বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: দীনেশ ত্রিবেদীর ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী ২৯ জুলাই। ৯ অগাস্ট ভোটগ্রহণ। তবে মানস ভুঁইয়ার ছাড়া রাজ্যসভার আসনে কবে ভোট, তা এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।


রাজ্যে ৭ বিধানসভা আসনে উপনির্বাচন কবে হবে, তা এখনও ঠিক হয়নি। বৃহস্পতিবার এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে দরবার করেছে তৃণমূল। এরইমধ্যে বাংলা থেকে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন।


আগামী ৯ অগাস্ট, রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর ছেড়ে দেওয়া আসনে হবে উপনির্বাচন।বিধানসভা ভোটের মুখে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে দীনেশ ত্রিবেদী যোগ দেন বিজেপিতে।তবে তাঁর ছাড়া রাজ্যসভার আসনে নির্বাচনের দিন ঘোষণা হলেও বিধানসভায় নির্বাচিত হওয়া মানস ভুঁইয়ার ছাড়া রাজ্যসভার আসনে কবে ভোট হবে - তা এখনও জানায়নি নির্বাচন কমিশন। 
যা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল। তাদের প্রশ্ন, বিজেপির হার নিশ্চিত বলেই কি একসঙ্গে দু’টি আসনে না করে, ধাপে ধাপে রাজ্যসভার ভোট করানো হচ্ছে?


রাজ্যসভায় খালি হওয়া দু’টি আসনই তৃণমূলের।বর্তমানে তৃণমূলের বিধায়ক সংখ্যা ২১৩।বিজেপির ৭৭।তাই অঙ্কের নিরিখে ভোটাভুটিতে দু’টি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত। এই প্রেক্ষিতে প্রশ্ন হল, বিজেপি কি রাজ্যসভার ভোটে প্রার্থী দেবে? 


নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী,২৯ জুলাই পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে।মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২ অগস্ট। ৯ অগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য বিধানসভায় চলবে ভোটদান। ওইদিনই বিকেল ৫টার পর গণনা এবং ফল প্রকাশ। জয়ী প্রার্থী ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত সাংসদ পদে থাকবেন।


উল্লেখ্য, ভবানীপুর, খড়দা সহ সাত আসনে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। এই আসনগুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর। এই দুই আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রাখা হয়েছিল।