কলকাতা: যোগীরাজ্যে ‘হেনস্থা’র শিকার পশ্চিমবঙ্গ পুলিশকর্মীরা। এক অভিযুক্তকে গ্রেফতার করতে উত্তরপ্রদেশে  গিয়ে  পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিকদের  হেনস্থার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। এক  বিজেপি যুব মোর্চা নেতাকে গ্রেফতার করতে গিয়েছিলেন পুলিশ কর্মীরা।


 ওই নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ । সেই সঙ্গে  হত্যাকারীকে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও বলেন তিনি। চার বছর আগে যুব মোর্চা নেতা এই হুমকি দেন বলে অভিযোগ। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। গতকাল ওই নেতাকে ধরতে তাঁর আলিগড়ের বাড়িতে যায় রাজ্য পুলিশ। সেই সময়  ওই পুলিশকর্মীদের বাড়িতে আটকে রেখে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ। পরে সেখানে পৌঁছয় উত্তরপ্রদেশ পুলিশ।  আটকে থাকা পশ্চিমবঙ্গ পুলিশকর্মীদের উদ্ধার করে উত্তরপ্রদেশে পুলিশ।ওই বিজেপি যুব মোর্চা নেতাকে গ্রেফতার করা যায়নি।


উল্লেখ্য,  বীরভূমের বোলপুরে ২০১৭- এ ওই বিজেপি যুব মোর্চা নেতার বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছিল। এরপর ঘটনার তদন্ত শুরু করেছিল সিআইডি।  এর আগেও পুলিশ গিয়েছিল অভিযুক্ত নেতাকে ধরতে।  কিন্তু তখনও খালি হাতে ফিরতে হয়েছিল। গতকাল সিআইডি-র চারজনের আধিকারিকের একটি দল উত্তরপ্রদেশের গাঁধী পার্ক থানার পুলিশকে নিয়ে যুব মোর্চার বাড়িতে যায়। কিন্তু সেখানে তাঁদের ওই যুব নেতার সমর্থকরা ঘিরে ফেলে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। তাঁদের  বাড়িতে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে। সেখান থেকে তাঁদের দিল্লিতে ফিরে এসেছেন বলে  জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে গাঁধী পার্ক থানার পুলিশ।