West Bengal News Live: ‘খুব তাড়াতাড়ি হবে রাজ্যের বাকি পুরভোট’,রায়গঞ্জের প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী

Get the latest West Bengal News and Live Updates: পুরভোট নিয়ে আজ ফের রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডাকলেন রাজ্যপাল। বাহিনী মোতায়েন নিয়েও তথ্য তলব। আজ রিপোর্ট দিতে চলেছে কমিশন।

abp ananda Last Updated: 07 Dec 2021 03:18 PM
WB News Live Updates: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫০৭, ৯জনের মৃত্যু

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫০৭, ৯জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উঃ ২৪ পরগনা। উঃ ২৪ পরগনায় একদিনে ৪জনের মৃত্যু, ১২১জন সংক্রমিত। কলকাতায় একদিনে ১৩৭জন সংক্রমিত, ২জনের মৃত্যু। দঃ দিনাজপুরে ১৩জন সংক্রমিত, ১জনের মৃত্যু

West Bengal News Live: মেদিনীপুরে জাল নোট দিয়ে জিনিস কেনার অভিযোগ যুবকের বিরুদ্ধে

মেদিনীপুরে জাল নোট দিয়ে জিনিস কেনার অভিযোগ। এক যুবককে ধরে ফেলে গণপিটুনি স্থানীয়দের। 

WB News Live Updates: কুলতলিতে অবশেষে ধরা পড়ল বাঘ

কুলতলিতে অবশেষে ধরা পড়ল বাঘ। ধানখেতে লুকিয়ে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার!

West Bengal News Live: বিতর্কে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভানেত্রী

সরকারি অফিসের চেয়ারে বসে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সেলফি! ভাইরাল ছবি ঘিরে বিতর্কে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভানেত্রী।

WB News Live Updates: হৃদয়পুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল সিবিআই

নদিয়া হৃদয়পুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল সিবিআই।  ধৃতকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর আদালত। গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: শোকজ মিম চক্রবর্তী, নুসরত জাহানকে

সংসদীয় দলের বৈঠকে গরহাজির, নুসরত-মিমিকে শোকজ। অভিষেকের উপস্থিতিতে সংসদীয় দলের বৈঠকে কেন অনুপস্থিত? নুসরত জাহান, মিমি চক্রবর্তীর কাছে কারণ জানতে চাইল দল

WB News Live Updates: শান্তিনিকেতনে যুবকের জিভ কেটে নেওয়ার অভিযোগ উঠল দুজন মহিলা বিরুদ্ধে

এক যুবকের জিভ কেটে নেওয়ার অভিযোগ উঠল দুজন মহিলা বিরুদ্ধে । এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে , তদন্তে শান্তিনিকেতন থানার পুলিশ । 

West Bengal News Live: রামপুরহাটে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল সিআইডি

আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল সিআইডি। তাদের কাছ থেকে উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র। সোমবার বর্ধমান রামপুরহাট শাখার নওদার ঢাল স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডি।

WB News Live Updates: বিধানসভায় পরাজিত প্রার্থীকেই পুরভোটে প্রার্থী করল তৃণমূল

বাঁকুড়া বিধানসভা নির্বাচনে পরাজিত প্রার্থীকে পৌর নির্বাচনে মুখ করে জনসংযোগে এগোচ্ছে তৃণমূল নেতৃত্ব। পরিযায়ী নেত্রী বলে কটাক্ষ বিজেপি।

West Bengal News Live: পুরভোটের প্রচারে পরেশ পাল

''খেলা হবে'' স্লোগান নিয়েই এবার পুরভোটের প্রচারে নেমে পড়লেন পরেশ পাল। ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তিনি।

WB News Live Updates: ভুল চিকিৎসায় বাম কিডনি খোয়ালেন শিক্ষিকা

ভুল চিকিৎসায় বাম কিডনি খোয়ালেন শিক্ষিকা। গাইঘাটা   ধরমপুর ১ জিপির চড়ুইগাছি বাসিন্দা অনিতা রায়।

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে করণদিঘির বিধায়ক

কলেজের দাবি করে মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে করণদিঘির বিধায়ক।

WB News Live Updates: অভিষেকের নিশানায় কংগ্রেস

দলীয় সাংসদের বৈঠকে ফের অভিষেকের নিশানায় কংগ্রেস। তিনি বলেন, ‘'বাংলায় আমাদের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস, বিরোধী ঐক্য নেই।'’

West Bengal News Live: ‘খুব তাড়াতাড়ি হবে রাজ্যের বাকি পুরভোট’,রায়গঞ্জের প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী

‘খুব তাড়াতাড়ি হবে রাজ্যের বাকি পুরভোট’,রায়গঞ্জের প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ বোর্ডের পরীক্ষার মধ্যে পুর ভোট নয়, কবে পরীক্ষা, কবে গঙ্গাসাগর মেলা, হোলি। তারিখ-তালিকা তৈরি করে জমা দিন’।স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

WB News Live Updates: নাগাল্যান্ড গুলিকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএসএফের এক্তিয়ার নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়’, তা সত্ত্বেও বিভিন্ন গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে বিএসএফ।নাগাল্যান্ড গুলিকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএসএফের এক্তিয়ার নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ‘বিভিন্ন থানার আইসি ও বিডিওরা সজাগ থাকুন’,বিএসএফের ডিজি-র সঙ্গে কথা বলুন, নির্দেশ মুখ্যমন্ত্রীর।

West Bengal News Live: যুবকের জিভ কেটে নেওয়ার অভিযোগ উঠল দুজন মহিলা বিরুদ্ধে

এক যুবকের জিভ কেটে নেওয়ার অভিযোগ উঠল দুজন মহিলা বিরুদ্ধে । এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে , তদন্তে শান্তিনিকেতন থানার পুলিশ । 

WB News Live Updates: কলকাতা পুরভোটে আপাতত দরকার নেই কেন্দ্রীয় বাহিনীর, রাজভবনকে জানিয়ে দিল কমিশন

কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে রাজভবনের উল্টো সুর রাজ্য নির্বাচন কমিশনের। ‘কলকাতা পুরভোটে আপাতত দরকার নেই কেন্দ্রীয় বাহিনীর’,রাজভবনকে জানিয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার, খবর সূত্রের। ‘রাজ্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে, পুলিশ মোতায়েনের ফর্মুলায় আশ্বস্ত কমিশন।সেক্ষেত্রে কলকাতা ও রাজ্য পুলিশ দিয়ে পুরভোট করাতে সমস্যা নেই’, কমিশন সিদ্ধান্ত জানিয়ে দিল রাজভবনকে

West Bengal News Live: নিম্নচাপের ভ্রুকুটি কাটার পর আজ থেকে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ

নিম্নচাপের ভ্রুকুটি কাটার পর আজ থেকে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ। আগামীকাল থেকে নামবে তাপমাত্রার পারদ।  পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।সেইসঙ্গে আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষে কলকাতা সহ বেশ কিছু জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে নামতে পারে। ফলে শীতের হাতছানি।   

WB News Live Updates: রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়

রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন মালদা থেকে রায়গঞ্জে আসেন তিনি। রায়গঞ্জে দুই জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর।

West Bengal News Live: হেলিকপ্টারে মালদা থেকে রায়গঞ্জের উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রীর

তিনদিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। গতকালই রেলপথে মালদা পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হেলিকপ্টারে মালদা থেকে রায়গঞ্জের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই দুপুরে দুই দিনাজপুর নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: বাঁশদ্রোণীতে উদ্ধার রক্তাক্ত দেহ, আটক নিহতর ভাই

বাঁশদ্রোণীতে উদ্ধার রক্তাক্ত দেহ, আটক নিহতর ভাই।নিহত মুকেশের ভাইকে আটক করল পুলিশ।মুকেশের ভাই সঞ্জয়ের বয়ানে অসঙ্গতি।সকালে বাড়ির কাছ থেকে উদ্ধার হয় মুকেশের রক্তাক্ত দেহ।গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে

West Bengal News Live: পুরভোটে ভিভিপ্যাট থাকবে না কেন? পুর-মামলায় প্রশ্ন তুলল বিজেপি

পুরভোটে ভিভিপ্যাট থাকবে না কেন?, পুর-মামলায় প্রশ্ন তুলল বিজেপি। ‘একসঙ্গে পুরভোট করাতে অসুবিধা কোথায়?২০১৫-য় ৯১টি পুরসভার ভোট একসঙ্গে হয়েছিল, ‘জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে ৮ হাজার ইভিএম মিলেছিল।তাহলে এবার কেন সেরকম হবে না?’আদালতে সওয়াল বিজেপি-র আইনজীবী পিঙ্কি আনন্দের

WB News Live Updates: হঠাৎ কাঁসাই নদীর জলস্তর বেড়ে বাঁশের সাঁকোতে জল, পারাপার বন্ধ পাঁচ ঘণ্টার বেশি

হঠাৎ কাঁসাই নদীর জলস্তর বাড়ায় বাঁশের সাঁকোতে জল উঠে যাওয়ায় প্রায় ৫ ঘন্টার বেশি পারাপার বন্ধ। সমস্যায় নিত্য যাত্রীরা। 
জাওয়াদের প্রভাবে লাগাতার দুদিন ধরে বৃষ্টি। আর তার জেরেই মঙ্গলবার সকাল থেকে হঠাৎ ডেবরা ব্লকের টাবাগেড়্যা এলাকায় কাঁসাই নদীর জলস্তর বাড়ে যায়। নদী পারাপারের বাঁশের সাঁকোর কিছুটা অংশ জলে ডুবে যায়। প্রায় ৫ ঘন্টা পেরিয়ে গেছে সাগর মেরামতের কাজ চলছে জোড় কদমে।

West Bengal News Live: কলকাতা পুরভোটে নিরাপত্তা নিয়ে কমিশনে চূড়ান্ত রিপোর্ট পুলিশের , খবর সূত্রের

‘কলকাতা পুরভোটে নিরাপত্তা নিয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ।নিরাপত্তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে চূড়ান্ত রিপোর্ট দিল পুলিশ।আজ বিকেলেই রাজ্যপালকে রিপোর্ট দেবে কমিশন, খবর সূত্রের।গতকাল ভোট-নিরাপত্তা নিয়ে কমিশনের কাছে রিপোর্ট তলব করেন রাজ্যপাল

WB News Live Updates: টিকিট পেতে গেলে নিজের ভাবমূর্তি ওয়ার্ডে ঠিক রাখতে হবে,মন্তব্য অশোকনগরের তৃণমূল বিধায়কের

‘নেতার হাতে সিগারেট দিলেই টিকিট পাওয়া যাবে না। টিকিট পেতে গেলে নিজের ভাবমূর্তি ওয়ার্ডে ঠিক রাখতে হবে।ভোট লুঠ করা যাবে না’ ,হুঁশিয়ারি অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর।
নাটক করছে তৃণমূল, কটাক্ষ বিজেপির

West Bengal News Live: কলকাতা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ

কলকাতা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর অভিযোগ, শাসক দল বাধা দিচ্ছে তাঁর প্রচারে। দুটি অভিযোগই উড়িয়ে দিয়েছে তৃণমূল।

WB News Live Updates: ধান খেতে লুকিয়ে বাঘ! কুলতুলির গ্রামে আতঙ্ক

দক্ষিণ ২৪ পরগনার কুলতুলির এক গ্রামে বাঘের আতঙ্ক। গ্রামবাসীদের দাবি, মৈপীঠ কোস্টাল থানার অন্তর্গত ভুবনেশ্বরীর এক ধান খেতে একটি বাঘকে লুকিয়ে থাকতে দেখা যায়।  খবর দেওয়া হয় থানা ও বন দফতরে।  পুলিশ ও বন দফতরের কর্মীরা এসে জাল দিয়ে ধানখেত ঘেরার কাজ শুরু করেছেন।  লোকালয়ে বাঘের দেখা মেলায় আতঙ্কিত গ্রামবাসীরা।

West Bengal News Live: বাঁশদ্রোণীতে রহস্যমৃত্যুতে নতুন তথ্য, ঘরের ভিতরে কোপ মারা হয় ওই ব্যক্তিকে, ধারণা পুলিশের

বাঁশদ্রোণীতে রহস্যমৃত্যুতে নতুন তথ্য।ঘরের ভিতরে কোপ মারা হয় ওই ব্যক্তিকে, ধারণা পুলিশের।খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের, খবর সূত্রের।
মৃত ব্যক্তির গলায় ধারাল অস্ত্রের কোপ।মৃতদেহের হাতে ধরা ছিল চপার

WB News Live Updates: হুগলির চণ্ডীতলায় পরিবার খুনে অভিযুক্তর রহস্যমৃত্যু

হুগলির চণ্ডীতলায় পরিবার খুনে অভিযুক্তর রহস্যমৃত্যু।গোবরা স্টেশনের কাছ থেকে দেহ উদ্ধার।মূল অভিযুক্ত শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত দেহ উদ্ধার।রেললাইনের উপর থেকে দেহ উদ্ধার করল জিআরপি।আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের

West Bengal News Live: টালিগঞ্জে এক হোটেলের সামনের ফুটপাথ থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ

টালিগঞ্জে এক হোটেলের সামনের ফুটপাথ থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ।  রজনী সেন রোডের ওই হোটেলের সামনে আজ সকালে মৃতদেহ ফুটপাথে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, মৃত সুমন্ত ঘোষের বাড়ি দুর্গাপুরে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হোটেলের ওপর থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে কীভাবে তিনি পড়লেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 

WB News Live Updates: 'আগ্নেয়াস্ত্র' হাতে নিজের দফতরে শাসক দলের নেত্রী! ছবি ঘিরে বিতর্ক

আগ্নেয়াস্ত্র হাতে নিজের দফতরে শাসক দলের নেত্রী! আগ্নেয়াস্ত্র হাতে মালদা মহিলা তৃণমূলের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি।পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির সভানেত্রীর ছবি ঘিরে বিতর্ক।ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।এটাই শাসক দলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির।
আগ্নেয়াস্ত্র আসল না নকল, তদন্ত করবে পুলিশ, পাল্টা তৃণমূল।

West Bengal News Live: বাঁশদ্রোণীতে বাড়ির সামনেই এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে রহস্য

বাঁশদ্রোণীতে বাড়ির সামনেই এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল।  আজ সকালে সোনালি পার্কে বাড়ির কাছেই বছর চল্লিশের ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাতে ছিল চপার।  বাঁশদ্রোণী থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।  এই ঘটনা খুন, না আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: ‘কাজ না করেও বেতন’

কাজ না করলেও, বেতন পান। পুরুলিয়া পুরসভায় এমন ১০০ জন কর্মীর তালিকা মিলেছে।স্বীকার পুর প্রশাসকের। তথ্য প্রকাশ্যে আসতেই, সরব হয়েছে বিজেপি। পুরসভায় গিয়ে তদন্তের দাবিতে ডেপুটেশন দিয়েছে গেরুয়া শিবির।


 

West Bengal News Live: বাঁশদ্রোণীতে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

বাঁশদ্রোণীতে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার।বাড়ির কাছেই ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।মৃতদেহের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন

WB News Live Updates: আলিপুরদুয়ারে ‘জলাভূমি বাঁচাও’ আন্দোলনে নামল বিজেপি

আলিপুরদুয়ারে ‘জলাভূমি বাঁচাও’ আন্দোলনে নামল বিজেপির। তাদের দাবি, তৃণমূলের মদতে একটু একটু করে শহরের জলাশয় ভরাট করে হচ্ছে বেআইনি নির্মাণ। পুরভোটের আগে বাজার গরমের চেষ্টা বলে পাল্টা কটাক্ষ করেছে শাসকদল।

West Bengal News Live: সপ্তাহান্তে ফিরবে শীতের আমেজ

অবশেষে কাটল দুর্যোগ। আজ থেকে উন্নতি হবে পরিস্থিতির। পাশাপাশি আজ থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে ফিরবে শীতের আমেজ।

WB News Live Updates: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, আজ রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক

তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। আজ রায়গঞ্জে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দুই জেলার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। বুধবার মালদা ও মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক।বৃহস্পতিবার কৃষ্ণনগরে নদিয়ার প্রশাসনিক বৈঠক সেরে, ওইদিনই তাঁর কলকাতায় ফেরার কথা।

West Bengal News Live: সরকারি হাসপাতাল থেকে তিনদিন ধরে রোগী নিখোঁজ,ভাঙচুর চালালেন রোগীর আত্মীয়রা

সরকারি হাসপাতাল থেকে তিনদিন ধরে রোগী নিখোঁজ। খড়গপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর চালালেন রোগীর আত্মীয়রা। রোগীর বিষয়ে কার্যত অন্ধকারে হাসপাতাল কর্তৃপক্ষ। ভাঙচুর চালানোর ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

WB News Live Updates:টানা বৃষ্টিতে চন্দ্রকোণার মনোহরপুরে শিলাবতীর জলের তোড়ে ভেসে গেল সাঁকো

টানা বৃষ্টিতে চন্দ্রকোণার মনোহরপুরে শিলাবতীর জলের তোড়ে ভেসে গেল সাঁকো। বিপাকে পড়েছেন ৬-৭টি গ্রামের বাসিন্দারা। কয়েক কিলোমিটার ঘুরে পেরোতে হচ্ছে নদী। 

প্রেক্ষাপট

কলকাতা:করোনা (Coronavirus) থেকে বাঁচতেই ৬ থেকে ৮ দফায় মে মাসে বাকি পুরভোট (Municipal Elections) চায় রাজ্য। হাইকোর্টে (Highcourt) জানাল কমিশন। এপ্রিল বলে মে কেন? প্রশ্ন আদালতের। আজ শুনানি। 


পুরভোট নিয়ে আজ ফের রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডাকলেন রাজ্যপাল। বাহিনী মোতায়েন নিয়েও তথ্য তলব। আজ রিপোর্ট দিতে চলেছে কমিশন। 


হাওড়ার পুরভোট নিয়েও তুঙ্গে সংঘাত। বিলে সই না করার কারণ দেখিয়ে রাজ্যপালকে আক্রমণে অধ্যক্ষ। জবাব দেয়নি রাজ্যই, অবস্থানে স্তম্ভিত, পাল্টা ধনকড়। 


কলকাতা জিতবে, জিতবে বিজেপি স্লোগান তুলে ইস্তেহার প্রকাশ করছে বিজেপি। ভোটের আগেই হেরে গেলে চলবে না, নেতাদের বার্তা মালব্যের।


এবার গোর্খাল্যান্ড চেয়ে নাড্ডাকে চিঠি কার্শিয়ঙের বিজেপি বিধায়কের। 


 দুর্যোগের জন্য কপ্টারের বদলে ট্রেনেই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। আজ রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক। বোলপুর স্টেশনে চপ-মুড়ি নিয়ে হাজির অনুব্রত। 


স্কুলে গ্রুপ ডি নিয়োগে সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ। অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে দল গঠন করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২ মাসে রিপোর্ট তলব।


 নথি বলছে দুর্নীতি হয়েছে, তদন্ত করে সত্য উদঘাটন প্রয়োজন। মন্তব্য বিচারপতির। এসএসসি-কে আজকের মধ্যে সব সুপারিশপত্র জমার নির্দেশ।
‘দুর্নীতি হয়েছে, তদন্ত হবে’


মুম্বইয়ে আরও ২জন ওমিক্রন আক্রান্তের হদিশ। দেশে ওমিক্রন-সংক্রমণ বেড়ে ২৩। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬২০, ১০জনের মৃত্যু। 


আরও দুর্বল হচ্ছে নিম্নচাপ। এগোচ্ছে বাংলাদেশের দিকে। গাঙ্গেয় বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। 
আজ কাটবে মেঘ

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.