয়েছে পূর্ব মেদিনীপুর। তালিকায় যুক্ত হয়েছে বসিরহাট ও ঝাড়গ্রাম স্বাস্থ্য জেলা।
নিম্নচাপের প্রভাবে আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। সেই সঙ্গে, উপকূলবর্তী এলাকায় দমকা হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর
মাটি ফেলে চলছে পুকুর চুরি! হুগলির চুঁচুড়ায় এমনই অভিযোগ পেয়ে এলাকায় গেলেন তৃণমূল বিধায়ক। অভিযোগ জানালেন প্রশাসনকে। জেলাশাসকের অফিস সূত্রে খবর, তদন্ত হবে। কাটমানির ভাগ পান না বলেই এসেছেন বিধায়ক, পাল্টা খোঁচা বিজেপির।
মালদার বন্যাত্রাণে দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েত সমিতির সভানেত্রী সহ ৩ তৃণমূল সদস্যের বিরুদ্ধে FIR দায়ের। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত, জানিয়েছেন জেলাশাসক। দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। আইন আইনের পথে চলবে, দাবি শাসক শিবিরের।
বদলির নির্দেশ পেয়েও শূন্যপদ পূরণ হয়ে যাওয়ায় কর্মক্ষেত্রে যোগ দিতে পারছেন না শিক্ষকদের একাংশ। সমস্যার সমাধানে নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। শিক্ষকরা সমস্যার কথা জেলা বিদ্যালয় পরিদর্শককে জানালেই মিলবে নতুন করে বদলির সুপারিশ।
প্রেক্ষাপট
কলকাতা:ভাড়াটে-বাড়িওয়ালা বিবাদে রায়গঞ্জে তুলকালাম। বাড়িওয়ালা পুলিশকর্মীর বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি। পুলিশকর্মীর বোনের মৃত্যু। ১ মহিলা-সহ আশঙ্কাজনক আরও ২।
ভবানীপুরে শেষ বেলার প্রচারে ধুন্ধুমার। দিলীপ-অর্জুনের প্রচারে বাধা, ধাক্কাধাক্কি। পিস্তল উঁচিয়ে নিরাপত্তারক্ষীদের হুঁশিয়ারি।
স্লোগানের পাল্টা স্লোগান। ভবানীপুরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির উপর হামলার অভিযোগ। মাথা ফাটল বিজেপি কর্মীর। উস্কানির মুখে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, দাবি তৃণমূলের।
ভবানীপুরে ভোট স্থগিত নিয়ে বিজেপিতেই ভিন্নমত। ভোট স্থগিত নয়, ১৪৪ ধারা জারি করে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট চেয়ে কমিশনে স্বপন, শিশির। দিলীপের কথা আর কেউ শুনছে না, খোঁচা ফিরহাদের।
ভবানীপুরের প্রচার নিয়ে তুলকালাম। অর্জুনকেও হেনস্থার অভিযোগ। ফুটেজ-সহ সিইও দফতরে রিপোর্ট দিলেন রিটার্নিং অফিসার।
ভবানীপুরে হামলা, পাল্টা হামলার অভিযোগ। এসএসএসকেএম থেকে সরানো হল আহত ২ বিজেপি কর্মীকে। দিলীপের রক্ষীর বন্দুকের ঘায়ে তৃণমূলকর্মী আহত হওয়ার অভিযোগ। দেখতে গেলেন মদন।
আজ ভবানীপুর উপনির্বাচন মামলার রায় দেবে হাইকোর্ট। ভোট বিজ্ঞপ্তির কিছু অংশে আপত্তি জানিয়ে জনস্বার্থ মামলা। সেই মামলাতেই আজ রায় ঘোষণা করবে আদালত।
আইকোরের ৩০০ কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। সপুত্র মদনকে সিবিআই তলব। যা জানতে চেয়েছিল, তাই বলেছি, জিজ্ঞাসাবাদের পর দাবি মদনের। আজ ছেলে স্বরূপকে হাজিরার নোটিস।
কয়লাকাণ্ডে মলয় ঘটককে ফের তলব ইডি-র। দিল্লির সদর দফতরে হাজিরা দিলেন না আইনমন্ত্রী। দিল্লি হাইকোর্টে স্থগিত সমন খারিজ চেয়ে অভিষেক-রুজিরার মামলা। আজ ফের শুনানি।
কয়লাপাচারকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার। আসানসোল-বাঁকুড়া থেকে লালার ৪ সঙ্গী গ্রেফতার। আসানসোল-রানিগঞ্জ-বাঁকুড়ায় কয়লা পাচারের কারবার চালানোর অভিযোগ।
গোয়াতেও কংগ্রেসে এবার ভাঙন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিধায়কপদে ইস্তফা। দু’একদিনেই লুইজিনহো ফেলেইরোর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা জোরাল। পুজোর পর গোয়ায় যেতে পারেন মমতা, খবর সূত্রের।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার ভোটে জয়ী তৃণমূলের সুস্মিতা দেব।
কৃষি আইনের প্রতিবাদে বামেদের বন্ধে দিনভর দুর্ভোগ। দুর্গাপুরে প্রতিবাদীকে সিটু নেতার সপাটে চড়। ডোমজুড়, চন্ডীপুরেও বনধ ঘিরে অশান্তি। কলকাতা থেকে জেলা-দফায় দফায় পথ অবরোধ।
গুরুতর অভিযোগে চোখ বন্ধ করে থাকতে পারে না আদালত। আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ, মামলাকারী সরতেই স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের। বসিরহাট-কাণ্ডে রিপোর্টেও আইওয়াশ বলে ভর্ত্সনা।
মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্ত, আসছে বাংলার দিকে। আজ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে ২ মেদিনীপুর, দঃ ২৪ পরগনায়। বৃষ্টি হবে কলকাতাতেও। সমুদ্রে দমকা হাওয়া।
হিমাচলপ্রদেশে ট্রেকিং করতে গিয়ে ২ বাঙালির মৃত্যু। মানালি থেকে ট্রেকিং করতে যাওয়ার সময় অসুস্থ। বেলঘরিয়া, ব্যারাকপুরের ২জনের মৃত্যু। বেশি উচ্চতায় অক্সিজেনের অভাব, অনুমান পরিবারের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -