West Bengal News Live: কলকাতা পুরভোটের প্রস্তুতি, প্রতি বরোয় একজন করে পর্যবেক্ষক
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব খবরের আপডেট দেখতে থাকুন, এক নজরে...
ডেঙ্গি মোকাবিলায় অভিযান বিধাননগর ও বরানগর পুরসভার। বিধাননগরে বাড়ির ছাদে জল জমে রয়েছে কি না দেখতে, ওড়ানো হয় ড্রোন। বরানগরে বাড়ি বাড়ি প্রচার করেন পুর কর্মীরা।
কলকাতা পুরভোটের প্রস্তুতি। আজ বরোর পর্যবেক্ষক ও রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা পুরসভার প্রতি বরোতে থাকছেন একজন করে পর্যবেক্ষক। নিয়োগ করা হচ্ছে, ৪ জন বিশেষ পর্যবেক্ষকও।
পুরীতে কলকাতা ট্রাফিক পুলিশের এসির অস্বাভাবিক মৃত্যু। পুরীর হোটেলে কলকাতা ট্রাফিক পুলিশের এসি অলোক রায়ের অস্বাভাবিক মৃত্যু হয় । সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিলেন, হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। চিকিৎসক এসে মৃত বলে ঘোষণা করেন। পুরী যাচ্ছে লালবাজারের একটি টিম।
সরকারকে ধান বিক্রি করেও লাভের লাভ হচ্ছে না। অভিযোগ, রায়গঞ্জ ব্লকের কৃষকদের একাংশের। তাঁদের দাবি, সরকারি মাণ্ডিতে বিক্রি করলেও ১ কুইন্ট্যাল ধান দিলে ৯২ বা ৯৩ কেজির দাম দেওয়া হচ্ছে। বিষয়টি জানা নেই বলে দাবি, জেলা তৃণমূল সভাপতির। ধান কেনার নামে কাটমানি নিচ্ছে সরকার। অভিযোগ বিজেপির।
মেঘালয়ের ১২জন বিধায়কের সঙ্গে দেখা করতে পেরে অত্যন্ত আনন্দিত। ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে জানালেন তৃণমূলনেত্রী। গোয়া, হরিয়ানা, বিহারের মতো রাজ্যের নেতাদের সঙ্গেও আমার দেখা হয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত, এটা আমাকে আনন্দ দেয় বলেও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার আনুষ্ঠানিকভাবে বাঁকুড়ার এডওয়ার মেমোরিয়াল হলে ডাক বিভাগের তরফে প্রকাশ করা হল বাঁকুড়া জেলার হস্ত ও কুটির শিল্পের উপর স্পেশ্যাল কভার। ভারতীয় ডাক বিভাগ বাঁকুড়া বিষ্ণুপুরের বালুচরী শাড়ি, টেরাকোটা, পট এবং মাদুর শিল্পকে স্পেশ্যাল কভারে স্থান দিল।
জলপাইগুড়িতে আরও ভাঙল বিজেপি। তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক প্রিয়নাথ পাল।। যুব নেতাকে পাশে নিয়ে, তৃণমূলের হুঁশিয়ারি এবার জলপাইগুড়ি অরবিন্দ পঞ্চায়েত বিরোধীশূন্য হবে। দলবদলে প্রভাব পড়বে না বলে দাবি বিজেপির।
রাজ্যে একদিনে ৫১১জন করোনা সংক্রমিত, ১১জনের মৃত্যু। রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উঃ ২৪ পরগনা। উঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ৪জনের মৃত্যু, ৯৫জন সংক্রমিত। কলকাতায় একদিনে ১৬৩জন সংক্রমিত, ৩জনের মৃত্যু। নদিয়ায় একদিনে ২জনের মৃত্যু, ১৯জন সংক্রমিত।
বাম কিংবা তৃণমূলের জমানা। ৪৫ নম্বর ওয়ার্ডে তাঁকে টলানো যায়নি। জামানত খুইয়েছেন তৃণমূল থেকে বাম প্রার্থীরা। সন্তোষ পাঠকের সৌজন্যে ১৫ বছর ধরে কংগ্রেসের গড়ে পরিনত হয়েছে এই ওয়ার্ড। গড়রক্ষার লড়াইয়ে ওয়ার্ড চষে বেড়াচ্ছেন সন্তোষ পাঠক।
১৭দিন পরে এসএসকেএম থেকে উঠল নার্সদের আন্দোলন। বেতন বৈষম্য থেকে প্রতিহিংসামূলক বদলির অভিযোগে টানা আন্দোলন করছিলেন নার্সদের একাংশ। পুরভোটের জন্য সরকারকে আরও ১ মাস সময় দেওয়ার কথা ঘোষণা আন্দোলনকারীদের। ২৯ ডিসেম্বরের মধ্যে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।
ভর সন্ধ্যায় হাবড়ায় ব্যবসায়ীর হাতে ব্যবসায়ী খুন! স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে আসবাবপত্রের ব্যবসায়ীকে খুনের অভিযোগ। হাবড়া বাজারে আসবাবপত্রের ব্যবসায়ীর গলায় ছুরির কোপ। টাকা নিয়ে গন্ডগোলের জেরে খুন বলে অনুমান পুলিশের। খুনে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর খোঁজে তল্লাশি পুলিশের।
৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়।
কলকাতা পুরসভার ১০৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী নিয়ে অসন্তোষ তৃণমূল কর্মীদের একাংশের। রাস্তায় বসে বিক্ষোভ। ১০৩ নম্বর ওয়ার্ডে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন চিকিত্সক সুকুমার দাস। প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি তৃণমূল কর্মীদের একাংশের। প্রতিবাদে এদিন সন্তোষপুর লেকের কাছে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তৃণমূল প্রার্থী ও তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
২ বারের তৃণমূল কাউন্সিলর, দক্ষিণ কলকাতা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান। তাও টিকিট না পেয়ে এবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডে এবার তৃণমূল প্রার্থী সুব্রত বক্সির ভাই সন্দীপ বক্সি।
খড়গপুর মিউনিসিপ্যালিটি যদি কিছু কাজ না করে, তাহলে এলাকার মানুষকেই এগিয়ে আসতে হবে খড়গপুরকে স্বচ্ছ রাখার জন্য। খড়্গপুর মহকুমা হাসপাতালে স্বচ্ছতা অভিযান করে এমনটাই বললেন বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়।
এবার কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন সুশান্ত ঘোষ। নিজেই মানছেন, তৃণমূলের দখলে থাকা এই ওয়ার্ডে রাস্তা, জল, বিদ্যুতের সমস্যা রয়েছে। হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে এদিন বানতলা এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী।
কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডে সিপিএমের নতুন মুখ দীপালি গোস্বামী। এদিন বাঘাযতীনের লায়ালকা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন বাম প্রার্থী। এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন বাম আমলের মন্ত্রী আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী।
বিজেপি-ত্যাগের পর তৃণমূলের মঞ্চে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাসন্তীতে ৪ বিধায়ককে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন শ্রাবন্তী। তৃণমূলে যোগ দিয়েছেন শ্রাবন্তী, দাবি সওকত মোল্লার।
কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক। কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয় করা হবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বৈঠকে। ওয়ার্কিং কমিটির বৈঠকে মেঘালয়, হরিয়ানা, গোয়ার তৃণমূল নেতৃত্ব।
বৈঠকে যোগ দিলেন মুকুল সাংমা।
চেতলার বাড়ি থেকে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।
কলা বাগানের মধ্যে মানুষের মাথার খুলি দেখতে পেয়ে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার কৃষ্ণপুর গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার বিকেলে কৃষ্ণপুর গ্রামে একটি কলাবাগানে কাঠ কুড়াতে আসা এক মহিলা প্রথমে ওই মরার খুলিটিকে দেখতে পান। গ্রামবাসীদের খবর দেওয়া হলে একে একে ওই কলাবাগানে এসে ভিড় জমান। আজ সকাল থেকে ওই এলাকায় প্রচুর মানুষ মরার খুলি দেখার জন্য ভিড় জমাতে থাকেন। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিভাবে মানুষের এই খুলিটি ওই কলা বাগানের মধ্যে এল তা নিয়েও জল্পনা সৃষ্টি হয়েছে। ধানতলা থানায় খবর দেওয়া হলেও সোমবার বেলা পর্যন্ত খুলি উদ্ধার করেনি।
জলপ্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতা ও পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যানের বিরুদ্ধে সরব দলেরই শহর সভাপতি। শাসকদলের অন্দরের এই কোন্দল সামনে এসেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। বিজেপি এ নিয়ে কটাক্ষ করলেও তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, কিছু হয়ে থাকলে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।
স্থানীয়দের নিয়োগের দাবিতে হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের প্লান্টের সামনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। ধর্না মঞ্চে উপস্থিত তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি ও পাঁশকুড়া পূর্বের বিধায়ক। ১ ডিসেম্বর থেকে আইওসি-তে রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ শুরু হবে। সেই কাজে স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে। এই দাবিতে আজ সকাল থেকে ইন্ডিয়ান অয়েলের প্লান্টের সামনে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল জেলা নেতৃত্ব। আরএসএসের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের কটাক্ষ, নিয়োগের নামে তোলাবাজির চেষ্টা। গেরুয়া শিবিরের অভিযোগে গুরত্ব না দিলেও বিক্ষোভকে কেন্দ্র করে সামনে এসেছে জেলা তৃণমূলের সঙ্গে আইএনটিটিইউসি-র মত পার্থক্য। শ্রমিকদের দাবিকে ন্যায্য বলে দাবি করে তৃণমূলের শ্রমিক সংগঠন জানিয়েছে, এভাবে প্লান্টের সামনে মঞ্চ বেঁধে অবস্থানে বসা কাম্য নয়। এনিয়ে আইওসি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি।
এসএসসি- মামলায় দিল্লি থেকে আজ অনলাইনে অংশ নেওয়ার কথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক না হলে, এই মামলার শুনানি নিয়ে সংশয় দেখা দিয়েছে। অন্যদিকে, পুরভোটের মামলায় দিল্লি থেকে ভার্চুয়ালি থাকার কথা বিজেপির আইনজীবী পিঙ্কি আনন্দের। ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক না হলে, তাঁর উপস্থিতি ঘিরেও তৈরি হয়েছে সংশয়।
পুরভোটের আগে মেদিনীপুর শহরে সদস্য সংগ্রহ অভিযানে নামল কংগ্রেস। বুথ পিছু ২৫ জন করে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়। গতকাল থেকে এলাকা ঘুরে সদস্য সংগ্রহের কাজ শুরু করেছেন কংগ্রেস কর্মীরা। নেতৃত্বে জেলা সভাপতি সমীর রায়। সদস্য সংগ্রহ অভিযান ঘিরে উজ্জীবিত দলের কর্মীরা। তাই পুরভোটে ভাল ফল আশা করছে কংগ্রেস। তৃণমূলের কটাক্ষ, বুথ পিছু ২৫ জন করে সদস্য সংগ্রহ দূরে থাক, পুরভোটে ওয়ার্ড পিছু ২৫টি ভোটও পাবেন না কংগ্রেস প্রার্থীরা।কংগ্রেসের সদস্য সংগ্রহ অভিযানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপিও। গেরুয়া শিবিরের দাবি, পুরভোটে তাদের প্রতিপক্ষ তৃণমূল।
পশ্চিম বর্ধমানের পানাগড়ে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সার্ভিস রোডে উল্টে যায় ট্যাঙ্কার। হলদিয়া থেকে দুর্গাপুর হয়ে নেপাল যাওয়ার পথে, সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। তিনটি ক্রেনের সাহায্যে ট্যাঙ্কারটিকে তোলা হয়। চালক, খালাসি আহত হন। চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসি-র গ্রুপ ডি কর্মী নিয়োগ-দুর্নীতি মামলার শুনানি। সিঙ্গল বেঞ্চের সিবিআই অনুসন্ধানের নির্দেশের ওপর এর আগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে ডিভিশন বেঞ্চ। আজ থেকে সেই মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে। এর পাশাপাশি, এসএসসি-র গ্রুপ ডি কর্মী নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চ যাঁদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল, তাঁদের একাংশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। আজ সেই মামলারও শুনানির সম্ভাবনা।
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার বাইপাসের ধারে ডিসান হাসপাতালে ভর্তি হন ঠাকুরপুকুরের বাসিন্দা সরস্বতী পাল। শনিবার ওপেন হার্ট সার্জারি হয়। পরিবারের অভিযোগ, ভর্তির পর থেকেই রোগীর সঙ্গে একবারও দেখা করতে দেওয়া হয়নি। ভিডিও কলে কয়েকবার কথা বলানো হয়। রবিবার পরিবারের সদস্যরা জানতে পারেন, রোগিণীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এর কিছুক্ষণ পরেই রাত সোয়া ৯টা নাগাদ ৬২ বছরের ওই মহিলার মৃত্যু হয়। সেইসময় আইসিইউ-তে কোনও অভিজ্ঞ চিকিত্সক ছিলেন না বলে মৃতের পরিবারের অভিযোগ। এরপরই আনন্দপুর থানায় ডিসান হাসপাতালের বিরুদ্ধে চিকিত্সার গাফিলতির অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আজ হাইকোর্টে পুরভোট-মামলার শুনানির সম্ভাবনা। তবে বসছে না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে পুরভোট সংক্রান্ত মামলার শুনানি বিচারপতি টি এস শিভাগনানাম, বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে হওয়ার সম্ভাবনা। সবকটি পুরসভায় একসঙ্গে ভোট চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিজেপির তরফেও একটি মামলা করা হয়। দ্রুত শুনানির আর্জি জানায় রাজ্য সরকার ও মামলাকারীরা। তার প্রেক্ষিতে আজ হাইকোর্টে পুরভোট-মামলার শুনানির সম্ভাবনা। যদিও ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট হবে বলে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন।
দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী চিংড়িঘাটা উড়ালপুলে নজরদারি বাড়ানোর নির্দেশ পর থেকেই তত্পর পুলিশ। গতকাল রাতে নিকো পার্ক সংলগ্ন এলাকায় চলে ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা। গাড়ি ও বাইক থামিয়ে চালকদের পরীক্ষা করা হয়। মত্ত অবস্থায় থাকায়, এক বাইক আরোহীকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এ ধরনের অভিযান লাগাতার চলবে বলে পুলিশ জানিয়েছে।
পাড়ার অলিগলিতে হেঁটে বেড়াচ্ছে এক দাঁতাল! কারোর বাড়ির সামনে গিয়ে থমকে যাচ্ছে কিছুক্ষণের জন্য! রবিবার সকাল ৬টা নাগাদ এমন ঘটনায় ঘুম ছুটল বাঁকুড়ার সোনামুখী শহরের বাসিন্দাদের। বন দফতর সূত্রে খবর, সোনামুখী রেঞ্জের ইন্দকাটা বিট থেকে বেরিয়ে শহরে ঢুকে পড়ে দলছুট একটি হাতি। শ্যামবাজার, রুদ্রপাড়া এলাকা ঘুরে আটটা নাগাদ আবার জঙ্গলে ফিরে যায় সে। লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
নিজেদের মধ্যে ঝগড়া থামিয়ে কে নেতা হবেন, আগে ঠিক করুন বিরোধীরা। সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লি রওনা দেওয়ার আগে কংগ্রেস-তৃণমূলকে একযোগে কটাক্ষ দিলীপ ঘোষের।
২০১০ ও ১৫-র পুরভোটে কলকাতায় তৃণমূল দাপট দেখালেও, তাঁর ওয়ার্ডে থমকে গেছে ঘাসফুলের দৌড়। বাম জমানাতেও, তাঁকে টলানো যায়নি, ২০০৫ থেকে ৪৫ নম্বর ওয়ার্ডে অপরাজিত কংগ্রেসের সন্তোষ পাঠক। যিনি, ওয়ার্ড দখল রাখার ব্যাপারে এতটাই নিশ্চিত থাকেন যে, প্রার্থী ঘোষণা হওয়ার আগেই প্রচারে নেমে পড়েন। জামানত খুইয়েছেন তৃণমূল থেকে বাম প্রার্থীরা। সন্তোষ পাঠকের সৌজন্যে ১৫ বছর ধরে কংগ্রেসের গড়ে পরিনত হয়েছে এই ওয়ার্ড। গড়রক্ষার লড়াইয়ে ওয়ার্ড চষে বেড়াচ্ছেন সন্তোষ পাঠক।
গাছ কাটার সময়, দড়ি ধরে ছিল ছোট্ট শিশু। গাছ পড়ার সময় দড়ির টানে ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা খেয়ে মৃত্যু হল তার। মর্মান্তিক ঘটনা নিউটাউনের হাতিয়াড়া মাঝেরপাড়ায়। মৃতের পরিবারের অভিযোগ, নিয়ম মেনে কাজ না করায় চলে গেল ছোট্ট প্রাণ।
আজ দুপুরে কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা।
কলকাতা পুরভোটে কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। আরও ২৮ জনের নাম ঘোষণা। প্রার্থী বদল করা হল তিনটি ওয়ার্ডে। প্রার্থী ঘোষণার সময়ই বিধান ভবনে হট্টগোল। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের আগে প্রদেশ কংগ্রেস দফতরে বিক্ষোভ। স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই প্রার্থী তালিকা। এই অভিযোগ তুলে গতকাল বিধান ভবনে বিক্ষোভ দেখাল কংগ্রেস কর্মীদের একাংশ।
প্রেক্ষাপট
কলকাতা: আজ দুপুর তিনটেয় কালীঘাটে (Kalighat) তৃণমূলের ওয়ার্কিং কমিটির (TMC Working Committee) বৈঠক। সূত্রের খবর, সংসদের (Parliament) শীতকালীন অধিবেশনে কীভাবে বিজেপির (BJP) মোকাবিলা করা হবে। কংগ্রেসের (Congress) সঙ্গে কক্ষ সমন্বয় করা হবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বৈঠকে।
আজ দুপুরে কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)।
২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল। কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম থাকা পার্থ মিত্র দাবি করলেন, তিনি তৃণমূলেই আছেন। প্রার্থীপদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেস। পাল্টা কংগ্রেসের দাবি, প্রার্থী হতে তদ্বির করেন পার্থ মিত্রই।
পার্থ মিত্র ফিরে গিয়েছেন তৃণমূলে। ফলে ওই ওয়ার্ডে গতকাল ফের নতুন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। ৮ নম্বর ওয়ার্ডে এবার হাত শিবিরের প্রার্থী তপন শীল।
কলকাতা পুরভোটে কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের আগে প্রদেশ কংগ্রেস দফতরে বিক্ষোভ। স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই প্রার্থী তালিকা। এই অভিযোগ তুলে গতকাল বিধান ভবনে বিক্ষোভ দেখাল কংগ্রেস কর্মীদের একাংশ।
কলকাতা পুরভোটে কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। আরও ২৮ জনের নাম ঘোষণা। প্রার্থী বদল করা হল তিনটি ওয়ার্ডে। প্রার্থী ঘোষণার সময়ই বিধান ভবনে হট্টগোল।
সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে জেলায় জেলায় ২৮টি কমিটি গঠন স্বাস্থ্য দফতরের। কমিটির চেয়ারপার্সন শাসক দলের নেতা-মন্ত্রীরা। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে স্বজনপোষণের অভিযোগ বিভিন্ন চিকিৎসক সংগঠনের। প্রতিক্রিয়া মেলেনি স্বাস্থ্য দফতরের।
করোনায় মৃতের সঠিক সংখ্যা জানাক রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি জানালেন অধীর চৌধুরী। করোনায় মৃতদের পরিবারকে যাতে রাজ্য দ্রুত আর্থিক সাহায্য করে, সেই দাবিও করেছেন তিনি।
নদিয়ার হাঁসখালিতে পথ দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনীতি। আর কত দুর্ঘটনা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে জাগাবে? ট্যুইটে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। তিনিও পরিবহণমন্ত্রী ছিলেন। তখন কী করেছেন? পাল্টা শুভেন্দুকে খোঁচা সুখেন্দুশেখর রায়ের।
নিক্কোপার্কের সামনে নবদিগন্ত ট্রাফিক গার্ডের অভিযান। মদ খেয়ে কেউ গাড়ি চালাচ্ছেন কিনা, তা ধরতেই রবিবার রাতে অভিযান চালাল পুলিশ। পরীক্ষা করে দেখা হয় গাড়ির কাগজপত্রও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -