রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২,৯৭৪, মৃত ৫৫, সুস্থতার হার বেড়ে ৮০ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Aug 2020 10:54 PM (IST)
একদিনে সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ফের শীর্ষে কলকাতা, একদিনে সংক্রমিত ৫৫৪, মৃত ১৯।
কলকাতা: রাজ্যে একদিনে বাড়ল করোনা আক্রান্ত, কমল মৃত্যু।রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৯৭৪।রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত ৫৫।রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার বেড়ে ৮০শতাংশ । একদিনে সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ফের শীর্ষে কলকাতা, একদিনে সংক্রমিত ৫৫৪, মৃত ১৯।উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৫১২, মৃত ১০। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১,৪৭,৭৭৫। সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৬,৯৫৪। মৃতের সংখ্যা ২,৯৬৪।