West Bengal News Live: তৃণমূলে যোগ দিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল

Get the latest West Bengal News and Live Updates:কপ্টার দুর্ঘটনায় জেনারেল রাওয়াতের সঙ্গে দার্জিলিঙের জওয়ানের মৃত্যু। সিডিএসের ব্যক্তিগত রক্ষীর পরিবারকে শেষশ্রদ্ধা, ট্যুইট বিজেপি সাংসদের। 

abp ananda Last Updated: 09 Dec 2021 08:10 PM
WB News Live Updates: রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ৫৬৭ জন, মৃত ৭ জন

রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ৫৬৭ জন, মৃত ৭ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, একদিনে আক্রান্ত ১৬৫ জন, মৃত ১। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৯৫ জন, মৃত ৩ জন।

WB News Live Updates: বাগুইআটিতে আক্রান্ত মহিলা, বাড়ির পিছনের দিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

বাগুইআটিতে আক্রান্ত মহিলা, বাড়ির পিছনের দিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। কিছুদিন আগে বাগুইআটিতে বাড়িভাড়া নেন মহিলার স্বামী। আজ রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন মহিলা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আরজি কর হাসপাতালে। মহিলাকে মারধর নাকি রক্তাক্ত অবস্থায় কেউ ফেলে দিয়ে গেছে ? খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ

WB News Live Updates: ভারতের সিনিয়র মহিলা ফুটবল টিমে সুযোগ পেলেন সাঁকরাইলের মমতা হাঁসদা

ভারতের সিনিয়র মহিলা ফুটবল টিমে সুযোগ পেলেন সাঁকরাইল ব্লকের প্রত্যন্ত গ্রামের মেয়ে মমতা হাঁসদা। আন্তর্জাতিক টুর্নামেন্টে ১৪ জনের দলের অন্যতম সদস্য এই মিডফিল্ডার।

WB News Live Updates: ফুলেশ্বরের হাসপাতালে জটিল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল শিশুর

ফের জটিল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল এক শিশুর। চিকিৎসকদের চেষ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরল শিশুটি। তার পরিবারের লোকজন ধন্যবাদ জানাচ্ছেন হাওড়ার ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালের চিকিৎসকদের।

WB News Live Updates: তৃণমূলে যোগ দিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল

তৃণমূলে যোগ দিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র। মমতা জয়সওয়ালের হাতে দলীয় পতাকা তুলে দেন অরূপ রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচির প্রশংসা মমতা জয়সওয়ালের।
সিপিএম জেলা কমিটির সদস্য ছিলেন মমতা জয়সওয়াল। ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত হাওড়া পুরসভার মেয়র ছিলেন মমতা জয়সওয়াল। ‘গত ৫ বছর সিপিএমের সঙ্গে যোগ ছিল না’, দাবি মমতা জয়সওয়ালের।

WB News Live Updates: কাল থেকেই আলিপুর চিড়িয়াখানায় দর্শকরা দেখতে পাবেন জেব্রা পরিবারের নতুন সদস্যকে

এবার শীতে আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ। ২০ নভেম্বর জন্ম হয়েছে তার। কাল থেকেই দর্শকরা দেখতে পাবেন জেব্রা পরিবারের নতুন সদস্যকে। জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাশাপাশি ফাইবার গ্লাস দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে শিম্পাঞ্জি বাবুর এনক্লোজার।

WB News Live Updates: শোকস্তব্ধ কপ্টার-দুর্ঘটনায় মৃত বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সতপাল রাইয়ের স্ত্রী

গতকাল সকালে কুন্নুর রওনা দেওয়ার আগে কথা হয়েছিল। বলেছিল, কুন্নুর পৌঁছে ফোন করবে। সেই ফোন আর আসেনি। দুপুর ২টো নাগাদ এসেছিল দুঃসংবাদ। শোকস্তব্ধ কপ্টার-দুর্ঘটনায় মৃত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সতপাল রাইয়ের স্ত্রী। দার্জিলিঙের তাকদার বাসিন্দা সতপালের স্ত্রী অবশ্য স্বামীর জন্য গর্বিত।

WB News Live Updates: বেতন নিয়ে অসন্তোষ, চারুচন্দ্র কলেজে বিক্ষোভ পড়ুয়াদের একাংশের

বেতন নিয়ে অসন্তোষ, চারুচন্দ্র কলেজে বিক্ষোভ পড়ুয়াদের একাংশ। লকডাউনে বন্ধ কলেজের টিউশন ফি বাদে অন্যান্য ফি দাবি। বিভিন্ন খাতে ফি বাবদ টাকা চাইছে কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ তুলে বিক্ষোভ, অবরোধ পড়ুয়াদের একাংশের। প্রায় ২ ঘণ্টা লেক রোড অবরোধ করে বিক্ষোভ। পড়ুয়াদের কিছু দাবি মানা হয়েছে, দাবি কলেজ কর্তৃপক্ষের। পরে বিধায়ক দেবাশিস কুমারের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

WB News Live Updates: কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার সিবিআইয়ের

কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র গ্রেফতার । বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই। বিকাশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরই পাকড়াও। অ্যাপোলো হাসপাতাল থেকে বিকাশকে গ্রেফতার করল সিবিআই । গতকালই বিকাশের জামিন খারিজ করে আসানসোলের সিবিআই আদালত। জামিন খারিজ করে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গ্রেফতার হলেও হাসপাতালে চিকিৎসাধীন বিকাশ মিশ্র।

WB News Live Updates: বিএসএফ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে গভীর উদ্বেগপ্রকাশ করে চিঠি রাজ্যপালের

বিএসএফ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে গভীর উদ্বেগপ্রকাশ রাজ্যপালের। উদ্বেগপ্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। বিএসএফের এক্তিয়ার নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিএসএফের এক্তিয়ার ১৫ থেকে ৫০ কিমি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি। বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মুখ্যমন্ত্রীর অবস্থান যুক্তরাষ্ট্রীয় নীতি ও জাতীয় সুরক্ষার জন্য উদ্বেগজনক। মঙ্গলবার গঙ্গারামপুরে মুখ্যমন্ত্রীর মন্তব্য তুলে ধরে চিঠি রাজ্যপালের।

WB News Live Updates: একদিন পর জলপাইগুড়ির মালবাজারে খাঁচাবন্দি হল ভালুক-শাবক

একদিন পর জলপাইগুড়ির মালবাজারে খাঁচাবন্দি হল ভালুক-শাবক। গতকাল মালবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠান বাড়িতে হানা দেয় ভালুকের ছানা। অনুষ্ঠান বাড়ি ফাঁকা থাকলেও, কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।এরপর আজ সকালে বাটাইগোলা এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে ভালুক শাবক। বাড়ি থেকে বেরিয়ে পড়েন বাসিন্দারা। আতঙ্কে ঘুম উড়ে যায় এলাকাবাসীর। প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় ভালুক-ছানাকে খাঁচাবন্দি করেন বন কর্মীরা। ছেড়ে দেওয়া হবে নেওড়া ভ্যালির জঙ্গলে।

WB News Live Updates: "মিঠুনের বলা সংলাপে ভোট পরবর্তী সন্ত্রাসের প্রমাণ নেই", হাইকোর্টে স্বস্তি অভিনেতার

হাইকোর্টে স্বস্তি অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। ভোটে বিজেপির সভায় মিঠুনের সংলাপের পরই সন্ত্রাসের অভিযোগ। মানিকতলা থানায় দায়ের হওয়া এফআইআর খারিজ করল আদালত। "মিঠুনের বলা সংলাপে ভোট পরবর্তী সন্ত্রাসের প্রমাণ নেই। রাজনীতির মঞ্চে মনোরঞ্জনের জন্য অভিনেতারা সংলাপ বলেন। ৭ মার্চ ব্রিগেডের মঞ্চে কেন সংলাপ বলেছিলেন তাও স্পষ্ট করেছেন মিঠুন।" এফআইআর খারিজ করে মন্তব্য বিচারপতি কৌশিক চন্দের।

WB News Live Updates: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরের বেনাচিতি বাজারে তৃণমূলের মিছিলে উত্তেজনা

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরের বেনাচিতি বাজারে তৃণমূলের মিছিলে উত্তেজনা।জেলা সভাপতি ও বিধায়কদের সামনেই হাতাহাতি। দুর্গাপুর পুর-এলাকায় তৃণমূলের পর্যবেক্ষক ও দুর্গাপুর পুরসভার চেয়ারম্যানের দাবি, বিধানসভা ভোটের আগে বিজেপিতে চলে যাওয়া কয়েকজনকে গতকাল দলের মিছিলে হাঁটতে দেখে বাধা দেন তৃণমূল কর্মীরা। তা নিয়েই গন্ডগোল বাধে। যদিও তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, মিছিলে বহিরাগতরা ঢুকে পড়ায় অশান্তির সৃষ্টি হয়। বিজেপির কটাক্ষ, ভোটের আগে যারা লাভের আশায় তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিল, তারাই পুরনো দলে ফেরার চেষ্টা করছে। 

WB News Live Updates: দলীয় প্রার্থীর সমর্থনে বাগবাজারে চায়ে পে চর্চায় সায়ন্তন বসু

কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা। এদিন দলীয় প্রার্থীর সমর্থনে বাগবাজারে চায়ে পে চর্চায় যোগ দেন সায়ন্তন বসু। 

WB News Live Updates: মাঝেরহাট ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে ডায়মন্ড হারবারের এসডিপিও-র গাড়ি

মাঝেরহাট ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে ডায়মন্ড হারবারের এসডিপিও-র গাড়ি। গতকাল রাতে ডায়মন্ড হারবার রোডে এসডিপিও মিঠুন দে-র কনভয়ে পিছন থেকে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। আহত হন ডায়মন্ড হারবারের এসডিপিও। তাঁর গাড়ি ধাক্কা মারে কনভয়ের আরেকটি গাড়িকে। এসডিপিও-র গাড়িকে ধাক্কা মেরে জখম হন অভিযুক্ত গাড়ি চালকও। পুলিশ সূত্রে খবর, তিনি এসবিআইয়ের ম্যানেজার। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: কলকাতা পুরভোটে বিরোধীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

কলকাতা পুরভোটে বিরোধীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ৬৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের অভিযোগ, বালিগঞ্জ এলাকায় তাঁর নামে দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। ৭২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ভবানীপুর এলাকায় ছিঁড়ে ফেলা হয়েছে তাঁর পোস্টার। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

West Bengal News Live: কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সমর্থনে শোভাযাত্রায় ফিরহাদ

কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুনন্দা সরকারের সমর্থনে শোভাযাত্রায় অংশ নিলেন ফিরহাদ হাকিম। এদিন ধামসা-মাদল, মহিলা ঢাকিদের নিয়ে রবীন্দ্র সরণি, বিডন স্ট্রিট এলাকায় চলে বর্ণাঢ্য প্রচার

WB News Live Updates: কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে সায়ন্তন

কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা। এদিন দলীয় প্রার্থীর সমর্থনে বাগবাজারে চায়ে পে চর্চায় যোগ দেন সায়ন্তন বসু। 

West Bengal News Live: জলপাইগুড়ির মালবাজারে অনুষ্ঠান বাড়িতে হানা ভালুকের

এবার জলপাইগুড়ির মালবাজারে ভালুক-আতঙ্ক। গতকাল মালবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠান বাড়িতে হানা দেয় ভালুক। অনুষ্ঠান বাড়ি ফাঁকা থাকলেও, কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আজ সকালে বাটাইগোলা এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে ভালুক। বাড়ি থেকে বেরিয়ে পড়েন বাসিন্দারা। আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। ঘটনাস্থলে যাচ্ছেন বন দফতরের কর্মীরা।

WB News Live Updates: হাওড়ার বাঁকড়ায় লরির ধাক্কায় মৃত্যু যুবকের

লরির ধাক্কায় মৃত্যু এক যুবকের। বৃহস্পতিবার সকালে হাওড়ার বাঁকড়াতে এক যুবক যখন সাইকেল চালিয়ে কাজ করতে যাচ্ছিলেন সেই সময় পিছন থেকে একটি লরি তাঁকে পিষে দেয়। গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরা বন্দি হয়। এরপর লরি চালক লরি নিয়ে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে  চম্পট দেওয়ার চেষ্টা করে। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। 

West Bengal News Live: শেষবার কথা হয়েছিল গতকাল সকালে,সতপাল রাইয়ের প্রয়াণে শোকাহত তাঁর স্ত্রী

শেষবার কথা হয়েছিল গতকাল সকালে, কুন্নুরে রওনা দেওয়ার আগে। দেশের কাজে নিযুক্ত স্বামী সতপাল রাইয়ের প্রয়াণে শোকাহত তাঁর স্ত্রী

WB News Live Updates: সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত মৎস্যজীবী

সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত এক মৎস্যজীবী।সপ্তাহ খানেক এক ঝড়খালি  থেকে তিন মৎসজীবী মাছ,কাঁকড়া ধরতে গিয়েছিলেন।গতকাল সন্ধ্যা নাগাদ  একটি বাঘ মিহির সর্দার নামে ওই মৎস্যজীবীর উপর ঝাঁপিয়ে পড়ে। অপর দুই সঙ্গী লাঠি নিয়ে বাঘের সঙ্গে লড়াই করে তাঁকে উদ্ধার করে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

West Bengal News Live: পুরভোটের প্রচারের প্রস্তুতিতে ফাঁক রাখছেন না পুরনো সৈনিক দেবাশিস কুমার

চড়ছে পুরভোটের পারদ। প্রচারে নেমেছেন কলকাতা পুরসভার ৮৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। কুড়ি বছর ধরে ওই ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। হোমম্যাচে নেমেও প্রস্তুতিতে ফাঁক রাখছেন না পুরনো সৈনিক।

WB News Live Updates: কলকাতায় পুরভোট, সকাল থেকে প্রচারে ডান-বাম সব পক্ষের প্রার্থীরা

১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। সকাল থেকে প্রচারে ডান-বাম সব পক্ষের প্রার্থীরা। সকাল সকাল গড়িয়া এলাকায় প্রচার করেন কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বরাজকুমার মণ্ডলের। 

West Bengal News Live: পথ দুর্ঘটনার কবলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হাতে আঘাত তৃণমূল নেত্রীর

পথ দুর্ঘটনার কবলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভোরে পথ দুর্ঘটনার কবলে রাজ্য তৃণমূল সম্পাদক।বাঁকুড়া জেলা ছেড়ে বেরোনোর পর রাজ বাঁধ এলাকায় দুর্ঘটনা।সায়ন্তিকার গাড়িতে ধাক্কা ১২ চাকার লরির। হাতে গুরুতর আঘাত পেয়েছেন নেত্রী, গাড়ির ব্যাপক ক্ষতি ।কলকাতায় না গিয়ে বাঁকুড়ায় ফিরে এসেছেন সায়ন্তিক

WB News Live Updates: সাইবার-অপরাধের নতুন কৌশল,মোবাইল ফোন হ্যাক করে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ

সাইবার-অপরাধের নতুন কৌশল। টাকা হাতাতে মোবাইল ফোন হ্যাক করে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ। টাকা না খোয়ালেও, প্রতারকদের ফাঁদে সোনারপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা প্রিয়ঙ্কা মণ্ডল। অভিযোগ, সপ্তাহতিনেক আগে তাঁর মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক আসে। লিঙ্কে ক্লিক করতেই তাঁর মোবাইল ফোনের যাবতীয় তথ্য প্রতারকদের কাছে চলে যায়। সেই সমস্ত তথ্য অভিযোগকারিণীর কাছে পাঠিয়ে, ব্ল্যাকমেল করে টাকা চাওয়া শুরু হয়।এমনকি, অভিযোগকারিণীর আত্মীয়দের কাছেও একইরকমভাবে ফোন করে প্রতারকরা টাকা চায় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রতারকরা ভিনরাজ্য থেকে ফাঁদ পেতেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

West Bengal News Live: জলপাইগুড়ি শহরে এখনও ভালুক-আতঙ্ক

জলপাইগুড়ি শহরে এখনও ভালুক-আতঙ্ক। প্রাতর্ভ্রমণে জারি হল নিষেধাজ্ঞা। ভালুক ধরতে শহরের ৮ নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট সংলগ্ন এলাকায় পাতা হয়েছে খাঁচা। প্রস্তুত রয়েছে ঐরাবত ভ্যান।


 

WB News Live Updates: ভাটপাড়ায় সিআইডির বম্ব স্কোয়াডের তৎপরতায় নিষ্ক্রিয় ৩০ টি তাজা বোমা

ভাটপাড়া থানার উদ্যোগে সিআইডির বম্ব স্কোয়াডের তৎপরতায় ৩০ টি তাজা বোমা নিষ্ক্রিয় করা হল। পুলিশ সূত্রে খবর, তল্লাশির সময় বোমাগুলি কাঁকিনাড়ার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়।

West Bengal News Live: আসানসোলের মূর্গাশোলে কোচিং সেন্টারে শ্যুটআউট, গুলিবিদ্ধ হলেন এক শিক্ষক

আসানসোলের মূর্গাশোলে কোচিং সেন্টারে শ্যুটআউট। গুলিবিদ্ধ হলেন এক শিক্ষক।  আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। কী কারণে চলল গুলি খতিয়ে দেখছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

WB News Live Updates: কাঁকসার ১১ মাইলে হেরোইন সহ গ্রেফতার ১

কাঁকসার ১১ মাইলে হেরোইন সহ গ্রেফতার ১।  গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে প্রায় ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।

West Bengal News Live: বালাপোষ তৈরীর কারখানায় আগুন,কয়েক লক্ষ টাকার সামগ্রী ও মেশিনপত্র পুড়ে ছাই

পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘীতে বালাপোষ তৈরীর কারখানায় ভয়াবহ আগুন। কয়েক লক্ষ টাকার সামগ্রী ও কারখানার মেশিনপত্র পুড়ে ছাই। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

WB News Live Updates:জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় দার্জিলিঙের সেনার মৃত্যু

জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় দার্জিলিঙের সেনার মৃত্যু। জেনারেল বিপিন রাওয়াতের ব্যক্তিগত রক্ষী ছিলেন দার্জিলিঙের তাকদার বাসিন্দা সৎপাল রাই। পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে  ট্যুইট দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত।

প্রেক্ষাপট

কলকাতা: কপ্টার দুর্ঘটনায় জেনারেল রাওয়াতের (General Bipin Rawat) সঙ্গে দার্জিলিঙের (Darjeeling) জওয়ানের মৃত্যু। সিডিএসের ব্যক্তিগত রক্ষীর পরিবারকে শেষশ্রদ্ধা, ট্যুইট বিজেপি সাংসদের। 


রাজ্যে সরকারি চাকরি পেতে গেলে বাংলা জানা জরুরি। না হলে সমস্যা হয়। স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার। মালদায় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
‘চাকরি পেতে বাংলা’


এবার রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজভবনে ডাকলেন রাজ্যপাল। এক্তিয়ার নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর। ওমিক্রনের জেরে অনলাইনে পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে।


 স্বাস্থ্য পরীক্ষার পরে সুন্দরবনের ধূলিভাষানিয়ার জঙ্গলে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগার।


বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রর জামিন খারিজ করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। তাঁর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করল আদালত। বিকাশ মিশ্রকে যেন সিবিআইকে না জানিয়ে হাসপাতাল থেকে ছাড়া না হয়, এই মর্মে অ্যাপোলো হাসপাতালকে চিঠি পাঠানো হয়েছে, খবর সিবিআই সূত্রে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.