কলকাতা: ধেয়ে আসছে বৃষ্টির অসুর।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,অষ্টমীর দিন কলকাতা সহ রাজ্যের উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  নবমীতেও বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী জেলাগুলিতে। দশমীতেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।


 আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী, নবমীতে বৃষ্টি বাড়বে। রাজ্যের উপকূলের জেলাগুলি ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে।


 দশমীর দিনও বৃষ্টির বিরাম নেই। বরং দশমীতে দিনভর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই ৭ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতেও বজ্রবিদুত্‍ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। 


আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়   জানিয়েছিলেন যে, পুজোর উত্‍সবে এই বৃষ্টির ভ্রুকুটির কারণ নিম্নচাপ।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ অক্টোবর, আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ।  ১৫ অক্টোবর তা দক্ষিণ ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছে পৌঁছোবে।  এর জেরে ১৩ অক্টোবর থেকেই উপকূলের জেলাগুলিতে শুরু হয়ে যাবে বৃষ্টি।  তবে উত্তরবঙ্গে আবহাওয়া ভাল থাকবে। সেখানে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। অষ্টমী থেকে কলকাতা-সহ ৭ জেলায় বৃষ্টির আশঙ্কা। নবমীতে উপকূলবর্তী জেলায় বাড়বে বৃষ্টি।


বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই তা পুজোর আনন্দে জল ফেলবে। উৎসবে সামিল হতে গত কয়েকদিন ধরেই চলছে মণ্ডপে মণ্ডপে ভিড়। পুজো শুরু হওয়ার আগে থেকেই উৎসবের আনন্দে সামিল হয়েছেন আট থেকে আশি। 


আজ সপ্তমী৷  লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারে দুর্গার বাপের বাড়িতে আসার দিন। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপাচারে শুরু সপ্তমীর পুজো। গ্রাম থেকে শহর-উৎসবের আনন্দে মাতোয়ারা সারা বাংলা।