সঞ্চয়ন মিত্র, কলকাতা: বছরের শুরুতে শীতের দাপুটে ইনিংস শুরু। বর্ষশেষে তেমন ঠান্ডা না থাকলেও বঙ্গে আজ শীতের দাপট বাড়ল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম।
দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি কাঁপছে কনকনে ঠান্ডায়। সেখানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশের পথে বাঁধা পেলেও, বর্তমান সময়ে সেই পরিস্থিতি কেটে গিয়ে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে বাংলার দিকে। যার কারণে ফের আরও একবার চড়তে পারে তাপমাত্রার পারদ।
বছরের শুরুতেই রাজ্যে ফিরেছে শীত। জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। পশ্চিমাঞ্চল জুড়ে ১০ ডিগ্রির কাছাকাছি পারদ। তরাই-ডুয়ার্সে পারদ নেমেছে ১০ ডিগ্রির নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীতের স্থিতাবস্থা বজায় থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipur ) পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী দু’তিনদিনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। আরও নামবে পারদ। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বেশকিছুটা বদলে যাবে বাংলার আবহাওয়া। ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে একধাক্কায় বেশকিছুটা বাড়বে তাপমাত্রার পারদ এবং দেখা দিতে পারে বৃষ্টি।
হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার অবধি বাংলার উত্তরের এবং দক্ষিণের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে । কিন্তু তারপর থেকেই বদলে যাবে আবহাওয়া। চড়বে তাপমাত্রার পারদ এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে।