West Bengal News Live: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা, ভবানীপুর-সহ ৩ কেন্দ্রে ভোট

Get the latest West Bengal News and Live Updates: ভবানীপুরে ভোট। মোতায়েন হচ্ছে আরও ২০ কেন্দ্রীয় বাহিনী।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 Sep 2021 11:51 PM
WB News Live Updates: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির ধূপগুড়িতে

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির ধূপগুড়িতে। মহিলার স্বামী ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। আহত যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

West Bengal News Live: কলকাতায় শতাধিক বাড়ি অতি বিপজ্জনক, আদালতের হস্তক্ষেপ দাবি ফিরহাদের

কলকাতায় শতাধিক বাড়ি অতি বিপজ্জনক। সতর্কবার্তা সত্ত্বেও ভাড়াটে-মালিক টানাপোড়েনে চলছে বসবাস। আদালতের হস্তক্ষেপ দাবি ফিরহাদের। 

WB News Live Updates: পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় প্রবল বৃষ্টিতে ফের জল জমতে শুরু করেছে

পূর্ব মেদিনীপুরের এগরা, পটাশপুর, ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিতে ফের জল জমতে শুরু করেছে।  জেলা প্রশাসন সূত্রে দাবি, এই তিন বিধানসভা কেন্দ্রে খোলা হয়েছে ৩৬২টি ত্রাণশিবির। আরও ১৫০টি ত্রাণশিবির খোলার কথা ভাবা হচ্ছে।  

West Bengal News Live: টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। সাব স্টেশন, ট্রান্সফর্মার জলের তলায়। পরিস্থিতি পর্যালোচনায় ঘণ্টায় ঘণ্টায় বৈঠক করছে বিদ্যুৎ দফতর। বিদ্যুতের তার নিয়ে সচেতনতা বাড়াতে বারাসাত পুর এলাকায় চলছে প্রচার।

WB News Live Updates: শিক্ষার্থীদের উৎসাহ দিতে, গ্রামে গ্রামে গিয়ে ক্লাস নেওয়া শুরু করলেন, জলপাইগুড়ির রাজগঞ্জের একটি স্কুলের শিক্ষকরা

করোনা আবহে দীর্ঘদিন ধরে স্কুলে বন্ধ সশরীরে পঠনপাঠন। এই পরিস্থিতিতে, শিক্ষার্থীদের উৎসাহ দিতে, গ্রামে গ্রামে গিয়ে ক্লাস নেওয়া শুরু করলেন, জলপাইগুড়ির রাজগঞ্জের একটি স্কুলের শিক্ষকরা।

West Bengal News Live: চন্দননগর এবার আলোকসজ্জায় নতুন চমক

চন্দননগর এবার আলোকসজ্জায় নতুন চমক। আলোর মালায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরেছেন শিল্পীরা। কিন্তু উৎসবের আলোয় কেন তৃণমূল সরকারের প্রকল্প? এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WB News Live Updates: জলের তলায় টিকিয়াপাড়া, একাধিক ট্রেনের সময়সূচি বদল

জলের তলায় টিকিয়াপাড়া, একাধিক ট্রেনের সময়সূচি বদল। হাওড়া-কাঠগোদাম, হাওড়া-রক্সৌল, হাওড়া-মালদা টাউন স্পেশালের সময়সূচি বদল। 

West Bengal News Live: বকেয়া বোনাসের দাবিতে আন্দোলন শুরু করলেন দার্জিলিঙের লংভিউ চা-বাগানের শ্রমিকরা

বকেয়া বোনাসের দাবিতে আন্দোলন শুরু করলেন দার্জিলিঙের লংভিউ চা-বাগানের শ্রমিকরা। আন্দোলনের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৃহস্পতিবারই বৈঠকে বসতে চলেছে শ্রমিক সংগঠনগুলির জয়েন্ট কমিটি। বাগান কর্তৃপক্ষের আশ্বাস, শনিবারের মধ্যেই মেটানো হবে বকেয়া টাকা।

WB News Live Updates: মালদায় তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডেকে ফের মুখ পুড়ল বিজেপির

মালদায় তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডেকে ফের মুখ পুড়ল বিজেপির। আস্থা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন পঞ্চায়েত সদস্য। সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে তলবি সভায় গরহাজির রইলেন বিরোধীরা। স্বপদে বহাল রইলেন তৃণমূলের প্রধান ও উপপ্রধান।

West Bengal News Live: জলপাইগুড়ি হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু

জলপাইগুড়ি হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল শিশুকে। চলতি মাসে এখনও পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যালে ৮ শিশুর মৃত্যু। 

WB News Live Updates: রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু

 রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু। একদিনে রাজ্যে সংক্রমিত ৭৪৮ জন, ১৪ জনের মৃত্যু। কলকাতায় একদিনে ১৩৯ জন সংক্রমিত, ৪জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১২৩, ৫জনের মৃত্যু। 

West Bengal News Live: বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় টেন্ডার দুর্নীতির তদন্তে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ

বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় টেন্ডার দুর্নীতির তদন্তে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি মূল অভিযুক্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ। প্রাক্তন মন্ত্রীর বহু বেআইনি আর্থিক লেনদেন হয়েছে তাঁর মাধ্যমে। অভিযোগ অস্বীকার করেছে ধৃতের পরিবার। 

WB News Live Updates: ‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন’ ভোটারদের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন। প্ররোচনা ছড়াবেন না, প্ররোচনায় জড়াবেন না।’ ভোটারদের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live: ভোটের আগের রাতে ভবানীপুর জুড়ে চলছে নাকা তল্লাশি

ভোটের আগের রাতে ভবানীপুর জুড়ে চলছে নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

WB News Live Updates: দিল্লি থেকে ফিরেই প্রধানমন্ত্রীকে নিশানা বাবুল সুপ্রিয়র

দিল্লি থেকে ফিরেই প্রধানমন্ত্রীকে নিশানা বাবুল সুপ্রিয়র। তিনি বলেন, ‘৭ বছরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনও বাঙালি পূর্ণ মন্ত্রিত্ব পাননি। মন্ত্রিসভায় বাঙালিদের ভরসা করছেন না প্রধানমন্ত্রী। অহলুওয়ালিয়ার মতো সিনিয়র নেতার উপরেও ভরসা করেন না। ’ বেইমানি করছেন বাবুল, পাল্টা অর্জুন সিংহ। 

West Bengal News Live: কৃষ্ণানবমীতে এন্টালির শীল লেনের দাসবাড়িতে দেবীর বোধন

কৃষ্ণানবমীতে এন্টালির শীল লেনের দাসবাড়িতে দেবীর বোধন। 

WB News Live Updates: ভবানীপুরে মোতায়েন করা হচ্ছে ৩৫ কোম্পানি বাহিনী

রাত পোহালেই ভবানীপুর-সহ ৩ কেন্দ্রে ভোট। ভবানীপুরের জন্য আরও ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভবানীপুরে মোতায়েন করা হচ্ছে ৩৫ কোম্পানি বাহিনী। 

West Bengal News Live: আহিরীটোলার ধ্বংসস্তূপের মধ্যেই নতুন জীবন, সন্তান হারানোর যন্ত্রণার মধ্যেই সন্তানের জন্ম

আহিরীটোলার ধ্বংসস্তূপের মধ্যেই নতুন জীবন। সন্তান হারানোর যন্ত্রণার মধ্যেই সন্তানের জন্ম। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারে পরেই সন্তানের জন্ম। আরজি কর হাসপাতালে সুস্থ শিশুকন্যার জন্ম। শিশু, মা দু’জনই স্থিতিশীল, খবর হাসপাতাল সূত্রে। 

WB News Live Updates: অত্যাধুনিক একাধিক পাম্প চালিয়ে সরানো হল নর্দার্ন পার্কের জল

টানা বৃষ্টিতে ভবানীপুরের নর্দার্ন পার্কে জল জমেছিল হাঁটু সমান। কিন্তু অত্যাধুনিক একাধিক পাম্প চালিয়ে সরানো হল জল। 

West Bengal News Live: ভবানীপুরের জন্য মোতায়েন হচ্ছে আরও কেন্দ্রীয় বাহিনী

রাত পোহালেই ভবানীপুর-সহ ৩ কেন্দ্রে ভোট। ভবানীপুরের জন্য মোতায়েন হচ্ছে আরও কেন্দ্রীয় বাহিনী। 

WB News Live Updates: ‘বিজেপিকে হারাতেই আমার তৃণমূলে যোগদান,’ বললেন লুইজিনহো ফালেইরো

‘বিজেপিকে হারাতেই আমার তৃণমূলে যোগদান,’ বললেন লুইজিনহো ফালেইরো

তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো 

তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো 

WB News Live Updates: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে আগামীকাল ভোট, শুরু হয়েছে ভোট প্রস্তুতি

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে আগামীকাল ভোট। শুরু হয়েছে ভোট প্রস্তুতি। জঙ্গিপুর বিধানসভার ডিসিআরসি তৈরি হয়েছে রঘুনাথগঞ্জ পলিটেকনিক কলেজে। জঙ্গিপুরে মোট বুথের সংখ্যা ৩৬৩। মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৭১৫। সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩২৯। ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৫ হাজার ৫১১। সামশেরগঞ্জের ডিসিআরসি তৈরি হয়েছে ধূলিয়ান গার্লস স্কুলে। দুটি বিধানসভা কেন্দ্রের ৫০ শতাংশ বুথে রয়েছে সিসি ক্যামেরা, মাইক্রো অবজার্ভার। জঙ্গিপুরে আরএসপি ও সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত হয়ে যায়। ফলে রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে আগামীকাল ভোট হচ্ছে। 

West Bengal News Live: জল জমা নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং

আগামীকাল ভবানীপুর উপনির্বাচন। তার আগের দিন নর্দার্ন পার্কে হাঁটু-সমান জল। ফিরহাদ হাকিমের কাছ থেকে জল জমার খবর পেয়ে সেখানে পৌঁছন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং। এবিপি আনন্দর প্রতিনিধি জল জমা নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারান তিনি। দায় চাপান সিস্টেম ও পুরসভার চিফ ইঞ্জিনিয়ারের ঘাড়ে। পাশাপাশি, তারক সিং জানিয়েছেন, জেট-কাম-সাকশন মেশিনের সাহায্য নিয়ে, ম্যানহোলের ঢাকনা খুলে ভবানীপুরের বিভিন্ন এলাকায় জল নামানোর কাজ শুরু হয়েছে।

WB News Live Updates: উত্তর থেকে দক্ষিণ, নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা

উত্তর থেকে দক্ষিণ। নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। জমা জল দেখতে পথে নামলেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। একবালপুরে পুরসভার প্রসূতি সদনে পুর কমিশনার বিনোদ কুমার-সহ পুর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মন্ত্রীর আশ্বাস, দ্রুত জল নামানোর চেষ্টা চলছে। হাওড়া থেকে আনা হচ্ছে হেভি ডিউটি পাম্প। 

West Bengal News Live: অবিলম্বে স্কুল-কলেজ শুরুর দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নবান্ন অভিযান

অবিলম্বে স্কুল-কলেজ শুরুর দাবিতে নবান্ন অভিযান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নবান্ন অভিযান। ধর্মতলা থেকে শুরু হয়েছে মিছিল। 

WB News Live Updates: নবান্নে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো, আজই যোগ দেবেন তৃণমূলে

নবান্নে এসে পৌঁছলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। আজই তৃণমূলে যোগ দেবেন তিনি। কংগ্রেসের হয়ে ত্রিপুরা-সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্বও সামলেছেন ফেলেইরো।সোমবার কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি।

West Bengal News Live: ‘ভাড়াটে-মালিক দ্বন্দ্বেই বিপদ’

কলকাতায় শতাধিক বাড়ি অতি বিপজ্জনক। সতর্কবার্তা সত্ত্বেও ভাড়াটে-মালিক টানাপোড়েনে চলছে বসবাস। আদালতের হস্তক্ষেপ দাবি ফিরহাদের।

WB News Live Updates: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে তুঙ্গে ভোটের প্রস্তুতি

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে আগামীকাল ভোট। শুরু হয়েছে ভোট প্রস্তুতি। জঙ্গিপুর বিধানসভার ডিসিআরসি তৈরি হয়েছে রঘুনাথগঞ্জ পলিটেকনিক কলেজে। জঙ্গিপুরে মোট বুথের সংখ্যা ৩৬৩। মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৭১৫। সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩২৯। ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৫ হাজার ৫১১। সামশেরগঞ্জের ডিসিআরসি তৈরি হয়েছে ধূলিয়ান গার্লস স্কুলে। দুটি বিধানসভা কেন্দ্রের ৫০ শতাংশ বুথে রয়েছে সিসি ক্যামেরা, মাইক্রো অবজার্ভার। জঙ্গিপুরে আরএসপি ও সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত হয়ে যায়। ফলে রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে আগামীকাল ভোট হচ্ছে।

West Bengal News Live: নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন ফিরহাদ

<উত্তর থেকে দক্ষিণ। নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। জমা জল দেখতে পথে নামলেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। একবালপুরে পুরসভার প্রসূতি সদনে পুর কমিশনার বিনোদ কুমার-সহ পুর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মন্ত্রীর আশ্বাস, দ্রুত জল নামানোর চেষ্টা চলছে। হাওড়া থেকে আনা হচ্ছে হেভি ডিউটি পাম্প।

WB News Live Updates: আহিরীটোলায় বাড়ি ভেঙে মৃত্যু শিশু ও প্রৌঢ়ার

বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতায় জরাজীর্ণ বাড়ি ভেঙে ২ বছরের শিশু ও এক প্রৌঢ়ার মৃত্যু হল। ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে জখম ওই বৃদ্ধা ও শিশুর মৃত্যু হয়।

West Bengal News Live: ১০০ দিনের কাজে জব কার্ড ইস্যুতে দুর্নীতির অভিযোগ, প্রধানকে ঘিরে বিক্ষোভ

১০০ দিনের কাজে জব কার্ড ইস্যুকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের গলসির আদড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রধানকে ঘেরাও করে গতকাল রাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিডিও ও পুলিশ গিয়ে আশ্বাস দেওয়ায় বিক্ষোভ ওঠে।

WB News Live Updates: রাত থেকে টানা বৃষ্টিতে নাকাল খড়গপুরবাসী,জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা

রাত থেকে টানা বৃষ্টিতে নাকাল খড়গপুরবাসী। জলমগ্ন খড়গপুর শহরের বিভিন্ন এলাকা। খড়গপুর স্টেশনে ঢোকার মুখে জল। ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে রেললাইন জলের তলায়।

West Bengal News Live: জলমগ্ন মুক্তারামবাবু স্ট্রিট ও মার্বেল প্যালেস সংলগ্ন রাস্তা

জলমগ্ন মুক্তারামবাবু স্ট্রিট ও মার্বেল প্যালেস সংলগ্ন রাস্তা। মুক্তারামবাবু স্ট্রিটে অস্থায়ী পাম্প বসিয়েও জল নামেনি বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে, মার্বেল প্যালেসের রাস্তায় ম্যানহোলের ঢাকনা খুলে জল নামানোর চেষ্টা করছেন পুরসভার কর্মীরা।

WB News Live Updates: কাল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, দুর্যোগের কথা মাথায় রেখে বুথ প্রতি চার রেনকোট

আগামীকাল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি করা হয়েছে ডিসিআরসি সেন্টার। মোট ২৮৭টা বুথ রয়েছে। মেন বুথের সংখ্যা ২৬৯। কোভিড পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে ১৮টা অক্সিলিয়ারি বুথ। ভোট কর্মীদের হাতে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার তুলে দেওয়ার পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বুথ পিছু দেওয়া হচ্ছে ৪টে করে রেনকোট।

WB News Live Updates: আহিরীটোলা স্ট্রিটে ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার শিশু ও বৃদ্ধা সহ ৯

বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতায় ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ি। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আটকে থাকা শিশু-বৃদ্ধা সহ ৯ জনকেই উদ্ধার করল এনডিআরএফ, ডিএমজি, দমকল, পুলিশ। উদ্ধার হওয়া শিশুকন্যা ও বৃদ্ধাকে পাঠানো হয়েছে হাসপাতালে। উপস্থিত ছিলেন রাজ্যের ৩ মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, শশী পাঁজা। ছিলেন কলকাতার পুলিশ  কমিশনারও। আগেও ২ জনকে পাঠানো হয় হাসপাতালে। 

WB News Live Updates: আহিরীটোলা স্ট্রিটে ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার শিশু ও বৃদ্ধা সহ ৯

বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতায় ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ি। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আটকে থাকা শিশু-বৃদ্ধা সহ ৯ জনকেই উদ্ধার করল এনডিআরএফ, ডিএমজি, দমকল, পুলিশ। উদ্ধার হওয়া শিশুকন্যা ও বৃদ্ধাকে পাঠানো হয়েছে হাসপাতালে। উপস্থিত ছিলেন রাজ্যের ৩ মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, শশী পাঁজা। ছিলেন কলকাতার পুলিশ  কমিশনারও। আগেও ২ জনকে পাঠানো হয় হাসপাতালে। 

WB News Live Updates: আহিরীটোলা স্ট্রিটে ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার শিশু ও বৃদ্ধা সহ ৯

বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতায় ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ি। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আটকে থাকা শিশু-বৃদ্ধা সহ ৯ জনকেই উদ্ধার করল এনডিআরএফ, ডিএমজি, দমকল, পুলিশ। উদ্ধার হওয়া শিশুকন্যা ও বৃদ্ধাকে পাঠানো হয়েছে হাসপাতালে। উপস্থিত ছিলেন রাজ্যের ৩ মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, শশী পাঁজা। ছিলেন কলকাতার পুলিশ  কমিশনারও। আগেও ২ জনকে পাঠানো হয় হাসপাতালে। 

WB News Live Updates: প্রবল বৃষ্টিতে  হাওড়ার ২৫টি ওয়ার্ড জলমগ্ন

প্রবল বৃষ্টিতে   হাওড়ার ২৫টি ওয়ার্ড জলমগ্ন। খড়গপুরে জলের তলায় রেললাইন। ডুবেছে চুঁচুড়া, ব্যান্ডেলের আন্ডারপাস

WB News Live Updates: চন্দ্রকোনায় মাটির দেওয়াল ধসে মৃত্যু মহিলার

প্রবল বৃষ্টিতে চন্দ্রকোনা ১ ব্লকের করোনঞ্জি গ্রামে মাটির দেওয়াল ধসে মৃত এক মহিলা

WB News Live Updates: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ধর্মতলামুখী রাস্তা জলমগ্ন

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ধর্মতলামুখী রাস্তা জলমগ্ন। রাস্তার একদিক দিয়ে যান চলাচল করছে। এর পাশাপাশি, জল জমেছে এম জি রোডেও। এছাডা শহরের আরও অনেক এলাকায় জমেছে জল।

WB News Live Updates: খড়দা ও গোসাবায় উপনির্বাচনে ব্যবধান বাড়ানোই লক্ষ্য, দাবি তৃণমূলের, পাল্টা চ্যালেঞ্জ বিরোধীদের

দুই জয়ী প্রার্থীর মৃত্যুর কারণে ৩০ অক্টোবর খড়দা ও গোসাবায় ভোট। দুই কেন্দ্রেই ছিল তৃণমূলের হাতে। গড় রক্ষার পাশাপাশি, উপনির্বাচনে দুই আসনে ব্যবধান বাড়ানোই লক্ষ্য বলে দাবি শাসক দলের। তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে বিরোধীরা।

WB News Live Updates: খড়দা ও গোসাবায় উপনির্বাচনে ব্যবধান বাড়ানোই লক্ষ্য, দাবি তৃণমূলের, পাল্টা চ্যালেঞ্জ বিরোধীদের

দুই জয়ী প্রার্থীর মৃত্যুর কারণে ৩০ অক্টোবর খড়দা ও গোসাবায় ভোট। দুই কেন্দ্রেই ছিল তৃণমূলের হাতে। গড় রক্ষার পাশাপাশি, উপনির্বাচনে দুই আসনে ব্যবধান বাড়ানোই লক্ষ্য বলে দাবি শাসক দলের। তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে বিরোধীরা।

West Bengal News Live: আহিরীটোলা স্ট্রিটে ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তুপে এখনও আটক শিশু ও বৃদ্ধা

বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতায় ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ি। আজ ভোরে ৯ নম্বর আহিরীটোলা স্ট্রিটে দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। শিশুকন্যা-সহ একই পরিবারের ৬ জন আটকে পড়েন। চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও আটকে রয়েছে শিশু ও এক বৃদ্ধা।

WB News Live Updates: আবর্জনা থেকে জৈব সার

শিলিগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে শুরু হল বায়ো মাইনিং প্রকল্প। আবর্জনার স্তূপ থেকে রিসাইক্লিং করে তৈরি হচ্ছে জৈব সার সহ অন্যান্য উপাদান। জঞ্জালমুক্ত হবে শিলিগুড়ি, দাবি তৃণমূলের পুর-বোর্ডের। কেন্দ্রীয় প্রকল্প নিজেদের নামে চালাচ্ছে শাসক দল, কটাক্ষ বামেদের।


 

West Bengal News Live: উৎসবের মরসুমে করোনা সংক্রমণ নিয়ে রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রের

উৎসবের মরসুমে করোনা সংক্রমণ যাতে না বাড়ে, তার জন্য রাজ্যগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে করোনার বিধিনিষেধ বাড়ানো হল ৩১ অক্টোবর পর্যন্ত। রাজ্যের মুখ্যসচিবদের দেওয়া চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা লিখেছেন, উৎসবের আবহে যাতে করোনার সংক্রমণ বৃদ্ধি না পায়, তার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিক রাজ্য। কারণ, দেশে করোনা গ্রাফ নিম্নমুখী হলেও স্থানীয় স্তরে সংক্রমণ হচ্ছে। তাই উৎসবের আয়োজন করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। কোনও জায়গাতেই যেন জনসমাগম বেশি না হয়, তার দিকে নজর দিতে হবে। সেই সঙ্গে বাড়াতে হবে টিকাকরণের গতি।

WB News Live Updates: আহিরিটোলায় ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার দুজন

আহিরিটোলার ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের দুইজন। 

West Bengal News Live: ফের অনলাইনে প্রতারণার অভিযোগ

বিএসএনএলের কেওয়াইসি নথি চেয়ে প্রবীণকে ফোন। অনলাইনে নথি পাঠাতে মোবাইলে অ্যাপ ইনস্টল করার নির্দেশ। অ্যাপ ইনস্টলের পরেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উনিশ লক্ষ টাকার বেশি গায়েব! তাও আবার ওটিপি শেয়ার না করেই! চাঞ্চল্যকর অভিযোগ কলকাতার বড়তলা থানা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

WB News Live Updates: বাঁকুড়া শহরের দুটি কলেজে ভ্যাকসিনেশন

পুজোর পরেই রাজ্যে স্কুল-কলেজ খোলার সম্ভাবনা। সেই সম্ভাবনা কথা মাথায় রেখেই বাঁকুড়ার একাধিক কলেজে পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করল জেলা প্রশাসন। প্রাথমিকভাবে বাঁকুড়া শহরের দুটি কলেজে চলল ভ্যাকসিনেশন।

West Bengal News Live: বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি

বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি। আজ ভোর ৯ নম্বর আহিরিটোলা লেনে দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। শিশু-সহ বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। উদ্ধারকাজে নেমেছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

WB News Live Updates: ভারী বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জমতে শুরু করেছে জল, নিউ আলিপুরে উপড়ে পড়ল গাছ

ভোর থেকে কলকাতায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে শহরের বিভিন্ন জায়গায়।
তারাতলা থেকে নিউ আলিপুর যাওয়ার রাস্তা জলমগ্ন। অলিগলিতে জল। নিউ আলিপুর সি ব্লকে রাস্তায় গাছ উপড়ে পড়ায় ধীর গতিতে যান চলাচল করছে

West Bengal News Live: নিম্নচাপ পরিণত সুস্পষ্ট নিম্নচাপে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও দিনভর দুর্যোগের আশঙ্কা

নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও দিনভর দুর্যোগের আশঙ্কা। ভোর থেকেই শুরু হয়েছে টানা বৃষ্টি। কখনও ভারী, কখনও হালকা বৃষ্টি হচ্ছে কলকাতাজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরছে। তার জেরে আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 


এর পাশাপাশি, ভোর সাড়ে ৪টে থেকে সকাল সোয়া ৮টা পর্যন্ত গঙ্গার লকগেট বন্ধ থাকায়, এই সময়ে শহরে ভারী বৃষ্টি হলে জল জমার আশঙ্কা রয়েছে। এরপর ফের বিকেল পৌনে ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গার লকগেট। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, সন্ধে পৌনে ৭টা নাগাদ গঙ্গার জলস্তর হবে প্রায় সাড়ে ১৪ ফুট

WB News Live Updates: নিয়োগের দাবিতে বিক্ষোভ

রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ সহ মোট ১৭ দফা দাবিতে বাঁকুড়ার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ। বাংলা সাংস্কৃতিক মঞ্চ, এসসি-এসটি সংগঠনের যৌথ আন্দোলনে সামিল হলেন স্থানীয়রাও। জমা দেওয়া হল স্মারকলিপি।


 

West Bengal News Live: বাঁকুড়ার মাচানতলার দশেরবাঁধ পুকুরে জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু

বাঁকুড়ার মাচানতলার দশেরবাঁধ পুকুরে জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু। সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। দমকল ও সিভিল ডিফেন্স কর্মীদের মিলিত চেষ্টায় মৃতদেহ উদ্ধার। পুলিশ সূত্রে দাবি, স্নান করতে গিয়েই জলে ডুবে যান তিনি।

WB News Live Updates: রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, দিনভর ধারাপাতের পূর্বাভাস

নিম্নচাপের জেরে মঙ্গলবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।

WB News Live Updates:গঙ্গার পাড়ে ভাঙন, কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রীকে ফোন অধীরের, কটাক্ষ তৃণমূলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের একাংশে লাগাতার ভাঙছে গঙ্গার পাড়। এলাকা পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রীকে ফোন করলেন অধীর চৌধুরী। নাম না করে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ। নাটক করছেন অধীর, পাল্টা কটাক্ষ তৃণমূলের।

প্রেক্ষাপট

শক্তি বাড়াচ্ছে নিন্মচাপ। রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া, বৃষ্টি। উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। 


পুজোর মধ্যেই ফের ভোট। দিনহাটা, খড়দা, গোসাবা, শান্তিপুরে ৩০ অক্টোবর উপনির্বাচন। ২ নভেম্বর গণনা। উৎসবের মরসুমে কেন ভোট? প্রশ্ন বিজেপির। কোনও অসুবিধে হবে না, বিধি মেনেই ভোট, পাল্টা তৃণমূল। 


ক্ষমতাসীন দলের ভৃত্য হিসাবেই দেখাতে চেয়েছেন মুখ্যসচিব। ভবানীপুরের ভোট চেয়ে কমিশনকে চিঠি নিয়ে মুখ্যসচিবকে বেনজির ভর্ত্‍‍সনা হাইকোর্টের। উনি কী কোনও দলের মুখপাত্র? প্রশ্ন আদালতের। 


প্রশাসনের রাজনীতিকরণ প্রমাণিত, মুখ্যসচিব নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণকে হাতিয়ার বিজেপির। পদত্যাগের দাবি সিপিএমের। রাজনৈতিক দলের ভৃত্য বলাটা হাইকোর্টের মর্যাদার সঙ্গে বেমানান, পাল্টা সৌগত। 
 


ভবানীপুরে উপনির্বাচন করাতে কোনও বাধা নেই, সূচি মেনে ভোট। জানল হাইকোর্ট। বুথের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা। প্রতি বুথে আধাসামরিক বাহিনী, বাইরে মোতায়েন থাকবে কলকাতা পুলিশ। 


 দিলীপের মিছিলে ভবানীপুরে ধুন্ধুমার। ৮জনকে গ্রেফতারের পরেই জামিন। মারধর-সহ একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের। শাসক দলের হলেই সাতখুন মাফ! খোঁচা বিজেপির। 


ভবানীপুরে ভোটের দিনেই দিল্লি হাইকোর্টে ফের অভিষেক-রুজিরার মামলার শুনানি। ইডির জিজ্ঞাসাবাদের জায়গা নিয়ে আপত্তি, তদন্তে নয়, সওয়াল সিব্বলের। সহযোগিতা কোথায়? পাল্টা সলিসিটর জেনারেল। 


কয়লাপাচারকাণ্ডে সিবিআই হেফাজতে লালার ৪ ঘনিষ্ঠ। অবৈধ কয়লা ব্যবসায় প্রায় দেড় হাজার কোটির লেনদেন, আসানসোল আদালতে সওয়াল সিবিআইয়ের। জিজ্ঞাসাবাদের সময় বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ। 


ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।সবপক্ষের বক্তব্য না শোনা পর্যন্ত কোনও নির্দেশ নয়। রাজ্যের আবেদনের শুনানিতে জানাল আদালত। ৭ অক্টোবর ফের শুনানি। 


ত্রিপুরার পর এবার তৃণমূলের নজরে গোয়া। কংগ্রেস ছাড়ার পরে কলকাতায় এলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ সদলবলে যোগ দিতে পারেন তৃণমূলে। বিমানবন্দরে স্বাগত জানালেন সুজিত। 


বিজেপি ছাড়ার জল্পনা খারিজ অশোক লাহিড়ির। গুজব রটালো কে? পাল্টা প্রশ্ন ফিরহাদের। 


পাঞ্জাব কংগ্রেসে আরও সঙ্কট। মন্ত্রিসভা গঠনে আপত্তি জানিয়ে প্রদেশ কংগ্রেসের পদে সিধুর ইস্তফা। কংগ্রেসেই আছি বলে সনিয়াকে চিঠি। মন্ত্রিত্ব ছাড়লেন ঘনিষ্ঠ রাজিয়াও। জল্পনা বাড়িয়ে দিল্লি এলেন অমরিন্দর। 


 রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭০৮, ১৩জনের মৃত্যু। উদ্বেগ বাড়াল কলকাতা। উৎসবের মরশুমে সতর্ক থাকতে সব রাজ্যকে চিঠি কেন্দ্রের। অক্টোবর পর্যন্ত বন্ধই থাকছে আন্তর্জাতিক উড়ান। 


উচ্চমাধ্যমিকে রেকর্ড পাসের পরেও আসন খালি! প্রেসিডেন্সিতে ২৩৮টি আসন ফাঁকা, যাদবপুরে ৩৩০টি। আসন ভরাতে ফের আবেদনের সুযোগ। ভর্তির সময়সীমা বাড়ল ৮ অক্টোবর পর্যন্ত। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.